"Serial No","Question","Correct Answer","Wrong Option 1","Wrong Option 2","Wrong Option 3","Explanation" "1","দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ১২ ও ১৬০। একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত?","খ) ২৪","ক) ২০","গ) ৩০","ঘ) ৩৬" "2","সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরামচিহ্ন বসে?","গ) কমা","ক) কোলন","খ) সেমিলোলন","ঘ) বিন্দু" "3","log82 = কত?","ঘ) 1/3","ক) 1","খ) 1/2","গ) 2/3" "4","কোনটি Present Perfect tense - এর উদাহরণ?","গ) I have had the news.","ক) I had the news.","খ) I shall have the news","ঘ) I have the news." "5","'সংলাপ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?","খ) সম্ + লাপ","ক) সমঃ + লাপ","গ) সং + লাপ","ঘ) সং + আলাপ" "6","“আকাশে চাঁদ উঠেছে”- এখানে 'আকাশে' কোন কারকে কোন বিভক্তি?","ক) অধিকরণে সপ্তমী","খ) সম্প্রদানে চতুর্থী","গ) করণে ষষ্ঠী","ঘ) কর্মে শুন্য" "7","রূপান্তরীত পাতার উদাহরণ কোনটি?","খ) আকর্ষী","ক) নারিকেল পাতা","গ) জবা পাতা","ঘ) গোল পাতা" "8","Synonym for 'Magnificent'?","খ) Splendid","ক) Impressive","গ) Beautiful","ঘ) Interesting" "9","'তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না' কোন ধরনের বাক্য?","ক) যৌগিক","খ) জটিল","গ) সরল","ঘ) খন্ড" "10","I would like _______ information, please.","ক) some","খ) few","গ) a","ঘ) an" "11","A burning question means-","খ) an important question","ক) a false question","গ) Hard question","ঘ) a uncommon question" "12","৮০, ৯৬, ____, ১২৮ শূন্য স্থানের সংখ্যাটি কত হবে?","গ) ১১২","ক) ১২০","খ) ৬৪","ঘ) ৮৮" "13","একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি-","খ) ৯","ক) ৬","গ) ১২","ঘ) ৮৮" "14","বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে-","খ) পরিবর্তিত হয় না","ক) ৬ গুণ বৃদ্ধি পায়","গ) হ্রাস পায়","ঘ) পরিবর্তত হয়" "15","'কাজলকালো' - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?","ক) কাজলের ন্যায় কালো","খ) কাজল ও কালো","গ) কাজল রুপ কালো","ঘ) কালো ও কাজল" "16","জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কী বলে?","ঘ) সম্মুখ-স্বরধ্বনি","ক) নিম্ন-স্বরধ্বনি","খ) অগ্র-স্বরধ্বনি","গ) জিভ- স্বরধ্বনি" "17","Which one is a Reflexive Pronoun?","ক) Myself","খ) Who","গ) He","ঘ) Each" "18","Bottom line means -","গ) the essential point","ক) the end of a road","খ) the last line of a book","ঘ) the final step" "19","What is the noun of 'deny'?","ঘ) Denial","ক) Deny","খ) Deniable","গ) Refuse" "20","'বিনা যত্নে উৎপন্ন হয় যা' - এর বাক্য সংকোচন কী?","গ) অযত্নলব্ধ","ক) অযত্নলব্ধ","খ) অনায়াসলব্ধ","ঘ) অযত্নজাত" "21","তালব্য বর্ণ কোনগুলি?","খ) ই, জ, ঞ, য়","ক) স, ও, ঘ, ত","গ) খ, উ, ম, ল","ঘ) র,ড়, ঢ়,ভ" "22","Which one is always used as singular?","ঘ) Bread","ক) Custom","খ) Staff","গ) Horse" "23","৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ :৭ হবে?","ক) ৮০","খ) ৯০","গ) ৯৮","ঘ) ৭০" "24","Kamal did not join the army. Here the word 'Army ' is-","গ) a collective noun","ক) an abstract noun","খ) a common noun","ঘ) a material noun" "25","The study of religion is -","গ) Theology","ক) Phonology","খ) Etymology","ঘ) Morphology" "26","নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?","ক) ২০০","খ) ২২০","গ) ৩০০","ঘ) ১৬০" "27","'গরিবের জন্য বড়লোকের দরজাটা মাছের মায়ের পুত্রশোকের মতোই'- এ বাক্যে 'মাছের মায়ের পুত্রশোক' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?","গ) মিথ্যা শোক","ক) শোকে পাথর","খ) নিষ্ঠুর","ঘ) মমত্ববোধ" "28","'রিকেট্স' কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?","গ) ভিটামিন -ডি","ক) ভিটামিন -বি","খ) ভিটামিন -ই","ঘ) ভিটামিন -এ" "29","Let the book be read by you বাক্যের active form হচ্ছে-","ক) Read the book","খ) You are to read the book","গ) Let read the book by you.","ঘ) Let the book be reading by you." "30","কোন বানানটি শুদ্ধ?","ক) কনিষ্ঠ","খ) কণিষ্ঠ","গ) কনিষ্ট","ঘ) কণিষ্ট" "31","'মা খোকাকে চাঁদ দেখাচ্ছে' এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া?","ঘ) প্রযোজক","ক) অসমাপিকা","খ) সমাপিকা","গ) দ্বিকর্মক" "32","'বাহাদুর শাহ পার্ক' কোথায় অবস্থিত?","ক) ঢাকায়","খ) দিল্লীতে","গ) আগ্রায়","ঘ) রাজশাহীতে" "33","বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-","ঘ) ১৯৭১ সালের ১০ এপ্রিল","ক) ১৯৭১ সালের ২৫ মার্চ","খ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর","গ) ১৯৭১ সালের ২৬ মার্চ" "34","'ঢেউ' এর প্রতিশব্দ কোনটি?","খ) বীচি","ক) তটিনী","গ) বারিধি","ঘ) উর্মি" "35","I _______ him only one letter up to now.","খ) have sent","ক) sent","গ) shall send","ঘ) had sent" "36","বার্ষিক ১০% মুনাফায় ৮০০০/- টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে-","১০৬৪৮ (সঠিক উত্তর অপশনে নেই)","ক) ১৫৫০০","খ) ১০৮০০","গ) ১০৬৮০" "37","কোন বানানটি শুদ্ধ?","ক) parallel","খ) paralell","গ) paralel","ঘ) parelel" "38","কোন দেশটি Schengen ভুক্ত নয়?","ঘ) ব্রিটেন","ক) নেদারল্যান্ড","খ) সুইডেন","গ) ফিনল্যান্ড" "39","বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?","ঘ) চট্রগ্রাম","ক) নারায়ণগঞ্জ","খ) খুলনা","গ) ঢাকা" "40","‘একেই কি বলে সভ্যতা’ গ্রন্থটির রচয়িতা কে?","গ) মাইকেল মধুসূদন দত্ত","ক) টেকচাঁদ ঠাকুর","খ) মীর মশাররফ হোসেন","ঘ) কাজী নজরুল ইসলাম" "41","কোনটি খাঁটি বাংলা উপসর্গ?","গ) ইতি","ক) অব","খ) অতি","ঘ) পরি" "42","a = √3 + √2 হলে, a3 + 3a+ 3a-1 + a-3 এর মান কত?","খ) 24√3","ক) 18√3","গ) 18√2","ঘ) 16√2" "43","আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে?","খ) ৮ সেপ্টম্বর","ক) ৯ আগস্ট","গ) ১০ সেপ্টেম্বর","ঘ) ৬ আগস্ট" "44","শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?","গ) ২৫%","ক) ২০%","খ) ১৫%","ঘ) ৩০%" "45","x2 − 3x − 2 কে x +1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?","খ) 2","ক) 0","গ) 6","ঘ) 4" "46","দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর-","ঘ) সম্পূরক কোণ","ক) বিপ্রতীপ কোণ","খ) সন্নিহিত কোণ","গ) পূরক কোণ" "47","রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান?","ঘ) ৫২","ক) ৫৭","খ) ৬১","গ) ৫৫" "48","পুত্রজায়া হলো-","খ) মালেয়েশিয়ার প্রশাসনিক রাজধানী","ক) মালাউই - এর রাজধানী","গ) মালির রাজধানী","ঘ) মালদ্বীপের রাজধানী" "49","৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ :২ হবে?","ঘ) ৬০","ক) ৭০","খ) ৪০","গ) ৫০" "50","একটি বোতলে আমের জুসের পরিমাণ ৩৫০ মি.লি.। ২৪ টি বোতলে জুসের পরিমাণ কত লিটার?","গ) ৮.৪","ক) ৬.৪","খ) ৭.৪","ঘ) ৯.৪" "51","He addressed Mr. Rahman and wished him good morning. বাক্যটির direct speech হবে-","ক) He said, ''Good morning, Mr. Rahman''.","খ) He said, ''Good morning to Mr. Rahman''.","গ) He bade good morning to Mr. Rahman.","ঘ) He said to Mr. Rahman, ''Good morning''." "52","কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?","ক) চালবাজ","খ) কানকাটা","গ) বেআক্কেল","ঘ) দিগগজ" "53","বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়?","গ) ১৯৯৭","ক) ১৯৯৫","খ) ১৯৯৬","ঘ) ১৯৯৮" "54","x+1/x = 2 হয়, তাহলে x এর মান কত?","ঘ) 1","ক) 1/2","খ) 1/4","গ) 2" "55","‘নদীটি উত্তরমুখে প্রবাহিত'- এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে?","গ) দিক","ক) মর্যাদা","খ) প্রত্যঙ্গ বিশেষ","ঘ) তিরস্কার" "56","কোন কোনটি শুদ্ধ বাক্য?","খ) তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি","ক) তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি","গ) তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি","ঘ) তার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি" "57","১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?","ঘ) ঢাকার রেসকোর্স ময়দানে","ক) ঢাকার প্রেসিডেন্ট ভবন","খ) পার্লামেন্ট ভবনে","গ) ঢাকার রমনা পার্ক" "58","দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?","ঘ) কখনই নয়","ক) ২০০","খ) ৪০০","গ) ৬০০" "59","৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে?","ক) ৪০০","খ) ৪৫০","গ) ৫০০","ঘ) ৫৫০" "60","কোনটি 'তদ্ভব' শব্দ?","খ) চাঁদ","ক) সূর্য","গ) চন্দ্র","ঘ) গগন" "61","কোন ভিটামিনের অভাবে 'রাতকানা' রোগ হয়?","ঘ) ভিটামিন -এ","ক) ভিটামিন -ডি","খ) ভিটামিন বি কমপ্লেক্স","গ) ভিটামিন -সি" "62","Karim as well as Rahim _______ praise.","খ) deserves","ক) deserve","গ) are deserving","ঘ) is deserving" "63","কোন বানানটি শুদ্ধ?","ক) রীতিনীতি","খ) রীতিনিতি","গ) রিতীনীতি","ঘ) রিতীনিতী" "64","The child cried for _______ mother.","ক) its","খ) none","গ) his","ঘ) her" "65","১০২৪ এর বর্গমূল কত?","গ) ৩২","ক) ৫২","খ) ৪২","ঘ) ২২" "66","'Ensure 'means -","গ) Make certain","ক) Encourage","খ) Profuse","ঘ) Make progress" "67","বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরনের?","ক) মন্ত্রিপরিষদ শাসিত","খ) রাষ্ট্রপতি শাসতি","গ) ফেডারেল সরকার","ঘ) লিবারেল সরকার" "68","'পোড়ামাটি-নীতি' কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?","ঘ) পাকিস্তান সেনাবাহিনী","ক) পাকিস্তান বিমানবাহিনী","খ) ভারত সেনাবাহিনী","গ) পাক-ভারত বাহিনী" "69","জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?","গ) নিউইয়র্ক","ক) লন্ডন","খ) ওয়াশিংটন","ঘ) প্যারিস" "70","At home এর অর্থ হচ্ছে-","গ) familiar with","ক) one who has lost home","খ) try to make a home","ঘ) home made of bricks" "71","কোনটি সঠিক বানান?","ক) সৌজন্য","খ) সৌজন্নতা","গ) শৌজন্য","ঘ) সৌজন্নতা" "72","ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর?","ক) গঙ্গা","খ) পদ্মা","গ) যমুনা","ঘ) তিস্তা" "73","আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত?","ক) ফিলিপাইন","খ) শ্রীলংকা","গ) ভিয়েতনাম","ঘ) জাপান" "74","'Black and Blue’ অর্থ কী?","গ) উত্তম মধ্যম","ক) ধূসর","খ) কাল ও নীল","ঘ) রঙ্গীন" "75","পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়-","ঘ) মাধ্যাকর্ষণ","ক) মহাকর্ষ","খ) ত্বরণ","গ) অভিযোজন" "76","SDGs লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে?","ঘ) ২০৩০ সাল","ক) ২০৪৫ সাল","খ) ২০৫০ সাল","গ) ২০৩৫ সাল" "77","2 + 4 + 8+16 + --- ধারাটির কততম পদের মান 128?","গ) 7","ক) 5","খ) 5","ঘ) 6" "78","মনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। মনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?","খ) ७২ টাকা","ক) ৮০ টাকা","গ) ৭৫ টাকা","ঘ) ৭৮ টাকা" "79","কোন বানানটি শুদ্ধ?","ক) Remittance","খ) Remmitence","গ) Remittence","ঘ) Remettrance" "80","ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেয়া আছে। ১ম তিনটির যোগফল ২৭ হলে শেষ ৩ টি যোগফল কত?","ক) ৩৬","খ) ৩৩","গ) ৩২","ঘ) ৩০"