ক) 7p
খ) 8 - 7p
গ) 7p - 8
ঘ) p - 4
গ) 7p - 8
সমাধান:
7p2 - p - 8
= 7p2 + 7p - 8p - 8
= 7p(p + 1) - 8(p + 1)
= (p + 1) (7p - 8)
ক) লাফ প্রদান করল
খ) লাফ দিল
গ) লম্ফ দিল
ঘ) লম্ফ প্রদান করল
খ) লাফ দিল
আরো কিছু গুরুত্বপূর্ণ সাধুরীতির চলিত রূপ:
• হাঁটিতে- হাঁটতে
• শুইয়াছে- শুয়েছে,
• জুতা- জুতো,
• শুকনা- শুকনো
• পরিহরি- পরিহার করে
• ভ্রমে- ভ্রমণ করে
• ল্ভিয়া- লাভ করে।
উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
ক) 60
খ) 30
গ) 20
ঘ) 40
গ) 20
সমাধান:
দেওয়া আছে,
x + y = 12 ..........…… (1)
x - y = 8 ..........……. (2)
(1) + (2) নং হতে পাই,
2x = 20
∴ x = 10
x এর মান (1) নং বসিয়ে পাই,
10 + y = 12
∴ y = 2
∴ xy = 10 × 2 = 20
ক) pronoun
খ) both noun and adjective
গ) noun
ঘ) adjective
খ) both noun and adjective
American (noun) : আমেরিকার অধিবাসী।
Example Sentence : The President's speech began with the words “My fellow Americans…”.
American (adjective) : আমেরিকা সম্বন্ধীয়।
Example Sentence : American people are arrogant.
Source : Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
ক) ভাগফলের সমান
খ) গড়ের সমান
গ) কোনোটিই নয়
ঘ) গুণফলের সমান
গ) কোনোটিই নয়
সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু × গ.সা.গু) = সংখ্যা দুটির গুণফল
∴ সঠিক উত্তর কোনটিই নয়।
ক) টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
খ) বৈদ্যুতিক লাইনের সংযোগ সাধন হয়
গ) টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
ঘ) ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
গ) টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
• মডেম:
-মডেম হলো একধরনের হার্ডওয়্যার নেটওয়ার্ক ডিভাইস যা একটি কম্পিউটার স্যাটেলাইট বা টেলিফোন লাইনে ডেটা ট্রান্সমিশন এর কাজ করে।
- এর সাহায্যে ডিজিটাল ডাটাকে অ্যানালগ ও অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটায় পরিবর্তন করা যায়।
- মডেম একটি ইনপুট আউটপুট ডিভাইস।
- কম্পিউটারের সাথে এটি যুক্ত হলে ইন্টারনেট সংযোগ স্থাপিত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ ও দ্বাদশ শ্রেণি।
ক) for
খ) with
গ) to
ঘ) of
ঘ) of
Confident of : আশাবাদী।
Example sentence : I am confident of my success.
Source : Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
ক) দিনাজপুর
খ) নীলফামারী
গ) কুড়িগ্রাম
ঘ) লালমনিরহাট
ঘ) লালমনিরহাট
• দহগ্রাম ছিটমহল:
- লালমনিরহাটকে ছিটমহলবেষ্টিত জেলা বলা যায়।
- এ জেলায় ৩৩ টি ছিটমহল রয়েছে।
- এ জেলার বৃহত্তম ছিটমহল দুটি হচ্ছে দহগ্রাম ও আঙ্গরপোতা।
- তিন বিঘা করিডরের মাধ্যমে এই দুই ছিটমহলকে মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।
উৎস: বাংলাপিডিয়া
ক) ২৮০°
খ) ২৯০°
গ) ৩৬০°
ঘ) ২৪০°
গ) ৩৬০°
সমাধান:

আমরা জানি, যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + z = 180° = এক সরলকোণ
প্রাপ্ত বহি:স্থ কোণগুলো যথাক্রমে (180° - x), (180° - y), (180° - z)
∴ বহি:স্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
ক) A very costly and troublesome possession
খ) A precious and rare possession
গ) An elephant of white colour
ঘ) A big elephant
ক) A very costly and troublesome possession
White Elephant (a costly unprofitable undertaking) : At last the department proved to be a white elephant.
Source : Applied English Grammar & Composition by P. C. Das.
ক) বন্দে আলী মিয়া
খ) গোলাম মোস্তফা
গ) সুফিয়া কামাল
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো :
- জননী,
- পুতুল নাচের ইতিকথা,
- সহরতলী,
- অহিংসা,
- পদ্মা নদীর মাঝি,
- সোনার চেয়ে দামী,
- আরোগ্য।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
ক) The man appears to be stronger than other living men.
খ) The man appears to be stronger than may living man
গ) The man appears to be stronger than all other living men.
ঘ) The man appears to be stronger than any other living man.
প্রশ্নটি বাতিল করা হয়েছে
• Sentence টি comparative degree তে আছে।
- Comparative degree তে সবচেয়ে বড় বুঝাতে than any other বা than all other ব্যবহৃত হয়।
- Than all other এরপর plural noun বসে এবং than any other এর পর singular noun বসে।
- তাই নিয়মানুযায়ী, The man appears to be stronger than all other living men (all other এরপর plural men বসেছে) এবং The man appears to be stronger than any other living man (than any other এরপর singular man বসেছে) এই দুইটি বাক্যই সঠিক।
Source : Applied English Grammar & Composition by P. C. Das.
ক) আঙ্গিনা মসজিদ
খ) কার্জন হল
গ) লালবাগ কেল্লা
ঘ) জাতীয় সংসদ
খ) কার্জন হল
• কার্জন হল:
- কার্জন হল তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জনের নামানুসারে এ ভবনটি টাউন হল হিসেবে নির্মিত হয়েছিল।
- ১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি ভাইসরয় লর্ড কার্জন ঢাকায় এসে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন।
- ১৯০৮ সালে এর নির্মাণকাজ শেষ হয়।
উৎসঃ বাংলাপিডিয়া এবং ঢাকা জেলার ওয়েবসাইট।
ক) মনি + ঈষা
খ) মনস + ঈষা
গ) মনঃ + ঈষা
ঘ) মনী + ইষা
খ) মনস + ঈষা
• মনীষা একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
নিপাতনে সিদ্ধ সন্ধি
কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
নিচে কতগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেয়া হলো:
- পর্ + পর = পরস্পর
- আ + চর্য = আশ্চর্য,
- গাে + পদ = গােষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = ষােড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক + দশ = একাদশ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
ক) ৪৬ টাকা
খ) ৪০ টাকা
গ) কোনোটিই নয়
ঘ) ৪৯ টাকা
ক) ৪৬ টাকা
সমাধান:
মনে করি,
কলমের মূল্য = x টাকা এবং
বইয়ের মূল্য = (৯৫ - x) টাকা
প্রশ্নমতে,
x + ১৫ = ২ {(৯৫ - x) - ১৪}
বা, x + ১৫ = ১৯০ - ২x - ২৮
বা, x + ২x = ১৬২ - ১৫
বা, ৩x = ১৪৭
বা, x = ১৪৭/৩
∴ x = ৪৯
∴ বইটির মূল্য = (৯৫ - ৪৯) টাকা
= ৪৬ টাকা
ক) জগদীশপুর
খ) কামারপুর
গ) গোপালপুর
ঘ) দরিরামপুর
ঘ) দরিরামপুর
- চা-রুটির দোকানে চাকরি করার সময় আসানসোলের দারোগা রফিজউল্লার সঙ্গে নজরুলের পরিচয় হয়
এবং তাঁর সুবাদেই নজরুল ১৯১৪ সালে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হন।
- এক বছর পর তিনি পুনরায় নিজের গ্রামে ফিরে যান এবং ১৯১৫ সালে আবার রানীগঞ্জ সিয়ারসোল রাজস্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হন।
- এ স্কুলে নজরুল ১৯১৫-১৭ সালে একটানা অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেন।
- প্রিটেস্ট পরীক্ষার সময় ১৯১৭ সালের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন।
উৎস: বাংলাপিডিয়া
ক) হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
খ) তিব্বতের মানস সরোবর
গ) সিকিমের পার্বত্য অঞ্চল
ঘ) লুসাই পাহাড়
গ) সিকিমের পার্বত্য অঞ্চল
- ভারতের সিকিমের পাবর্ত্য অঞ্চলে তিস্তা নদী উৎপত্তি হয়েছে।
- এরপর অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা দিয়ে প্রবেশ করেছে।
- তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য প্রায় ১৭৭ কিলেমিটার এবং চওড়া ৩০০ থেকে ৫৫০ মিটার।
- এ নদীতে তিস্তা ব্যারেজ নির্মাণ করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ক) ৩৬
খ) ৯
গ) ১৬
ঘ) ২৫
ক) ৩৬
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
শর্তমতে,
√ক + ১০ = (৪)২
বা, √ক + ১০ = ১৬
বা, √ক = ১৬ - ১০
বা, √ক = ৬
বা, (√ক)২ = (৬)২
∴ ক = ৩৬
∴ নির্ণেয় সংখ্যা ৩৬
ক) were
খ) is
গ) have
ঘ) was
ঘ) was
- তাই singular verb 'was' বসেছে।
ক) Someone
খ) Somebody
গ) Someday
ঘ) Something
গ) Someday
Adverb : Adverb noun/pronoun ছাড়া অন্য যেকোনো parts of speech অথবা পুরো sentence কে modify করে।
Example - Someday we'll buy a house.
Source : Applied English Grammar & Composition by P. C. Das.
ক) বিটপী
খ) শিখরী
গ) বনানী
ঘ) পাদপ
গ) বনানী
'বনানী' হলো বন শব্দের সমার্থক শব্দ।
বৃক্ষ শব্দের সমার্থক শব্দ:
হলো গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
বন- শব্দের সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি অভিধান।
ক) ১৬ ডিসেম্বর ১৯৭১
খ) ২৫ মার্চ ১৯৭১
গ) ১৪ ডিসেম্বর ১৯৭১
ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
গ) ১৪ ডিসেম্বর ১৯৭১
- ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় দুই শতেরও বেশি বুদ্ধিজীবীকে তাঁদের বাড়ি থেকে তুলে নেয়া হয়।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে বাঙালি বুদ্ধিজীবী নিধন ইতিহাসের নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ।
উৎস: বাংলাপিডিয়া
ক) ২০ জোড়া
খ) ২৪ জোড়া
গ) ৩৯ জোড়া
ঘ) ২৩ জোড়া
ঘ) ২৩ জোড়া
- এ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম।
- অটোজোম দেহের নানা প্রকার গঠন প্রণালি ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। লিঙ্গ নির্ধারণে এদের কোনও ভূমিকা নেই।
- অপর এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম।
- সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ধারণ করে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম।
- লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়াকে X এবং Y নামে চিহ্নিত করা হয়।
উৎস: জীববিজ্ঞান-২য় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ক) Airport is a busy place.
খ) Airport is busy place.
গ) The Airport is a busy place.
ঘ) The Airport is busy place.
গ) The Airport is a busy place.
- Airport-কে নির্দিষ্ট করে বুঝানো হচ্ছে বিধায় এর পূর্বে 'the' বসবে।
- Place দ্বারা স্থান বুঝানো হচ্ছে তাই এর পূর্বে 'a' বসবে।
Source : Applied English Grammar & Composition by P. C. Das.
ক) প্রজ্ঞাবান
খ) বুদ্ধিমান
গ) নিরীহ
ঘ) শান্ত
খ) বুদ্ধিমান
‘ধীমান' শব্দটির অর্থ: 'বুদ্ধিমান'
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ক) সম্পূরক শুল্ক
খ) টোল ও লেভি
গ) বাণিজ্য শুল্ক
ঘ) মূল্য সংযোজন কর
খ) টোল ও লেভি
অপরদিকে -
- বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস রাজস্ব কর।
- সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার ওপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে রাজস্ব কর বলে।
- বাণিজ্য শুল্ক, আবগারী শুল্ক, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও ভূমি রাজস্ব ইত্যাদি রাজস্ব কর।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
ক) That shirt which he has bought is blue in colour.
খ) The shirt that which he bought is blue in colour.
গ) Which shirt he bought is blue in colour.
ঘ) The shirt which he bought is blue in colour.
ঘ) The shirt which he bought is blue in colour.
- Non-restrictive clause এর ব্যবহার অনুযায়ী সঠিক বাক্যের গঠন হবে - Sub + which + sub + verb + extension.
- অস্পষ্ট এড়াতে Relative Pronoun এবং Antecedent পাশাপাশি বসে।
- Antecedent ব্যক্তি বাচক হলে Relative Pronoun হিসেবে সাধারণত who বসে।
- তবে who না থাকলে that কে ব্যবহার করা যায়।
- Antecedent বস্তুবাচক হলে Relative Pronoun হিসেবে সাধারণত which বসে।
- তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে The shirt which he bought is blue in colour.
ক) বাংলা একাডেমি
খ) দি ইউনিভার্সিটি প্রেস লি.
গ) মুক্তিযুদ্ধ যাদুঘর
ঘ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
ঘ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
• বাংলাপিডিয়া:
- বাংলাপিডিয়া বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ।
- এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ২০০৩ সালে প্রথম প্রকাশ করা হয়।
- এরপর ২০১২ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।
- ১৪৫০ জন পণ্ডিত বাংলাদেশের প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এতে সংযোজন করেছেন।
উৎস: বাংলাপিডিয়া
ক) ৪০%
খ) ৫০%
গ) ৪৬%
ঘ) ৫৫%
গ) ৪৬%
- ইউরিয়া বহুল ব্যবহৃত নাইট্রোজেন সংবলিত একটি রাসায়নিক সার। এটি দেখতে সাদা ধবধব।
- বায়ুমন্ডলে শতকরা প্রায় ৮০ ভাগ নাইট্রোজেন থাকা সত্ত্বেও উদ্ভিদ সরাসরি বায়ুমন্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না।
- বাংলাদেশে ইউরিয়া ও অ্যামোনিয়াম সালফেট নাইট্রোজেন জাতীয় সার হিসেবে ব্যবহার করা হয়।
- ইউরিয়াতে শতকরা ৪৬ ভাগ এবং অ্যামোনিয়াম সালফেটে শতকরা ২০.৫ ভাগ নাইট্রোজেন থাকে।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ক) (2x2 + y2)/xy
খ) (x2 - y2)/xy
গ) (2y2 - x2)/xy
ঘ) (a2 -2y2)/xy
গ) (2y2 - x2)/xy
সমাধান:
যোগ করতে হবে = 2y/x - x/y
= (2y2 - x2)/xy
ক) অতিশয় অভদ্র
খ) অপদার্থ
গ) পার্থক্য
ঘ) অভদ্র
গ) পার্থক্য
বাক্য গঠন: সৃষ্টিকর্তার নিকট সব মানুষই সমান, ইতর বিশেষ নেই।
তবে, আমড়া কাঠের ঢেঁকি বাগধারাটির অর্থ- 'অপদার্থ'
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
ক) Teacher
খ) Book
গ) Boy
ঘ) Madam
ক) Teacher
- Teacher দ্বারা নারী, পুরুষ উভয়কেই বুঝায়।
অপরদিকে Book হচ্ছে Neuter gender, Boy - Masculine gender এবং Madam - Feminine gender.
Source : Applied English Grammar & Composition by P. C. Das.
ক) মালাক্কা প্রণালী
খ) হরমুজ প্রণালী
গ) পক প্রণালী
ঘ) জিব্রাল্টার প্রণালী
গ) পক প্রণালী
অন্যদিকে-
- জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে- মরক্কো-স্পেন।
- মালাক্কা প্রণালি পৃথক করেছে- সুমাত্র- মালয় উপদ্বীপকে।
- হরমুজ প্রণালি পৃথক করেছে- আরব- ইরানকে।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
ক) ডব্লিউএইচও (WHO)
খ) ইউএনডিপি (UNDP)
গ) ইউনিসেফ (UNICEF)
ঘ) ইউনেস্কো (UNESCO)
ঘ) ইউনেস্কো (UNESCO)
▪ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO)
▪ UNESCO এর পূর্ণরূপ ‘United Nations Educational, Scientific and Cultural Organization’ বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। এর অন্যতম কাজ হল বিশ্ব ঐতিহ্য (World Heritage) সংরক্ষণ করা।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা ECOSOC - এর তত্ত্বাবধানে গঠিত হয়।
▪ প্রতিষ্ঠাকাল - ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর।
▪ প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
▪ চুক্তি কার্যকর - ৪ নভেম্বর, ১৯৪৬ সালে UNESCO চুক্তি কার্যকর। কার্যকরের সময় থেকেই সংস্থাটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
▪ সদস্য সংখ্যা - ১৯৩টি পূর্ণাঙ্গ সদস্য দেশ এবং ১২টি সহযোগী সদস্য দেশ।
▪ সদরদপ্তর - প্যারিস, ফ্রান্স।
তথ্যসূত্র: UNESCO ওয়েবসাইট।
ক) 0
খ) 1
গ) 2
ঘ) 3
ক) 0
সমাধান:
দেওয়া আছে,
a2 + 1/a2 = 2
বা, (a - 1/a)2 + 2 . a . 1/a = 2
বা, (a - 1/a)2 = 2 - 2
∴ a - 1/a = 0
ক) সরলতা
খ) অলঙ্কার
গ) সংক্ষেপণ
ঘ) প্রাঞ্জলতা
খ) অলঙ্কার
- কোনো কবিতা পদ্য রচনার মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করার নাম সারমর্ম বা সারাংশ।
- সারমর্ম এবং সারাংশ যথাসম্ভব সহজ ভাষায় এবং সরল বাক্যে লিখতে হবে।
- বক্তব্যের বর্ণনায় মূল কথার বাইরে কোনো কথা লিখা যাবে না, বক্তব্যে কোনো প্রকার ছন্দ, অলঙ্কার, উপমা, রূপক, উদ্ধৃতির ব্যবহার করা যাবে না।
উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
ক) তুলা
খ) শুকনো
গ) পড়িল
ঘ) সহিত
খ) শুকনো
পড়িল, সহিত, তুলা- সাধু ভাষার শব্দ।
তাছাড়া,
- 'তুলা' এর চলিত রূপ: 'তুলো'
- 'পড়িল' এর চলিত রূপ: 'পড়ল'
- 'সহিত' এর চলিত রূপ: 'সঙ্গে বা সাথে'
উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
ক) George Eliot
খ) Jane Austen
গ) Thomas Hardy
ঘ) Charles Dickens
ঘ) Charles Dickens
Charles Dickens :
- ভিক্টোরিয়ান যুগের সাহিত্যিক।
- তাকে ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ উপন্যাসিক বিবেচনা করা হয়।
- তার বিখ্যাত উপন্যাসসমূহ হচ্ছে : Great Expectations, Oliver Twist, David Copperfield, The Battle of Life, A Tale of Two Cities, Hard Times, The Old Curiosity Shop.
Source : Encyclopedia Britannica, An ABC of English Literature.
ক) দাঁড়ি
খ) কমা
গ) কোন চিহ্নই নয়
ঘ) সেমিকোলন
খ) কমা
যেমন: রশিদ, এদিকে এসো।
দুই বা ততোধিক পদ, পদ্গুচ্ছ বা বাক্যাংশে কমা হয়।
যেমন: এলাম, দেখলাম, জয় করলাম।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
ক) সৈয়দ শামসুল হক
খ) হুমায়ূন আহমেদ
গ) সেলিনা হোসেন
ঘ) হুমায়ুন আজাদ
খ) হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস -
- জোছনা ও জননীর গল্প,
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- সৌরভ,
- ১৯৭১,
- অনীল বাগচীর একদিন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া।
ক) ৩০০ জন
খ) ৫০০ জন
গ) ৪০০ জন
ঘ) ৬০০ জন
খ) ৫০০ জন
সমাধান:
২০ সপ্তাহ খাদ্য চলে ২০০ জন লোকের
১ সপ্তাহ খাদ্য চলে ২০০ × ২০ জন লোকের
∴ ৮ সপ্তাহ খাদ্য চলে (২০০ × ২০)/৮ জন লোকের
= ৫০০ জন লোকের।
ক) a great deal of
খ) many
গ) the number of
ঘ) number of
গ) the number of
- তাই 'the number of people' হবে । The number of people দ্বারা singular noun বুঝায়।
ক) Central Processing Unit
খ) Computer Processing Unit
গ) Central Power Unit
ঘ) Computer Power Unit
ক) Central Processing Unit
• সিপিইউ (CPU):
- সিপিইউ কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- প্রক্রিয়াকরণ ইউনিটকে প্রক্রিয়াকরণের কাজ করতে আরো কিছু যান্ত্রিক অংশ সহায়ক ভূমিকা পালন করে থাকে।
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
সিপিইউ-এর গঠন:
সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা-
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit)
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
৩. স্মৃতি অংশ (Memory Unit)
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ক) সৈন্য
খ) প্রিয়
গ) মানুষ
ঘ) টেবিল
গ) মানুষ
বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে -
ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ ও
ঘ) উভয়লিঙ্গ
• পুংলিঙ্গ :
যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বােঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
যেমন- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গােয়ালা, কিশাের, প্রবীণ ইত্যাদি।
• স্ত্রীলিঙ্গ :
যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বােঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে।
যেমন- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশােরী, প্রবীণা ইত্যাদি।
• ক্লীবলিঙ্গ :
যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনােটিই বােঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ।
যেমন- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।
• উভয় লিঙ্গ :
যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বােঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ।
যেমন- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ক) discrete
খ) dull
গ) insert
ঘ) contract
গ) insert
Synonym : Erase, remove, cancel.
Antonym : Add, Allow, Insert.
Source : Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
ক) ক্লান্তিহীন
খ) অক্লান্তকর্মী
গ) অবিশ্রাম
ঘ) অক্লান্ত
খ) অক্লান্তকর্মী
অন্যদিকে,
'যাহার কোন কিছুতে ক্লান্তি নাই' এর এক কথায় প্রকাশ- ক্লান্তিহীন।
'ক্লান্তিহীন ভাবে চলে যা' এর এক কথায় প্রকাশ- 'অক্লান্ত/অবিশ্রাম'।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
ক) Achievement
খ) Acheivement
গ) Acheivement
ঘ) Acheivement
ক) Achievement
Achievement : অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।
Example sentence : His achievements are well-known.
Source : Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
ক) ৪৫
খ) ৪২
গ) ৪১
ঘ) ৪৭
গ) ৪১
সমাধান:

দেয়ালের উচ্চতা, AB = ৪০ ফুট
মইয়ের তলদেশ থেকে দেয়ালের দূরত্ব, BC = ৯ ফুট
মইয়ের দৈর্ঘ্য = AC
আমরা জানি,
AC2 = AB2 + BC2
বা, AC2 = 402 + 92
বা, AC2 = 1600 + 81
বা, AC = √1681
∴ AC = 41
∴ মইয়ের দৈর্ঘ্য 41 ফুট।
ক) By whom this has been done?
খ) Whom did this?
গ) By whom was this done?
ঘ) Who has done this?
গ) By whom was this done?
- এখানে active voice এ past indefinite tense আছে বিধায় passive voice এ past indefinite tense হবে।
Source : Applied English Grammar & Composition by P. C. Das.
ক) হতভাগ্য
খ) ক্ষুধার্ত
গ) রোগা
ঘ) দরিদ্র
ক) হতভাগ্য
বাক্য গঠন: সব হারিয়ে ছেলেটি একেবারে হাড় হাভাতে এর কিছু হবেনা।
আরও কিছু বাগ্ধারা এবং এর অর্থ-
- 'হাত ধরা' বাগধারার অর্থ বশীভূত।
- 'হাত-ভারি' বাগধারার অর্থ কৃপণ
- 'হাল ছাড়া' বাগধারার অর্থ হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগধারার অর্থ দক্ষতা।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
ক) ৫
খ) ৩
গ) ৪
ঘ) ৬
খ) ৩
সমাধান:
৫/৩ এর ১/৫ ÷ ১/৯
= ১/৩ ÷ ১/৯
= ১/৩ × ৯/১
= ৩
ক) He said that I will do the work.
খ) He said that he could do the work.
গ) He said that he can do the work.
ঘ) He said that I could do the work.
খ) He said that he could do the work.
- তাই Indirect speech এ Past indefinite tense হবে।
ক) nothing
খ) all
গ) no one
ঘ) none
ঘ) none
- এখানে 'We could not buy anything because' এর পর 'none of the shops was open' appropriately বসে।
ক) আলজেরিয়া
খ) আলবেনিয়া
গ) নাইজেরিয়া
ঘ) তিউনেশিয়া
খ) আলবেনিয়া
- আলবেনিয়া হচ্ছে ইউরোপের দেশ।
অপরদিকে -
- আলজেরিয়া, তিউনেশিয়া, নাইজেরিয়া হচ্ছে - আফ্রিকা মহাদেশের দেশ।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
ক) Dirohea
খ) Dirrohea
গ) Dirrhoea
ঘ) Diarrhoea
ঘ) Diarrhoea
Diarrhoea (noun) : উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।
Source : Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
ক) হাঁস-মুরগী পালন
খ) রেশম চাষ
গ) মৎস্য চাষ
ঘ) মৌমাছি চাষ
গ) মৎস্য চাষ
• পিসিকালচার (Pisciculture):
- বিজ্ঞানভিত্তিক উপায়ে মৎস্য চাষ তথা মৎস্য পালন, আহরণ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে।
- মাছ ছাড়াও বিভিন্ন শামুক, ঝিনুক, কাঁকড়া ইত্যাদি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণীদের চাষ পালন, আহরণ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে।
• সেরিকালচার (Sericulture):
- বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকার চাষ পদ্ধতিকে বলে সেরিকালচার।
- তুঁতজাত রেশম মথের প্রতিপালন এবং এর গুটি থেকে অপরিশোধিত রেশম নিষ্কাশন ও পরিশোধন করে ব্যবহারোপযোগী পণ্যে পরিণত করার সার্বিক পদ্ধতিই সেরিকালচার নামে পরিচিত।
• এপিকালচার (Apiculture):
- বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন এবং মৌমাছির মধু সংগ্রহ করাকে এপিকালচার বলে।
- বর্তমানে কৃত্রিম উপায়ে মৌমাছি পালনের তথা এপিকালচার ব্যবস্থার প্রচলন শুরু হয়।
• এভিকালচার (Aviculture):
- পাখি পালন বিষয়াদি বিদ্যাকে এভিকালচার বলে।
- যে বিদ্যায় পাখিদের সমস্ত শ্রেণী ও বাসস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে এভিকালচার বলে।
উৎস: ব্রিটানিকা।
ক) A child likes none but sweets.
খ) A child likes nothing but sweets.
গ) A child likes but sweets.
ঘ) A child likes not more sweets.
খ) A child likes nothing but sweets.
- only উঠে যায়।
- only এর পরিবর্তে 'nothing but' বসে।
Source : Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
ক) সুইডেন
খ) রাশিয়া
গ) জাপান
ঘ) যুক্তরাষ্ট্র
প্রশ্নটি বাতিল করা হয়েছে
অপশনে উল্লেখিত রাশিয়া পূর্বে সদস্য থাকলেও বর্তমানে সদস্য নয় এবং সুইডেনও জি-৮ এর সদস্য নয়।
G-7:
• G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
• জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
• পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
• জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র
• জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
• রাশিয়া জি- ৭ -এর সদস্য দেশ নয়।
• এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।
উৎস: জি- ৭ -এর ওয়েবসাইট।
ক) to
খ) on
গ) from
ঘ) in
গ) from
Discourage from : কোনো কাজে নিরুৎসাহিত করা।
Rahim discourages me from borrowing : রহিম আমাকে ধার করতে নিরুৎসাহিত করেছে।
Source : Accessible Dictionary by Bangla Academy.
ক) ৭টি
খ) ১০টি
গ) ১১টি
ঘ) ৮টি
গ) ১১টি
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়। এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
ক) ৫%
খ) ৬%
গ) ১০%
ঘ) ১২%
গ) ১০%
সমাধান:
মনেকরি
সুদের হার = r
১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪ × r) টাকা
= ২০০০r টাকা
আবার,
১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫ × r) টাকা
= ৩০০০ r টাকা
প্রশ্নমতে,
২০০০ r + ৩০০০ r = ৫০০
বা, ৫০০০r = ৫০০
বা, r = (৫০০ × ১০০)/৫০০০
∴ r = ১০%
∴ সুদের হার ১০%
ক) ২০০
খ) ২৫০
গ) ১০০
ঘ) ১৫০
ঘ) ১৫০
সমাধান:
পাস করেনি এমন শিক্ষার্থীর সংখ্যা = (১৫ + ৪৫) = ৬০ জন
৪০% সমান ৬০ জন
১০০% সমান = (৬০ × ১০০)/৪০ জন
= ১৫০ জন
ক) ১৫ মিটার
খ) ১৬ মিটার
গ) ১২ মিটার
ঘ) ২০ মিটার
ঘ) ২০ মিটার
সমাধান:
কাঁদায় ও পানিতে আছে = (১/৪) + (৩/৫) অংশ
= (৫ + ১২)/২০ অংশ
= ১৭/২০ অংশ
মনে করি,
সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = ১ অংশ
∴ পানির উপরে আছে = ১ - (১৭/২০) অংশ
= (২০ - ১৭)/২০ অংশ
= ৩/২০ অংশ
প্রশ্নমতে,
৩/২০ অংশ = ৩ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৩ × (২০/৩) মিটার
= ২০ মিটার
ক) ৫০
খ) ২৫
গ) ৩৫
ঘ) ৪৫
খ) ২৫
সমাধান:
২০% বৃদ্ধিতে,
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্ব মূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য ১০০/১২০ টাকা
বর্তমান মূল্য ৭৫০ টাকা হলে পূর্বমূল্য (৭৫০ × ১০০)/১২০
= ৬২৫ টাকা
৫ কেজি চাউলের পূর্বমূল্য= ৭৫০ - ৬২৫ = ১২৫ টাকা
১ কেজি চাউলের পূর্বমূল্য ১২৫/৫ = ২৫ টাকা
ক) ০.০১
খ) ০.১
গ) ১.১
ঘ) ০.০০১
খ) ০.১
সমাধান:
০.০০১/(০.১ × ০.১)
= (১ × ১০ × ১০)/(১ × ১০০০)
= ১/১০
= ০.১
ক) বীরপ্রতীক
খ) বীরশ্রেষ্ঠ
গ) বীর বিক্রম
ঘ) বীর উত্তম
খ) বীরশ্রেষ্ঠ
এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া
ক) উঁচু গাছের নিচে
খ) গুহার ভেতর বা মাটিতে শুয়ে
গ) খোলা মাঠে দাঁড়িয়ে
ঘ) উঁচু দেয়ালের নিকট
খ) গুহার ভেতর বা মাটিতে শুয়ে
• বজ্রপাত থেকে সুরক্ষার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশানবলী:
- বজ্রপাতের সময় খোলা জায়গাঁ, খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকা যাবেনা।
- বজ্রপাতের সময় ধানক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকতে হবে।
- যত দ্রুত সম্ভব দালান বা কংক্রীটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে।
- উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকতে হবে।
- নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকতে হবে।
- বজ্রপাতের সময় গাড়ীর ভেতর অবস্থান করলে, গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ না ঘটানো; সম্ভব হলে গাড়ীটি নিয়ে কোনো কংক্রীটের ছাউনির নিচে আশ্রয় নিন।
- বজ্রপাতের সময় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
- বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে সবচেয়ে গ্রহনযোগ্য উত্তর অপশন (খ)।
উৎস: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
ক) Assets
খ) Property
গ) Treasure
ঘ) Debt
ক) Assets
Synonym : Disadvabtage, Handicap.
Antonym: Asset, Advantage, Edge.
Source : Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
ক) কোনটিই নয়
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ২টি
খ) ৪টি
সমাধান:
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য= ১০০/৮৮ টাকা
আবার,
১০% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা
ক্রয়মূল্য ১০০/৮৮ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১০০)/(১০০ × ৮৮) = ১১০/৮৮ টাকা
১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = (৫ × ৮৮)/১১০ = ৪ টি মার্বেল
ক) ৩০০০
খ) ২০০০
গ) ২৫০০
ঘ) ২৬০০
খ) ২০০০
সমাধান:
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ = ১৫
অনুপাতের বৃহত্তম অংশ = ৭৫০০ এর ৫/১৫
= ২৫০০ টাকা
এবং অনুপাতের ক্ষুদ্রতম অংশ = ৭৫০০ এর ১/১৫
= ৫০০ টাকা।
∴ অনুপাতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য= (২৫০০ - ৫০০) টাকা
= ২০০০ টাকা
ক) ৬০.৫
খ) ৬৫.৫
গ) ৬২.৫
ঘ) ৫৫.৫
গ) ৬২.৫
সমাধান:
১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর = ৭০ × ১০০ = ৭০০০
৬০ জন ছাত্রীর মোট নম্বর = ৭৫ × ৬০ = ৪৫০০
∴ ৪০ জন ছাত্রের মোট নম্বর = ৭০০০ – ৪৫০০ = ২৫০০
∴ ছাত্রদের গড় নম্বর = ২৫০০/৪০ = ৬২.৫
ক) বক
খ) ময়ূর
গ) কবুতর
ঘ) কোকিল
গ) কবুতর
'কপোত' শব্দটির সঠিক অর্থ
কপোত (বিশেষ্য) - কবুতর; পায়রা।
'কবুতর' এর সমার্থক শব্দ
- কপোত,
- কবুতর,
- পারাবত,
- রেবতক,
- নোটন,
- লোটন ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমির প্রমিত বাংলা অভিধান, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
ক) কিছু
খ) স্বয়ং
গ) যে
ঘ) তাবৎ
গ) যে
- যে, যিনি, যাঁরা, যারা, যাহারা।
আত্মবাচক সর্বনাম পদ
- স্বয়ং, নিজে, খোদ, আপনি।
অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম পদ
- কোন, কেহ, কেউ, কিছু ইত্যাদি।
ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম পদ
- আমি, তুমি, আমরা, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, এ, এরা, ও, ওরা ইত্যাদি।
সাকুল্যবাচক সর্বনাম:
- সব, সকল, তাবৎ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী
ক) তীর্থযাত্রী
খ) আগন্তুক
গ) অতিথি
ঘ) তিথিহীন
গ) অতিথি
আরও কিছু এক কথায় প্রকাশ-
যার কোন উপায় নাই এর এক কথায়- নিরুপায়
যার অন্য উপায় নাই এর এক কথায়- অনন্যোপায়
যা আঘাত পায়নি এর এক কথায়- অনাহত
যার কোন অবলম্বন নাই এর এক কথায়- নিরবলম্বন
যার কোন উপায় নাই এর এক কথায়- নিরুপায়
যার অন্য উপায় নাই এর এক কথায়- অনন্যোপায়
যা আঘাত পায়নি এর এক কথায়- অনাহত
যার আগমনের কোনো তিথি নেই এর এক কথায়- অতিথি
যার কোন অবলম্বন নাই এর এক কথায়- নিরবলম্বন
উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
ক) ষান্মাসিক
খ) সান্মাসিক
গ) ষাণ্মাসিক
ঘ) ষান্মাসিক
খ) সান্মাসিক
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ষাণ্মাসিক' শব্দটি সঠিক।
'ষাণ্মাসিক' শব্দের অর্থ- ছয় মাস পর পর ঘটে বা প্রকাশিত হয় এমন।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ক) নিশীথিনী
খ) নিশিথিনি
গ) নিশিথিনী
ঘ) নীশিথিনী
ক) নিশীথিনী
'নিশীথিনী'- বানানটি সঠিক।
'নিশীথিনী' শব্দের অর্থ- গভীর রাত, রজনী।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ক) ২১০
খ) ২২০
গ) ২৩০
ঘ) ২৬০
ক) ২১০
সমাধান:
এখানে,
৭ = ৭
১৪ = ২ × ৭
২১ = ৩ × ৭
৩৫ = ৫ × ৭
৪২ = ২ × ৩ × ৭
∴ ৭, ১৪, ২১, ৩৫, ৪২ এর ল.সা.গু = ২ × ৩ × ৫ × ৭ = ২১০
ক) ভয়
খ) বিস্ময়
গ) প্রত্যয়
ঘ) দ্বিধা
গ) প্রত্যয়
তাছাড়া,
- 'ভয়' শব্দের বিপরীত শব্দ 'নির্ভয়'।
- 'বিস্ময়' শব্দটির বিপরীত শব্দ স্বাভাবিক।
- 'দ্বিধা' এর বিপরীত শব্দ নির্দ্বিধা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
ক) রংপুর
খ) রাজশাহী
গ) নাটোর
ঘ) বগুড়া
গ) নাটোর
- এটির চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় ১২টি কারুকার্যখচিত ও দৃষ্টিনন্দন ভবন রয়েছে।
- এটি ৪১.৫১ একর জমির উপর অবস্থিত।
- এর অভ্যন্তরে রয়েছে ইতালী থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান এবং বিরল প্রজাতির নানা উদ্ভিদ।
উৎস: নাটোর জেলা ওয়েবসাইট।
ক) নাটোর
খ) ঢাকা
গ) কুমিল্লা
ঘ) নওগাঁ
ঘ) নওগাঁ
- বাংলায় আফগানদের শাসন আমলে শূর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দীন বাহাদুর শাহ-এর রাজত্বকালে জনৈক সুলায়মান মসজিদটি নির্মাণ করেন।
উৎস: বাংলাপিডিয়া