সকল প্রশ্ন আনলক করতে প্রিমিয়াম কিনুন

কিনবো

banner

Study

Quiz

২০২২ সাল ভিত্তিক সমন্বিত ৮ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান

১) চন্দ্রাবতী কোন শতকের কবি?

পনেরো

ষোলো

সতেরো

আঠারো

ষোলো

ব্যাখ্যা:
• চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের ষোলো শতকের একজন উল্লেখযোগ্য নারী কবি।

• চন্দ্রাবতী:
- মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করে পুরাতন বাংলা সাহিত্যর ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে গৌরব অর্জন করেন।
- মধ্যযুগের তিনজন প্রধান নারী কবির একজন চন্দ্রাবতী।
- অপর দুইজন চণ্ডীদাস অনুরাগী রামী ও চৈতন্যের কৃপাপাত্রী মাধবী।
- চন্দ্রাবতীর পিতা ছিলেন মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
- তিনি পিতার আদেশে 'রামায়ণ' অনুবাদে হাত দেন। কিন্তু তা সমাপ্ত করার পূর্বে মারা যান।
- তাঁর রচনার বৈশিষ্ট্য ষোড়শ শতাব্দীর সামাজিক অর্থনৈতিক অবস্থা প্রতিফলিত করা।

• চন্দ্রাবতী রচিত কাব্যগুলো হলো:
- মালুয়া
- দস্যু কেনারামের পালা
- রামায়ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা: ড. সৌমিত্র শেখর।

২) 'নাছোড়বান্দা' অর্থ প্রকাশ করে কোন বাগধারা?

খয়ের খাঁ

তীর্থের কাক

চীনেজোঁক

মণিকাঞ্চন যোগ

চীনেজোঁক

ব্যাখ্যা:
• ‘চিনে জোঁক’ বাগ্‌ধারাটির অর্থ - 'নাছোড়বান্দা'। 
বাক্য গঠন: লোকটি এ কাজ পাওয়ার জন্য একেবারে চিনে জোঁকের মতো লেগে আছে। 

অন্যদিকে, 
- 'মণিকাঞ্চন যোগ' বাগধারাটির অর্থ 'উপযুক্ত মিলন '।
- তীর্থের কাক বাগধারাটির অর্থ 'সুযোগ সন্ধানী'। 
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ 'তোষামোদকারী'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণি, (২০২২ সংস্করণ')। 

৩) 'মুহূর্তের কবিতা' কার লেখা কাব্যগ্রন্থ?

আহসান হাবীব

ফররুখ আহমদ

হাসান হাফিজুর রহমান

আলাউদ্দিন আল আজাদ

ফররুখ আহমদ

ব্যাখ্যা:

• ইসলামী স্বাতন্ত্র্যবাদী কবি/ মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদের সনেট সংকলন - মুহূর্তের কবিতা।

• মুহূর্তের কবিতা:
- গ্রন্থটি ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- এতে মোট ৯৩টি সনেট কবিতা রয়েছে যা শেক্সপীরিয়-পেত্রার্কীয় রীতিতে ১৮ অক্ষর চরণ মাত্রায় রচিত।
- উল্লেখযোগ্য কবিতা: মুহূর্তের কবিতা, অশান্ত পৃথিবী, পরিচিতি, ধানের কবিতা ইত্যাদি। 

• ফররুখ আহমদ:  
- তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
 
• ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি'
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

৪) দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ কোনটি?

মৌল

স্বর্ণ

সোনালি

খেলা

মৌল

ব্যাখ্যা:
• দ্বিস্বরধ্বনি যুক্ত শব্দ - মৌল।

• মৌল:
মৌল শব্দটি উচ্চারিত হয় /moul/। এখানে ঔ (অ + উ) একটি দ্বিস্বরধ্বনি, কারণ দুটি স্বরধ্বনি (অ এবং উ) মিলিত হয়ে একটি একক ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। তাই এটি দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ।
অর্থ: মূল বা ভিত্তি।

দ্বিস্বরধ্বনি:
পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চরণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয় যা দ্বিস্বর নামে পরিচিত।

- অর্থাৎ একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বি-স্বর বলা হয়।
- দ্বিস্বরে দুটি স্বর থাকে একটি পূর্ণ, আর একটি অপূর্ণ।
- বাংলায় পরের স্বরটিই সাধারণত অর্ধ হয়। বাংলা ভাষায় ২৫টি যৌগিক স্বরধ্বনি রয়েছে।
- বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে : ঐ এবং ঔ। উদাহরণ: কৈ, বৌ।
অন্য যৌগিক স্বরের চিহ্ন স্বরূপ কোনাে বর্ণ নেই।

অন্য অপশনগুলোতে:
• স্বর্ণ: ব্যঞ্জনধ্বনিমূলক শব্দ, দ্বিস্বরধ্বনি নেই।
• সোনালি: এখানে পৃথক স্বরধ্বনি আছে, কিন্তু তারা একত্রে মিলিত হয়ে দ্বিস্বরধ্বনি গঠন করে না।
• খেলা: সরল স্বরধ্বনি রয়েছে, দ্বিস্বরধ্বনি নয়।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, ২০২৫ শিক্ষাবর্ষ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫) 'অশ্বের চালক'- এককথায় কী হবে?

জকি

সারথি

সাদি

ঘটক

সারথি

ব্যাখ্যা:
• 'অশ্বের চালক' এর বাক্য সংকোচন - সারথি।

‘অশ্বের চালক’-এর জন্য বাংলায় যথার্থ বাক্য সংকোচন  হলো — সারথি, কারণ এটি ঐতিহাসিক ও সাহিত্যিক প্রেক্ষাপটে ঘোড়া বা রথের চালককে বোঝায়।
বাংলা সাহিত্যে এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে ‘অশ্বের চালক’ বোঝাতে সারথি শব্দটি সবচেয়ে উপযুক্ত।

• ভাষা শিক্ষা- (ড. হায়াৎ মামুদ) এর বই অনুসারে,



• সংসদ বাংলা অভিধান এবং আধুনিক বাংলা অভিধান অনুসারে,


• ব্যবহারিক বাংলা অভিধান অনুসারে,



• সংসদ বাংলা অভিধান অনুসারে,


• ব্যবহারিক বাংলা অভিধান অনুসারে,



অপশনগুলোর অর্থ:

• জকি ইংরেজি শব্দ jockey থেকে এসেছে, যার অর্থ ঘোড়দৌড়ের পেশাদার ঘোড়সওয়ার।
• সারথি - রথ/অশ্ব চালায় যে; রথচালক।
• সাদি - অশ্ব বা গজ বা রথে আরোহণকারী।
• ঘটক শব্দটির অর্থ - মধ্যস্থতাকারী বা বিবাহের সম্বন্ধকারী।

সুতরাং,
বাক্য সংকোচনের নিয়ম অনুসারে বাংলা ভাষায় 'অশ্বের চালক' = সারথি সবচেয়ে যথার্থ।

উৎস: Accessible Dictionary; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।

৬) 'ইউসুফ-জোলেখা' কাব্য কার শাসন আমলে রচিত হয়?

গিয়াসউদ্দিন আজম শাহ

আলাউদ্দিন হোসেন শাহ

ফখরুদ্দিন মুবারক শাহ

শামসউদ্দিন ইলিয়াস শাহ

গিয়াসউদ্দিন আজম শাহ

ব্যাখ্যা:
• ইউসুফ-জোলেখা:
- 'ইউসুফ-জোলেখা' একটি কাহিনি কাব্যগ্রন্থ; শাহ মুহম্মদ সগীর  লিখেছেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪০৯ খ্রিষ্টাব্দ) এ গ্রন্থ রচিত হয়েছিল বলে প্রমাণ মিলেছে।
- সে-বিচারে কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি  হিসেবে গণ্য।
- বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি বর্ণিত আছে। ইরানের কবি ফেরদৌসিও (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছেন।
- তিনি কোরান ও ফেরদৌসির কাছ থেকেই কাহিনিসূত্র গ্রহণ করে ইউসুফ ও জোলেখার প্রণয়কাহিনি লেখেন।
- তৈমুস বাদশার কন্যা জোলেখার আজিজের সঙ্গে বিয়ে হয়। ক্রীতদাস ইউসুফের (নবি) প্রতি প্রেমাসক্ত হয়ে জোলেখা তাকে আকর্ষণ করে।
- নানা ঘটনায় ইউসুফ মিশরের অধিপতি হয় এবং তার মনেরও পরিবর্তন ঘটে। ধর্মান্তরের মধ্য দিয়ে ইউসুফ-জোলেখার মিলন হয়।
- সুফিরা ইউসুফকে পরমাত্মা জোলেখাকে জীবাত্মার প্রতীক বিবেচনা করেন। সগীরও তাই করেছেন।
- তবে বর্ণনায় প্রেমের আবহটি প্রধান হয়েছে।
- সগীর ছাড়া একই কাহিনি নিয়ে আবদুল হাকিম, গরীবুল্লাহ, ফকির মুহম্মদ প্রমুখ কাব্য লিখেছেন। তবে এ কাব্য শাহ মুহম্মদ সগীরই প্রথম লেখেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭) 'অন্যান্য' শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?

ব্যাখ্যা:
খ) ৩ টি অক্ষর পাওয়া যায়।

ব্যাখ্যা:
• অক্ষর:
এর ইংরেজি নাম - syllable. অল্প প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। তাই একে শব্দাংশ ও বলা হয়।

অক্ষর মূলত দুই প্রকার।
যথা-
- মুক্তাক্ষর: টানা যাবে না (যেমন- ক/লা)
- বদ্ধাক্ষর: টানা যাবে (যেমন- দিন, রাত)

যেমন: 'বিশ্ববিদ্যালয়' শব্দে ৫টি অক্ষর রয়েছে (বি + শ্ব + বি + দ্যা + লয়)।

-------------------------
'অন্যান্য' শব্দের উচ্চারণ হল: ওন্‌নোন্‌নো।

উচ্চারণে অক্ষর বিভাজন:
- ওন্‌ (প্রথম অক্ষর);
- নোন্‌ (দ্বিতীয় অক্ষর);
- নো (তৃতীয় অক্ষর)।

সঠিক উত্তর খ) ৩

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা কবিতার ছন্দ বিশ্লেষণ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

৮) 'তোমাকে যেতেই হবে।' এই বাক্যে 'যেতে' শব্দের সঙ্গে যুক্ত ই-এর ব্যাকরণিক পরিচয় কী?

যোজক

বলক

বিভক্তি

নির্দেশক

বলক

ব্যাখ্যা:
• বাক্যটি - তোমাকে যেতেই হবে।
- এখানে "যেতে" ক্রিয়ার সঙ্গে "ই" যুক্ত হয়ে "যেতেই" হয়েছে।

এই "ই" হলো একটি বলক (বা নিযুক্তি বলক), যা ক্রিয়ার ওপর জোর বা অনিবার্যতা বোঝায়।
যেমন:
"তুমি খেতেই পারো না।"
"সে করতেই হবে।"

শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলাের নাম লগ্নক।
লগ্নক চার ধরনের:।
যথা- 
• বলক:
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালাে হয়, সেগুলােকে বলক বলে।
যেমন - 
'তখনই' বা ‘এখনও' পদের 'ই' বা ‘ও’ হলাে বলকের উদাহরণ।

বিভক্তি:
- ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলোকে বিভক্তি বলে।
- বিভক্তি দুই প্রকার: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি।
- ‘করলাম’ ক্রিয়াপদের ‘লাম’ শব্দাংশ হলো ক্রিয়া-বিভক্তি এবং ‘কৃষকের’ পদের ‘এর’ শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।

নির্দেশক:
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে নির্দেশক বলে।
‘লোকটি বা ভালোটুকু পদের টি' বা ‘টুকু হলো নির্দেশকের উদাহরণ।

• যোজক: 
- পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে যোজক বলে।
- যেমন: এবং, ও, আর, তবু, অথবা, সুতরাং, কারন, তবে ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।

৯) 'বিদ্রোহী' কবিতায় ব্যবহৃত প্রতীচ্য পৌরাণিক চরিত্র কোনটি?

ধূর্জটি

ইসরাফিল

অর্ফিয়াস

নটরাজ

অর্ফিয়াস

ব্যাখ্যা:
উত্তর: গ) অর্ফিয়াস।

ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় (১৯২১) বিদ্রোহের প্রতীক হিসেবে বিভিন্ন সংস্কৃতি ও পৌরাণিক চরিত্রের উল্লেখ রয়েছে। প্রশ্নে প্রতীচ্য পৌরাণিক চরিত্র বলতে পশ্চিমা (ইউরোপীয়, বিশেষ করে গ্রিক বা রোমান) পৌরাণিক চরিত্র বোঝানো হয়েছে।

অপশনগুলো:
ক) ধূর্জটি: ধূর্জটি হলো হিন্দু পৌরাণিক চরিত্র, শিবের একটি নাম, যার অর্থ ‘জটাধারী’। এটি প্রতীচ্য (পশ্চিমা) চরিত্র নয়, বরং ভারতীয় পৌরাণিক চরিত্র। 

খ) ইসরাফিল: ইসরাফিল ইসলামী ধর্মীয় বিশ্বাসে একজন ফেরেশতা, যিনি কিয়ামতের দিন শিঙায় ফুঁ দিয়ে বিশ্বের শেষ ঘোষণা করবেন। এটি ইসলামী ঐতিহ্যের অংশ, যা প্রতীচ্য (গ্রিক বা রোমান) পৌরাণিক চরিত্র নয়। বিদ্রোহী কবিতায় ইসরাফিলের উল্লেখ আছে (“আমি ইস্রাফিলের শিঙার মহা হুঙ্কার”), কিন্তু এটি প্রতীচ্য চরিত্র নয়।

গ) অর্ফিয়াস: অর্ফিয়াস (Orpheus) হলো গ্রিক পৌরাণিক চরিত্র, যিনি একজন কবি, সঙ্গীতজ্ঞ এবং বীণাবাদক। তিনি তার সঙ্গীত দিয়ে প্রকৃতি ও প্রাণীদের মুগ্ধ করতে পারতেন। বিদ্রোহী কবিতায় নজরুল লিখেছেন, “আমি অর্ফিয়াসের বাঁশরী” এই উল্লেখ স্পষ্টভাবে প্রতীচ্য পৌরাণিক চরিত্র অর্ফিয়াসকে নির্দেশ করে। 

ঘ) নটরাজ: নটরাজ হলো শিবের একটি রূপ, যিনি নৃত্যের দেবতা হিসেবে পরিচিত। এটি হিন্দু পৌরাণিক চরিত্র, প্রতীচ্য নয়।

সুতরাং, বিদ্রোহী কবিতায় ব্যবহৃত প্রতীচ্য পৌরাণিক চরিত্র হলো অর্ফিয়াস, যিনি গ্রিক পুরাণের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। কবিতায় নজরুল তাকে বিদ্রোহী চেতনার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

তাই সঠিক উত্তর হলো গ) অর্ফিয়াস।

উৎস:
- কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা, সম্পূর্ণ পাঠ।
- বাংলা সাহিত্যের ইতিহাস, সুকুমার সেন।
- নজরুলের কবিতায় পৌরাণিক প্রভাব, বাংলাপিডিয়া।

১০) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি?

'বাঙ্গালা ভাষার ইতিহাস'

'বাঙ্গলা সাহিত্যের ইতিহাস'

'বাঙ্গালা সাহিত্যের ইতিবৃত্ত'

'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত'

'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত'

ব্যাখ্যা:
• 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
- এটি ১৯৫৯ সালে প্রকাশিত হয়। 
- গ্রন্থটি বাংলা ভাষার উৎপত্তি, বিকাশ ও ইতিহাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ।

অন্যদিকে,
'বাঙ্গলা সাহিত্যের ইতিহাস' - এটি সুকুমার সেনের গ্রন্থ।
'বাঙ্গালা সাহিত্যের ইতিবৃত্ত' - এটি মুহম্মদ আবদুল হাইর গ্রন্থ।

• ড. মুহম্মদ শহীদুল্লাহ্:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ ছিলেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) পাস করেন। দুবছর পর তিনি বি.এল (১৯১৪) ডিগ্রিও অর্জন করেন।
- ১৯২৬ সালে শহীদুল্লাহ্ উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইউরোপ যান।
- মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন বহুভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন।
- তিনি ১৮টি ভাষা জানতেন; ফলে বিভিন্ন ভাষায় সংরক্ষিত জ্ঞানভাণ্ডারে তিনি সহজেই প্রবেশ করতে পেরেছিলেন।
- তিনি 'জ্ঞানতাপস' হিসেবে অধিক পরিচিত।
- তাঁকে 'চলিষ্ণু অভিধান' বলা হয়।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে জাতিসত্তা সম্পর্কে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌র বিখ্যাত উক্তি- ''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।''

তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:
- ভাষা ও সাহিত্য,
- বাঙ্গালা ব্যাকরণ,
- বাংলা সাহিত্যের কথা,
এছাড়া তিনি বাংলা একাডেমির 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১) ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে কোন বাক্যে?

ভালো করে কাজ কর।

তোমার কাছে এসেছি।

আমার পক্ষে এটা সম্ভব নয়।

সে পরীক্ষার জন্য ঢাকায় এসেছে।

ভালো করে কাজ কর।

ব্যাখ্যা:
• ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ- ভালো করে কাজ কর।
- এই বাক্যে করে হলো ক্রিয়াজাত অনুসর্গ। করে শব্দটি কর্‌ ক্রিয়া থেকে উদ্ভূত।

অন্যদিকে,
খ) তোমার কাছে এসেছি।
"কাছে" = সাধারণ অনুসর্গ।

গ) আমার পক্ষে এটা সম্ভব নয়।
- "পক্ষে" = সাধারণ নির্দেশক অনুসর্গ।

ঘ) সে পরীক্ষার জন্য ঢাকায় এসেছে।
- "জন্য" = সাধারণ অনুসর্গ।

-অনুসর্গকে ২ ভাগে ভাগ করা যায়।
যথা- সাধারণ অনুসর্গ ও ক্রিয়াজাত অনুসর্গ। 
-----------------
• সাধারণ অনুসর্গ: 
- যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, তাকে সাধারণ অনুসর্গ বলে। 
যেমন:
- আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।
- কার কাছে গেলে জানা যাবে? 
- এমন কাজ তোমার দ্বারা হবেনা।

• ক্রিয়াজাত অনুসর্গ:
- যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, তাকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। 
- যেমন: বহুদিন ধরে অপেক্ষা করে আছি;
- তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি,
- মন দিয়ে পড়ালেখা কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সংস্করণ- ২০২২)।

১২) গ্রিক নাটক 'ইডিপাস' বাংলায় অনুবাদ করেন কে?

সৈয়দ আলী আহসান

আবদুল মান্নান সৈয়দ

আবদুল্লাহ আল মামুন

আলাউদ্দিন আল আজাদ

সৈয়দ আলী আহসান

ব্যাখ্যা:
• ইডিপাস:
- বিশ্ববিখ্যাত নাট্যকার সফোক্লিস গ্রিক ভাষায় এ নাটকটা রচনা করেন।
- আর এটা বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান।
- এটি একটি ট্র্যাজেডি নাটক।

সৈয়দ আলী আহসান:
- ১৯২০ সালে মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা সৈয়দ আলী হামেদ ছিলেন একজন স্কুল ইন্সপেক্টর।
- তিনি কর্মজীবনে ঢাকা, চট্টগ্রাম ও করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
- রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনেক আকাশ।
- একক সন্ধ্যায় বসন্ত।
- সহসা সচকিত।
- উচ্চারণ।
- আমার প্রতিদিনের শব্দ।
- সমুদ্রেই যাবো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

১৩) কোন দুটি শব্দ 'পদ্ম' শব্দের সমার্থক?

উদক, পয়ঃ

নলিন, রাজীব

জায়া, দার

মিহির, মিত্র

নলিন, রাজীব

ব্যাখ্যা:
• খ) নলিন, রাজীব - এই দুটি শব্দ 'পদ্ম' শব্দের সমার্থক।

• ‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, নলিন, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যান্য অপশনগুলো:
ক) উদক, পয়ঃ - এগুলো 'জল/পানি'র সমার্থক।
গ) জায়া, দার - এগুলো 'স্ত্রী'র সমার্থক।
ঘ) মিহির, মিত্র - এগুলো 'সূর্য'র সমার্থক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১৪) 'মৈমনসিংহ গীতিকা'র "দেওয়ানা মদিনা" পালা কার তৈরি?

মনসুর বয়াতি

দ্বিজ কানাই

নয়ান চাঁদ

চন্দ্রাবতী

মনসুর বয়াতি

ব্যাখ্যা:
• ‘দেওয়ানা মদিনা’ পালার লেখক : 'মনসুর বয়াতি'। 
--------------- 
• দেওয়ানা মদিনা': 
- পালাটির লেখক মনসুর বয়াতি। 
- বর্তমান হবিগঞ্জ জেলার অধীনে বাংলাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গের দেওয়ানদের সম্পর্কে এ পালা।
- বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলালের বিচিত্র জীবনকাহিনি এবং দুলাল ও গৃহস্থকন্যা মদিনার প্রেম কাহিনি ‘দেওয়ানা মদিনা' এর মূল বিষয়।
- ‘দেওয়ানা মদিনা' পালার অপর নাম ‘আলাল-দুলালের' পালা।

• ‘দেওয়ানা মদিনা’র প্রধান কয়েকটি চরিত্র হলো:
- আলাল, 
- দুলাল, 
- মদিনা, 
-সোনাফর।

মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা রয়েছে।
এর মধ্যে, 
- চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ),
- দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি),
- মহুয়া (দ্বিজ কানাই),
- মলুয়া (চন্দ্রাবতী),
- কমলা (দ্বিজ ঈশান),
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী),
- রূপবতী,
- কাজল রেখা,
- কঙ্ক ও লীলা উল্লেখযোগ্য।
----------------------------- 
• মৈমনসিংহ গীতিকা:  
- মৈমনসিংহ গীতিকা ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।
- গ্রন্থটি বিষয়মাহাত্ম্য ও শিল্পগুণে শিক্ষিত মানুষেরও মন জয় করে।

• মৈমনসিংহ গীতিকায় উল্লেখযোগ্য গীতিকা: 
- মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজলরেখা ও দেওয়ানা মদিনা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

১৫) 'Epistemology' শব্দের বাংলা পরিভাষা কী?

জ্ঞানতত্ত্ব

বাগর্থতত্ত্ব

ভূতত্ত্ব

প্রত্নতত্ত্ব

জ্ঞানতত্ত্ব

ব্যাখ্যা:
• 'Epistemology' শব্দের বাংলা পরিভাষা হল — জ্ঞানতত্ত্ব। এটি দর্শনের একটি শাখা যা জ্ঞান, বিশ্বাস এবং সত্যের প্রকৃতি নিয়ে আলোচনা করে। 

অন্যান্য অপশনগুলো:
খ) বাগর্থতত্ত্ব - এটি 'Semantics' এর বাংলা পরিভাষা।
গ) ভূতত্ত্ব - এটি 'Geology' এর বাংলা পরিভাষা।
ঘ) প্রত্নতত্ত্ব - এটি 'Archaeology' এর বাংলা পরিভাষা।

কয়েকটি গুরুত্বপূর্ণপারিভাষিক শব্দ হলো:
'Eqation' শব্দের বাংলা পরিভাষা - সমীকরণ।
'Edition' শব্দের পারিভাষিক অর্থ - সংস্করণ
'Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট
'Memorandum' শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি
'Equation' শব্দের বাংলা পরিভাষা - সমীকরণ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা; Cambridge dictionary।

১৬) 'মুসলিম সাহিত্য সমাজে'র মুখপত্রের নাম কী?

'প্রগতি'

'মোসলেম ভারত'

'সওগাত'

'শিখা'

'শিখা'

ব্যাখ্যা:
• শিখা পত্রিকা: 
- ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজে প্রতিষ্ঠিত হয়।
- ১৯২৭ সালে 'শিখা' নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে। 
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
- শিখা বছরে একবার প্রকাশিত হত।
- পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত এবং মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত।
- শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।
- শিখা ছিল সমকালের অন্যান্য সাময়িকপত্র থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের।
- তাই প্রথম সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই পত্রিকাটি বুদ্ধিজীবী সমাজের দৃষ্টি আকর্ষণ করে।
 মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকান্ডের পরিচয় বহন করত শিখা। 
- শিখার প্রতিটি সংখ্যার শিরোদেশে ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কথাটি মুদ্রিত থাকত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

১৭) অভিধানে কোন শব্দটি আগে বসবে?

চাঁপা

চীনা

চামচ

চাল

চাঁপা

ব্যাখ্যা:
ক) চাঁপা শব্দটি অভিধানে সবার আগে বসবে।

ব্যাখ্যা:
• বাংলা অভিধানের বর্ণগুলোকে নিম্নোক্ত ক্রমে সাজাতে পারি:

অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ,
ং, ঃ, ঁ,
ক, খ, গ, ঘ, ঙ,
চ, ছ, জ, ঝ, ঞ,
ট, ঠ, ড, ড়, ঢ, ঢ়, ণ,
ত, ৎ, থ, দ, ধ, ন,
প, ফ, ব, ভ, ম,
য, য়, র, ল,
শ, ষ, স, হ।

অভিধান অনুসারে,



অভিধানে শব্দের সাজানোর নিয়ম অনুসারে বর্ণক্রম অনুসরণ করা হয়। 

বর্ণক্রম অনুসারে সাজানো:
১. চাঁপা - চ + আ + ঁ + প + া
২. চাল - চ + আ + ল
৩. চামচ - চ + আ + ম + চ
৪. চীনা - চ + ঈ + ন + া

নিয়ম:
চ + আ দিয়ে শুরু হওয়া শব্দগুলো চ + ঈ দিয়ে শুরু হওয়া শব্দের আগে বসে। 
"চাঁপা"-তে তৃতীয় স্থানে 'ঁ' (চন্দ্রবিন্দু) আছে, যা অন্য ব্যঞ্জনবর্ণের আগে বসে।

সঠিক উত্তর ক) চাঁপা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৮) কবি আল মাহমুদ প্রয়াত হন কোন তারিখে?

১৫ মার্চ ২০১৬

১৫ ফেব্রুয়ারি ২০১৯

১৫ মার্চ ২০২০

১৫ ফেব্রুয়ারি ২০১৬

১৫ ফেব্রুয়ারি ২০১৯

ব্যাখ্যা:
• কবি আল মাহমুদ ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে ঢাকার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

• আল মাহমুদ:
- কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
- কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।

• কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- সোনালী কাবিন,
- কালের কলস,
- মায়াবী পর্দা দুলে ওঠো,
- আরব্য রজনীর রাজহাঁস,
- বখতিয়ারের ঘোড়া,
- প্রেমের কবিতা ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- কাবিলের বোন,
- উপমহাদেশ,
- ডাহুকী,
- কবি ও কোলাহল  ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- ময়ূরীর মুখ,
- সৌরভের কাছে পরাজিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৯) উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?

গুণমান

অনুমান

চলমান

বুদ্ধিমান

অনুমান

ব্যাখ্যা:
খ) অনুমান - উপসর্গযোগে গঠিত শব্দ।

ব্যাখ্যা:
অনুমান = অনু (উপসর্গ) + মান (মূল শব্দ)।
- এখানে 'অনু' একটি সংস্কৃত উপসর্গ যার অর্থ 'পশ্চাৎ, অনুসরণ, সদৃশ'। 'মান' মূল শব্দের সাথে যুক্ত হয়ে 'অনুমান' (অনুমান করা, আন্দাজ করা) শব্দটি গঠিত হয়েছে।

বিভিন্ন অর্থে 'অনু' উপসর্গের ব্যবহার:
- পশ্চাৎ অর্থে = অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ।
- সাদৃশ্য অর্থে = অনুবাদ, অনুরূপ, অনুকার।
- পৌনঃপুন অর্থে = অনুক্ষণ, অনুদিন, অনুশীলন।
- সঙ্গে অর্থে = অনুকূল, অনুকম্পা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।

২০) রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে?

‘মানসী’

‘যোগাযোগ’

‘ছিন্নপত্র’

‘কালান্তর’

‘ছিন্নপত্র’

ব্যাখ্যা:
উত্তর: গ) ছিন্নপত্র।

ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মে বাংলাদেশ (তৎকালীন পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা) প্রায়শই প্রকৃতি, গ্রামীণ জীবন, এবং সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট হিসেবে উঠে এসেছে। তিনি শান্তিনিকেতনে থাকলেও পূর্ববঙ্গের পারিবারিক জমিদারি পরিচালনার জন্য নদীপথে বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছিলেন, যা তার সাহিত্যে প্রভাব ফেলেছে।

ছিন্নপত্র:
ছিন্নপত্র (১৯১২) রবীন্দ্রনাথের একটি পত্রসাহিত্য, যা তিনি পূর্ববঙ্গের জমিদারি পরিচালনার সময় শিলাইদহ, পতিসর, এবং কালিগ্রামে থাকাকালীন বিভিন্ন ব্যক্তির কাছে লিখিত চিঠির সংকলন। এই চিঠিগুলোতে পূর্ববঙ্গের গ্রামীণ জীবন, নদী, প্রকৃতি, মানুষের জীবনযাত্রা, এবং সামাজিক অবস্থার প্রত্যক্ষ বর্ণনা রয়েছে। উদাহরণস্বরূপ, তিনি শিলাইদহ ও পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য, কৃষকদের জীবন, এবং স্থানীয় সংস্কৃতির বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
তাই এটি বাংলাদেশ প্রসঙ্গের প্রত্যক্ষ উদাহরণ।


ছিন্নপত্র-এর একটি চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছেন পদ্মা নদীর সৌন্দর্য ও গ্রামীণ জীবনের বিষয়ে, যা বাংলাদেশের প্রেক্ষাপটকে স্পষ্টভাবে তুলে ধরে।

শিলাইদহ থেকে ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে তিনি লিখেছিলেন- 
'পৃথিবী যে কী আশ্চর্য সুন্দরী এবং কী প্রশস্ত প্রাণ এবং গভীরভাবে পরিপূর্ণ তা এইখানে না এলে মনে পড়ে না।' শিলাইদহ থেকে যখন-তখন পদ্মা নদীতে বোট ভাসিয়ে দেন কবি। বোটের নাম দিয়েছেন পদ্মা। আপন মনে বুঝি গেয়ে ওঠেন, "এবার তোর মরা গাঙে বান এসেছে, 'জয় মা' বলে ভাসা তরী।" পদ্মা নদী থেকে বোটে করে চলে যান ইছামতীতে, ইছামতী থেকে বড়লে, হুড়োসাগরে, চল বিলে, কখনওবা আত্রাইয়ে, নাগর নদীতে, যমুনা পার হয়ে খাল বেয়ে চলে যান শাহজাদপুরে। এই চলাচলের পথ জুড়ে থাকা প্রকৃতির অপার সৌন্দর্য ও দারিদ্র্যক্লিষ্ট জনজীবন তাঁকে আলোড়িত করে। পদ্মা নদীর বিপুল বিস্তার, প্রকৃতির নিবিড় সৌন্দর্য ও জনমানুষের ভালোবাসায় সিক্ত হয় কবির হৃদয়। তাঁর 'হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়'।
--------------------- 
অন্য অপশনে,
ক) মানসী:
মানসী (১৮৯০) রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। এতে বিভিন্ন ধরনের কবিতা রয়েছে, যেমন প্রেম, প্রকৃতি, এবং দার্শনিক ভাবনা। তবে, এই কাব্যগ্রন্থে বাংলাদেশের (পূর্ববঙ্গের) সুনির্দিষ্ট বা প্রত্যক্ষ প্রসঙ্গ পাওয়া যায় না।

খ) যোগাযোগ:
যোগাযোগ (১৯২৯) রবীন্দ্রনাথের একটি উপন্যাস, যা মধুসূদন ও কুমুদিনীর সম্পর্ক এবং পারিবারিক দ্বন্দ্বের উপর কেন্দ্রীভূত। এটি কলকাতার শহুরে জীবন ও বাঙালি সমাজের প্রেক্ষাপটে লেখা। বাংলাদেশ বা পূর্ববঙ্গের কোনো প্রত্যক্ষ প্রসঙ্গ এই উপন্যাসে উল্লেখযোগ্য নয়।

ঘ) কালান্তর:
কালান্তর (১৯৩৭) রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ সংকলন, যেখানে তিনি সমাজ, সংস্কৃতি, রাজনীতি, এবং দর্শন নিয়ে আলোচনা করেছেন। এতে বাংলাদেশ বা পূর্ববঙ্গের সুনির্দিষ্ট প্রত্যক্ষ প্রসঙ্গ পাওয়া যায় না।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র সাহিত্যকর্মে বাংলাদেশ (পূর্ববঙ্গ) প্রসঙ্গ প্রত্যক্ষভাবে উপস্থিত, কারণ এতে পূর্ববঙ্গের শিলাইদহ, পতিসর, এবং পদ্মা নদীর আশপাশের গ্রামীণ জীবন ও প্রকৃতির বর্ণনা রয়েছে। তাই সঠিক উত্তর হলো গ) ছিন্নপত্র।

উৎস:
- বাংলা সাহিত্যের ইতিহাস, সুকুমার সেন;
- রবীন্দ্রনাথের ছিন্নপত্র, বাংলাপিডিয়া।
- সমকাল পত্রিকা রিপোর্ট;
- রবীন্দ্রনাথের পূর্ববঙ্গ ভ্রমণ ও সাহিত্য, বিভিন্ন সমালোচনামূলক প্রবন্ধ।

২১) ‘গণ্ডূষ’ অর্থ কী?

কেঁচো

জোঁক

শুরু করা

অল্প পানি

অল্প পানি

ব্যাখ্যা:
উত্তর: ঘ) অল্প পানি।

ব্যাখ্যা:
• গণ্ডূষ একটি তৎসম শব্দ। এর অর্থ হলো মুখে ধারণ করা অল্প পরিমাণ পানি বা এক ঢোক পানি। এটি সাধারণত আচার-অনুষ্ঠানে মুখ ধোয়ার সময় ব্যবহৃত পানির পরিমাণ বোঝায়।



উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

২২) বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি?

'আরেক ফাল্গুন'

'কবর’

'আর্তনাদ'

'চিলেকোঠার সেপাই'

'চিলেকোঠার সেপাই'

ব্যাখ্যা:
• ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস - ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয়।

• 'চিলেকোঠার সেপাই' উপন্যাস:
- ‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এর লেখা।
- এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস।
- ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই।
- উপন্যাসটির প্রধান চরিত্র ওসমান।
- কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান।
- এখানে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে।

অন্যদিকে,

আরেক ফাল্গুন:
- আরেক ফাল্গুন জহির রায়হানের লেখা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা একটি উপন্যাস।
- ভাষা আন্দোলন ভিত্তিক রচিত সাহিত্যকর্ম গুলোর মধ্যে অন্যতম সেরা সাহিত্য হিসেবে বিবেচনা করা হয় এই বইটিকে।
- সিপাহী বিদ্রোহের নির্মম স্মৃতি বিজরিত ভিক্টোরিয়া পার্কের বর্ননা দিয়ে ঔপন্যাসিক উপন্যাসের সূচনা করেন।
- এই উপন্যাসের কাহিনীর স্থিতিকাল মাত্র তিনদিন দুই রাত। 
- 'আরেক ফাল্গুন' উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ১৯৬৮ সালে।

'কবর' নাটক
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান।
- এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।

‘আর্তনাদ’ উপন্যাস:
• দেশভাগের পর পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচারে দগ্ধ জীবনের অভিজ্ঞতালব্ধ ঔপন্যাসিক শওকত ওসমানের লেখা উপন্যাসের নাম- আর্তনাদ।
• ‘আর্তনাদ’ শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
- এটি প্রথম ১৯৮৫ সালে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

২৩) 'রঙিলা নায়ের মাঝি' কার লেখা?

জীবনানন্দ দাশ

গোলাম মোস্তফা

জসীমউদ্‌দীন

সিকানদার আবু জাফর

জসীমউদ্‌দীন

ব্যাখ্যা:
• 'রঙিলা নায়ের মাঝি':
- 'রঙিলা নায়ের মাঝি' সংকলনটির রচয়িতা জসীম উদ্‌দীন।
- এটি তাঁর রচিত একটি গানের সংকলন।
- সংকলনটি ১৯৩৫ সালে প্রকাশিত হয়। 

• 'রঙিলা নায়ের মাঝি' গানের সংকলনের অন্তর্ভুক্ত সংগীতগুলো হলো:
- আজ আমার মনে ত না মানেরে, 
- আমার বন্ধু বিনোদিয়ারে, 
- আরে ও রঙিলা নায়ের মাঝি, 
- উজান গাঙের নাইয়া, 
- ও আমার গহিন গাঙের নায়া, 
- ও তুই যারে আঘাত হানলিরে মনে,
- ও মোহন বাঁশী,
- নদীর নাই-কিনার নাইরে,
- নিশিতে যাইও ফুলবনে,
- বাঁশরী আমার হারায়ে গিয়েছে,
- সিন্দুরের বেসাতি।

--------------
• জসীম উদ্‌দীন রচিত কয়েকটি গানের সংকলন হলো:
- রঙিলা নায়ের মাঝি,
- গাঙ্গের পাড়,
- জারিগান ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর; 'রঙিলা নায়ের মাঝি' সংকলন এবং বাংলাপিডিয়া।

২৪) কোন বানানটি প্রমিত নয়?

অভ্যুত্থান

জাত্যাভিমান

পরিষেবা

স্বায়ত্তশাসন

জাত্যাভিমান

ব্যাখ্যা:
খ) জাত্যাভিমান - বানানটি প্রমিত নয়।
এর সঠিক প্রমিত বানান: জাত্যভিমান (জাতি + অভিমান = জাত্যভিমান)।
- সন্ধির নিয়মে 'জাতি' + 'অভিমান' = 'জাত্যভিমান' হবে।



অন্যান্য অপশনের সঠিক প্রমিত বানান:
ক) অভ্যুত্থান; গ) পরিষেবা;  ঘ) স্বায়ত্তশাসন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৫) সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাসিকা কোনটি?

'নয়নচারা'

'তরঙ্গভঙ্গ'

'সুড়ঙ্গ’

'শিম কীভাবে রান্না করতে হয়'

'শিম কীভাবে রান্না করতে হয়'

ব্যাখ্যা:
• সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক - 'সুড়ঙ্গ’; তরঙ্গভঙ্গ।
- 'নয়নচারা' - তাঁর গল্পগ্রন্থ।

অন্যদিকে,
• 'শিম কীভাবে রান্না করতে হয়':
- "হাউ টু কুক বিনস" (How to Cook Beans) একটি উপন্যাস যা সৈয়দ ওয়ালীউল্লাহ লিখেছেন।

- তিনি আবু শারিয়া (Abu Sharya) ছদ্মনামে লিখেন ''How to Cook Beans''.
- এর মূল চরিত্র এক প্রাচ্যবাসী, গল্পের কথকও তিনি।

• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে তাঁর জন্ম।
- পিতা সৈয়দ আহমদ উল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে ওয়ালীউল্লাহ পরিণয়সূত্রে আবদ্ধ হন।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
- পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর।
- তরঙ্গভঙ্গ।
- সুড়ঙ্গ।

• তাঁর রচিত উপন্যাস:
- লালসালু।
- চাঁদের অমাবস্যা।
- কাঁদো নদী কাঁদো।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা।
- দুই তীর ও অন্যান্য গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

২৬) What does 'take someone to task' mean?

to scold someone

to give someone an activity

to praise someone

to take revenge on someone

to scold someone

ব্যাখ্যা:
• 'take someone to task' means- to scold someone.

• Take someone to task
- English Meaning: reprimand/scold or criticize someone severely for a fault or mistake.
- Bangla Meaning: তিরস্কার করা; কঠোর ভর্ৎসনা করা।

• Ex. Sentence: He was taken to task for negligence of duty.
- Bangla Meaning: দায়িত্বে অবহেলার জন্য তাকে তিরস্কার করা হলো।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

২৭) Choose the correct sentence:

Where have you been born?

Where had you been born?

Where were you born?

Where was your birth?

Where were you born?

ব্যাখ্যা:
• Correct sentence: Where were you born?
- Bangla: আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

• এটি একটি past simple tense (অতীত কাল) এর প্রশ্ন। জন্ম হওয়া একটি অতীতের ঘটনা, তাই এখানে "were you born" ব্যবহার করতে হবে। এটি সাধারণত passive voice-এ ব্যবহৃত হয়।
- জন্ম নেওয়া অর্থে 'bear' verb-টি সর্বদা passive voice এ থাকে।
- জন্ম হওয়া (to be born) — এটি নিজের দ্বারা ঘটে না, বরং কার্যটি ঘটে, অর্থাৎ এটি একটি passive structure.

Options,
- "Where have you been born?" (present perfect is not used for birth, which is a single past event).
- "Where had you been born?" (past perfect is unnecessary for this simple past question)
- "Where was your birth?" (Unnatural phrasing in English)

২৮) What is the synonym of 'lament'?

Delight

Bemoan

Exult

Rejoice

Bemoan

ব্যাখ্যা:
• The synonym of 'lament' is - খ) Bemoan.

• Lament (Verb, Noun)
- English Meaning: to mourn aloud: wail; a passionate expression of grief or sorrow.
- Bangla Meaning: শোক করা; বিলাপ করা।

• Given options:
ক) Delight
- English Meaning: a high degree of gratification or pleasure: joy.
- Bangla Meaning: আনন্দ; হর্ষ; উল্লাস; পুলক। 

খ) Bemoan
- English Meaning: to express deep grief or distress over.
- Bangla Meaning: শোক প্রকাশ করা।

গ) Exult
- English Meaning:  to be extremely joyful: rejoice.
- Bangla Meaning: অতিশয় আনন্দ করা বা উল্লসিত হওয়া।

খ) Rejoice
- English Meaning: to give joy to: gladden.
- Bangla Meaning: আনন্দিত/আহ্লাদিত/প্রহৃষ্ট করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৯) If you dilly-dally, you ___________.

do your work diligently

do your work slowly

hesitate to do your work

do your work quickly

do your work slowly

ব্যাখ্যা:
- If you dilly-dally, you do your work slowly.

• dilly-dally
- English Meaning: to waste time by loitering or delaying: dawdle; waste time through aimless wandering or indecision.
- Bangla Meaning: হেলায়ফেলায় সময় কাটানো: ইতস্তত ঘোরাফেরা করে সময় কাটানো; সময় অপচয় করা।

• Given options:
ক) diligently - সযত্নে; কায়মনোবাক্যে; অধ্যবসায়ের সাথে।

খ) slowly - ধীরে, মন্থরগতিতে বা মন্থরভাবে।

গ) hesitate - দ্বিধা/ইতস্তত করা।

ঘ) quickly - দ্রুত; শীঘ্র।

Note:
- hesitate = দ্বিধা, কিন্তু "dilly-dally"-তে শুধু দ্বিধা নয়, সময় ক্ষেপণও জড়িত।
- তাই অধিকতর গ্রহণযোগ্য উত্তর হিসেবে খ) slowly ই উপযুক্ত।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৩০) The scouts in my school were sure to visit the flooded town, the condition _________ was not known.

in which

whose

that

of which

of which

ব্যাখ্যা:
সঠিক উত্তর: ঘ) of which

• Complete sentence: The scouts in my school were sure to visit the flooded town, the condition of which was not known.


• Explanation:
- এই বাক্যটিতে "the flooded town" (বন্যাপীড়িত শহর) এবং "the condition" (অবস্থা) এর মধ্যে সম্পর্ক বোঝাতে একটি সঠিক Relative Pronoun প্রয়োজন।
- The phrase "the condition of which" means "the condition of the flooded town."
- এখানে "the flooded town" হলো antecedent (পূর্বপদ).
- "the condition of which was not known" = "the condition of the flooded town was not known".

• Given options:
ক) in which → ভুল (এটি স্থান নির্দেশ করে, যেমন- "the house in which he lives", কিন্তু এখানে শহরের অবস্থা বোঝাতে "in" অপ্রাসঙ্গিক)।

খ) whose → ভুল ("whose" is used for possession by people or personified things, যেমন- "the man whose car was stolen")।
- "whose" -এর পরে সাধারণত noun বসে।

গ) that → ভুল ("that" is not suitable for non-defining clauses like this)।
- "that" সাধারণত people, animals and things, ইত্যাদি ক্ষেত্রে defining clause -এ informally ব্যবহৃত হয়।
- যেমন- The 8.30 is the train that you need to get. (refers to a thing)

ঘ) of which → সঠিক (এটি Formal English-এ ব্যবহৃত হয় এবং "the condition of the town" বোঝায়)।
- "Of which" is a relative phrase that introduces a subordinate clause, providing additional information about a previously mentioned noun.

• More examples:
- "They visited the village, the beauty of which was amazing."
- (এখানে "the beauty of which" = "the beauty of the village").

৩১) I ________ newspapers every day.

used to reading

use to read

am used to reading

am used to read

am used to reading

ব্যাখ্যা:
• Complete sentence: I am used to reading newspapers every day.
- Bangla meaning: আমি প্রতিদিন খবরের কাগজ পড়তে অভ্যস্ত।

• অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর Base form বসে।

• Structure: subject + used to + verb এর base form + ext.
- Example: I used to live alone.

• কিন্তু, Be/ get used to (বর্তমানেও অভ্যস্থ থাকা)
- be used to/ get used to এর পর verb+ing বসে। 

• Structure: subject + be/ get + used to + (verb + ing) + ext.

• প্রদত্ত প্রশ্নে 'every day' থাকায় এর দ্বারা বর্তমান অভস্ত্যতা বোঝাচ্ছে, তাই be used to এর পর verb+ing বসবে।
- সুতরাং, সঠিক উত্তর হবে- am used to reading.

Source: Cambridge Dictionary.

৩২) I wish I ___________ all the questions correctly.

answer

answered

will answer

have answered

answered

ব্যাখ্যা:
• Complete sentence: I wish I answered all the questions correctly.
- Bangla meaning: আমি যদি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতাম।

• Wish/fancy -এর ব্যবহার:
- I wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb-এর past form হয় অথবা could + verb এর base form হয়।
-  ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish -এরপর to be verb হিসেবে were ব্যবহৃত হয়।

• More examples:
- I wish I sang a sweet song.
- I wish I were back home in Sylhet.
- I wish I were an affluent man.
- I wish I were a king.

৩৩) There is a breakthrough in the negotiation between the rebel group and the government. What is the meaning of 'breakthrough' here?

an important development

an interval

a deadlock

an interruption

an important development

ব্যাখ্যা:
- There is a breakthrough in the negotiation between the rebel group and the government.
- The meaning of 'breakthrough' here is - ক) an important development.

• Breakthrough (noun)
- English Meaning: a sudden, dramatic, and important discovery or development.
- Bangla Meaning: একটি আকস্মিক, নাটকীয় এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার বা বিকাশ; বিরাট সাফল্য-অর্জন।

• Given options:
ক) an important development - 
তাৎপর্যপূর্ণ উন্নয়ন।

খ) an interval - বিরতি।

গ) a deadlock - অচলাবস্থা

ঘ) an interruption - ব্যাঘাত, বিঘ্ন; বাধা।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৩৪) What does 'rule of thumb' mean?

To complain with angry emotion

To give approval

To measure something

A general guidance for making a decision

A general guidance for making a decision

ব্যাখ্যা:
• 'rule of thumb' means - ঘ) A general guidance for making a decision.

• (By/A) Rule of thumb (phrase)
- English Meaning:
1. A broadly accurate guide or principle, based on practice rather than theory.
2. a general principle regarded as roughly correct but not intended to be scientifically accurate.

- Bengali meaning: অভিজ্ঞতা ও অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রক্রিয়া।

• Example Sentence: As a rule of thumb, start with the lowest dose and increase gradually if necessary.
- Bengali meaning: সাধারণত, সর্বনিম্ন মাত্রা দিয়ে শুরু করুন এবং প্রয়োজনে ধীরে ধীরে বাড়ান।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৩৫) There is a strong friendship ________ Taskia and Naziha.

within

between

with

in

between

ব্যাখ্যা:
• Complete sentence: There is a strong friendship between Taskia and Naziha.

• দুইটি বস্তু বা ব্যাক্তির ক্ষেত্রে between বসে।
- যেমন: There is a strong friendship between Taskia and Naziha.

• দুইয়ের অধিক বস্তু বা ব্যাক্তির ক্ষেত্রে among ব্যবহার হয়।
- যেমন: The cookies were shared among the children at the party.

- যেহেতু প্রশ্নে দুইজনের মধ্যে 'strong friendship' বুঝিয়েছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে- between.

৩৬) Which word is plural?

Criteria

Index

Analysis

Crisis

Criteria

ব্যাখ্যা:
• The plural word is - ক) Criteria.

• Criterion: [Singular]

- English meaning: a standard by which you judge, decide about, or deal with something.
- Bangla meaning: বিচারের মাপকাঠি; মানদণ্ড।

- Plural form: criteria, criterions.

• অন্যদিকে,
খ) Index: [Singular form]
- English meaning: an alphabetical list, such as one printed at the back of a book showing which page a subject, name, etc. is on.
- Bangla meaning: সূচক; দেশক; নির্দেশক।

- Plural form: Indices, Indexes.

গ) Analysis [Singular form]
- English Meaning: a detailed examination of anything complex in order to understand its nature or to determine its essential features: a thorough study.
- Bangla Meaning: মন্তব্য সহকারে (পুস্তক, কোনো চরিত্র বা পরিস্থিতির) বিশ্লেষণ:

- Plural form: Analyses.

ঘ) Crisis [Singular form]
- English Meaning: the turning point for better or worse in an acute disease or fever.
- Bangla Meaning: সংকটকাল; চূড়ান্ত পর্যায়; সন্ধিক্ষণ।

- Plural form: Crises.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৭) Which of the following options is the closest in meaning to the sentence, "He enjoyed himself immensely at the party".

He had a horrible time at the party.

He had a terrible time at the party.

He had a terrific time at the party.

He had a terrifying time at the party.

He had a terrific time at the party.

ব্যাখ্যা:
- "He enjoyed himself immensely at the party" means - গ) He had a terrific time at the party.
- The sentence "He enjoyed himself immensely at the party" means he had a very great or wonderful time.

• Immensely (adverb)
- English Meaning: to a great extent; extremely; enormously.
- Bangla Meaning: অত্যন্ত; খুব; বিপুলভাবে।

• Given options:
ক) He had a horrible time at the party.
- Horrible - বীভৎস; ভয়ানক; ভয়াবহ; ভয়াল।

খ) He had a terrible time at the party.
- Terrible - ভয়ংকর; ভীষণ; ভয়াবহ।

গ) He had a terrific time at the party.
- ("terrific" means excellent or magnificent; extraordinary).
- অসাধারণ; দুর্দান্ত। আবার, ভয়াবহ; ভীষণ; আতঙ্কজনক অর্থেও ব্যবহৃত হয়।

ঘ) He had a terrifying time at the party. → Incorrect ("terrifying" means frightening, which is unrelated)
- Terrifying - আতঙ্কজনক; আতঙ্ককর।

- সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, 'terrific' শব্দটি দ্বারা positive meaning ও বোঝায়, কিন্তু অন্যগুলো দ্বারা positive meaning বোঝায় না।
- বাক্যে যেহেতু পার্টিতে উপভোগ করার কথা বলা হয়েছে ,তাই সঠিক উত্তর হবে অপশন গ) He had a terrific time at the party.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৮) He vowed to ___________ his father's death.

revenge

avenge

take revenge

avenge for

avenge

ব্যাখ্যা:
• Complete sentence: He vowed to avenge his father's death.
- Bangla meaning: সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিল।

• Avenge (verb transitive) 
- English Meaning: to take vengeance for or on behalf of (often for someone else); inflict harm in return for (an injury or wrong done to oneself or another).
- Bangla Meaning:  প্রতিশোধ/শোধ নেওয়া; প্রতিকার করা; প্রতিহত করা।

- Examples:
- He vowed to avenge his father's death.
- He vowed to avenge their murdered father.

• Note: Avenge -এর পরে সাধারণত object হিসেবে noun/noun phrase বসে।

অন্যদিকে,
• Revenge (noun, verb)
- English Meaning: to avenge (oneself or another) usually by retaliating in kind or degree.
- Bangla Meaning: প্রতিশোধ নেওয়া। প্রত্যাখ্যান করে তুষ্টি পাওয়া। 
 
• Revenge oneself on
• have/get/take one’s revenge (on somebody) (for something) - প্রতিশোধ গ্রহণ।
- Examples:
- He wanted to take revenge on his enemy.
- Her jilted boyfriend has sworn revenge on her new husband.

- Revenge সাধারণত noun হিসেবে ব্যবহৃত হয়।
- আবার, verb হিসেবে ব্যবহৃত হলে, সাথে preposition সহ ব্যবহৃত হয়।

• Explanation:
- এখানে ব্যবহার করার জন্য সঠিক verb হলো "avenge", যার অর্থ অন্য কারো সাথে করা অন্যায় বা আঘাতের বিনিময়ে কাউকে শাস্তি দেওয়া বা ক্ষতি করা।
- এই ক্ষেত্রে, সে তার বাবার মৃত্যুর প্রতিক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন (ন্যায়বিচার বা প্রতিশোধ নেওয়ার জন্য)।
- অর্থাৎ, প্রদত্ত বাক্যে শূন্যস্থানের পরে noun phrase "his father's death" দেওয়া আছে, তাই সঠিক উত্তর হবে- "avenge".

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
4. CliffsNotes.

৩৯) Choose the correct sentence.

What are your parent?

What does your parent do?

What is your parents?

What do your parent do?

What does your parent do?

ব্যাখ্যা:
• The correct sentence: খ) What does your parent do?

• Explanation:
- "Parent" is a singular noun, so it takes "does" as the auxiliary verb.
- অর্থাৎ, 'Parent" হলো singular noun তাই, এটি singular verb গ্রহণ করবে।
- এই বাক্যে parent এর সাথে singular auxiliary verb হিসেবে "does"এর সঠিক ব্যবহার হয়েছে।
- Structutre: What does + singular subject + do?

• অন্যদিকে,
ক) What are your parent?
- এখানে "parent" হলো singular,কিন্তু "are" হলো plural, তাই এটি ভুল।

গ) What is your parents? → Incorrect (plural "parents" clashes with singular "is").
- এখানে "parents" হলো plural,কিন্তু "is" হলো singular, তাই এটি ভুল।

ঘ) What do your parent do? → Incorrect (singular "parent" clashes with plural "do").
- এখানে "parent" হলো singular,কিন্তু "do" হলো plural, তাই এটি ভুল।
- অর্থাৎ, third person singular হিসেবে "does" হলে সঠিক হতো।

৪০) "If you want the job, you need to strike while the iron is hot" means-

You need to complain to the supervisor.

You need to decide what you want to become in life.

You need to keep preparing for the job.

You need to act quickly while the opportunity is still available.

You need to act quickly while the opportunity is still available.

ব্যাখ্যা:
• "If you want the job, you need to strike while the iron is hot" means - ঘ) You need to act quickly while the opportunity is still available.

• Strike while the iron is hot (idiom)
- English Meaning: to do something immediately while there is still a good chance to do it.
- Bangla Meaning: ঝোপ বুঝে কোপ মারা; সুযোগ অনুযায়ী কাজ করা।

- অর্থাৎ, সবচেয়ে অনুকূল মুহূর্তে পদক্ষেপ নেওয়া অর্থে এটি ব্যবহৃত হয়।
- এই প্রেক্ষাপটে, এর অর্থ হল, সুযোগটি চলে যাওয়ার আগেই অর্থাৎ, চাকরির সুযোগ পেলেই আপনার সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নেওয়া উচিত।

More example:
- He doesn't often make such offers - I'd strike while the iron is hot if I were you.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৪১) What is the antonym of 'sacred'?

Inviolable

Exempt

Blasphemous

Pure

Blasphemous

ব্যাখ্যা:
• The antonym of 'sacred' is - গ) Blasphemous.

• Sacred (Adjective)
- English Meaning: Considered to be holy and deserving respect, especially because of a connection with a god.
- Bangla Meaning: ভাবগম্ভীর; পবিত্র, অলঙ্ঘনীয়, শ্রদ্ধেয়।

• Given options:
ক) Inviolable - (আনুষ্ঠানিক) অলঙ্ঘ্য; অলঙ্ঘনীয়; অনতিক্রমণীয়।

খ) Exempt - (বাধ্যবাধকতা ইত্যাদি থেকে) রেহাই বা অব্যাহতি দেওয়া।

গ) Blasphemous - নিন্দিত; অবমাননা/অপবিত্র; ঈশ্বর বা ধর্মমতের প্রতি তীব্র কটাক্ষপূর্ণ।

ঘ) Pure - ভেজালহীন; বিশুদ্ধ; খাঁটি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪২) He said that he _______ abroad last month.

had been to

had been in

went to

would have gone

had been to

ব্যাখ্যা:
• Complete sentence: He said that he had been to abroad last month.
- Bangla meaning: সে বলল যে সে গত মাসে বিদেশ গিয়েছিল।

• Explanation:
- The verb "said" is in the past, and "last month" indicates an action that happened earlier in the past.
- Past tense -এর reported speech -এ past perfect হবে।
- So, we use the past perfect tense → had been to.

• Been [past participle of be]
- Been is used to mean visited or traveled:
- অর্থাৎ, কোথাও গিয়ে ফিরে আসা অর্থে 'been' (past participle of 'be') ব্যবহৃত হয়।
- যেমন: "Have you ever been to Africa?" "No, I’ve never been there, but I’d love to go."

• Note: In proper English, we do not say "to abroad" — it should be:
- He said that he had been abroad last month.
- But grammatically, ক) 'had been to' is correct in structure.

• Other options:
খ) had been in — incorrect preposition; "been in" is used for being located or staying in a place, not visiting.
- We use "been to" (not "been in") when talking about visiting places.

গ) went to — simple past tense; doesn’t fit with reported speech structure.

ঘ) would have gone — implies an unfulfilled condition or hypothetical situation; doesn't match the context.

Source: Cambridge Dictionary.

৪৩) A K Fazlul Haque was the 'Tiger of Bengal'. The sentence is an example of a/an ____________.

simile

metaphor

allusion

personification

metaphor

ব্যাখ্যা:
• A K Fazlul Haque was the 'Tiger of Bengal'.
- The sentence is an example of a metaphor.

• Metaphor:
- Metaphor is an implicit comparison between two different things.
- A direct comparison between two unlike things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।

• Metaphor এর আরো কিছু উদাহরণ হলো-
- "Life is but a walking shadow."
- "She's all states, and all princes, I"
- "Revenge is a wild justice."
- "All the world's a stage, And all the men and women merely players."

অন্যদিকে,
• Simile:
- সুস্পষ্ট তুলনামূলক, উপমা।
- A figure of speech involving a comparison between two unlike entities.
- In the simile, unlike the metaphor, the resemblance is explicitly indicated by the words “like” or “as.”
- যেমন: Her words are as sweet as honey.

• Allusion
- Allusion is an implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event.
- কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনাকে পরোক্ষভাবে উপস্থাপন করা। এছাড়া বিষয়ভেদে একই বস্তুর বিভিন্ন দৃষ্টিকোণের দর্শনে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে Allusion বলে।
- It’s when a writer mentions some other work, or refers to an earlier part of the current work.
- In literature, it’s frequently used to reference cultural works (e.g. by alluding to a Bible story or Greek myth).
- যেমন: The winged boy I knew, But who wast thou, O happy, happy dove? (Keats: "Ode to Psyche")

• Personification:

- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরূপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তুকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়। 
- যেমন: The sun smiled down on us.
- এই বাক্যটি একটি Personification এর উদাহরণ, কারণ এখানে 'sun' কে ব্যক্তিরূপে দান করা হয়েছে, বাস্তবিক অর্থে sun হাসতে পারে না, অর্থাৎ একে মানবিক রূপ দেওয়া হয়েছে তাই এটি Personification এর উদাহরণ।

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

৪৪) I cannot hear what you _________ because everybody is talking so loudly.

said

saying

will be saying

are saying

are saying

ব্যাখ্যা:
• Complete sentence: I cannot hear what you are saying because everybody is talking so loudly.
- Bangla meaning: তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না কারণ সবাই খুব জোরে কথা বলছে।

• Explanation:
- বাক্যটি এমন একটি বর্তমান পরিস্থিতি বর্ণনা করছে যেখানে ongoing noise -এর কারণে বক্তা শুনতে পাচ্ছেন না।
- The present continuous tense ("are saying") is used to emphasize an action happening right now.
- অর্থাৎ, বর্তমানে ঘটছে এমন কিছু বোঝাতে present continuous tense ব্যবহৃত হয়।

• Structure: Sub + (am/is/are + verb-ing) + ext.

- Tense অনুযায়ী, অন্য অপশনগুলো ভুল।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- ঘ) are saying.

৪৫) Three-fourths of the Earth's surface __________ water.

are covered by

covers by

is covered by

have been covered by

is covered by

ব্যাখ্যা:
• Complete sentence: Three-fourths of the Earth's surface is covered by water.
- Bangla Meaning: পৃথিবীর পৃষ্ঠের তিন-চতুর্থাংশ জল দ্বারা আবৃত।

• Subject-verb agreement অনুযায়ী,
- সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb টিও plural হয়।
- অর্থাৎ, Fraction এবং Percent -এর Sub-verb agreement -এর নিয়ম একই।
- Percent দ্বারা সংখ্যা বোঝালে plural verb আর পরিমাণ বোঝালে singular verb হবে।
- উল্লিখিত বাক্যে Three-fourths ভগ্নাংশের পরে "the Earth's surface"  হচ্ছে singular তাই এর পরের verb টিও singular হবে।
- Sentence টি Passive হওয়ায় is covered by হবে।

• Structure: Fraction/Percent + of + singular noun/pronoun + singular verb.
- যেমন: Three-fourths of the road has been pitched.

• Structure: Fraction/Percent + of + plural noun/pronoun + plural verb.
- যেমন: Three-fourths of the students are present.

৪৬) Would you mind ___________ me your pen?

in lending

lending

borrowing

lend

lending

ব্যাখ্যা:
• Complete sentence: Would you mind lending me your pen?
- Bangla meaning: তোমার কলমটা কি আমাকে ধার দেবে?

• Will/would/do you mind:
- Used to politely ask someone’s permission; used to angrily ask or tell someone to do something.
- অর্থাৎ, বিনীত অনুরোধ প্রকাশে বা কারো উপর তার করা বা বলা কাজের জন্য বিরক্ত প্রকাশে ব্যবহৃত হয়।
- এগুলোর পরে verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।

• Structure: Would you mind + verb + ing + object + question mark(?)

Note:
• Lend (verb) - ধার দেওয়া; সাময়িকভাবে ব্যবহার করতে দেওয়া।
• Borrow (verb) - ধার বা কর্জ করা/নেওয়া; ঋণরূপে গ্রহণ করা।

- এখানে প্রশ্নকর্তা আরেকজনকে জিজ্ঞেস করছে তার কলমটা ধার দিতে, তাই সঠিক verb টি হবে- খ) lending.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Longman Dictionary.

৪৭) What is the antonym of the word ‘indifferent'?

dissimilar

apathetic

different

caring

caring

ব্যাখ্যা:
• The antonym of the word ‘indifferent' is - ঘ) caring.

• Indifferent (adjective)
- English Meaning: having no particular interest or sympathy; unconcerned; marked by a lack of interest, enthusiasm, or concern for something: apathetic.
- Bangla Meaning: নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক; মামুলি; বাজে; মাঝারি; চলনসই।

• Given options:
ক) dissimilar - অসদৃশ; বিসদৃশ; ভিন্ন।

খ) apathetic - সমবেদনা বা আগ্রহহীন; উদাসীন।

গ) different - ভিন্ন; অন্য রকম; পৃথক।

ঘ) caring - যত্নশীল; ইচ্ছুক হত্তয়া; উদ্বিগ্ন হত্তয়া; গ্রাহ্য করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৮) Choose the correct spelling.

dessimination

dissemination

disemination

dissamenation

dissemination

ব্যাখ্যা:
• The correct spelling is - খ) dissemination.

• Dissemination (noun)
- English Meaning: The action or fact of spreading something, especially information, widely.
- Bangla Meaning: ধারণা, তত্ত্ব ইত্যাদি প্রচার; বিতরণ; বিস্তার।

• Ex. Sentence:
Anything that stands in the way of the dissemination of knowledge is a real problem.
- Bangla Meaning: জ্ঞানের প্রসারের পথে যা কিছু বাধা হয়ে দাঁড়ায়, তা-ই একটি বাস্তব সমস্যা।

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.

৪৯) What is the meaning of the word 'suffrage'?

fundamental rights

right to vote

freedom of press

sufferings of people

right to vote

ব্যাখ্যা:
• The meaning of the word 'suffrage' is - খ) right to vote.

• Suffrage (noun)
- English Meaning: the right to vote in political elections;  the right of voting: franchise.
- Bangla Meaning: (১) [countable noun] (আনুষ্ঠানিক) ভোট; নির্বাচন। ভোটাধিকার; বরণাধিকার

• Other Forms:
- suffragette [সাফ্‌রাজেট্] (noun) ব্রিটেনে বিশ শতকের গোড়ার দিকে- নারীর ভোটাধিকারের জন্য আন্দোলনকারিণী মহিলা।.

• Example Sentence:
- There has never been a time since universal suffrage when establishment politics has been so cut off.

অন্যদিকে,
ক) fundamental rights - মৌলিক অধিকার।
গ) freedom of press - সংবাদপত্রের স্বাধীনতা।
ঘ) sufferings of people - মানুষের ভোগান্তি।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৫০) Neither Rana nor his friends ______ guilty.

is

has been found

have been found

was found

have been found

ব্যাখ্যা:
• Complete sentence: Neither Rana nor his friends have been found guilty.

• Either ...... or, Neither….nor, Not only….but also দ্বারা যুক্ত একাধিক subject -এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence -এ or, nor, but also -এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।

- যেমন: Neither Rana nor his friends have been found guilty.
- এখানে যেহেতু, শেষের অংশে his friends – Plural Noun, তাই plural verb 'have been' (passive) হবে।

- Structure:
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither Rony nor his friends are going to the beach today.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

৫১) What comes next in the series: 2, 6, 12, 20, 30, ...... ?

36

42

44

48

42

ব্যাখ্যা:
Question: What comes next in the series: 2, 6, 12, 20, 30, ...... ?

Solution:
১ম পদ = 2
২য় পদ = 2 + 4 = 6
৩য় পদ = 6 + 6 = 12
৪র্থ পদ = 12 + 8 = 20
৫ম পদ = 20 + 10 = 30
৬ষ্ঠ পদ = 30 + 12 = 42

৫২) The value of 

0

1

Undefined

Infinity

1

ব্যাখ্যা:

Question: The value of 

Solution:

৫৩) Find an equation of the horizontal line containing the point (3, 2).

x = 3

y = 3

y = 2

x = 2

y = 2

ব্যাখ্যা:

Question: Find an equation of the horizontal line containing the point (3, 2).

Solution:
প্রদত্ত বিন্দু (3, 2)
এখানে
x = 3, y = 2
অনুভূমিক রেখা সবসময় y-এর মান একই
বিন্দু (3, 2)-এর মধ্যে দিয়ে যে অনুভূমিক রেখাটি যাবে, সেটির প্রতিটি বিন্দুর y-এর মান হবে 2

নির্ণেয় সমীকরণ হবে: y = 2

৫৪) Which of the following is irrational?

3/5

√2

0.75

1.2

√2

ব্যাখ্যা:
Question: Which of the following is irrational?

Soluiton:
অমূলদ সংখ্যা (irrational number):
- যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা     বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
   যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ...,  ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
-  অমূলদ সংখ্যাকে একটি মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে অমূলদ সংখ্যা পাওয়া যায়।

৫৫) The solution to log2x = 5 is:

10

25

15

32

32

ব্যাখ্যা:
Question: The solution to log2x = 5 is:

Solution:
log2x = 5
⇒ x = 25
∴ x = 32

৫৬) State the order of the matrix 

2 × 3

6

2

3

2 × 3

ব্যাখ্যা:
Question:  State the order of the matrix

Solution:
ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম(Order of Matrix): একটি ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা যথাক্রমে m ও n হলে, ঐ ম্যাট্রিক্সকে m × n ক্রমের বা আকারের ম্যাট্রিক্স বলা হয়।
অর্থাৎ ম্যাট্রিক্সের আকার বা মাত্রা বোঝাতে প্রথমে সারি এবং পরে কলাম উল্লেখ করা হয়।
প্রদত্ত ম্যাট্রিক্সটি একটি আয়তাকার ম্যাট্রিক্স কারণ এর সারি ও কলাম অসমান।
এখানে,
সারি m = 2 এবং কলাম n = 3
∴ প্রদত্ত ম্যাট্রিক্সটি একটি 2 × 3 আকারের ম্যাট্রিক্স।

৫৭) Find an equation for the line with x-intercept = 2, y-intercept = - 1.

2x - y = 1

x - 2y = 2

y = - 1

x = 2

x - 2y = 2

ব্যাখ্যা:
Question: Find an equation for the line with x-intercept = 2, y-intercept = - 1.

Solution:
দেওয়া আছে,
রেখাটি x-অক্ষকে ছেদ করে (x1, y1​​) = (2, 0) বিন্দুতে
এবং রেখাটি y-অক্ষকে ছেদ করে (x2, y2​​) = (0, - 1) বিন্দুতে

আমরা জানি,
ঢাল m=(y2 - y1)/(x2 - x1)
=(-1- 0)/(0 - 2)
=1/2

এখানে,
m =1/2
c = y এর ছেদক = - 1

∴ সরলরেখার ঢালের সমীকরণ হতে পাই,
y = mx + c
⇒ y = (1/2)x+(-1)
⇒ y = (x - 2)/2
⇒ 2y = x - 2
∴ x - 2y = 2

৫৮) If A = {1, 2, 3}, B = {2, 3, 4}, then A ∪ B = :

{1, 2, 3}

{2, 3}

{1, 2, 3, 4}

{1, 4}

{1, 2, 3, 4}

ব্যাখ্যা:
Question: If A = {1, 2, 3}, B = {2, 3, 4}, then A ∪ B = :

Solution:
দেওয়া আছে
A = {1, 2, 3}
B = {2, 3, 4}

এখন
A ∪ B = {1, 2, 3} ∪ {2, 3, 4}
= {1, 2, 3, 4}

৫৯) If A = , then the trace of A is:

8

5

6

7

5

ব্যাখ্যা:
Question: If A = , then the trace of A is:

Solution:
দেওয়া আছে,

ট্রেস (Trace): Matrix- এর Trace হলো একটি বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সব উপাদানের যোগফল।
প্রধান কর্ণ: ম্যাট্রিক্সের উপরের বাঁদিকের কোণ থেকে নিচের ডানদিকের কোণ পর্যন্ত যে উপাদানগুলো থাকে, সেগুলোই প্রধান কর্ণ।

সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্স এর ট্রেস A = 1 + 4 = 5

৬০) The solution to the system x + y = 5, x - y = 1 is

x = 3, y = 1

x = 3, y = 2

x = 2, y = 3

x = 4, y = 1

x = 3, y = 2

ব্যাখ্যা:
Question: The solution to the system x + y = 5, x - y = 1 is-

Solution:
দেওয়া আছে
x + y = 5....................(1)
x - y = 1....................(2)

(1) নং + (2)নং ⇒ 
x + y + x - y = 5 + 1
⇒ 2x = 6
∴x = 3
 
(1) নং ⇒ 
x + y = 5
⇒ 3 + y = 5
⇒ y = 5 - 3
∴ y = 2

নির্ণেয় সমাধান x = 3, y = 2

৬১) A person spends 80% of his income. If he earns $5000, what is his savings?

$400

$1000

$4000

$500

$1000

ব্যাখ্যা:
Question: A person spends 80% of his income. If he earns $5000, what is his savings?

Solution:
মোট আয় করে = $5000
ব্যয় করে = $5000 এর 80%
= $5000 এর 80/100
= $4000

সে জমা করে = ($5000 - $4000)
= $1000

৬২) The value of cos60° is:

1

1/2

√3/2

0

1/2

ব্যাখ্যা:
Question: The value of cos 60° is:

Solution: 
cos60° = 1/2
cos30° = √3/2
cos0° = 1
cos90° = 0

৬৩) The slope of a line perpendicular to one with slope 2 is:

2

- 1/2

1/2

- 2

- 1/2

ব্যাখ্যা:
Question: The slope of a line perpendicular to one with slope 2 is:

Solution:
আমরা জানি,
যেকোনো সরলরেখার ঢাল যদি m হয়, তাহলে তার উপর লম্ব রেখার ঢাল হবে: - 1/m

এখানে,
ঢাল m = 2
∴  লম্ব রেখার ঢাল = - 1/2 

৬৪) If tanA = 3/4, then secA =

5/4

4/5

3/5

5/3

5/4

ব্যাখ্যা:
Question: If tanA = 3/4, then secA =:

Solution:
tanA = 3/4
লম্ব/ভূমি = 3/4
অতিভুজ = √{(4)2 + (3)2} = 5

secA = অতিভুজ/ভূমি
= 5/4

৬৫) A train travels 180 km in 3 hours. What is its average speed?

80 km/h

60 km/h

70 km/h

50 km/h

60 km/h

ব্যাখ্যা:
Question: A train travels 180 km in 3 hours. What is its average speed?

Solution:
ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = 180 কি.মি.
মোট সময় = 3 ঘণ্টা

গড় গতিবেগ = 180/3 km/h
= 60 km/h

৬৬) Find the midpoint of the line segment joining the points P1 = (4, - 3) and P2 = (6, 1).

(5, - 1)

(5, 1)

(- 1, 5)

(0, 1)

(5, - 1)

ব্যাখ্যা:
Question: Find the midpoint of the line segment joining the points P1 = (4, - 3) and P2 = (6, 1).

Solution:
দেওয়া আছে,
P1 = (4, - 3)
P2 = (6, 1)

আমরা জানি,

৬৭) The number of subsets of a set with 5 elements is:

10

25

30

32

32

ব্যাখ্যা:
Question: The number of subsets of a set with 5 elements is:

Solution:
- কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ঐ সেটের উপসেট (subset) বলা হয়।
কোনো সেটের উপাদানের সংখ্যা, n = 5
ঐ সেটের উপসেট (subset) সংখ্যা = 2n
=25
=32

৬৮) If x2 + 4x + 4 = 0, then the value of x is:

- 2

- 2 (repeated root)

2

None of these

- 2 (repeated root)

ব্যাখ্যা:
Question: If x2 + 4x + 4 = 0, then the value of x is:

Solution:
দেওয়া আছে,
x2 + 4x + 4 = 0
⇒ x2 + 2. x. 2 + 22 = 0
⇒ (x + 2)2 = 0
⇒ (x + 2)(x + 2) = 0
∴  x = - 2 এবং x = - 2 [যেহেতু সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ তাই এর মূল হবে দুইটি]

৬৯) The range of f(x) = 1/(x + 1) is:

R\{0}

x > -1

x < -1

R\{- 1}

R\{0}

ব্যাখ্যা:
Question: The range of f(x) = 1/(x + 1) is:

Solution:
দেওয়া আছে,
f(x) = 1/(x + 1)
⇒ y = 1/(x + 1)
⇒1/y = x + 1
⇒ x = (1/y) - 1
⇒ x = (1 - y)/y

∴ f-1(x) = y = (1 - x)/x
x এর মান 0 ব্যতীত যেকোনো বাস্তব সংখ্যা হবে। কারণ x এর মান 0 হলে ফাংশনটি অসঙ্গায়িত হবে।

অতএব, নির্ণেয় রেঞ্জ: R\{0}

৭০) Which of the following is a perfect square?

45

72

49

81.5

49

ব্যাখ্যা:

Question: Which of the following is a perfect square?

Solution:
বর্গসংখ্যা (perfect square): সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ (n2) আকারে প্রকাশ করা যায় তবে m বর্গসংখ্যা।
m সংখ্যাগুলোকে পূর্ণবর্গসংখ্যা বলা হয়।

পূর্ণবর্গ সংখ্যার ধর্ম:
• যে সংখ্যার সর্ব ডানদিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক ২ বা ৩ বা ৭ বা ৮ তা পূর্ণবর্গ নয় ।
• যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, ঐ সংখ্যা পূর্ণবর্গ নয়।
• একক স্থানীয় অঙ্ক ১ বা ৪ বা ৫ বা ৬ বা ৯ হলে, ঐ সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন : ৮১, ৬৪, ২৫, ৩৬, ৪৯ ইত্যাদি বর্গসংখ্যা ।
• আবার সংখ্যার ডানদিকে জোড়সংখ্যক শূন্য থাকলে ঐ সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন : ১০০, ৪৯০০ ইত্যাদি বর্গসংখ্যা ।

প্রদত্ত অপশগুলোর মধ্যে
গ) 49 = 72 [যা পূর্ণবর্গসংখ্যা]

৭১) Who is the author of the book 'The World After Gaza'?

Pankaj Mishra

Fareed Zakaria

Noam Chomsky

Tarek Cherkaoui

Pankaj Mishra

ব্যাখ্যা:

The World After Gaza: 
- ‘The World After Gaza’ বইটির লেখক হলেন পঙ্কজ মিশ্র (Pankaj Mishra)।
- তিনি একজন প্রখ্যাত ভারতীয় লেখক ও চিন্তাবিদ, তিনি সমসাময়িক রাজনীতি, ইতিহাস ও সমাজ নিয়ে গভীর বিশ্লেষণমূলক লেখালেখির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত।
- এই বইটি ২০২৫ সালে প্রকাশিত হয় এবং গাজা যুদ্ধের পরবর্তী বৈশ্বিক পরিস্থিতি, নৈতিক সংকট এবং ভূ-রাজনৈতিক বাস্তবতা নিয়ে লেখা।
- বইটিতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বের নীতিকথা ও গ্লোবাল সাউথের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়েছে।
- মিশ্র দেখিয়েছেন, কীভাবে আধুনিক সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও গণহত্যার ইতিহাস এখনো বর্তমান বিশ্বে প্রভাব ফেলছে।
- তিনি পশ্চিমা বিজয়গাথা এবং বঞ্চিত জনগণের সংগ্রামের মধ্যে এক মৌলিক বৈপরীত্য তুলে ধরেছেন।
- এই বই আমাদেরকে বর্তমান বিশ্বের রাজনৈতিক ন্যায়, মানবতা ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।
- ফলে, 'The World After Gaza' কেবল একটি রাজনৈতিক রচনা নয়, বরং এটি একটি নৈতিক ও বুদ্ধিবৃত্তিক হাহাকারের প্রতিচ্ছবি।

সূত্র: The Guardian, Australian Broadcasting Corporation ও The World After Gaza বই। 

৭২) Which method is currently used to collect fares in the Dhaka Metro Rail?

Open loop

Closed loop

UTS

Mobile banking

Closed loop

ব্যাখ্যা:

ঢাকা মেট্রোরেলে ভাড়া আদায়ের পদ্ধতি: 
- বর্তমানে ঢাকা মেট্রোরেলে ভাড়া আদায়ের জন্য ‘ক্লোজ লুপ’ (Closed loop) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
- এই পদ্ধতিতে শুধুমাত্র নির্দিষ্ট কোম্পানির তৈরি কার্ড ব্যবহারের মাধ্যমে যাত্রীরা ভাড়া পরিশোধ করতে পারেন।
- এটি একটি সীমাবদ্ধ পদ্ধতি, যেখানে ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং কাজ করে না।
- যাত্রীদেরকে কাউন্টার থেকে একক যাত্রার কার্ড কিনে তা পাঞ্চ করে যাতায়াত করতে হয়।
- এমআরটি বা র‍্যাপিড পাস ব্যবহারকারীরা ১০ শতাংশ ছাড় পেলেও এই কার্ডগুলোর সংকট দেখা দিয়েছে।
- ফলে অনেক যাত্রীকে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হয়।

উল্লেখ্য, 
- যাত্রীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষ ভবিষ্যতে ‘ইউনিভার্সেল টিকেটিং সিস্টেম (UTS)’ চালুর পরিকল্পনা করেছে, যেখানে খোলা (open loop) ব্যবস্থা থাকবে এবং মোবাইল ব্যাংকিং ও ব্যাংক কার্ড ব্যবহারের সুবিধা থাকবে।
- তবে বর্তমানে ব্যবহৃত পদ্ধতি ‘ক্লোজ লুপ’।

সূত্র: প্রথম আলো। 

৭৩) Which organization formulated the 'Green Deal' policy?

United Nations

European Union

NATO

World Bank

European Union

ব্যাখ্যা:
- Green Deal হলো ইউরোপীয় ইউনিয়ন (European Union) কর্তৃক প্রণীত একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত নীতি।  এটি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট Ursula von der Leyen-এর নেতৃত্বে ২০১৯ সালে চালু করা হয়েছিল।  

ইউরোপিয়ান ইউনিয়ন (EU):

- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
- ২০১৯ সালের এর শেষে, EU তার ইউরোপীয় সবুজায়ন চুক্তি গ্রহণ করেছে এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে এর বাস্তবায়ন শুরু করেছে।
- ২০৫০ সালের মধ্যে এটি বাস্তবায়িত হবে।

সূত্র: EU ও Green Deal ওয়েবসাইট (লিঙ্ক)।

৭৪) The Meiji Restoration is associated with the modernization of which country?

China

South Korea

Japan

Singapore

Japan

ব্যাখ্যা:

Meiji Restoration: 
- মেইজি পুনর্গঠন (Meiji Restoration) ১৮৬৮ সালে জাপানে সংঘটিত একটি যুগান্তকারী রাজনৈতিক পরিবর্তন,
- এর মাধ্যমে টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতন ঘটে এবং সম্রাট মেইজির হাতে শাসনভার ফিরে আসে।
- এই পুনর্গঠনের ফলে জাপান পশ্চিমা শিক্ষা, প্রযুক্তি, শিল্প, আইন ও সামরিক শক্তি গ্রহণ করে আধুনিক রাষ্ট্রে রূপ নেয়।
- ফিউডাল শাসন ব্যবস্থা বিলুপ্ত হয় এবং কেন্দ্রীয় সরকার গঠন করা হয়।
- অর্থনৈতিক কাঠামো কৃষিভিত্তিক থেকে শিল্পভিত্তিক হয়ে ওঠে, নির্মিত হয় রেলপথ, কারখানা, ও আধুনিক যোগাযোগব্যবস্থা।

উল্লেখ্য, 
- এই রূপান্তর জাপানকে এশিয়ার প্রথম আধুনিক রাষ্ট্রে পরিণত করে এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর কাতারে নিয়ে আসে। তাই মেইজি রেস্টোরেশন মূলত জাপানের আধুনিকায়নের সূচনা।
--------------------------- 

জাপান: 
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, এর প্রাচীন নাম নিপ্পন।
- এর রাজধানী টোকিও এবং রাষ্ট্রভাষা জাপানি।
- জাপানের মুদ্রার নাম ইয়েন। জাপানের গুরুত্বপূর্ণ দ্বীপ হলো —হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু এবং ওকিনাওয়া। এর মধ্যে হনসু হলো সবচেয়ে বড়। 

সূত্র: ব্রিটানিকা ও japan referens ওয়েবসাইট। 

৭৫) 'Dasiar Chara' is-

A former Indian enclave within Bangladesh

A canal flowing through Shahparir Island

Traditional Folk Music of Garo Women

A type of folk poetry of the Sylhet region

A former Indian enclave within Bangladesh

ব্যাখ্যা:

সঠিক উত্তর: ক) A former Indian enclave within Bangladesh

দাসিয়ার ছড়া (Dasiar Chara):
- দাসিয়ার ছড়া (Dasiar Chara) ছিল ভারতের একটি ছিটমহল,
- এটি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় অবস্থিত।
- এটি ছিল বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সবচেয়ে বড় ছিটমহল, এর আয়তন ছিল প্রায় ১,৬৪২ একর এবং জনসংখ্যা ছিল প্রায় ৮,০০০ জন।
- ২০১৫ সালের ৩১ জুলাই ইন্দিরা-মুজিব চুক্তির আওতায় ছিটমহল বিনিময়ের মাধ্যমে দাসিয়ার ছড়া বাংলাদেশের মূল ভূখণ্ডে একীভূত হয়।  

বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী ছিটমহল বিনিময়: 
- বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক ছিটমহল বিনিময় ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে কার্যকর হয়।
- এই বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা মোট ১৬২টি ছিটমহল পরস্পরের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়।
- এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় এবং ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হয়।

সূত্র: বাংলাপিডিয়া ও পত্রিকা রিপোর্ট। 

৭৬) Which of the following is not an ecologically critical of Bangladesh-

Hakaluki

Sundarbans

Chalanbil

Sonadia Island

Chalanbil

ব্যাখ্যা:

সঠিক উত্তর: গ) Chalanbil

Ecologically Critical Area: 

- ভূপ্রাকৃতিক অনুকূল অবস্থার কারণে বাংলাদেশ জীববৈচিত্র্যে সমৃদ্ধ।
- কিন্তু অপরিণামদর্শী কর্মকান্ডের ফলে দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য নানান ধরনের ক্ষতির সম্মুখীন।
- ইতোমধ্যে দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেশের মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে।
- এর ফলে দেশের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো কোনো প্রতিবেশের উৎপাদনশীলতাও কমে গিয়েছে। দেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মানোন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুসারে বিভিন্ন সময়ে কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area-ECA/ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছে।
- এ-পর্যন্ত দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে: 
ক) হাকালুকি হাওর — এটি সিলেট ও মৌলভীবাজার জেলার একটি বৃহৎ হাওর অঞ্চল এবং ১৯৯৯ সালে ECA হিসেবে ঘোষণা করা হয়েছে।
খ) সুন্দরবন — বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য অঞ্চল, ১৯৯৯ সালে ECA ঘোষণা হয়।
ঘ) সোনাদিয়া দ্বীপ — এটি কক্সবাজার জেলার মেহেরঘোনায় অবস্থিত উপকূলীয় দ্বীপ, এটি ১৯৯৯ সালে ECA ঘোষণা করা হয়।
------------------------- 

চলন বিল:
- বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলনবিল।
- এটি রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত।
- শুকনা মৌসুমে এসব বিলে জল থাকে না।
- ব্রহ্মপুত্র নদ যখন তার প্রবাহপথ পরিবর্তন করে বর্তমান যমুনায় রূপ নেয়, সে সময়েই চলনবিলের সৃষ্টি।

সূত্র: পরিবেশ অধিদপ্তর [লিংক

৭৭) What type of foreign trade policy does Bangladesh follow?

Closed trade

Completely free trade

Controlled free trade

Unilateral trade

Controlled free trade

ব্যাখ্যা:

সঠিক উত্তর: গ) Controlled free trade

বাংলাদেশর বাণিজ্য নীতি:
- বাংলাদেশ একটি নিয়ন্ত্রিত মুক্ত বাণিজ্য নীতি (Controlled Free Trade Policy) অনুসরণ করে। অর্থাৎ, বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে পণ্য আমদানি-রপ্তানিতে অংশ নেয়, তবে রাষ্ট্রীয় নীতিমালার মাধ্যমে কিছু ক্ষেত্রে শুল্ক, কোটা ও নিষেধাজ্ঞা আরোপ করে নিয়ন্ত্রণ বজায় রাখে।
- সরকারের লক্ষ্য হলো একদিকে বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, অন্যদিকে দেশীয় শিল্পকে সুরক্ষা প্রদান। যেমন তৈরি পোশাক খাতে রপ্তানি প্রণোদনা দেওয়া হয়, আবার বিলাসবহুল পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা হয়।
- বাংলাদেশ WTO-এর সদস্য এবং বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তিতে অংশগ্রহণ করে, এটা মুক্ত বাণিজ্যের দিক নির্দেশ করে। তবে একে সম্পূর্ণ মুক্ত বা একতরফা বাণিজ্য বলা যায় না, কারণ সরকার প্রয়োজন অনুযায়ী নীতিনির্ধারণ করে থাকে।

সূত্র: বাংলাদেশের বাণিজ্য নীতি। 

৭৮) What was the most important feature of the Indus Valley Civilization?

Religious discipline

Urban planning

Military power

Slavery

Urban planning

ব্যাখ্যা:
- সিন্ধু সভ্যতা (Indus Civilization) ছিল বিশ্বের অন্যতম প্রাচীন ও উন্নত নগরসভ্যতা, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এর উন্নত নগর পরিকল্পনা।

সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম নগরসভ্যতা, এর নামকরণ করা হয়েছে সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠার কারণে।
- এর বিস্তৃতি ছিল পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ থেকে শুরু করে ভারতের পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন অংশে।
- এই সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় শহর দুটি হলো হরপ্পা ও মহেঞ্জোদারো। 
- বিশ শতকের প্রথম দিকে এই সভ্যতা আবিষ্কার করেন বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় (মহেঞ্জোদারোতে) এবং দয়ারাম সাহানী (হরপ্পায়)।  
- সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ছিল অত্যন্ত উন্নত ও সংগঠিত।
- হরপ্পা ও মহেঞ্জোদারোর নগর বিন্যাস ছিল প্রায় অভিন্ন, যেখানে গ্রিড প্যাটার্নে সোজা রাস্তা, রাস্তার ধারে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, এবং পাকা রাস্তা দেখা যায়। প্রতিটি ঘরে খোলা উঠান, কূপ, ও স্নানাগার ছিল।
- ঘরবাড়ি তৈরি হতো পোড়া ইট দ্বারা। জল নিষ্কাশনের জন্য ছোট নর্দমাগুলো মূল নর্দমার সঙ্গে সংযুক্ত থাকত। 

উল্লেখ্য, 
- সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় ১৯২১ সালে।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।

৭৯) Which of the following countries is a member of both the European Union and NATO?

Ireland

Austria

Spain

Switzerland

Spain

ব্যাখ্যা:

- স্পেন (Spain) ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং ন্যাটো (NATO)—এই দুই আন্তর্জাতিক সংস্থারই সদস্য। স্পেন ১৯৮২ সালে ন্যাটো এবং ১৯৮৬ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়।

অন্যদিকে,
- আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও ন্যাটোর সদস্য নয়।
- সুইজারল্যান্ড কোনো সংস্থারই সদস্য নয়; এটি একটি স্থায়ীভাবে নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত।  
-------------------------- 

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- ১ নভেম্বর  ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক  ও রাজনৈতিক জোট।
- ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে  নেদারল্যান্ড এর  ম্যাসট্রিচট  চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়ন  ও  ইউরোপীয় ইউনিয়নের দেশ সমূহ একক মুদ্রা  ইউরো চালু হয়। 
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ - ২৭টি। [জুলাই - ২০২৫] 
- এর সদর দপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য -৬টি।
- যথা- বেলজিয়াম, ফ্রান্স, জার্মান, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড।

NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- এটি রাজনৈতিক জোট ও সামরিক জোট। 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।

সূত্র: NATO ও EU ওয়েবসাইট। 

৮০) Which Organization released the Global Risk Report 2025?

World Economic Forum

World Trade Organization

The Nature Conservancy

UNESCO

World Economic Forum

ব্যাখ্যা:

- Global Risk Report 2025 প্রকাশ করেছে World Economic Forum (WEF)। প্রতিবেদনটি প্রতি বছর জানুয়ারিতে প্রকাশিত হয়।  

World Economic Forum (WEF):
-
World Economic Forum (WEF) হলো একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যার লক্ষ্য হলো বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন, সহযোগিতা ও নেতৃত্বকে উৎসাহিত করা। 
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে।
- সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এই সংস্থার নাম ছিল European Management Forum, পরে ১৯৮৭ সালে এটি World Economic Forum নাম গ্রহণ করে।
- সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস শহরে WEF-এর বার্ষিক বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, 
- Global Risk Report বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) কর্তৃক জানুয়ারি মাসে প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদন।

সূত্র: World Economic Forum ওয়েবসাইট। 

৮১) The North Stream Pipeline is constructed under which sea?

Black Sea

Persian Gulf

Red Sea

Baltic Sea

Baltic Sea

ব্যাখ্যা:

North Stream Pipeline: 
- North Stream Pipeline হলো রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত নির্মিত একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস পরিবহন পাইপলাইন। 
- এটি বাল্টিক সাগরের (Baltic Sea) তলদেশ দিয়ে গেছে। 
- North Stream 1 শুরু হয় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছ থেকে এবং প্রায় ১,২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জার্মানির উত্তর-পূর্বে পৌঁছায়।
- এটি দিনে ১৭০ মিলিয়ন ঘনমিটার গ্যাস পরিবহন করতে পারে।
- পাইপলাইনটির মালিক রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গাজপ্রম।
- ইউরোপের বাড়তে থাকা গ্যাস চাহিদা পূরণের লক্ষ্যেই এটি নির্মাণ করা হয়।  

সূত্র: European Parliament ওয়েবসাইট ও বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট। 

৮২) In European politics, the 'Meloni Doctrine' is associated with which country?

Italy

Germany

Greece

Norway

Italy

ব্যাখ্যা:

- 'মেলোনি ডকট্রিন' (Meloni Doctrine) ইতালির সাথে সম্পর্কিত। এটি ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) নামে পরিচিত।

Meloni Doctrine: 

- Meloni Doctrine ইউরোপীয় রাজনীতিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র নামে পরিচিত একটি রাজনৈতিক দর্শন ও নীতি, এটা মূলত জাতীয়তাবাদ, অভিবাসন বিরোধী অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের সংস্কারের আহ্বানকে কেন্দ্র করে গঠিত।
- এই ডকট্রিনে ইউরোপে অবৈধ অভিবাসন রোধে আফ্রিকার সঙ্গে অংশীদারিত্ব ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাকে Mattei Plan বলা হয়।
- Meloni Doctrine ইউরোপে ডানপন্থী রাজনৈতিক জোট ও চিন্তাধারার প্রসারেও ভূমিকা রাখছে।

উল্লেখ্য, 
- জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেছেন।
- তিনি 'Brothers of Italy' (Fratelli d'Italia) দলের নেত্রী।

সূত্র: The New York Sun ও প্রথম আলো, পত্রিকার রিপোর্ট। 

৮৩) Which US military base in Qatar did Iran attack during the recent Iran-Israel conflict?

Al Udeid Air Base

Al Asad Air Base

Al Dhafra Air Base

Al Muhafaza Air Base

Al Udeid Air Base

ব্যাখ্যা:

- ইরান সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘর্ষের উত্তাপে ২০২৫ সালের ২৩ জুন কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
- আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত,
- এটা কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর হিসেবে কাজ করে।
- এই ঘাঁটিতে প্রায় ৮,০০০ মার্কিন সৈন্য মোতায়েন রয়েছেন এবং এটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনার কেন্দ্রীয় স্থান।
- কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হাইয়েভ দিয়ে হামলাটি প্রতিহত করতে সক্ষম হয় এবং কোনো পদাতিক ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। 

সূত্র: বিবিসি বাংলা ও প্রথম আলো। 

৮৪) What is the full form of NBFI?

National Bank for Finance and Investment

Non-Bank Financial Institution

New Banking Fund of Investment

National Budget and Finance Institution

Non-Bank Financial Institution

ব্যাখ্যা:

NBFI: 
- NBFI এর পূর্ণরূপ হল Non-Bank Financial Institution
- এর বাংলা অর্থ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান।
- এটি এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যারা সম্পূর্ণ ব্যাংকিং লাইসেন্স পায় না বা কোনও জাতীয় বা আন্তর্জাতিক ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয় না।
- এই প্রতিষ্ঠানসমূহ মেয়াদী আমানত সংগ্রহ করে এবং বিভিন্ন মেয়াদে ঋণ বা বিনিয়োগ সেবা প্রদান করে থাকে।
- এই প্রতিষ্ঠানসমূহ সাধারণত ব্যাংকের পরিপূরক হিসেবে কাজ করে এবং অর্থনীতির উদ্বৃত্ত একক থেকে আমানত সংগ্রহ করে ঘাটতি এককের কাছে ঋণ বা বিনিয়োগ করে। 

সূত্র: বিশ্ব ব্যাকং ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট। 

৮৫) Which type of account is primarily used for international trade settlement?

Saving Account

Current Account

Escrow Account

Nostro Account

Nostro Account

ব্যাখ্যা:

- আন্তর্জাতিক বাণিজ্যে কার্যকর অর্থপ্রদানের মাধ্যম হিসেবে Nostro Account সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Nostro Account: 
- আন্তর্জাতিক বাণিজ্য নিষ্পত্তির জন্য প্রধানত ব্যবহৃত হয় Nostro Account.
- এটি একটি বিদেশি ব্যাংকে খোলা সেই অ্যাকাউন্ট, যা একটি দেশীয় ব্যাংক বিদেশি মুদ্রায় পরিচালনা করে। যেমন, বাংলাদেশের কোনো ব্যাংক যদি যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকে ডলারে একটি অ্যাকাউন্ট খুলে, সেটি হবে Nostro Account.
- এই অ্যাকাউন্টের মাধ্যমে রপ্তানি-আমদানির পেমেন্ট, লেটার অব ক্রেডিট (LC), এবং টেলিগ্রাফিক ট্রান্সফার (TT) পরিচালনা করা হয়।

অন্যদিকে: 
- চলতি হিসাব (Current Account): যে হিসাবে প্রতিদিন (ছুটির দিন ছাড়া) যতোবার খুশি টাকা জমা দেয়া এবং
উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে।  
- Escrow Account চুক্তিভিত্তিক নির্দিষ্ট লেনদেনের জন্য ব্যবহৃত হয়।  
- সঞ্চয়ী হিসাব (Savings account) : নগদ অর্থ হাতে না রেখে ব্যাংকে সঞ্চয়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে হিসাব
খোলা হয়, তাকে সঞ্চয়ী হিসাব বলা হয়।  

সূত্র: Investopedia ও পত্রিকা রিপোর্ট। 

৮৬) Devaluation of currency is likely to increase-

Import

Duty

Tariff

Export

Export

ব্যাখ্যা:
মুদ্রার অবমূল্যায়ন:
- মুদ্রার অবমূল্যায়ন হলো ডলারের বিপরীতে কোন দেশের মুদ্রার মান কমিয়ে দেওয়া।
- মুদ্রা ইস্যুকারী সরকার একটি মুদ্রার অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেয়।
- মুদ্রার অবমূল্যায়নের ফলে বিদেশী ক্রেতারা সমপরিমাণ ডলার দিয়ে পূর্বাপেক্ষা কম দামে অধিক পণ্য ক্রয় করতে পারে।
- এতে করে রপ্তানি বৃদ্ধি পায় এবং আমদানি হ্রাস পায়।
- ফলশ্রুতিতে বাণিজ্য ঘাটতি হ্রাস পায়।

সূত্র - অর্থনীতি, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৭) Which of the following is not a tool to control inflation?

Increase in bank rate

Sale of open market debt

Increase in cash deposit ratio

Increase in money supply

Increase in money supply

ব্যাখ্যা:

সঠিক উত্তর: ঘ) Increase in money supply (অর্থ সরবরাহ বৃদ্ধি)

- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক এমন সব পদক্ষেপ গ্রহণ করে, যাতে অর্থনীতিতে অতিরিক্ত টাকার প্রবাহ কমানো যায়। যেমন, ব্যাংক রেট বাড়ালে ঋণ ব্যয়বহুল হয়, ফলে বাজারে চাহিদা কমে যায়। উন্মুক্ত বাজারে সরকারি বন্ড বিক্রি করে বাজার থেকে টাকা সংগ্রহ করা হয়, যা অর্থের সরবরাহ কমায়।
- আবার, নগদ জমার অনুপাত (Cash Reserve Ratio) বাড়ালে ব্যাংকগুলোর কাছে ঋণ প্রদানের জন্য অর্থ কম থাকে। এসবই মুদ্রাস্ফীতি কমাতে কার্যকর পদ্ধতি।
- তবে “Increase in money supply”, অর্থাৎ অর্থ সরবরাহ বৃদ্ধি করলে বাজারে টাকার পরিমাণ আরও বেড়ে যায়, যা ভোক্তাদের চাহিদা বাড়িয়ে দেয়। ফলে পণ্যের দাম আরও বেড়ে মুদ্রাস্ফীতি আরও বাড়ে, নিয়ন্ত্রণ হয় না।
- তাই এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কোনো হাতিয়ার নয়।

সূত্র: পত্রিকা রিপোর্ট। 

৮৮) In which international volleyball competition did Bangladesh become the runner-up in 2025?

SAFF Volleyball Championship

Asian Championship

Bangabandhu International Volleyball

South Asian Games

প্রশ্নটি বাতিল করা হয়েছে

ব্যাখ্যা:

২০২৫ সালে কোন International volleyball competition হয়নি। প্রশ্নে ভাষাগত ত্রুটি থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
-------------------------------- 

উল্লেখ্য, 
- বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 

সাউথ এশিয়ান গেমস- ২০২৬:

- দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের ১৪ তম আসর বসবে পাকিস্তানে।
- ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারিতে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে হবে সাউথ এশিয়ান গেমস।
- এই এসএ গেমসে ২৬টি ইভেন্টও চূড়ান্ত হয়েছে।
- সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো-ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি ২০), আরচারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারোত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।

সূত্র: অলিম্পিক কাউন্সিল অব এশিয়া ওয়েবসাইট। 

৮৯) In which field/fields is 'Blockchain' technology mainly used?

Web design

Digital transactions and cryptocurrency

Gaming

Software development

Digital transactions and cryptocurrency

ব্যাখ্যা:
• Blockchain প্রযুক্তি মূলত ডিজিটাল লেনদেন এবং ক্রিপ্টোকারেন্সি ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি একটি নিরাপদ, বিকেন্দ্রীভূত ডেটাবেজ যা লেনদেনের তথ্যকে পরিবর্তন অযোগ্য করে তোলে, ফলে প্রতারণার সুযোগ অনেক কমে যায়। বিটকয়েন, ইথেরিয়াম ইত্যাদি ক্রিপ্টোকারেন্সির পেছনে ব্লকচেইন প্রযুক্তি কাজ করে। যদিও ব্লকচেইন গেমিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টেও কিছু পর্যায়ে ব্যবহৃত হচ্ছে, মূলত এটি ডিজিটাল অর্থ লেনদেন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশি ব্যবহৃত হয়। ওয়েব ডিজাইনে ব্লকচেইনের সরাসরি প্রয়োগ খুব কম। তাই ব্লকচেইনের প্রধান ক্ষেত্র হলো ডিজিটাল লেনদেন ও ক্রিপ্টোকারেন্সি।

• ব্লকচেইন:
- এই সিস্টেমে প্রতিটি ব্লক এক একটি একাউন্ট যার প্রতিটি লেনদেন ব্যবস্থাপনা চেইন আকারে পরিচালিত হয়।
- প্রত্যেকটি ব্লক হ্যাশিং (Hashing) এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে যার ফলে কেউই এখানে হস্তক্ষেপ করতে পারে না।
- ব্লকচেইন প্রযুক্তির উদ্ভাবক Satoshi Nakamoto.
- এটি তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি।
- এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়।
- একটি সাধারণ Block এ ৩টি অংশ থাকে। যথা-
১. A hash pointer to the previous block,
২. Timestamp এবং
৩. List of transactions.

- একমাত্র জেনেসিস ব্লক ছাড়া সব ব্লকেই A hash pointer to the previous block থাকে।
- ব্লকচেইনের প্রথম ব্লকটিকে জেনেসিস ব্লক বলা হয় এবং এটি 2009 সালে তৈরি করা হয়েছিল।

সূত্র: amazon [লিংক]

৯০) The builder of the 'Sat Gamvuj" mosque in Dhaka was-

Islam Khan

Musa Khan

Buzorg Umid Khan

Mir Jumla

Buzorg Umid Khan

ব্যাখ্যা:

সাত গম্বুজ মসজিদ: 
- ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ মোগল আমলের একটি অনন্য স্থাপত্য নিদর্শন।
- ধারণা করা হয়, এটি ১৬৮০ খ্রিস্টাব্দে মোগল সুবাদার নবাব শায়েস্তা খাঁর জ্যেষ্ঠপুত্র বুজুর্গ উমিদ খাঁ নির্মাণ করেন।
- এই মসজিদের ছাদে তিনটি বড় গম্বুজ এবং চার কোণায় চারটি ছোট গম্বুজ রয়েছে, যা মিলিয়ে সাতটি হওয়ায় এর নাম ‘সাত গম্বুজ মসজিদ’।
- এটি লালবাগ দুর্গ মসজিদ ও খাজা আম্বর মসজিদের স্থাপত্যশৈলীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
- মসজিদটির নকশা, খিলান এবং মিহরাব প্রাচীন মোগল স্থাপত্যরীতির পরিচয় বহন করে।
- বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা এই মসজিদটি বাংলাদেশের ঐতিহাসিক ও স্থাপত্যিক গৌরবের নিদর্শন।

সূত্র: ঢাকা জেলা ওয়েবসাইট ও বাংলাদেশ পর্যটন করপোরেশন। 

৯১) What does 'IoT' mean?

Internet of Tools

Input over Technology

Internet of Things

Interconnected Optical Transmission

Internet of Things

ব্যাখ্যা:
• 'IoT' বা 'Internet of Things' (গ) হলো একটি প্রযুক্তি যা বিভিন্ন ডিভাইস বা বস্তুকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করে এবং তাদের মধ্যে তথ্য আদান-প্রদানের সুযোগ করে দেয়। উদাহরণস্বরূপ, স্মার্টফোনের মাধ্যমে আপনি ঘরের বাতি, ফ্যান, কিংবা নিরাপত্তা ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারেন। এই প্রযুক্তিতে বস্তুগুলো সেন্সর, সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি দ্বারা সজ্জিত থাকে, যা তাদের স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম করে তোলে। IoT-এর মাধ্যমে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং কার্যক্রম বাস্তবায়ন সহজ হয়, যার ফলে দৈনন্দিন জীবন আরও সহজ, নিরাপদ ও কার্যকর হয়। এটি আধুনিক স্মার্ট হোম, স্বাস্থ্যসেবা, কৃষি ও শিল্প খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

• ইন্টারনেট অফ থিংস (Internal of things - IoT):
- ইন্টারনেট অফ থিংস (IOT) হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একটি সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
- এটি ইন্টারনেটের সাথে শারীরিক ডিভাইস এবং দৈনন্দিন বস্তুকে সংযুক্ত করার ধারণাকে বোঝায়, তাদের ডেটা সংগ্রহ এবং বিনিময় করার অনুমতি দেয়।
- এই সংযুক্ত ডিভাইসগুলি স্মার্ট থার্মোস্ট্যাট এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালীর যন্ত্রপাতি থেকে শুরু করে শিল্প মেশিন, পরিধানযোগ্য এবং যানবাহন পর্যন্ত হতে পারে।
- IoT-এর প্রাথমিক লক্ষ্য হল এই ডিভাইসগুলিকে একে অপরের সাথে এবং কেন্দ্রীভূত সিস্টেম বা ক্লাউড প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করতে সক্ষম করা।

• IoT এর উদাহরণ:
- স্মার্ট হোম ডিভাইস (যেমন স্মার্ট লাইট, স্মার্ট থার্মোস্ট্যাট)।
- ওয়্যারেবল ডিভাইস (যেমন ফিটনেস ট্র্যাকার)।
- শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি (Industrial IoT)।

উৎস: ব্রিটানিকা।

৯২) What type of software is an operating system?

Application Software

System Software

Utility Software

Development Software

System Software

ব্যাখ্যা:
• অপারেটিং সিস্টেম একটি System Software. এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে এবং কম্পিউটার পরিচালনার মৌলিক কাজগুলো সম্পাদন করে, যেমন: মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ইনপুট/আউটপুট কন্ট্রোল, ফাইল ম্যানেজমেন্ট ইত্যাদি। ব্যবহারকারী ও কম্পিউটার হার্ডওয়্যারের মাঝে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে অপারেটিং সিস্টেম। Windows, Linux, macOS ইত্যাদি এর উদাহরণ। এটি ছাড়া অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন: MS Word বা ব্রাউজার কাজ করতে পারে না। তাই অপারেটিং সিস্টেম কোনো অ্যাপ্লিকেশন, ইউটিলিটি বা ডেভেলপমেন্ট সফটওয়্যার নয়; এটি মূলত সিস্টেম সফটওয়্যারের অংশ। সঠিক উত্তর: খ) System Software.

• সিস্টেম সফটওয়্যার (System Software):
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে।
- DOS, Windows, Linux, Unix, Mac OS, Solaries ইত্যাদি অপারেটিং সিস্টেমসমূহ সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।
- আবার Compiler, Interpreter, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৯৩) What is phishing?

Fixing bugs in software

Creating computer games

An internet scam to steal information

A type of firewall

An internet scam to steal information

ব্যাখ্যা:
• Phishing হল একটি ইন্টারনেট প্রতারণার কৌশল যার মাধ্যমে প্রতারকরা ভুয়া ইমেইল, ওয়েবসাইট বা বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে গোপন তথ্য যেমন পাসওয়ার্ড, ব্যাংক তথ্য বা ক্রেডিট কার্ড নম্বর সংগ্রহ করে। এটি সাধারণত বিশ্বাসযোগ্য উৎসের ছদ্মবেশে পরিচালিত হয় যাতে ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে তথ্য সরবরাহ করে ফেলে। উদাহরণস্বরূপ, কোনো ব্যাংকের নাম করে ইমেইল পাঠিয়ে বলা হয়, “আপনার অ্যাকাউন্ট আপডেট করুন,” এবং ক্লিক করলে ব্যবহারকারী একটি ভুয়া ওয়েবসাইটে গিয়ে তার তথ্য দিয়ে দেয়। এটি একটি মারাত্মক সাইবার হুমকি। তাই সঠিক উত্তর: গ) An internet scam to steal information.

• ফিশিং:
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং তারপর ব্যবহারকারীর অ্যাকসেস কোড, পিন নম্বর, ক্রেডিট কার্ড নম্বর, পাসওয়ার্ড, ব্যাংক একাউন্ট নম্বরের মতাে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• প্রতিনিয়ত সংঘটিত হওয়া আরও কিছু সাইবার অপরাধ:
• ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়।

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

• স্নিকিং (Sneaking):
- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯৪) The technology company that conducted the first 'Quantum Internet' test in early 2025 is-

Google

IBM

Huawei

Microsoft

Huawei

ব্যাখ্যা:
• ২০২৫ সালের শুরুর দিকে 'Quantum Internet' পরীক্ষায় নেতৃত্ব দেয় প্রযুক্তি কোম্পানি Huawei. এই পরীক্ষাটি ছিল কোয়ান্টাম কমিউনিকেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে কোয়ান্টাম বিট বা কিউবিটের মাধ্যমে নিরাপদ ও দ্রুত তথ্য আদান-প্রদানের সম্ভাবনা পরীক্ষা করা হয়। Huawei এর উন্নত কোয়ান্টাম কম্পিউটিং রিসার্চ এবং ক্লাউড প্রযুক্তির সমন্বয়ে পরীক্ষাটি সফল হয়। এই প্রযুক্তি বর্তমান ইন্টারনেটের তুলনায় অনেক বেশি নিরাপদ ও হ্যাক প্রতিরোধী হবে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতের জন্য এটি একটি বিপ্লবী পদক্ষেপ, যা তথ্য প্রযুক্তির দুনিয়ায় বড় পরিবর্তন আনবে।

• কোয়ান্টাম ইন্টারনেট কী?:
কোয়ান্টাম ইন্টারনেট এমন একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা, যা কোয়ান্টাম মেকানিক্স–এর নীতির ওপর ভিত্তি করে তৈরি। প্রচলিত ইন্টারনেটে ডেটা আদান-প্রদানে ব্যবহৃত হয় বিট (০ বা ১), কিন্তু কোয়ান্টাম ইন্টারনেটে ব্যবহৃত হয় কিউবিট (qubit), যা একসাথে একাধিক অবস্থা ধারণ করতে পারে।

• প্রধান বৈজ্ঞানিক নীতিমালা:
• কিউবিট (Qubit):
- কোয়ান্টাম তথ্যের মৌলিক একক।
- একসাথে ০ এবং ১ উভয় অবস্থায় থাকতে পারে (সুপারপজিশন নামক অবস্থায়)।

• সুপারপজিশন (Superposition):
- কিউবিট একাধিক অবস্থা ধারণ করতে পারে একসাথে।
- এর ফলে ডেটা প্রসেসিং আরও দ্রুত ও কার্যকর হয়।

• এনট্যাংলমেন্ট (Entanglement):
- দুটি কিউবিট এমনভাবে সংযুক্ত থাকে যে, একটির অবস্থার পরিবর্তনে অন্যটিরও পরিবর্তন ঘটে, তা যত দূরেই থাকুক না কেন।
- এটি প্রায় তাৎক্ষণিক তথ্য বিনিময় সম্ভব করে তোলে।

• কোয়ান্টাম ইন্টারনেটের সুবিধাসমূহ:
- অত্যন্ত নিরাপদ তথ্য যোগাযোগ:
- তথ্য হ্যাক করার চেষ্টা করলে কিউবিটের অবস্থা পরিবর্তিত হয়, ফলে সহজেই অনুপ্রবেশ শনাক্ত করা যায়।

• দ্রুতগতির যোগাযোগ:
- কোয়ান্টাম এনট্যাংলমেন্টের মাধ্যমে তাৎক্ষণিক ডেটা ট্রান্সমিশন সম্ভব।

• বিপ্লব ঘটাতে পারে বিভিন্ন ক্ষেত্রে:
- ব্যাংকিং ও সাইবার নিরাপত্তা,
- সামরিক যোগাযোগ,
- স্বাস্থ্যসেবা ও গবেষণা,
- কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং।

• বর্তমান অগ্রগতি:
- ২০২৫ সালের শুরুতে, Huawei সফলভাবে প্রথম Quantum Internet পরীক্ষায় অংশ নেয়, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
- Google, IBM, Microsoft- এর মতো প্রতিষ্ঠানও কোয়ান্টাম ইন্টারনেট উন্নয়নে কাজ করছে।

• চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা:
- দীর্ঘ দূরত্বে কোয়ান্টাম সংকেত সংরক্ষণ,
- স্থিতিশীল এবং স্কেলযোগ্য নেটওয়ার্ক তৈরি,
- উচ্চ ব্যয় ও প্রযুক্তিগত জটিলতা।

উৎস:
১) gizchina [লিংক]
২) University Of Chicago [লিংক]
৩) blog.huawei [লিংক]

৯৫) What kind of device is a joystick?

Input device

Output device

Processing device

Storage device

Input device

ব্যাখ্যা:
• জয়স্টিক হলো একটি Input device (ইনপুট ডিভাইস)। এটি ব্যবহারকারীর নির্দেশনা কম্পিউটারে পাঠাতে সহায়তা করে। মূলত ভিডিও গেম খেলা, বিমানের সিমুলেটর এবং অন্যান্য গ্রাফিক্স-ভিত্তিক অ্যাপ্লিকেশনে জয়স্টিক ব্যবহার করা হয়। ব্যবহারকারী যখন জয়স্টিকটি কোনো নির্দিষ্ট দিকে সরায় বা বোতাম চাপ দেয়, তখন সেই নির্দেশনা কম্পিউটার গ্রহণ করে এবং তার অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। এটি কিবোর্ড বা মাউসের মতোই একটি ইনপুট যন্ত্র, কারণ এটি কম্পিউটারে ডেটা বা কমান্ড পাঠানোর কাজ করে। তাই, জয়স্টিক স্পষ্টভাবে একটি ইনপুট ডিভাইস। সঠিক উত্তর: ক) Input device.

• ইনপুট ডিভাইস (Input Device):
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করে। কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট ডিভাইস।
- ইনপুট ডিভাইসসমূহ হলো:
কী-বোর্ড (Keyboard), ওএমআর (OMR),মাউস (Mouse), ওসিআর (OCR), স্ক্যানার (Scanner), জয়স্টিক (Joystick), ডিজিটাইজার (Digitizer), টাচ স্ক্রিন , বার কোড রিডার (Bar Code Reader) ইত্যাদি।

• আউটপুট ডিভাইস (Output Device):
- কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করায় সেগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।
- আউটপুট ডিভাইসসমূহ হলো:
মনিটর (Monitor), প্রিন্টার (Printer), প্লটার (Plotter), স্পিকার (Speaker), মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector), হেড ফোন (Headphone) ইত্যাদি।

• ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত ডিভাইস হলো:
- টাচস্ক্রিন (Touch Screen), মডেম (Modem), নেটওয়ার্ক কার্ডস (Network Cards) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৬) What is the main function of a firewall in a computer network?

Cooling the CPU

Filtering incoming and outgoing traffic

Increasing internet speed

Managing user passwords

Filtering incoming and outgoing traffic

ব্যাখ্যা:
• কম্পিউটার নেটওয়ার্কে ফায়ারওয়ালের প্রধান কাজ হলো আসা-যাওয়ার ডেটা বা নেটওয়ার্ক ট্রাফিক ফিল্টার করা। এটি একটি নিরাপত্তা ব্যবস্থা যা অনুমোদিত ডেটা প্রবেশ করতে দেয় এবং অবাঞ্ছিত বা ক্ষতিকর ট্রাফিককে আটকে দেয়। উদাহরণস্বরূপ, হ্যাকারদের আক্রমণ, ভাইরাস, অথবা অননুমোদিত অ্যাক্সেস ফায়ারওয়াল প্রতিহত করতে সাহায্য করে। এটি হার্ডওয়্যার, সফটওয়্যার বা উভয় ধরনের হতে পারে এবং এটি ব্যবহারকারীর কম্পিউটার অথবা পুরো নেটওয়ার্ককে বাইরের হুমকি থেকে রক্ষা করে। ফলে, কম্পিউটার নিরাপত্তা বজায় রাখতে ফায়ারওয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক উত্তর: খ) Filtering incoming and outgoing traffic.

• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল হলো নেটওয়ার্ক সংযোগ পর্যবেক্ষণকারী একটি নিরাপত্তা সিস্টেম।
- এটি নেটওয়ার্ক সংযোগ অনুমতি দেয় বা ব্লক করে নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে।
- ব্যক্তিগত ও সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

৯৭) Which of the following statements about RAM is not correct?

RAM is faster than SSD

RAM is volatile

RAM stores data permanently

RAM improves multitasking

RAM stores data permanently

ব্যাখ্যা:
• উক্ত বিবৃতিগুলোর মধ্যে "গ) RAM stores data permanently" সঠিক নয়। RAM (Random Access Memory) একটি অস্থায়ী মেমোরি, যা কম্পিউটারের কাজ করার সময় ডেটা দ্রুতগতিতে সংরক্ষণ ও পড়তে সাহায্য করে। এটি ভলাটাইল (volatile), অর্থাৎ যখন কম্পিউটার বন্ধ হয়, তখন RAM-এর সব তথ্য মুছে যায়। RAM SSD থেকে অনেক দ্রুত কাজ করে এবং মাল্টিটাস্কিং উন্নত করে কারণ এটি একাধিক প্রোগ্রাম একসাথে পরিচালনা করতে সাহায্য করে। কিন্তু RAM কখনোই স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে না। স্থায়ী ডেটা সংরক্ষণের জন্য SSD বা হার্ড ড্রাইভ ব্যবহৃত হয়। তাই "RAM stores data permanently" বিবৃতিটি ভুল।

• র‍্যাম (RAM):
- কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‍্যাম এলাকা গঠিত।
- র‍্যামে সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়। র‍্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে, ফলে র‍্যামের সব তথ্য অস্থায়ীভবে থাকে।
- এজন্য র‍্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বলা হয়।
- কোন কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটারের সুইচ বন্ধ করলে র‍্যাম থেকে সব তথ্যই মুছে যায়। তাই র‍্যামকে ভোলাটাইল বলা হয়।
- র‍্যামের ধারণ ক্ষমতা বেশি হলে কম্পিউটারের কাজ করার ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায়।
- কাজের গতি বাড়ানোর জন্য র‍্যাম ক্যাশ (RAM Cash) ব্যবহার করা হয়।
- র‍্যাম ক্যাশ র‍্যামের অংশ বিশেষ।

• র‍্যাম দুই ধরনের:
- DRAM (Dynamic RAM),
- SRAM (Static RAM).

• SSD:
- SSD-এর পূর্ণরূপ Solid State Drive, যা একটি non-volatile স্টোরেজ ডিভাইস।
- এটি flash memory ব্যবহার করে ডাটা সংরক্ষণ করে এবং হার্ড ডিস্ক ড্রাইভ (HDD)-এর তুলনায় অনেক দ্রুতগতির।
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৮) What is the purpose of using 'CAPTCHA'?

Scanning for viruses

Encrypting data

Differentiating between humans and robots

Sharing files

Differentiating between humans and robots

ব্যাখ্যা:
• CAPTCHA (Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart) ব্যবহারের মূল উদ্দেশ্য হলো মানুষ ও রোবটের মধ্যে পার্থক্য নির্ধারণ করা। ইন্টারনেটে বিভিন্ন সাইটে স্বয়ংক্রিয় বট বা রোবটদের প্রবেশ ঠেকাতে CAPTCHA ব্যবহার করা হয়। যেমন: লগইন ফর্ম, অনলাইন ভোটিং, টিকিট বুকিং ইত্যাদি ক্ষেত্রে বটরা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, যা প্রতারণামূলক বা ক্ষতিকর হতে পারে। CAPTCHA সাধারণত বিকৃত লেখা, চিত্র চিনে বাছাই করা কিংবা সহজ গাণিতিক প্রশ্নের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে প্রতিক্রিয়া চায়, যা কেবল একজন মানুষই সঠিকভাবে বুঝে ও সমাধান করতে পারে। ফলে এটি একটি কার্যকর উপায় বটের অপব্যবহার প্রতিরোধে।

সঠিক উত্তর: গ) Differentiating between humans and robots.

• CAPTCHA:
- CAPTCHA এর পূর্ণরূপ Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart
- CAPTCHA হচ্ছে ইন্টারনেটে মানব ব্যবহারকারী এবং স্বয়ংক্রিয় বটগুলির মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত একটি নিরাপত্তা ব্যবস্থা।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে বটগুলিকে ক্ষতিকারক বা বিঘ্নিত হতে পারে এমন কাজগুলি করা থেকে বিরত রাখতে, যেমন জাল অ্যাকাউন্ট তৈরি করা, স্প্যামিং ফর্ম বা সাইবার আক্রমণ শুরু করা৷
- ক্যাপচা ব্যবহারকারীদের এমন কাজগুলি উপস্থাপন করে যা মানুষের পক্ষে সমাধান করা তুলনামূলকভাবে সহজ কিন্তু স্বয়ংক্রিয় স্ক্রিপ্ট বা বটগুলির জন্য কঠিন।
- এই কাজগুলির মধ্যে প্রায়ই বিকৃত পাঠ্য সনাক্ত করা, নির্দিষ্ট চিত্র নির্বাচন করা, ধাঁধা সমাধান করা বা সাধারণ গণিত সমস্যাগুলি সম্পূর্ণ করা জড়িত।
- ক্যাপচা চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে, একজন ব্যবহারকারী প্রদর্শন করে যে তারা সম্ভবত মানুষ এবং একটি স্বয়ংক্রিয় প্রোগ্রাম নয়।
- ক্যাপচা-এর প্রাথমিক উদ্দেশ্য হল অনলাইন সিস্টেমের নিরাপত্তা এবং অখণ্ডতা নিশ্চিত করা যাতে বটগুলিকে অপব্যবহার বা শোষণ করা থেকে বিরত রাখা যায়।
- ক্যাপচাগুলির জন্য কিছু সাধারণ ব্যবহারের ক্ষেত্রে অন্তর্ভুক্ত:
• User Registration and Login,
• Form Submissions,
• Preventing DDoS Attacks,
• Online Polls and Surveys,
• Web Scraping Prevention.

উৎস: ব্রিটানিকা।

৯৯) Which of the following is not a characteristic of solid-state drives (SSDs)?

Non-volatile storage

Slower than HDD

No moving parts

More durable than HDD

Slower than HDD

ব্যাখ্যা:
• উত্তর: খ) Slower than HDD.

সলিড-স্টেট ড্রাইভ (SSD) একটি আধুনিক স্টোরেজ ডিভাইস যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি non-volatile, অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও ডেটা মুছে যায় না। SSD-তে কোনো মুভিং পার্টস থাকে না, যা এটিকে অত্যন্ত টেকসই এবং কম ক্ষতিকর করে তোলে তুলনামূলকভাবে হার্ড ডিস্ক ড্রাইভ (HDD)-এর চেয়ে। SSD-র একটি বড় সুবিধা হলো এটি HDD-এর চেয়ে অনেক বেশি দ্রুতগতি সম্পন্ন, কারণ এতে মেকানিক্যাল অংশ নেই যা ঘুরে ঘুরে ডেটা পড়ে। কাজেই, "Slower than HDD" বলাটা সঠিক নয়, কারণ এটি SSD-র প্রকৃত বৈশিষ্ট্যের বিপরীত। তাই এই অপশনটি SSD-এর বৈশিষ্ট্য নয়।

• SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০০) Which company developed the Android operating system?

Apple

Microsoft

Google

IBM

Google

ব্যাখ্যা:
• অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি প্রথমে "Android Inc." নামের একটি কোম্পানি তৈরি করেছিল, যা ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। পরে ২০০৫ সালে Google এই কোম্পানিটি অধিগ্রহণ করে এবং এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Google অ্যান্ড্রয়েডকে একটি ওপেন-সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে বাজারে আনে, যা স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে Google এটি বিশ্বের সবচেয়ে ব্যবহৃত মোবাইল প্ল্যাটফর্মে পরিণত করেছে। তাই সঠিক উত্তর হলো: গ) Google.

• Google:
- Google এর পূর্ণরূপ হলো Global Organisation of Oriented Group Language of Earth.
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস: ব্রিটানিকা এবং গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।