সকল প্রশ্ন আনলক করতে প্রিমিয়াম কিনুন

কিনবো

banner

Study

Quiz

২০২৩ সাল ভিত্তিক সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান।

১) শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে?

প্রত্যয়

পদ

বিভক্তি

শব্দ

পদ

ব্যাখ্যা:

• পদ:
- শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
- বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা যায়।
যেমন:
১. বিশেষ্য
২. সর্বনাম
৩. বিশেষণ
৪. ক্রিয়া
৫. ক্রিয়া বিশেষণ
৬. অনুসর্গ
৭. যোজক
৮. আবেগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

২) উপমান কর্মধারয় সমাস এর সঠিক উদাহরণ কোনটি?

চাঁদমুখ

তুষারশুভ্র

সিংহপুরুষ

মুখচন্দ্র

তুষারশুভ্র

ব্যাখ্যা:

• উপমান কর্মধারয় সমাস:
যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান।কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলোকে উপমান কর্মধারয় বলে।এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।
যেমন:
- কাজলের মতো কালো = কাজলকালো,
- শশের মতো ব্যস্ত = শশব্যস্ত,
- তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র।

অন্যদিকে, 
• উপমিত কর্মধারয় সমাস:
যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।
যেমন:
- চাঁদের মতো মুখ/চাঁদের ন্যায় মুখ = চাঁদমুখ।
- পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ,
- মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

৩) বিশেষণ পদ এর সঙ্গে কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?

চলন্ত

খেলোয়াড়

পানসে

লিখিত

চলন্ত

ব্যাখ্যা:



এখানে 'চল' বিশেষণ পদ। 'চল' শব্দের সাথে 'অন্ত' বাংলা কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ চলন্ত। 

• বাংলা কৃৎ প্রত্যয়:
সংস্কৃত বা তৎসম ধাতু বিবর্জিত বাংলা ধাতুর সঙ্গে প্রাকৃত ভাষা থেকে আগত যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, তাদের বাংলা কৃৎ প্রত্যয় বলে।
যেমন:
- √নাচ্ + অন = নাচন;
- √ডুব্‌ + অন্ত = ডুবন্ত; 
- √চল্‌ + অন্ত = চলন্ত ইত্যাদি।

অন্যদিকে, 
√লিখ্‌ + ত = লিখিত; এখানে 'লিখ্‌' ধাতুর সঙ্গে 'ত' প্রত্যয় যোগে লিখিত শব্দটি গঠিত হয়েছে।

এবং, খেলোয়াড় ও পানসে প্রত্যয় সাধিত শব্দ নয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪) নিচের কোনটি নিপাতনে সিদ্ধ তদ্ধিত প্রত্যয় এর উদাহরণ?

নৈষ্ঠিক

শৈশব

সাহিত্যিক

ঢাকাই

নৈষ্ঠিক

ব্যাখ্যা:

• 'নৈষ্ঠিক' শব্দটি নিপাতনে সিদ্ধ তদ্ধিত প্রত্যয়। 

• নিপাতনে সিদ্ধ তদ্ধিত প্রত্যয় বলতে এমন প্রত্যয়কে বোঝায় যেগুলো সাধারণ তদ্ধিত প্রত্যয়ের নিয়মে হওয়ার কথা নয়, কিন্তু নিপাতনের বিশেষ ব্যতিক্রমী ব্যবহারের কারণে সিদ্ধ হয়ে গেছে।

প্রদত্ত অপশনগুলো বিশ্লেষণ করে দেখি-
ক) নৈষ্ঠিক। 
 মূল শব্দ: নিষ্ঠা। 
 প্রত্যয়: -ইক।
 সাধারণ নিয়মে “নিষ্ঠা” থেকে তদ্ধিত হলে “নৈষ্ঠ” হয়, কিন্তু এখানে “নৈষ্ঠিক” শব্দটি পাওয়া যায়। এটি নিয়মবহির্ভূত বলে নিপাতনে সিদ্ধ।

---------------------
খ) শৈশব। 
  মূল শব্দ: শিশু। 
  প্রত্যয়: ষ্ণ/অ। 
  শিশু + ষ্ণ = শৈশব; এটি সম্পূর্ণ নিয়মমাফিক তদ্ধিতান্ত শব্দ। নিপাতনে সিদ্ধ নয়।

গ) সাহিত্যিক। 
   মূল শব্দ: সাহিত্য। 
  প্রত্যয়: -ইক। 
  সাহিত্য + ইক = সাহিত্যিক → এটিও সম্পূর্ণ নিয়মমাফিক তদ্ধিতান্ত শব্দ।

ঘ) ঢাকাই। 
  মূল শব্দ: ঢাকা। 
  প্রত্যয়: -আই। 
 'আই' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিত শব্দ- ঢাকা + আই = ঢাকাই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ); ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫) রবীন্দ্রনাথ ঠাকুরের ”গল্পগুচ্ছ” এর অন্তর্ভুক্ত গল্প নয় কোনটি?

পোস্টমাস্টার

খোকাবাবুর প্রত্যাবর্তন

কাবুলিওয়ালা

নৌকাডুবি

নৌকাডুবি

ব্যাখ্যা:

• 'নৌকাডুবি' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নৌকাডুবি' একটি সামাজিক উপন্যাস।
- উপন্যাসটি ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে।
-উপন্যাসটির মূল চরিত্রগুলো হচ্ছে: রমেশ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু, নলিনাক্ষ।

অন্যদিকে, 
• গল্পগুচ্ছ:
- গল্পগুচ্ছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের সংকলন।
- কবি ১২৯৮ থেকে ১৩৪০ বঙ্গাব্দের মধ্যে বেশিরভাগ গল্প লিখেছেন।
- অখণ্ড সংস্করণে মোট ৯৫টি ছোট গল্প রয়েছে। উল্লেখযোগ্য গল্প ‌- পোস্টমাস্টার, ব্যবধান, হৈমন্তী, অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন, নষ্টনীড়, মাল্যদান, ফেল, কাবুলিওয়ালা ইত্যাদি।

উৎস: 'নৌকাডুবি' উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬) "যে অন্য দিকে মন দেয় না"-এর এক কথায় কী হবে?

অন্যমন

অনন্যমনা

অনামনা

অন্যমনস্ক

অনন্যমনা

ব্যাখ্যা:

• 'অন্যদিকে মন নেই যার' এক কথায় বলে- অনন্যমনা।

অন্যদিকে, 
• অনন্যমনা শব্দের অর্থ: একক কর্মে রত; একাগ্র।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- 'অন্য উপায় নেই যার' এক কথায় বলে- অনন্যোপায়। 
- 'অন্য গতি নেই যার' এক কথায় বলে - অগত্যা।
- 'অন্য দিকে মন যার' এক কথায় বলে- অন্যমনা, অন্যমনস্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

৭) ”চর্যাপদ” মূলত কোন ভাষার আদলে রচিত?

প্রাকৃত

পালি

অপভ্রংশ

সংস্কৃত

অপভ্রংশ

ব্যাখ্যা:

চর্যাপদের ভাষা নিয়ে বিভিন্ন পণ্ডিতের মতে:
• পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী স্বীকার করেছেন যে, চর্যাকাররা 'বাঙ্গালা' ও তন্নিকটবর্তী দেশের লোক। যদিও অনেকের ভাষায় একটু-আধটু ব্যাকরণের প্রভেদ আছে, তবুও চর্যার ভাষাকে বাংলা বলে উল্লেখ করেছেন। এ অভিমতের পক্ষে তিনি কোনো যুক্তি উপস্থাপন করেন নি। অন্যদিকে, সব পণ্ডিত যে তাঁর সঙ্গে অভিন্ন মত পোষণ করেছেন এমন নয়।

• ভাষাতাত্ত্বিক বিজয়চন্দ্র মজুমদার এ বলে মত প্রকাশ করেছেন যে, সামগ্রিকভাবে চর্যার ভাষাকে বাংলা বলা যাবে না। তাতে হিন্দি ও ওড়িয়া আছে। এটি মিশ্র ভাষা হিসেবে পরিচিত হতে পারে।

• ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় চর্যাগীতির ভাষা নিয়ে প্রথম ভাষাতাত্ত্বিক বিশদ আলোচনা করেন দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে। তিনি তাতে সুস্পষ্টভাবে এ অভিমত দেন যে, চর্যাগীতির ভাষা বাংলা এবং তাতে শৌরসেনী অপভ্রংশের প্রভাব রয়েছে। যেমন: আইসন, জইসন, জিম, তিম ইত্যাদি পুরোপুরি বাংলার রূপ পাচ্ছিল না। কেননা চর্যাগীতিগুলো যখন রচিত হয় তখন বাংলা ভাষা পুরোপুরি অপভ্রংশের খোলস ত্যাগ করতে পারে নি।

• সুনীতিকুমারের মতকে সুকুমার সেন সমর্থন করে চর্যাগীতির ভাষাকে বাংলা বলেই অভিমত ব্যক্ত করেছেন। তবে তিনি শৌরসেনী প্রভাবের বদলে অবহট্ঠের প্রভাবের পক্ষে অভিমত দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, অসমিয়া ভাষীদের দাবিও অযৌক্তিক নয়।

উৎস: চর্যাগীতি পাঠ, মাহাবুবুল হক। 

৮) কোনটি বিমূর্ত বিশেষ্য?

নদী

বই

সৌন্দর্য

কাঁঠাল

সৌন্দর্য

ব্যাখ্যা:

• ইন্দ্রিয়গ্রাহ্যতা অনুসারে সাধারণ বিশেষ্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. মূর্ত বিশেষ্য:
যে বিশেষ্যকে স্পর্শ করা যায়, ঘ্রাণ নেওয়া যায় এবং পরিমাপ করা যায় তাকে মূর্ত বিশেষ্য বলে। যেমন- হাত, পা, পানি, গোলাপ ইত্যাদি।

২. বিমূর্ত বিশেষ্য:
যে বিশেষ্য দ্বারা অবস্তুগত অবস্থা, মনোগত ভাব বা গুণগত বৈশিষ্ট্য বোঝায় তাকে বিমূর্ত বা ভাববিশেষ্য বলে। যেমন- আনন্দ, দুঃখ, ইচ্ছা, রাগ, সন্দেহ, সাহস, সৌন্দর্য ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।   

৯) "কাজ” শব্দটি কোন পদ?

ক্রিয়া

বিশেষ্য

সর্বনাম

বিশেষণ

বিশেষ্য

ব্যাখ্যা:

কাজ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
-  কর্ম, কার্য (কাজ করা)। 
- দরকার (রোজ গিয়ে কাজ নেই)। 
- কৃত বিষয় (এটা নিশ্চয় ওর কাজ)।
- কর্তব্য (তোমার কাজ পড়াশোনা করা)।
-  উদ্দেশ্য সিদ্ধি (ওষুধে কাজ হয়েছে)। 
- কারুকার্য (রঙের কাজ)।
- সাধ্য (এ কাজ ওর আয়ত্তের বাইরে)।
- ব্যবহারযোগ্যতা (এটা কোনো কাজের নয়)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১০) ”দ্রুত”-শব্দটি কোন পদ?

বিশেষ্য

ক্রিয়া বিশেষণ

বিশেষণ

অব্যয়

প্রশ্নটি বাতিল করা হয়েছে

ব্যাখ্যা:

[অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

• “দ্রুত” শব্দটি বাক্যে ব্যবহার অনুযায়ী বিশেষণ বা ক্রিয়া-বিশেষণ উভয় পদ হিসেবে ব্যবহৃত হতে পারে।

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,



• দ্রুত (সংস্কৃত শব্দ)।  
- শব্দটি ক্রিয়া বিশেষণ ও বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়।
অর্থ:
ক্রিয়া বিশেষণ: শীঘ্র, তাড়াতাড়ি, সত্বর (দ্রুতগতি)।
বিশেষণ: ক্ষিপ্র, ত্বরান্বিত।

মাধ্যমিক ব্যাকরণ নতুন সংস্করণ অনুসারে,
 


উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১১) "প্রভাতচিন্তা" কার রচিত গ্রন্থ?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

প্যারীচাঁদ মিত্র

কালীপ্রসন্ন ঘোষ

শিবনাথ শাস্ত্রী

কালীপ্রসন্ন ঘোষ

ব্যাখ্যা:

'প্রভাত চিন্তা' নামক গ্রন্থটি লিখেছেন কালীপ্রসন্ন ঘোষ। এটি তার একটি গুরুত্বপূর্ণ গদ্য রচনা, যা ১৮৭৭ সালে প্রকাশিত হয়েছিল।  

---------------------
• কালীপ্রসন্ন দর্শন ও সমাজ সম্পর্কে অনেক মূল্যবান প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেন।
- এ ছাড়া সঙ্গীতমঞ্জরী (১৮৭২) নামে একখানা আধ্যাত্মিক সঙ্গীতসংগ্রহ এবং কোমল কবিতা (১৮৮৮) নামে একখানা শিশুপাঠ্য গ্রন্থ তিনি রচনা করেন।

তাঁর প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য:
- প্রভাত-চিন্তা (১৮৭৭),
- নিভূত-চিন্তা (১৮৮৩),
- নারীজাতিবিষয়ক প্রস্তাব (১৮৯৬) ও
- নিশীথ-চিন্তা (১৮৯৬)।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হচ্ছে:
- ভ্রাস্তিবিনোদ (১৮৮১),
- প্রমোদলহরী (১৮৯৫),
- ভক্তির জয় (১৮৯৫),
- মা না মহাশক্তি (১৯০৫),
- জানকীর অগ্নিপরীক্ষা (১৯০৫),
- ছায়াদর্শন (১৯০৫) প্রভৃতি

উৎস: বাংলাপিডিয়া। 

১২) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? 

কিন্তু

একাদশ

কুলটা

নিশ্চয়

একাদশ

ব্যাখ্যা:

• নিপাতনে সিদ্ধ সন্ধি:
কতগুলো সন্ধি কোনো নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি:
- পর্‌ + পর = পরস্পর,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোম্পদ,
- বন্‌ + পতি = বনস্পতি,
- ষট্‌ + দশ = যোড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনসৃ্‌ + ঈষা = মনীষা,
- এক + দশ = একাদশ।

অন্যদিকে,
- কুল + অটা - কুলটা;  নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ। 
- নিঃ + চয় - নিশ্চয়; বিসর্গ সন্ধির উদাহরণ। 

• কিন্তু ম এর পর চ্‌ থেকে মৃ্‌ পর্যন্ত যে কোনো ধ্বনি থাকলে পূর্বপদের মৃ- স্থানে এঁ বর্গের পঞ্চম ধ্বনি হয়।
যেমন:
- সম্‌ + কীর্ণ = সংকীর্ণ,
- গম্‌ + তব্য = গন্তব্য,
- কিম্‌ + তু = কিন্তু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। 

১৩) "ঋজু" এর বিপরীতার্থক শব্দ কোনটি? 

সোজা

সরল

বক্র

অবক্র

বক্র

ব্যাখ্যা:

• 'ঋজু' এর বিপরীতার্থক শব্দ - কুটিল/জটিল/বক্র।

অন্যদিকে,
• 'ঋজু' শব্দের অর্থ- অবক্র, সোজা, অকপট, সরল, সুবোধ্য, অনুকূল ইত্যাদি। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪) নিচের কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ?

ডাগর

হাত

কুলা

গোসল

হাত

ব্যাখ্যা:

• তদ্ভব শব্দ:
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। 
যেমন: 
- সংস্কৃত-হস্ত, প্রাকৃত-হথ, তদ্ভব-হাত
- সংস্কৃত-চর্মকার, প্রাকৃত-চৰ্ম্মআর, তদ্ভব-চামার ইত্যাদি।

তদ্ভব শব্দের কিছু উদাহরণ হলো-  হাত, পা, মাথ্য, কান ইত্যাদি। 

আবার, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে-
• সংস্কৃত শব্দ 'হস্ত' থেকে 'হাত' অর্ধ-তৎসম শব্দের উৎপত্তি হয়েছে।  

[প্রশ্নটি বোর্ড বই অনুসারে করা হয়েছে। তাই মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২২ সংস্করণ) এর বই অনুসারে অপশন (খ) হাত উত্তর গ্রহণ করা হয়েছে।] 

অন্যদিকে,
-------------------- 
• 'ডাগর': 
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে- 'দীর্ঘ' সংস্কৃত শব্দ থেকে 'ডাগর' অর্ধ-তৎসম শব্দের উৎপত্তি হয়েছে।
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে- 'ডাগর' দেশি শব্দ। 

• কুলা:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২২ সংস্করণ) অনুসারে এটি একটি দেশি শব্দ।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে- সংস্কৃত শব্দ 'কুল্য' থেকে অর্ধ-তৎসম শব্দ কুলার উৎপত্তি হয়েছে। 

• গোসল:
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে- গোসল (বিশেষ্য পদ)। এটি আরবি ভাষার শব্দ।
উল্লেখ্য, নাওয়া (ক্রিয়া বিশেষ্য ও বিশেষ্য উভয় পদ হিসেবে ব্যবহৃত হয়। এটি বাংলা ভাষার শব্দ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২২ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৫) "দারোগা” - শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? 

তুর্কি

ওলন্দাজ

গুজরাটি

ফরাসি

তুর্কি

ব্যাখ্যা:

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে- 
• দারোগা (বিশেষ্য পদ), 
- ফারসি ভাষা থেকে আগত শব্দ। 
অর্থ : 
- থানার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মচারী;
- পুলিশের ইন্সপেক্টর বা সাবইন্সপেক্টর। 

---------------
উল্লেখ্য, 
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে - দারোগা তুর্কি ভাষার শব্দ।

[কিন্তু এক্ষেত্রে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের তথ্য অধিক গ্রহণযোগ্য। অপশনে ফারসি না থাকলে তুর্কি উত্তর করবেন]

• মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ের কয়েকটি বিদেশি শব্দের উৎস সম্পর্কিত ‘ভুল বা বিভ্রাট’ নিয়ে আলোচনা ও সমাধান সংক্রান্ত বিস্তারিত জানতে নিচের লিংক দুটি দেখুন।

লিংক-১ 
লিংক-২

১৬) "হারিকিরি" শব্দের অর্থ কি?

রিক্সা

আত্মরক্ষা

আত্মহত্যা

হারানো

আত্মহত্যা

ব্যাখ্যা:

• হারিকিরি-আত্নহত্যার প্রাচীনতম একটি পদ্ধতি। 

- কেউ বলে হারিকিরি,কেউ বলে হারাকিরি।আসল শব্দটি হলো “সেপ্পুকু”-জাপানের একটি প্রাচীন-প্রথাগত আত্মঘাতী পদ্ধতি। এটা আসলে সামুরাইদের একটা পদ্ধতি।শত্রুর হাতে ধরাপড়ার অপমান থেকে রক্ষা পেতে,আবার কখনো গুরুতর অপরাধের শাস্তিস্বরুপ হারিকিরি করা হত।

১৭) জসীম উদ্‌দীনের ”নকশী কাঁথার মাঠ” কাব্যগ্রন্থটি কোন ছন্দে রচিত?

স্বরবৃত্ত

মাত্রাবৃত্ত

অক্ষরবৃত্ত

গদ্য ছন্দ

মাত্রাবৃত্ত

ব্যাখ্যা:

• নক্সী কাঁথার মাঠ গ্রন্থের ছন্দের বিশ্লেষণ:
গ্রন্থের চরিত্র ও কথোপকথন গ্রামীণ স্বভাবের এবং কথোপকথনে পল্লীগান ব্যবহৃত হয়েছে। পল্লীগানগুলো বাংলার বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা হয়েছে। লেখক গ্রন্থের ভূমিকায় নিজে বলেছেন যে, গ্রামীণ ভাব ও ছন্দ বজায় রাখার চেষ্টা করেছেন। বাংলার পল্লীগান সাধারণত মুক্ত স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়।

যেহেতু জসীম উদ্‌দীন গ্রামীণ কথোপকথন ও পল্লীগান ব্যবহার করেছেন, এটি মাত্রাবৃত্ত ও স্বরবৃত্ত ছন্দের সংমিশ্রণ নির্দেশ করে।
 
কাব্যটির পঙ্‌ক্তির ছন্দের বিশ্লেষণ:
• মাত্রাবৃত্ত ছন্দ:
মাত্রাবৃত্ত ছন্দে সাধারণত আদর্শ মাত্রা: ৬/৬/৬/২ (কিছু ক্ষেত্রে ৪/৫/৭ও হতে পারে)। 

নিয়ম:
মুক্তাক্ষর: ১ মাত্রা। 
বদ্ধাক্ষর: ২ মাত্রা।

• বিশ্লেষণ অনুযায়ী, “নকশী কাঁথার মাঠ” কাব্যে মাত্রাবৃত্ত ছন্দ বেশি, তবে কিছু লাইনে স্বরবৃত্তও আছে। তাই অধিক গ্রহণযোগ্য উত্তর- মাত্রাবৃত্ত ছন্দ।
-------------------
• নক্সী কাঁথার মাঠ:
- 'নক্সী কাঁথার মাঠ' কবি জসীমউদ্দীনের এক অনবদ্য সৃষ্টি।
- 'নক্সী কাঁথার মাঠ' কাব্যটি মূলত বাংলাদেশের পল্লীজীবনের কাহিনিকে কেন্দ্র করে রচিত।
- এর মূল চরিত্র সাজু এবং রূপাই-এর প্রেম কাহিনি।

- তাদের জীবনসংগ্রাম এবং সামাজিক বাধা-বিপত্তির প্রতিফলন অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে ফুটে উঠেছে এ কাব্যে। সাজুর মৃত্যু এবং রূপবান তার স্মৃতিকে ধরে রাখতে নকশী কাঁথার সেলাইয়ে মগ্ন থাকে- এ ব্যথাতুর কাহিনিই আখ্যানকাব্যের কেন্দ্রবিন্দু। পুরো কাহিনিতে গ্রামীণ সমাজের সরল জীবনযাপন, প্রেমের ব্যর্থতা ও করুণ দিকগুলো তুলে ধরা হয়েছে অত্যন্ত আবেগপ্রবণ ভাষায়।

- "নক্সী কাথার মাঠ"- কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ "The Field of The Embroidered Quilt" অনুবাদটি করেছেন-E.M. Milford.

উৎস: ভাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'নক্সী কাঁথার মাঠ' গ্রন্থের ভূমিক; বাংলাপিডিয়া এবং প্রাচ্য সাহিত্য সমালোচনা তত্ত্ব ও অলংকার শাস্ত্র, প্রফেসর ড. ধীরেন্দ্রনাথ তরফদার।

১৮) যার গুন আছে, সে বিনয়ী হয়- এটি কোন ধরনের বাক্য?

সরল

যৌগিক

জটিল

মিশ্র

জটিল

ব্যাখ্যা:

• 'যার গুন আছে, সে বিনয়ী হয়'-এটি একটি জটিল বাক্য। 

বাক্যের বিশ্লেষণ:
সাধারণ রূপে বাক্যটি দুটি অংশে বিভক্ত-
যার গুন আছে → শর্তসূচক অংশ (subordinate clause)। 
সে বিনয়ী হয় → মূল বাক্য (main clause)। 

• যেহেতু এখানে প্রধান বাক্য এবং উপবাক্য একত্রে আছে, তাই এটি জটিল বাক্য (Complex Sentence)।

উল্লেখ্য,
মাধ্যমিক বাংলা ব্যাকরণের ২০১৯ সংস্করণে জটিল বাক্যকে মিশ্র বাক্যও বলা হয়েছে।এই ক্ষেত্রে দুটোই অপশনে থাকলে জটিল বাক্য উত্তর করাটা বেশি যুক্তিযুক্ত।

----------------
• জটিল বাক্য:
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন:
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২১ সালের সংস্করণ)।

১৯) "রঞ্জন" চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?

বিসর্জন

রক্তকরবী

মুক্তধারা

ডাকঘর

রক্তকরবী

ব্যাখ্যা:

• 'রক্তকরবী' নাটক:
- রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং-এর শৈলবাসে রচিত। তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী।
- ১৩৩০ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী।
- মানুষের অসীম লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কীরূপ ধারণ করেছে এরই প্রতিফলন ঘটেছে এ নাটকটিতে।
- রক্তকরবীতে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের ও মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।
- নাটকে 'নন্দিনী' চরিত্রটি নিপীড়িত মানুষের মাঝখানে দেখা দিয়েছে আনন্দের দূত রূপে। 'রঞ্জন' বিদ্রোহের বাণী বহন করে এনেছে। শেষপর্যন্ত জয়ী হয়েছে মানুষের প্রাণশক্তি।

উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- নন্দিনী,
- রঞ্জন।

অন্যদিকে,
• 'বিসর্জন' নাটকের চরিত্র- অপর্ণা, জয়সিংহ, রঘুপতি, গুণবতী, গোবিন্দমাণিক্য।
• 'মুক্তধারা' নাটকের উল্লেখযোগ্য চরিত্র- 'অভিজিৎ'।
• 'ডাকঘর' নাটকের উল্লেখযোগ্য চরিত্র- ' অমল'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২০) "সীমাবদ্ধ জলে সীমিত সবুজে” কার লেখা?

আবুল হাসান

আবুল হোসেন

রফিক আজাদ

শামসুর রহমান

রফিক আজাদ

ব্যাখ্যা:

"সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে" রফিক আজাদের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। যার মধ্যে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে লেখা 'ভাত দে হারামজাদা' কবিতাটি অন্তর্ভুক্ত আছে।

--------------------
• রফিক আজাদ:
- রফিক আজাদ টাঙ্গাইল জেলার জাহিদগঞ্জের গুণীগ্রামে জন্মগ্রহণ করেন।
- রফিক আজাদের ডাক নাম ছিল 'জীবন'।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা 'উত্তরাধিকার' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাঁর বিখ্যাত কবিতা 'ভাত দে হারামজাদা'। এটি 'সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে' কাব্যগ্রন্থে সংকলিত।

তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ:
- চুনিয়া আমার আর্কেডিয়া,
- অসম্ভবের পায়ে,
- কোনো খেদ নেই,
- হৃদয়ের কী বা দোষ,
- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে,
- প্রিয় শাড়িগুলো,
- অপর অরণ্যে,
- পরিকীর্ণ পানশালা আমার স্বদেশ,
- করো অশ্রুপাত,
- পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২১) বাংলা সাহিত্যের "দুঃখবাদী কবি” কে?

গোবিন্দ দাস

যতিন্দ্রনাথ সেনগুপ্ত

সুকান্ত ভট্টাচার্য

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

যতিন্দ্রনাথ সেনগুপ্ত

ব্যাখ্যা:

যতীন্দ্রনাথ সেনগুপ্ত;
• যতীন্দ্রনাথ সেনগুপ্ত (১৮৮৭-১৯৫৪) আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরে তাঁর জন্ম।
• রবীন্দ্র যুগের কবি হয়েও রবীন্দ্রনাথের প্রভাব এড়িয়ে যে কয়জন কবি-সাহিত্যিক নতুন ভাবনা ও স্বতন্ত্র বক্তব্য নিয়ে কাব্যচর্চা করেন, যতীন্দ্রনাথ তাঁদের অন্যতম।
• দর্শন ও বিজ্ঞান উভয় দৃষ্টিকোণ থেকেই তিনি ছিলেন দুঃখবাদী কবি, আর এই দুঃখবাদ তাঁর কাব্যের মূল সুর।
• প্রকৃতি ছলনাময়ী, জীবন দুঃখময়, সুখ অনিত্য ও ক্ষণিকের এই দৃষ্টিকোণ থেকে তিনি জগৎ-সংসারকে দেখেছেন। কোনোরূপ ভাববাদের বশবর্তী হয়ে নয়, বরং ব্যক্তিগত অভিজ্ঞতা ও বাস্তব পর্যবেক্ষণ থেকে তিনি দুঃখ ও নৈরাশ্যের চিত্র এঁকেছেন।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ:
- মরীচিকা,
- মরুশিখা,
- মরুমায়া,
- সায়ম্,
- ত্রিযামা,
- নিশান্তিকা এবং
- কবিতা-সংকলন অনুপূর্বা।

[প্রথম তিনখানি কাব্যের নামকরণে অগ্নি, রুদ্র ও মরুর দহন এবং শেষের তিনটির নামকরণে রাত্রির অন্ধকারের প্রতীক-দ্যোতনা প্রকাশ পেয়েছে।]

উৎস: বাংলাপিডিয়া।

২২) কোনটি "মেঘ" শব্দের প্রতিশব্দ নয়?

বারিদ

অন্তরীক্ষ

জলদ

জীমূত

অন্তরীক্ষ

ব্যাখ্যা:

• "মেঘ" শব্দের প্রতিশব্দ নয়- অন্তরিক্ষ। 
[প্রশ্নে শব্দটি অন্তরীক্ষ দেয়া আছে। শুদ্ধ শব্দ অন্তরিক্ষ।]

• অন্তরিক্ষ (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- আকাশ;
- গগন।

'আকাশ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে, 
'মেঘ' শব্দের প্রতিশব্দ: জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৩) কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র কোনটি?

ধ্রুব

ধূপছায়া

রুদ্রমংগল

শতদল

ধূপছায়া

ব্যাখ্যা:

• চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র হচ্ছে ধূপছায়া (১৯৩১)। এটি ছিল প্রথম কোন বাঙালি মুসলমান পরিচালিত চলচ্চিত্র।
- 'ধ্রুব' কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র।
- কাজী নজরুল ইসলামকে নিয়ে কানাডায় চলচ্চিত্র নির্মাণ করা হয়। চলচ্চিত্রটির নাম ছিল 'নজরুল'।
- এছাড়াও কাজী নজরুল ইসলামের দুটি কবিতা 'খুকি ও কাঠবিড়ালী' এবং 'লিচুচোর' নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে।

অভিনেতা হিসেবে নজরুল:
সেই সময়ের নামকরা প্রযোজক পিরোজ ম্যাডান ১৯৩৩ সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে ‘ধ্রুব’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়। পুরাণের কাহিনি নিয়ে গিরিশচন্দ্র ঘোষের লেখা ‘ধ্রুব চরিত’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়। নজরুল এ ছবির গান লেখেন এবং সংগীত পরিচালনা করেন। তিনি দেবর্ষি নারদের চরিত্রে অভিনয় করেন এবং একটি গানে কণ্ঠ দেন।
---------------
১৯৩৩ সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানি থেকে নির্মিত হয় ‘ধ্রুব’ নামে একটি চলচ্চিত্র। গিরিশচন্দ্র ঘোষের লেখা ‘ধ্রুব চরিত’ অবলম্বনে এটি তৈরি হয়। এ ছবির গান লেখা ও সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন নজরুল। পাশাপাশি দেবর্ষি নারদের ভূমিকায় অভিনয় করেন তিনি। কণ্ঠ দিয়েছিলেন একটি গানেও।
ধ্রুব — সত্যেন্দ্রনাথ দের সাথে যৌথভাবে পরিচালনা করেন। এটার সংগীত পরিচালক ছিলেন নজরুল।

বিভিন্ন রেফারেন্স অনুসারে, অধিক গ্রহণযোগ্য উত্তর- ধূপছায়া।
-------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে, বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাক নাম ছিল 'দুখু মিয়া'। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি 'বিদ্রোহী কবি'।
- ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; প্রথম আলো লিংক; এবং বাংলাপিডিয়া।

২৪) নিচের কোনটি সমার্থক শব্দ নয়?

গোলাগুলি

লেনদেন

সাজসজ্জা

ছাইভস্ম

লেনদেন

ব্যাখ্যা:

সমার্থক শব্দ বলতে বোঝায়—একটি শব্দের সাথে অর্থে মিল রয়েছে এমন শব্দের যুগল।

অপশনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়:

ক) গোলাগুলি:
‘গুলিবিনিময়’ অর্থে ব্যবহৃত হয়।
এটি দুটি সমার্থক শব্দের মিলিত রূপ (গোলা + গুলি)।

খ) লেনদেন:
('লেন' = গ্রহণ এবং 'দেন' = প্রদান - উভয়ই লেনদেন/আদান-প্রদান অর্থে)।
দুটি শব্দের অর্থ বিপরীত।
তাই এটি সমার্থক শব্দ নয়।

গ) সাজসজ্জা:
‘সাজ’ ও ‘সজ্জা’ দুটিই অলংকরণ বা সৌন্দর্যবর্ধক অর্থে ব্যবহৃত সমার্থক শব্দ।

ঘ) ছাইভস্ম:
'ছাই' এবং 'ভস্ম' উভয়ই পোড়া ছাই অর্থ বোঝায়।

তাই সঠিক উত্তর: খ) লেনদেন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

২৫) "দামিনী”- শব্দের অর্থ হলো-

পৃথিবী

অগ্নি

বিদ্যুৎ

মেঘ

বিদ্যুৎ

ব্যাখ্যা:

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• দামিনী শব্দের অর্থ- বিদ্যুৎ।

দামিনী শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
- শম্পা,
- বিজলি,
- চপলা,
- তড়িৎ,
- চঞ্চলা,
- অশনি,
- অনুভা,
- ক্ষণপ্রভা,
- অনুপ্রভা,
- সৌদামিনী, ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৬) Choose the antonym of "loquacious":

voluble

garrulous

taciturn

articulate

taciturn

ব্যাখ্যা:

The antonym of "Loquacious" - Taciturn.

Loquacious: 

English meaning: Someone who is loquacious talks a lot.
Bangla meaning: বাচাল; কথাপ্রিয়।

Options,

ক) Voluble:
English meaning: speaking a lot, with confidence and enthusiasm.
Bangla meaning: স্বচ্ছন্দভাষী; দ্রুতভাষী; স্বচ্ছন্দবাক; (ভাষা) অনর্গল; স্বচ্ছন্দ।

খ) Garrulous:
English meaning: having the habit of talking a lot, especially about things that are not important.
Bangla meaning: বাচাল; বাক্যবাগীশ।

গ) Taciturn:
English meaning: tending not to speak much.
Bangla meaning: অল্পবাদী; মৌনস্বভাব; বাকবিমুখ; মিতবাক।

ঘ) Articulate:
English meaning: able to express thoughts and feelings easily and clearly, or showing this quality.
Bangla meaning: (কথা) স্বতন্ত্র ধ্বনি ও শব্দসমূহের স্পষ্টতাসম্পন্ন।

অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of "Loquacious" - Taciturn.

Source: 
- Accessible Dictionary.
- Cambridge Dictionary.

২৭) Choose the synonym of "invective".

praise

diatribe

diabolical

silence 

diatribe

ব্যাখ্যা:

The synonym of "invective" - Diatribe.

Invective:

English meaning: criticism that is very forceful, unkind, and often rude.
Bangla meaning: দুর্বাক্য; দুরুক্ত; কটুকাটব্য; গালিগালাজ। 

Options,
ক) Praise:
English meaning: to express admiration or approval of the achievements or characteristics of a person or thing.
Bangla meaning: প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।

খ) Diatribe:
English meaning: an angry speech or piece of writing that severely criticizes something or someone.
Bangla meaning: তীব্র ও তীক্ষ্ণ ভাষায় ভর্ৎসনা; প্রচণ্ড নিন্দামূলক বক্তৃতা।

গ) Diabolical:
English meaning: extremely bad or shocking.
Bangla meaning: বহুমূত্ররোগ; মধুমেহ; ডায়াবেটিস।

ঘ) Silence: 
English meaning: a period without any sound; complete quiet.
Bangla meaning: নীরবতা, শব্দহীনতা।

অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "invective" - Diatribe.

Source: 
- Accessible Dictionary.
- Cambridge Dictionary.

২৮) Choose the antonym of "promulgate":

propagate

suppress

advertise

dignify

suppress

ব্যাখ্যা:

The antonym of "promulgate" - Suppress.

• Promulgate: 

English meaning: to spread beliefs or ideas among a lot of people
Bangla meaning: জ্ঞান, বিশ্বাস, মতামত ইত্যাদি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া; প্রকীর্তিত/প্রচারিত করা।

Options,
ক) Propagate:
English meaning: to spread opinions, lies, or beliefs among a lot of people.
Bangla meaning: ব্যাপকভাবে প্রচার করা; বিস্তার করা।

খ) Suppress:
English meaning: to prevent something from being expressed or known.
Bangla meaning: (১) দমন করা: suppress a rising/the slave trade. (২) প্রকাশ বা প্রচার নিরুদ্ধ করা; চাপা দেওয়া; নিগৃহীত করা।

গ) Advertise:
English meaning: to make something known generally or in public, especially in order to sell it.
Bangla meaning: বিজ্ঞাপন করা/ দেওয়া; বিজ্ঞাপিত করা।

ঘ) Dignify:
English meaning: to cause something to be respected and considered important.
Bangla meaning: সম্মান বা মর্যাদা দান করা; মহীয়ান করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of "promulgate" - Suppress.

Source: 
- Accessible Dictionary.
- Cambridge Dictionary.

২৯) Which of the following is a figure of speech that involves exaggeration?

analogy

personification

hyperbole

metaphor

hyperbole

ব্যাখ্যা:

The figure of speech that involves exaggeration is: গ) Hyperbole.

• Hyperbole: 
- An exaggerated statement or an extreme overstatement.
- অতিশয়োক্তি; অত্যুক্তি; অতিরঞ্জন।
- কমেডিতে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত ভাব প্রকাশের জন্য Hyperbole ব্যবহৃত হয়। 
- Love poetry তে প্রিয়জনের প্রতি তীব্র প্রশংসা জানাতে Hyperbole ব্যবহৃত হয়। 
- Hyperbole হাসির উদ্রেক অথবা কঠিন সমালোচনা প্রকাশ করতে পারে।

• Example: 
"Ten thousand saw I at a glance," (Wordsworth: Daffodils). 

Other options,

ক) Analogy:
- a comparison between things that have similar features, often used to help explain a principle or idea.

খ) Personification: (ব্যক্তিরুপ দান)
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরুপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়। 
যেমন:
''There lies the port: the vessel puffs her sail:
(Tennyson: ''Ulysses'')
The vessel has been used as a living being.

ঘ) Metaphor:
- A metaphor is an implicit comparison between two different things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।

• Metaphor এর কিছু উদাহরণ হলো-
- "Life is but a walking shadow."
- "She's all states, and all princes, I"
- "Revenge is a wild justice."
- ".He has a heart of stone."
- "All the world's a stage, And all the men and women merely players."

Source:
- An ABC of English Literature by M Mofizar Rahman.
- Live MCQ English Essence.

৩০) Which of the following is not a novel?

Pride and Prejudice

Great Expectations

Babu Bangladesh

The Waste Land

The Waste Land

ব্যাখ্যা:

The work that is not a novel: ঘ) The Waste Land.

• The Waste Land:
- T.S. Eliot রচিত বিখ্যাত কবিতা The Waste Land বলতে তিনি বর্তমান পৃথিবীকে বুঝিয়েছেন।
- It is a long poem. কবিতার লাইন সংখ্যা ৪৩৩,
- এই কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেক জন প্রথিতযশা আধনিক কবি Ezra Pound কে ।
- ২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা এটি।
- প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
- এই কবিতাটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।

• T.S. Eliot: 
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে  American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।

Notable works: 
Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943),
- The Love Song of J. Alfred Prufrock.

Play:
- Murder in the Cathedral (1935),
- The Cocktail Party.

Other options,

ক) Pride and Prejudice: A novel by Jane Austen.

খ) Great Expectations: A novel by Charles Dickens.

গ) Babu Bangladesh: Book by Numair Atif Choudhury.

Source: 
- Britannica.
- Live MCQ English Essence.

৩১) The central Idea or underlying message conveyed by a text is referred to as its:

motif

theme

tone

mood

theme

ব্যাখ্যা:

সঠিক উত্তর: খ) theme.

Theme:
- The central idea of a literary work.
- For example, the major theme of Pride and Prejudice is love, of Othello - jealousy, of Hamlet- Revenge.
- A work of literature may have several themes. For example, the themes of Great Expectations are: a child's growth to be a gentleman, love, the power of money, etc.

Other options,
Motif:
- বারবার আসা কোনো প্রতীক, চিত্র, বা ধারণা। 
- A motif is a symbolic image or idea that appears frequently in a story. Motifs can be symbols, sounds, actions, ideas, or words. Motifs strengthen a story by adding images and ideas to the theme present throughout the narrative.

Tone:
- লেখকের বিষয়ের প্রতি দৃষ্টিভঙ্গি বা মনোভাব।
- Tone হলো কীভাবে বলা হচ্ছে, theme হলো কী বলা হচ্ছে।
- Tone does not mean quite the same thing in literature as it does for the way people speak, but it’s pretty close; it refers to the “feel” of a piece of writing. It’s a more complex and general quality than, say, an “angry tone of voice”; instead, it is closer to the meaning of “style” or “voice” in writing, possibly referring to any or all of the stylistic qualities of the writing, such as formality, dialect, and atmosphere.

Mood: 
- পাঠক যে অনুভূতি পায় (emotional atmosphere).
- Tone is very closely related to “mood,” or the overall emotional color of a piece. Indeed, these two terms are almost synonymous. The only difference is that mood refers to an emotional quality, whereas tone can refer to emotional and non-emotional qualities alike. So, a “sad tone” is the same thing as a “sad mood”; but you could only say that a piece has a “formal tone,” not a “formal mood,” because formality is not an emotion.

Source:
- An ABC of English Literature by M Mofizar Rahman.
- Literary.net 

৩২) Which literary device is used when a part represents the whole?

irony

alliteration

synecdoche

analogy

synecdoche

ব্যাখ্যা:

সঠিক উত্তর: গ) synecdoche.

• A synecdoche is a figure of speech which allows a part to stand for a whole or for a whole to stand for a part.
- Synecdoche হলো এমন একটি literary device যেখানে:

- একটি অংশ দিয়ে সমগ্রকে বোঝানো হয় (part represents the whole)
- অথবা সমগ্র দিয়ে একটি অংশকে বোঝানো হয় (whole represents a part)

​​• Synecdoche (প্রতিরূপক):
- A figure of speech in which a part stands for the whole or a whole stands for the part.
- (ব্যাকরণ আলংকারিক অর্থ) বাক্যালংকারবিশেষ, যাতে 'অংশ' সমগ্রকে নির্দেশ করে (যেমন 50 ships অর্থে 50 sails); প্রতিরূপক।
- Examples: "All hands on deck".
- When the captain of a ship calls, “All hands on deck!” certainly no hands can be seen running across the ship. Rather, the speaker is using synecdoche: allowing a part (hands) to represent the whole (a crew member in the ship).

Other options,
ক) Irony: 
- 'Irony' is an Expression or statement where real meaning is concealed or contradicted.
- 'Irony' বলতে মূলত বক্তব্য জোরালো করতে নিজ চিন্তার সম্পূর্ণ বিপরীত কিছু বলে মনোভাব ব্যক্তকরণকে বুঝায়।
- প্রশংসার আদলে নিন্দা কিংবা নিন্দার আদলে প্রশংসা করা হয় এরূপ রচনা দ্বারা।
- অর্থাৎ এ ধরনের উক্তি দ্বারা যা বলা হয়, প্ৰকৃত অর্থ তার সম্পুর্ন বিপরীত বুঝানো হয়।
 
• The first sentence of Pride and Prejudice is an example of irony:
"It is a truth universally acknowledged, that a single man in
possession of a good fortune, must be in want of a wife."

খ) Alliteration: (অনুপ্রাস)
- The Repetition of a consonant at the beginning of two or more words or stressed syllables is called Alliteration.
- যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি স্থাপিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তাকে অনুপ্রাস (Alliteration) বলে।

• Examples of Alliteration -
1.
'The fair breeze blew, the white foam flew,
The furrow followed free.'
- এখানে 'f' এবং 'b' দ্বারা শুরু হওয়া শব্দ পাশাপাশি বসেছে অর্থাৎ consonant sound এর repetition ঘটেছে।
2.
'Puffs, powders, patches, Bibles, billet-doux' is an example of Alleteration.
Here 'p' has been repeated thrice and 'b' twice.

ঘ) Analogy:
- a comparison between things that have similar features, often used to help explain a principle or idea.

Source:
- An ABC of English Literature, Dr M Mofizar Rahman,
- Live MCQ English Essence,
- Cambridge Dictionary.

৩৩) Neither the students nor the teacher ________ to continue the discussion.

was willing

were willing

was will

be willing

was willing

ব্যাখ্যা:

উত্তর: ক) was willing.

• Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষের noun/pronoun অনুযায়ী verb বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যের শেষে teacher – singular noun আছে, তাই এখানে ‍was হবে।

- Complete sentence: Neither the students nor the teacher was willing to continue the discussion.

• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.

Other options,
খ) were willing :
- Plural verb "were".
- কাছের subject "the teacher" singular, তাই "were" ভুল।

গ) was will :
- "was will" - এমন structure হয় না।
- "will" একটি modal verb, "was" এর সাথে ব্যবহার হয় না।
- ভুল grammar।

ঘ) be willing:
- "be willing" - incomplete verb.
- এর আগে helping verb লাগবে (would be, should be).
- শুধু "be" দিয়ে বাক্য সম্পূর্ণ হয় না।

Source:
- A Passage to the English Language by S.M. Zakir Hussain.
- Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৪) The manager insisted that every employee _____ on time.

arrive

is arriving

arrives

arrived

arrive

ব্যাখ্যা:

সঠিক উত্তর: arrive.

• এটি Subjunctive Mood এর নিয়ম। কিছু নির্দিষ্ট verb এর পরে that clause এ সবসময় base form of verb (be/do/go ইত্যাদি) ব্যবহার করতে হয়।

• Subjunctive Rule: কিছু verb যেমন- desire, ask, demand, insist, suggest, prefer, propose, recommend ইত্যাদির পর পরবর্তী clause এ s/es/ing/ed বিহীন verb ব্যবহৃত হয়, এরূপ verb কে বলে Subjunctive.
Structure: Subject+ Subjunctive verb + that + পরবর্তী verb এর base form বসে।

Complete sentence: The manager insisted that every employee arrive on time.

৩৫) The proposal, along with its attachments, ______ reviewed thoroughly.

was

are

have been

to

was

ব্যাখ্যা:

সঠিক উত্তর: ক) was.

Complete sentence: The proposal, along with its attachments, was reviewed thoroughly.

• along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- এখানে The proposal এবং its attachments - along with দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject The proposal singular বিধায় verb টি singular হবে। 

Example Sentence:
1. Sabera, along with her siblings, is planning a surprise party for their parents.
2. The professor, along with several students, is conducting research on climate change.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩৬) Sorry, but I have not _____ fixing the tap yet.

got up to

got on

got round to

got across

got round to

ব্যাখ্যা:

সঠিক উত্তর: গ) got round to.

Complete sentence: Sorry, but I have not got round to fixing the tap yet.
Bangla: দুঃখিত, কিন্তু আমি এখনও নল মেরামত করার সময় পাইনি।

get round to something:
English meaning: to find the time to do something.
Bangla meaning: কোনো কাজ করার সময়/সুযোগ পাওয়া।
Example: 
- I meant to do the ironing but I didn't get round to it.

Other Options,

ক) got up to:
- get up to something:
- English meaning: to do something, often something that other people would disapprove of.

খ) got on:
English meaning: to have a good relationship.

ঘ) got across:
- get something across:
- English meaning: to manage to make someone understand or believe something.

Source:
- Cambridge Dictionary.
- Oxford Dictionary.

৩৭) The scientist's explanation was so _____ that even experts struggled to understand it. 

coherent

esoteric

prescient

simple

esoteric

ব্যাখ্যা:

সঠিক উত্তর: খ) esoteric.

Options,

ক) coherent:
English meaning: (of ideas, thoughts, arguments, etc.) logical and well organized; easy to understand and clear.
Bangla meaning: একত্র আসঞ্জনশীল।

খ) esoteric:
English meaning: very unusual and understood or liked by only a small number of people, especially those with special knowledge.
Bangla meaning: কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য/ দুর্বোধ্য।

গ) prescient:
English meaning: knowing or suggesting correctly what will happen in the future.
Bangla meaning: (আনুষ্ঠানিক) ভবিষ্যদ্দর্শী; ভবিষ্যজ্ঞানী। 

ঘ) simple:
English meaning: easy to understand or do; not difficult.
Bangla meaning: সাদামাটা; সরল; অনলংকৃত; অনাড়ম্বর।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে esoteric বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: The scientist's explanation was so esoteric that even experts struggled to understand it. 

Bangla: বিজ্ঞানীর ব্যাখ্যাটি এতটাই দুর্বোধ্য/গূঢ় ছিল যে এমনকি বিশেষজ্ঞরাও এটি বুঝতে হিমশিম খেয়েছিলেন।

Source:
- Cambridge Dictionary.
- Oxford Dictionary.

৩৮) The number of applicants ______ compared to last year.

have risen

has risen

have raised

has raised

has risen

ব্যাখ্যা:

• Complete sentence: The number of applicants has risen compared to last year.

এখানে subject হলো “The number”, যা singular, তাই singular verb ব্যবহার করতে হবে।
has risen – rise এর singular present perfect.

• Structure:
• The Number of + Plural Noun + Singular Verb হয়।
- যেমন - 
- The number of girls is present in today's program.
- The number of people was very high.

Other options,

ক) have risen:
- 'have' plural subject এর সাথে ব্যবহার হয়, কিন্তু এখানে subject singular.

গ) have raised: 
- "have" plural এর জন্য (subject singular)
- "raised" একটি transitive verb - এর সাথে object দরকার (কী raise করেছে?)

ঘ) has raised:
- "raised" transitive verb - এর সাথে object লাগবে, বাক্যে কোনো object নেই (কী raise করা হয়েছে?)

----------
অন্যদিকে,
- A number of + plural Noun + plural verb.

• আরো কিছু উদাহরণ -
• A number of boys are present in today's class.
- A number of books have been borrowed from the library.
- A number of employees are attending the conference.
- A number of houses were decorated for the holiday season.
- A number of birds migrate south during the winter.
- A number of books fill the library shelves.

৩৯) The scientist's theory, though brilliant, still remains _____ by concrete evidence.

unsubstantiated

incontrovertible

validated

fortified

unsubstantiated

ব্যাখ্যা:

সঠিক উত্তর: ক) unsubstantiated.

Options,

ক) unsubstantiated:
English meaning: not supported by facts.
Bangla meaning: অপ্রমাণিত; অপ্রমাণসিদ্ধ।

খ) incontrovertible:
English meaning: impossible to doubt because of being obviously true.
Bangla meaning: অকাট্য; তর্কাতীত; অখণ্ডনীয; সুনিশ্চিত; তৰ্কাতীত; নিঃসংশয়।

গ) validated:
English meaning: to make something officially acceptable or approved, especially after examining it
Bangla meaning: যাথাথ্র্য সমর্থন করা; সত্যতা সমর্থন করা; হাঁ-সূচকভাবে বলা।

ঘ) fortified:
English meaning: made stronger against attack, for example with high, strong walls.
Bangla meaning: আক্রমণের বিরুদ্ধে (কোনো স্থানকে) সুরক্ষিত/ দুর্ভেদ্য করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে unsubstantiated বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: The scientist's theory, though brilliant, still remains unsubstantiated by concrete evidence.

Bangla: বিজ্ঞানীর তত্ত্বটি, যদিও চমৎকার, তবুও বাস্তব প্রমাণ দ্বারা সমর্থিত হয়নি।

Source: Cambridge Dictionary.

৪০) The committee was divided, but his proposal was accepted ______  its controversial nature.

in light of

notwithstanding

due to

because

notwithstanding

ব্যাখ্যা:

সঠিক উত্তর: খ) notwithstanding.

Options,

ক) in light of:/ in the light of something
English meaning: because of.
Bangla meaning: জন্য; দরুন।

খ) notwithstanding:
English meaning: despite the fact or thing mentioned.
Bangla meaning: সত্ত্বেও।

গ) due to:
English meaning: because of something.
Bangla meaning: কারণবশত।

ঘ) because:
English meaning: for the reason that.
Bangla meaning: সে-কারণে; কেননা; যেহেতু। 

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে notwithstanding বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: The committee was divided, but his proposal was accepted notwithstanding  its controversial nature.

Bangla: কমিটি বিভক্ত ছিল, কিন্তু তার প্রস্তাবটি বিতর্কিত হওয়া সত্ত্বেও গ্রহণ করা হয়েছিল।

Source:
- Cambridge Dictionary.
- Accessible Dictionary.

৪১) She delivered a ______ presentation that impressed the entire panel. 

compelling

confusing

libelous

pedantic

compelling

ব্যাখ্যা:

সঠিক উত্তর: ক) compelling.

Options,

ক) Compelling:
English meaning: that makes you pay attention to it because it is so interesting and exciting.
Bangla meaning: আকর্ষণীয়, প্রভাবশালী।

খ) Confusing:
English meaning: Something that is confusing makes you feel confused because it is difficult to understand.
Bangla meaning: বিভ্রান্তিকর; বিভ্রান্তকর; গোলমেলে; ঠকানে।

গ) Libelous:
English meaning: A piece of writing that is libelous contains bad and false statements about a person.
Bangla meaning: কুৎসাপূর্ণ, কুৎসাজনক।

ঘ) Pedantic:
English Meaning: Caring too much about unimportant rules or details and not enough about understanding or appreciating a subject.
Bangla Meaning: বিচারবুদ্ধিহীন পণ্ডিতসুলভ।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে Compelling বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: She delivered a compelling presentation that impressed the entire panel. 

Bangla: তিনি একটি চিত্তাকর্ষক/প্রভাবশালী উপস্থাপনা প্রদান করেছিলেন যা সমগ্র প্যানেলকে মুগ্ধ করেছিল।

Source: Cambridge & Oxford Dictionary.

৪২) The most famous satirist in English literature is:

Jonathan Swift

Joseph Addison

Alexander Pope

Richard Steel

Jonathan Swift

ব্যাখ্যা:

The most famous satirist in English literature is - Jonathan Swift.

• Jonathan Swift (1667-1745):

- তিনি একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন।
- তিনি Neoclassical period -এর অন্তর্ভুক্ত Augustan age -এর একজন Author.
- Jonathon Swift, an Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language.
- অর্থাৎ, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift.
- তার রচিত বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’.
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff.

• Notable works:
- Gulliver's Travels (Novel),
- The Battle of Books,
- A Tale of a Tub (Prose Satire),
- A Modest Proposal (Satiric Essay),
- Argument Against Abolishing Christianity (Essay),
- A Journey to Stella (Collection of letters from Swift to Stella).

Source:
- Britannica.
- Live MCQ English Essence.

৪৩) "To throw in the towel" means:

to start a fight

to delay a task

to get angry 

to give up

to give up

ব্যাখ্যা:

The phrase "to throw in the towel" means: ঘ) to give up.

• Throw in the towel
English meaning: to stop trying to do something because you have realized that you cannot succeed.
Bangla meaning: পরাজয় স্বীকার করা; হার মানা।

Example:
- Three of the original five candidates for the Democratic presidential nomination have now thrown in the towel.
- Jim beat me for the fourth time, so I threw in the towel.

Other options,
ক) to start a fight:
– কোনো ঝগড়া বা লড়াই শুরু করা।

খ) to delay a task:
– কোনো কাজ বা দায়িত্বকে স্থগিত করা। 

গ) to get angry:
– অর্থ: রাগ করা।

Source: Cambridge Dictionary.

৪৪) If something is in a state of flux, it means:

constantly changing

very risky

always stable

old

constantly changing

ব্যাখ্যা:

If something is in a state of flux, it means: constantly changing.

Flux:
[noun]
English meaning: continuous change.
Bangla meaning: নিরন্তর পরিবর্তন পরম্পরা।

Example: 
- Everything is in a state of flux.
- Living in a constant state of flux puts people under huge pressure.
- Society is in continuous flux.

Other options,
খ) very risky – খুব ঝুঁকিপূর্ণ।

গ) always stable – সবসময় স্থিতিশীল।

ঘ) old – পুরনো।

Source: Cambridge Dictionary.

৪৫) "Raise the bar" means 

delimiting

set higher standards

ignore performance

appeasement

set higher standards

ব্যাখ্যা:

"Raise the bar" means - set higher standards.

Raise the bar: [idiom]

English meaning: to set a higher standard for something by doing something very well.
Bangla meaning: মান উন্নত করা; কোনো কিছু অর্জন করার জন্য বা সফল হওয়ার জন্য প্রয়োজনীয় মান, গুণমান বা প্রত্যাশার মাত্রা বৃদ্ধি করা

Examples: 
- The Williams sisters raised the bar in women's tennis.
- They are integrating technology in new and creative ways at their colleges and universities, raising the bar for all schools.

Other options,
ক) delimiting –  সীমা করা; সীমানা নির্দেশ করা; সীমারেখা করা; নিয়ন্ত্রিত করা; চৌহদ্দি করা।

গ) ignore performance – সম্পাদিত কার্য উপেক্ষা করা।

ঘ) appeasement – শান্ত বা প্রশমিতকরণ।

Source: Cambridge Dictionary.

৪৬) "Cutting corners" means:

ahead of schedule

managing efficiently

doing incompletely

avoiding expenses

doing incompletely

ব্যাখ্যা:

"Cutting corners" means: doing incompletely.

"Cutting corners" - কোনো কাজ সবচেয়ে সহজ, দ্রুত বা সস্তা উপায়ে করা, প্রায়ই নিয়ম এড়িয়ে বা গুরুত্বপূর্ণ ধাপ বাদ দিয়ে। এর ফলে কাজটি অসম্পূর্ণ বা মানহীনভাবে সম্পন্ন হয়।

• Cut corners (idiom)
English Meaning: to save money or time when doing something by not including some parts, actions, or details, so that the result is not as good as it could be.
Bangla Meaning: কোনো কাজ করার সময় টাকা বা সময় বাঁচানোর জন্য কিছু অংশ, পদক্ষেপ বা বিস্তারিত বাদ দেওয়া, যার ফলে ফলাফল যতটা ভালো হতে পারত ততটা ভালো হয় না/ খরচ বা সময় বাঁচাতে গিয়ে গুণমান কমানো।

Example sentences: 
- There is always a temptation to cut corners when time is short.
- Will speeding up nurses' training lead to improved patient care, or is it simply cutting corners?

Other options,
ক) ahead of schedule – সময়ের আগে কাজ করা।

খ) managing efficiently – দক্ষভাবে পরিচালনা করা।

ঘ) avoiding expenses – খরচ এড়ানো (এটি সম্পর্কিত কিন্তু সম্পূর্ণ অর্থ নয়; cutting corners বলতে বিশেষভাবে অসম্পূর্ণ বা নিম্নমানের কাজ করাকে বোঝায়)।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Cambridge Dictionary.

৪৭) In which play, the famous line "to be or not to be" appears?

Othello

Macbeth

Hamlet

King Lear

Hamlet

ব্যাখ্যা:

"To be or not to be, that is the question" এই বিখ্যাত লাইনটি William Shakespeare এর Hamlet নাটক থেকে নেওয়া হয়েছে।

• Hamlet
- William Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় 1603 সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet ছিলেন 'prince of Denmark' যিনি  জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy -এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet -এর মৃত্যুর মধ্যে দিয়ে এই tragedy -র সমাপ্তি ঘটে।

• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.

• Shakespeare:
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source:
- britannica.com
- Live MCQ English Essence.

৪৮) The warning of the authority falls on deaf ears. Here "warning" does the function of:

noun

adverb

adjective

verb

noun

ব্যাখ্যা:

The warning of the authority falls on deaf ears. Here "warning" does the function of: noun.
- এখানে, warning মূলত Noun এর কাজ করছে। 
- এটা প্রকৃতপক্ষে Verbal noun. 
- A verbal noun or gerundial noun is a verb form that functions as a noun. 
- এর গঠন হচ্ছে: The+(verb+ing)+of.

Warning: [noun]
Meaning:  a statement, an event, etc. telling somebody that something bad or unpleasant may happen in the future so that they can try to avoid it.

• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।

• নিয়মানুযায়ী, প্রশ্নে উল্লিখিত বাক্যে warning এর পূর্বে the ও পরে of বসেছে, তাই এটি verbal noun হয়েছে। Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।

৪৯) One who talks while asleep is called:

Somnambulist

Somniloquist

Somniferous

Sleeptalker

Somniloquist

ব্যাখ্যা:

One who talks while asleep is called: Somniloquist.

Somniloquist: 
English meaning: one who talks in his sleep.
Bangla meaning: সেই ব্যক্তি যিনি ঘুমের মধ্যে কথা বলেন।

Other options,

ক) Somnambulist:
English meaning: a person who walks around while they are asleep.
Bangla meaning: নিদ্রিত অবস্থায় হেঁটে বেড়ানো; স্বপ্নচারিতা।

গ) Somniferous:
English meaning: causing sleep.
Bangla meaning: যা ঘুম আনে বা ঘুম সৃষ্টি করে

ঘ) Sleeptalker:
- দৈনন্দিন কথায় ব্যবহার হয়, কিন্তু সঠিক টার্ম হলো Somniloquist.

Source: Merriam-Webster Dictionary.

৫০) In which literacy group, Virginia Woolf was a key figure?

Beat Generation

X-Generation

Bloomsbury Group

Pre-Raphaelite

Bloomsbury Group

ব্যাখ্যা:

Virginia Woolf was a key figure of - Bloomsbury Group.

Bloomsbury Group হলো ইংল্যান্ডের একটি ছোট্ট সমিতি যেখানে সাহিত্যিক, দার্শনিক এবং শিল্পীরা অন্তর্ভুক্ত ছিলেন। - এই গোষ্ঠী প্রায় ১৯০৭ থেকে ১৯৩০ সাল পর্যন্ত লন্ডনের Bloomsbury এলাকাতে মিলিত হতো।
- তারা প্রধানত Clive, Vanessa Bell এবং Vanessa এর ভাই-বোন Adrian এবং Virginia Stephen (পরবর্তীতে Virginia Woolf) এর বাড়িতে মিলিত হতো।
- এই এলাকা ব্রিটিশ মিউজিয়ামের আশেপাশের অঞ্চল।
- তারা ২০শ শতকের শুরুতে লন্ডনের Bloomsbury এলাকাতে বসবাস করতেন এবং মিলিত হতেন।

• এই গোষ্ঠীর সদস্যরা নান্দনিক (aesthetic) এবং দার্শনিক (philosophical) বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন, সাধারণত নিরপেক্ষতা বা agnosticism-এর মানসিকতা নিয়ে। তাদের চিন্তাভাবনায় প্রভাব ফেলেছিল:

- G.E. Moore-এর Principia Ethica (1903)
- A.N. Whitehead ও Bertrand Russell-এর Principia Mathematica (1910–13)
এই প্রভাবের মাধ্যমে তারা সত্য (true), সুন্দর (beautiful), এবং শুভ (good) ধারণার সংজ্ঞা খুঁজে বের করার চেষ্টা করতেন। তারা প্রচলিত ধারণাগুলোকে প্রশ্ন করতেন এবং সমস্ত ধরনের ভণ্ডামি বা ছদ্মবুদ্ধির প্রতি “comprehensive irreverence” দেখাতেন।

Virginia Woolf (1882-1941)
- একজন ইংরেজ লেখিকা ছিলেন, যাঁর উপন্যাসসমূহ নন-লিনিয়ার ধারায় রচিত হয়ে সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে।
- Virginia Woolf আসল নাম ছিল Virginia Stephen।
- তিনি বিশেষভাবে পরিচিত Mrs. Dalloway (1925) ও To the Lighthouse (1927) উপন্যাসের জন্য।
- তিনি শিল্প তত্ত্ব, সাহিত্য ইতিহাস, নারীদের সাহিত্য এবং ক্ষমতার রাজনীতি নিয়ে অগ্রগামী প্রবন্ধ রচনা করেছেন।
- তিনি জীবনী রচনার বিভিন্ন রীতিতে পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং চিত্রধর্মী ছোটগল্প লিখেছেন।

Notable Works:
- A Room of One's Own (essay),
- Jacob's Room (novel),
- Modern Fiction (essay),
- Mr. Bennett and Mrs. Brown (essay),
- Mrs. Dalloway (novel),
- To the Lighthouse (novel).

Other options,

• Beat Generation:
- Beat Movement হলো একটি আমেরিকান সামাজিক ও সাহিত্যিক আন্দোলন, যা ১৯৫০-এর দশকে উদ্ভূত হয়। এটি বিশেষত বোহিমিয়ান শিল্পী সম্প্রদায়ের মধ্যে কেন্দ্রীভূত ছিল, যেমন:

- San Francisco’s North Beach,
- Los Angeles’ Venice West,
- New York City’s Greenwich Village.

Virginia Woolf এর সাথে সম্পর্ক নেই (তিনি ১৯৪১ সালে মারা যান, Beat Generation শুরু হয় ১৯৫০ এর দশকে)

• X-Generation:
- Generation X হলো একটি প্রজন্ম, যা সাধারণত ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে জন্মগ্রহণকারী আমেরিকানদের বোঝাতে ব্যবহার করা হয়। কিছু সূত্রে জন্মের সীমা সামান্য ভিন্ন হতে পারে।
- এটি কোনো সাহিত্য গোষ্ঠী নয়, সাহিত্যের সাথে এর কোনো সংযোগ নেই

• Pre-Raphaelite:
- Pre-Raphaelite Brotherhood হলো ইংল্যান্ডের এক গোষ্ঠী তরুণ চিত্রশিল্পীর, যারা ১৮৪৮ সালে একত্রিত হন।
- তারা Royal Academy-এর ঐতিহাসিক চিত্রকর্মকে কল্পনাশূন্য ও কৃত্রিম মনে করতেন।
- এর বিপরীতে তারা চেয়েছিলেন নতুন নৈতিক গুরুত্ত্ব ও আন্তরিকতা (moral seriousness and sincerity) তাদের শিল্পকর্মে প্রকাশ করতে।
- Virginia Woolf এর জন্মের আগেই এই আন্দোলন শেষ হয়ে গিয়েছিল (তিনি ১৮৮২ সালে জন্মগ্রহণ করেন)।

Source: Britannica.

৫১) A technician charges a Tk. 50 service fee plus Tk. 30 per hour for labur. If a customer's total cost is Tk. 200, what is the maximum number of full hours the technician can work? 

6

4

3

5

5

ব্যাখ্যা:

Question: A technician charges a Tk. 50 service fee plus Tk. 30 per hour for labur. If a customer's total cost is Tk. 200, what is the maximum number of full hours the technician can work?

Solution:
Given that, 
Fixed service fee = Tk. 50
Charge per hour = Tk. 30
Total bill = Tk. 200

Let h = number of full hours the technician works.

Now, total cost equation,
50 + 30h ≤ 200
⇒ 30h ≤ 200 - 50
⇒ 30h ≤ 150
⇒ h ≤ 150 / 30
∴ h ≤ 5

So the technician can work a maximum of 5 full hours.

৫২) The price of a stock increased by 20% in January and then decreased by 10% in February. If the price of the stock was Tk. 108 at the end of February, what was the price at the beginning of January?

Tk. 90

Tk. 96

Tk. 100

Tk. 102

Tk. 100

ব্যাখ্যা:

Question: The price of a stock increased by 20% in January and then decreased by 10% in February. If the price of the stock was Tk. 108 at the end of February, what was the price at the beginning of January?

Solution:
Let the beginning price of January = 100x
The price of a stock increased by 20% in January.
Price of stock become = 100x + 100x of 20%
= 100x + (100x × 20)/100
= 120x

And then the stock price decreased by 10% in February
Price of stock become = 120x - 120x of 10%
= 120x - (120x × 10)/100
= 108x

ATQ,
108x = 108
⇒ x = 108/108
∴ x = 1

Therefore the price at the beginning of January
= 100 × 1
= Tk. 100

The price at the beginning of January was Tk. 100.

৫৩) In a class of 40 students, 18 study French, 15 study Spanish, and 7 study both languages. How many students study neither language?

0

7

10

14

14

ব্যাখ্যা:

Question: In a class of 40 students, 18 study French, 15 study Spanish, and 7 study both languages. How many students study neither language?

Solution:
Given that,
Total students = 40
Study French = 18
Study Spanish = 15
Study both = 7

Students studying at least one language = F + S - Both
= 18 + 15 - 7
= 26

Therefore, Students who study neither language = Total students - at least one language
= 40 - 26 = 14

∴ 14 students study neither language.

৫৪) The ratio of A : B is 2 : 3, and the ratio of B : C is 4 : 5. If A 16, what is the value of C?

15

20

24

30

30

ব্যাখ্যা:

Question: The ratio of A : B is 2 : 3, and the ratio of B : C is 4 : 5. If A 16, what is the value of C?

Solution:
Given that,
A : B = 2 : 3
B : C = 4 : 5
And A = 16

Now, 
A : B = 2 : 3 
⇒ A/B = 2/3
⇒ 2B = 3A
⇒ B = (16 × 3)/2  ; [A = 16]
∴ B = 24

And,
B : C = 4 : 5
B/C = 4/5
⇒ 24/C = 4/5
⇒ C = (24 × 5) / 4
∴ C = 30

So the value of C is 30.

৫৫) A shopkeeper marks up his goods by 40% above the cost price. He then offers a discount of 15% on the marked price. What is the overall percentage profit?

19%

25%

20%

23%

19%

ব্যাখ্যা:

Question: A shopkeeper marks up his goods by 40% above the cost price. He then offers a discount of 15% on the marked price. What is the overall percentage profit?

Solution:
Let,
the cost price (CP) be Tk. 100

Marked Price = 40% more than cost price
= 100 + 40
= Tk. 140 

Discount = 15% of 140
= (15/100) ​× 140
= Tk. 21

Selling Price (SP)= 140 - 21 = Tk. 119 

∴ Profit = SP - CP = 119 - 100 = Tk. 19 

∴ overall percentage profit = (profit/cost price) × 100%
= (19/100) × 100%
= 19%

৫৬) A sum of money doubles itself in 8 years at a certain rate of simple interest. In how many years will it become four times itself at the same rate of interest?

24

32

28

30

24

ব্যাখ্যা:

Question: A sum of money doubles itself in 8 years at a certain rate of simple interest. In how many years will it become four times itself at the same rate of interest?

Solution: 
Given that, 
The sum doubles itself in 8 years.
Amount after 8 years = 2P
Simple Interest for 8 years = P

We know,
SI = (P × r × n)/100
⇒ P = (P × r × 8)/100
⇒ 8r = 100
⇒ r = 100/8
∴ r = 12.5% per year

Now, we want to find in how many years the sum becomes four times itself.
Amount = 4P
Interest needed = 4P - P = 3P

We know,
SI = (P × r × n)/100 
⇒ 3P = (P × 12.5 × n)/100.  ; [r = 12.5%]
⇒ 3 = (12.5 × n)/100
⇒ n = (3 × 100)/12.5
∴ n = 24 years

∴ The sum will become four times itself in 24 years.

৫৭) If 12 workers can complete a project in 15 days, how many days will it take for 9 workers to complete the same project assuming they all work at the same rate?

18

20

24

25

20

ব্যাখ্যা:

Question: If 12 workers can complete a project in 15 days, how many days will it take for 9 workers to complete the same project assuming they all work at the same rate?

Solution: 
12 workers can complete work in 15 days
∴ 1 workers can complete work in  = 12 × 15 days 
∴ 9 workers can complete work in = (12 × 15)/9 days 
= 20 days 

It will take 9 workers 20 days to complete the same project. 

৫৮) If x and y are positive integers such that 3x + y = 94 and 2x - y = 16, what is the value of x2 - y2?

12

16

24

32

32

ব্যাখ্যা:

Question: If x and y are positive integers such that 3x + y = 94 and 2x - y = 16, what is the value of x2 - y2?

Solution: 
Given that, 
3x + y = 94
⇒ 3x + y = (32)4
⇒ 3x + y = 38
∴ x + y = 8 ........(1)

And,
2x - y = 16
⇒ 2x - y = 24
∴ x - y = 4 ....... (2)

Now (1) + (2) than we get,
⇒ (x + y) + (x - y) = 8 + 4
⇒ 2x = 12
⇒ x = 12/2
∴ x = 6

From (1),
6 + y = 8
⇒ y = 8 - 6
∴ y = 2

∴ x2 - y2 = (6)2 - (2)2
= 36 - 4
= 32

৫৯) If a and b are positive real numbers, then (a0 - 3b0)5 = ?

0

1

- 32

32

- 32

ব্যাখ্যা:

Question: If a and b are positive real numbers, then (a0 - 3b0)5 = ?

Solution:
We know that for any positive real number,
a0 = 1 and b0 = 1

So, (a0 - 3b0)5
= (1 - 3 × 1)5
= (1 - 3)5
= (- 2)5
= - 32

৬০) Solve the inequality: 4(x - 6) + 4 < 8(x - 4)

x < 3

x > 3

x > 4

x < 4

x > 3

ব্যাখ্যা:

Question: Solve the inequality: 4(x - 6) + 4 < 8(x - 4)

Solution: 
Given inequality,
4(x - 6) + 4 < 8(x - 4)
⇒ 4x - 24 + 4 < 8x - 32
⇒ 4x - 20 < 8x - 32
⇒ 4x - 8x < - 32 + 20
⇒ - 4x < - 12
∴ x > 3

৬১) Solve for x: log2(x + 3) = 4

1

19

13

8

13

ব্যাখ্যা:

Question: Solve for x: log2(x + 3) = 4

Solution: 
Given that, 
log2(x + 3) = 4
⇒ x + 3 = 24
⇒ x + 3 = 16
⇒ x = 16 - 3
∴ x = 13

৬২) Two similar triangles have areas in the ratio 4 : 9. If the perimeter of the smaller triangle is 20, what is the perimeter of the larger triangle?

25

30

35

45

30

ব্যাখ্যা:

Question: Two similar triangles have areas in the ratio 4 : 9. If the perimeter of the smaller triangle is 20, what is the perimeter of the larger triangle?

Solution: 
Given that, 
Two similar triangles
Areas ratio = 4 : 9
Perimeter of smaller triangle = 20

For similar triangles, the ratio of areas = square of the ratio of corresponding sides.
(Area of larger/Area of smaller) ​=(side of larger/side of smaller​)2
⇒ (9/4) = (k/1)2 ; [Let the ratio of sides = k : 1 (larger : smaller)]
⇒ k2 = 9/4
∴ k = 3/2

∴ Perimeter of larger : Perimeter of smaller = 3 : 2

∴ Perimeter of larger = 20 × (3/2) = 30 ; [Perimeter of smaller = 20]

So the perimeter of the larger triangle is 30.

৬৩) In a trapezoid, the lengths of the two parallel bases are 10 and 16. If the height of the trapezoid is 4, find the area of the trapezoid.

48

52

56

104

52

ব্যাখ্যা:

Question: In a trapezoid, the lengths of the two parallel bases are 10 and 16. If the height of the trapezoid is 4, find the area of the trapezoid.

Solution: 
Given that, 
Trapezoid with bases a = 10 and b = 16
Height, h = 4 

We know, 
Area of trapezoid = (1/2) × (sum of bases) × height = (1/2) × (a + b) × h
= (1/2) × (10 + 16) × 4
= (1/2) × 104
= 52

So the area of the trapezoid is 52 square units.

৬৪) The surface area of a cube is 96 square units. What is the length of the longest stick that can be placed inside the cube?

8

4√3

4√2

6√2

4√3

ব্যাখ্যা:

Question: The surface area of a cube is 96 square units. What is the length of the longest stick that can be placed inside the cube?

Solution: 
Given that, 
Surface area of a cube = 96 square units

We know, 
Surface area of a cube, S = 6a2
⇒ 6a2 = 96
⇒ a2 = 96/6
⇒ a2 = 16 = 42
∴ a = 4

The longest stick that can fit inside the cube runs along the space diagonal.
So the space diagonal of a cube, d = a√3
= 4√3  ; [a = 4]

So the length of the longest stick that can be placed inside the cube is 4√3 units. 

৬৫) In a rectangle, the diagonal length is 13 and the width is 5. What is the perimeter of the rectangle? 

30

34

36

48

34

ব্যাখ্যা:

Question: In a rectangle, the diagonal length is 13 and the width is 5. What is the perimeter of the rectangle? 

Solution: 
Given that, 
Diagonal of rectangle, d = 13
Width, w = 5 

We know, 
Pythagorean theorem, l2 + w2 = d2
⇒ 132 =  l2 + 52
⇒ 169 = l2 + 25
⇒ l2  = 169 - 25
⇒ l2 = 144 = 122
∴ l = 12
∴ length In a rectangle is, l = 12 

Perimeter of a rectangle, P = 2(l + w)
= 2(12 + 5)
= 2 × 17
= 34

So the perimeter of the rectangle is 34.

৬৬) A cube has a total surface area of 150 square units. What is the volume of the cube?

25

64

100

125

125

ব্যাখ্যা:

Question: A cube has a total surface area of 150 square units. What is the volume of the cube?

Solution: 
Given that, 
Total surface area of a cube, S = 150 square units.

We know,
Surface area of a cube, S = 6a2
⇒ 6a2 = 150
⇒ a2 = 150/6
⇒ a2 = 25 
⇒ a2 = 52
∴ a = 5

And we know,
Volume of a cube, V = a3
= 53
= 125

So the volume of the cube is 125 cubic units.

৬৭) Find slope of the line perpendicular to the line y = (1/3)x - 7.

- 3

4

1/3

- 1/3

- 3

ব্যাখ্যা:

Question: Find slope of the line perpendicular to the line y = (1/3)x - 7.

Solution: 
Given line, y = (1/3)x - 7
The slope of this line is m1 = 1/3 ; [Comparing with  y = mx + c]

We know, 
If two lines are perpendicular, their slopes satisfy m1⋅m2 = - 1
Let m2 be the slope of the perpendicular line. Then we get,
⇒ (1/3)⋅m2 = - 1
⇒ m2 = - 1 × 3
∴ m2 = - 3

So the slope of the line perpendicular to the given line is - 3.

৬৮) Write an equation of the line with slope 2 and x-intercept (- 4, 0).

y = 2x + 8

y = - 2x + 4

y = (1/2)x + 8

(- 1/2)x + 8

y = 2x + 8

ব্যাখ্যা:

Question: Write an equation of the line with slope 2 and x-intercept (- 4, 0).

Solution: 
Given that, 
Slope m = 2
x-intercept (- 4, 0)

We know, 
y - y1 ​= m(x - x1​)
⇒ y - 0 = 2{x - (- 4)}. ; [Here, (x1, y1) = (- 4, 0) and m = 2]
⇒ y = 2(x + 4)
∴ y = 2x + 8

So the equation of the line is  y = 2x + 8.

৬৯) А bоx contains 3 blue, 2 white, and 4 red marbles. If one marble is drawn at random, what is the probability that it will not be a white marble?

2/9

7/9

1/3

2/3

7/9

ব্যাখ্যা:

Question: А bоx contains 3 blue, 2 white, and 4 red marbles. If one marble is drawn at random, what is the probability that it will not be a white marble?

Solution:
Given that,
Blue marbles = 3
White marbles = 2
Red marbles = 4

∴ Total marbles = 3 + 2 + 4 = 9
And, number of non-white marbles = Blue + Red = 3 + 4 = 7

We know,
P(not white) = favorable outcomes​/total outcomes
= 7/9​ 

৭০) A right triangle has sides 6 cm, 8 cm, and 10 cm. What is its area?

24 cm2

30 cm2

48 cm2

60 cm2

24 cm2

ব্যাখ্যা:

Question: A right triangle has sides 6 cm, 8 cm, and 10 cm. What is its area?

Solution: 
Given that,
A right triangle with sides are 6 cm, 8 cm, and 10 cm.

We know,
Area = (1/2) ​× base × height
= (1/2) ​× 6 × 8
= 24 cm2

So the area of the right triangle is 24cm2.

৭১) Name of the FIFA World Cup 2026 official match ball is:

Tango

Trionda

Twister

Tricolor

Trionda

ব্যাখ্যা:

ফুটবল বিশ্বকাপ, ২০২৬:
- ২০২৬ বিশ্বকাপের বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম 'ট্রাইওন্ডা' (Trionda)।
- 'ট্রাইওন্ডা' বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।
- যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে।
- বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীক- যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগলও আছে।] সূত্র- প্রথম আলো।

ফিফা বিশ্বকাপ, ২০২৬:
- আসর ২৩তম।
- আয়োজক দেশ- মোট ৩টি [কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র]।
- অংশগ্রহণকারী দল-৪৮টি দেশ।
- উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬।
- ফাইনাল ম্যাচ- ১৯ জুলাই, ২০২৬।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

৭২) Gradual decrease in price level of goods and services is called:

Inflation

Deflation

Devaluation

Stagflation

Deflation

ব্যাখ্যা:

ডিফ্লেশন (Deflation):
- পণ্য ও সেবার মূল্যস্তরের ক্রমাগত হ্রাসকে অর্থনীতিতে ডিফ্লেশন (Deflation) বলা হয়।
- এটি ইনফ্লেশনের বিপরীত অবস্থা।
- ডিফ্লেশনের সময় ভোক্তারা কম দামে পণ্য কিনতে পারে, কিন্তু এর ফলে উৎপাদকদের লাভ কমে যায় এবং বিনিয়োগ হ্রাস পায়।
- ফলে কর্মসংস্থান কমে, বেকারত্ব বাড়ে এবং অর্থনীতিতে মন্দা দেখা দেয়।
- ডিফ্লেশনকে সাধারণত অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মনে করা হয়।

ডিফ্লেশনের প্রধান কারণসমূহ:
- মোট চাহিদার হ্রাস।
- মোট উৎপাদনের অতিরিক্তি।
- অর্থের সরবরাহ হ্রাস।
- উচ্চ বেকারত্ব ও মজুরি হ্রাস।
- বৈদেশিক বাণিজ্যে ঘাটতি বা মুদ্রার শক্তিশালী হওয়া।

তথ্যসূত্র - অর্থনীতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, ড. মো. আব্দুল আজিজ ও অর্থনীতি বিভাগ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৩) Which of the following is not an Arab country?

Iraq

Egypt

Iran

Syria

Iran

ব্যাখ্যা:

⇒ ইরান আরব দেশ নয়।

ইরান:
- ইরান ইসলামী প্রজাতন্ত্র।
- আয়তন: ৬২৯,৬৭০ বর্গ মাইল (১,৬৩০,৮৪৮ বর্গ কিমি)।
- রাজধানী: তেহরান।
- ভাষা: ফার্সি (অফিসিয়াল)।
- ধর্ম: ইসলাম (সরকারী; প্রধানত শিয়া)।
- মুদ্রা: রিয়াল।
- পূর্বে দেশটি পারস্য নামে পরিচিত ছিল।
- পারস্যের নামকরণ 'ইরান' করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে।

উল্লেখ্য:
- ইরাক, মিশর ও সিরিয়া আরব দেশ।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com

৭৪) Which gas makes up the largest portion of Earth's atmosphere?

Oxygen

Carbon dioxide

Nitrogen

Hydrogen

Nitrogen

ব্যাখ্যা:

⇒ পৃথিবীর বায়ুমণ্ডলের বৃহত্তম অংশ নাইট্রোজেন গ্যাস দ্বারা গঠিত।

বায়ুমণ্ডলের উপাদান:
- বায়ুমণ্ডল বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ও জলীয় বাষ্পের সংমিশ্রণে গঠিত।
- বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন (৭৮.০২%) এবং অক্সিজেন (২০.৭১%), যা মোট উপাদানগুলোর প্রায় ৯৯%।
- ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলো প্রায় একই রকম থাকে যা সমমন্ডল (Homosphere) নামে পরিচিত।
- আর ভূ-পৃষ্ঠ সংলগ্ন এই ৯০ কিলোমিটারের ঊর্ধ্বে বায়ুমণ্ডলের যে অংশ রয়েছে সেখানে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে না বলে তাকে বিষমমন্ডল (Heterosphere) বলে।

বায়ুমণ্ডলের উপাদানের পরিমাণ:
উপাদানের নাম ⇒ শতকরা অংশ
• নাইট্রোজেন ⇒ ৭৮.০২%
• অক্সিজেন ⇒ ২০.৭১%
• আর্গন ⇒ o.৮০%
• কার্বন ডাই-অক্সাইড ⇒ ০.০৩%
• ওজোন ⇒ ০.০০০১%
• অন্যান্য গ্যাস ⇒ ০.০১৯৯%
• জলীয়বাষ্প ⇒ ০.৪১%
• ধূলিকণা ও কনিক্স ⇒ ০.০১%

তথ্যসূত্র - ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৫) With which institution, Special Drawing Rights (SDR) is associated?

IMF

WTO

WHO

OECD

IMF

ব্যাখ্যা:

SDR:
- SDR-এর পূর্ণরূপ Special Drawing Rights.
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) নামক একটি বিশেষ রিজার্ভ সম্পদের ব্যবস্থা প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- SDR-এর মূল্য নির্ধারিত হয় IMF স্বীকৃত পাঁচটি প্রধান আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের ভিত্তিতে।
- এই পাঁচটি মুদ্রা হলো-মার্কিন ডলার, ইউরো, চীনা ইউয়ান, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।

তথ্যসূত্র - IMF ওয়েবসাইট।

৭৬) What was the name of the first computer virus?

Creeper

Conficker 

Stuxnet

Tinba

Creeper

ব্যাখ্যা:

⇒ প্রথম কম্পিউটার ভাইরাসের নাম: Creeper.

কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

তথ্যসূত্র - Computer History Museum.

৭৭) What does QR stand for?

Quick Response

 Qualified Restraint

Quartz Repeat

Quick Resonance

Quick Response

ব্যাখ্যা:

⇒ QR কোডের QR শব্দের পূর্ণরূপ হলো Quick Response.
- এটি এমন এক ধরণের দুই-মাত্রিক বারকোড যা খুব দ্রুত তথ্য পড়া এবং শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছে। প্রথমে জাপানের একটি কোম্পানি এটি উদ্ভাবন করে গাড়ির যন্ত্রাংশ দ্রুত ট্র্যাক করার উদ্দেশ্যে। বর্তমানে এটি মোবাইল পেমেন্ট, ওয়েবসাইট লিংক, পণ্যের তথ্য, টিকিটিংসহ নানা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সাধারণ বারকোডের তুলনায় এতে অনেক বেশি ডেটা সংরক্ষণ করা যায় এবং স্ক্যানার বা স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে সহজে পড়া সম্ভব হয়। এই দ্রুত পড়ার ক্ষমতাই এর নামের সাথে 'Quick Response' যুক্ত করেছে।

⇒ QR কোড:
- QR কোড হলো এক ধরনের বারকোড, যা ছোট কালো ও সাদা বর্গক্ষেত্র দিয়ে তৈরি।
- এই বর্গক্ষেত্রগুলিতে তথ্য সংরক্ষিত থাকে, যা সহজে কম্পিউটার বা স্মার্টফোন স্ক্যানার দিয়ে পড়া যায়।
- কালো-সাদা স্কোয়ারগুলোতে সংখ্যা, ইংরেজি অক্ষর বা এমনকি জাপানি কানজি ও অন্যান্য অ-ল্যাটিন অক্ষরও রাখা যেতে পারে।

⇒ QR কোডের ব্যবহার:
- মূলত QR কোড তৈরি করা হয়েছিল অটোমোবাইল যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য।
- এখন এটি বিজ্ঞাপন, টিকিট, পণ্য ট্র্যাকিং এবং আরও নানা কাজে ব্যবহার করা হয়।

তথ্যসূত্র - Britannica.com

৭৮) What is the name of world's first artificial satellite?

PROBA

Sputnik 1

Palapa A1

Explorer 1

Sputnik 1

ব্যাখ্যা:

স্পুটনিক - ১:
- স্পুটনিক ১ ছিল বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ, যা ৪ অক্টোবর ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন দ্বারা উৎক্ষেপিত হয়।
- এটি মহাকাশ যুগের সূচনা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে "মহাকাশ প্রতিযোগিতা" শুরু হয়।
- ৪ জানুয়ারি ১৯৫৮ সালে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে পুড়ে যায়।
- এর উৎক্ষেপণ যুক্তরাষ্ট্রকে মহাকাশ গবেষণায় নতুন করে অনুপ্রাণিত করে এবং নাসার (NASA) প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে।

উপগ্রহের বিবরণ:
- ওজন: ৮৩.৬ কেজি (১৮৪ পাউন্ড)
- কক্ষপথের উচ্চতা: সর্বোচ্চ (Apogee): ৯৪০ কিমি (৫৮৪ মাইল)
- সর্বনিম্ন (Perigee): ২৩০ কিমি (১৪৩ মাইল)
- পৃথিবী প্রদক্ষিণ সময়: ৯৬ মিনিটে একবার

তথ্যসূত্র - Britannica.com

৭৯) Which is the largest topographic region of Bangladesh?

Delta

Alluvial

Tippara

Hilly

Alluvial

ব্যাখ্যা:

• বাংলাপিডিয়া অনুসারে, বাংলাদেশের ভূমিকে আধুনিকভাবে ৩ ভাগে ভাগ করা হয় –
১) প্লাবন সমভূমি (Floodplain / Alluvial plain)
২) সোপান অঞ্চল (Terrace)
৩) পার্বত্য অঞ্চল (Hilly region)

বাংলাদেশের বৃহত্তম ভূ-প্রাকৃতিক অঞ্চল— পাললিক অঞ্চল (Alluvial Region):

- বাংলাদেশের ভূভাগের প্রায় ৮০% এলাকা পাললিক (Alluvial) অঞ্চলের অন্তর্গত, যা নদীজ, মোহনাজ, জোয়ারপ্রভাবিত এবং পাহাড়ের পাদদেশের সানুদেশীয় পলল দ্বারা গঠিত। পাললিক অঞ্চলের মধ্যেই ডেল্টা (Delta), প্লাবন সমভূমি (Floodplain) এবং বিভিন্ন উপ-পললভূমি অন্তর্ভুক্ত। এ কারণে Alluvial অঞ্চলই দেশের সবচেয়ে বৃহৎ টপোগ্রাফিক অঞ্চল।
-  এই পাললিক অঞ্চল গঠিত হয়েছে বিভিন্ন উৎসের পলল থেকে—হিমালয় পাদদেশের সমভূমি, নদীজ পললভূমি, মোহনাজ পললভূমি এবং জোয়ার-ভাটাপ্রভাবিত পললভূমি।
- এসব পাললিক মৃত্তিকা অত্যন্ত উর্বর এবং দেশের কৃষিনির্ভর অর্থনীতির মূল ভিত্তি।

অন্যদিকে,
- বাংলাপিডিয়া অনুযায়ী, পুরাতন ও নবীন বদ্বীপ (ডেল্টা) অঞ্চল বাংলাদেশের ৬৫% ভূভাগ জুড়ে।
- অবশিষ্ট ৩৫% অংশ হলো প্লাবন সমভূমি + পাহাড়ি ভূমি। অর্থাৎ, ডেল্টা (65%) < পাললিক অঞ্চল (80%)
- কারণ ডেল্টা নিজেই Alluvial-এর একটি অংশ (riverine + estuarine + tidal alluvium subset)।
- Alluvial অঞ্চলের মধ্যে ডেল্টা ছাড়াও floodplain, piedmont, estuarine, tidal flat—সব অন্তর্ভুক্ত।

উৎস:
১। বাংলাপিডিয়া। 
২। বাংলাদেশ স্টাডিজ, নবম-দশম শ্রেণি। 

৮০) Which is the largest volcano of the world according to their elevation?

Ojos del Salado

Incahuasi

Llullaillaco

Tupungato

Ojos del Salado

ব্যাখ্যা:

ওজোস দেল সালাদো:
- ওজোস দেল সালাদো পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি।
- যার উচ্চতা ২২,৬১৫ ফুট।
- ওজোস দেল সালাদো একটি সক্রিয় আগ্নেয়গিরি যার সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটেছিল ১,৩০০ বছর আগে।
- আগ্নেয়গিরিটি আতাকামা মরুভূমির কাছে আর্জেন্টিনা-চিলি সীমান্তে অবস্থিত।

উল্লেখ্য:
- Llullaillaco এর উচ্চতা ৬,৭৩৯ মিটার।
- Incahuasi এর উচ্চতা ৬,৬২১ মিটার।
- Tupungato এর উচ্চতা ৬,৫৭০ মিটার।

তথ্যসূত্র - Worldatlas.com

৮১) What is a word, phrase, number, or other sequence of characters that reads the same backward as forward?

Syntax

Palindrome

Sibrail

Dictoverse

Palindrome

ব্যাখ্যা:

Correct answer - Palindrome.

• Palindrome:
English meaning: a word or group of words that is the same when you read it forwards from the beginning or backwards from the end.
Bangla meaning: যে শব্দ, কবিতার চরণ ইত্যাদি উল্টা দিক থেকে পড়লেও একই থাকে।

Other options,
• Syntax (noun)
English Meaning: the grammatical arrangement of words in a sentence.
Bangla Meaning: বাক্যপ্রকরণ; বাক্যরীতি; পদান্বয়; পদযোজনা।

গ) Sibrail: wrong word.

ঘ) Dictoverse: wrong word.

Source: Cambridge Dictionary.

৮২) What scientific theory proposed that Earth revolves around the sun?

Heliocentrism

Planetology

Cosmology

Soloristry

Heliocentrism

ব্যাখ্যা:

সূর্যকেন্দ্রিকতা:
- সূর্যকেন্দ্রিকতা একটি মহাজাগতিক মডেল যেখানে সূর্যকে একটি কেন্দ্রীয় বিন্দুতে (যেমন, সৌরজগৎ বা মহাবিশ্বের) অবস্থিত বলে ধরে নেওয়া হয়, যখন পৃথিবী এবং অন্যান্য বস্তুগুলি এর চারপাশে ঘোরে।
- খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে গ্রীক দার্শনিক ফিলোলাউস এবং হিকেটাস পৃথকভাবে অনুমান করেছিলেন যে পৃথিবী একটি গোলক যা প্রতিদিন মহাবিশ্বকে নিয়ন্ত্রণকারী কোনও রহস্যময় "কেন্দ্রীয় আগুন" এর চারপাশে ঘোরে।
- দুই শতাব্দী পরে, সামোসের অ্যারিস্টার্কাস এই ধারণাটি প্রসারিত করে প্রস্তাব করেছিলেন যে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি একটি নির্দিষ্ট কেন্দ্রীয় বস্তুর চারপাশে ঘোরে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৮৩) What is the rarest and most expensive spice in the world by weight?

Saffron

Asfoetida

Fenugreek

Anis

Saffron

ব্যাখ্যা:

⇒ ওজনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বিরল এবং দামি মশলা জাফরান।

জাফরান:
- জাফরান হলো জাফরান ক্রোকাস ফুলের একটি মশলা।
- একটি ফুল থেকে মাত্র ৩টি লাল স্টিগমা (পিস্তিল) পাওয়া যায়।
- ১ কেজি জাফরান পেতে লাগে ১,৫০,০০০ থেকে ২,০০,০০০টি ফুল।
- সবই হাতে তোলা হয়, কোনো মেশিন ব্যবহার করা যায় না।
- শুধু শরৎকালে ফুল ফোটে এবং সকালের মধ্যেই তুলতে হয়।
- প্রতি কেজি জাফরানের মূল্য ৫–১৫ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৮৪) What's the term for animals that maintain a constant body temperature?  

Saola

Vaquita 

Endotherms

Rhinoceros

Endotherms

ব্যাখ্যা:

⇒ যেসব প্রাণীর দেহের তাপমাত্রা স্থির থাকে তাদের এন্ডোথার্ম বলা হয়।

এন্ডোথার্ম:
- যারা পরিবেশের উপর নির্ভর না করে স্থির শরীরের তাপমাত্রা বজায় রাখে।
- এন্ডোথার্মগুলির মধ্যে মূলত পাখি এবং স্তন্যপায়ী প্রাণী অন্তর্ভুক্ত।
- যদি তাপ হ্রাস তাপ উৎপাদনের চেয়ে বেশি হয়, তবে ক্ষতি পূরণের জন্য বিপাক বৃদ্ধি পায় অথবা প্রাণীটি তার শরীরের তাপমাত্রা বাড়ানোর জন্য কাঁপতে থাকে।
- যদি তাপ উত্পাদন তাপ হ্রাসের চেয়ে বেশি হয়, তবে হাঁপানি বা ঘাম ঝরানোর মতো প্রক্রিয়া তাপ হ্রাস বৃদ্ধি করে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৮৫) The latest general circulation coins Issued In Bangladesh was in the year:

2014

2015

2024

2025

2024

ব্যাখ্যা:

- বাংলাদেশে জেনারেল সার্কুলেশন কয়েন সর্বশেষ ইস্যু করা হয়েছে ২০২৪ সালে।
- সর্বশেষ ২০২৪ সালে ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার নতুন সিরিজের কয়েন প্রকাশ করা হয়েছে। (ডিসেম্বর, ২০২৫)
- এর আগে ২০১৪ সালে ১ টাকার কয়েন এবং ২০১৩ সালে ২ ও ৫ টাকার কয়েন ইস্যু হয়েছিল।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৮৬) Which letters were used for expressing emotion by ancient Egyptians?

Caroplyphics

Rogroglyphics

Namoroglyphics

Hieroglyphics

Hieroglyphics

ব্যাখ্যা:

মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতার বিস্তৃতিকাল: খ্রিস্টপূর্ব ৫০০০-৫২৫ পর্যন্ত।
- মিশরে প্রথম এই সাম্রাজ্যের উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে।
- একটি ছিল উত্তর মিশর অপরটি দক্ষিণ মিশর।
- স্থাপত্য ও ভাস্কর্যে তাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা যায়।
- লিখন পদ্ধতির উদ্ভাবন, সেচ ব্যবস্থা চালু, চিকিৎসা শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র অংক শাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ অবদান সভ্যতার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করেছিল।
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য: লিপি বা অক্ষর আবিষ্কার।
- তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করতে সক্ষম হয়।
- মিশরীয় সভ্যতার প্রথম দিকে তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত।
- এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর।
- পিরামিড: মিশরীয় স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি।
- স্ফিংস: এটি ফারাও খাফরের শাসনকালে নির্মিত বিশাল মূর্তি।
- মিশরীয় সভ্যতায় বিভিন্ন দেবতার উপাসনা করা হত। যেমন -
• পাতালের দেবতা - ওসিরিস,
• যুদ্ধ এবং শিকারের সাথে যুক্ত আকাশের দেবতা - হোরাস,
• সহিংসতা, মরুভূমি এবং ঝড়ের দেবতা - শেঠ,
• শেয়াল দেবতা - আনুবিস,
• জ্ঞানের দেবতা - থোথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৭) Which country is the largest producer of cocoa beans globally?

Ghana

Ivory Cost

Chad

Cameron

Ivory Cost

ব্যাখ্যা:

কোকো উৎপাদন:
- বিশ্বব্যাপী কোকো বিন উৎপাদনে শীর্ষ দেশ আইভরি কোস্ট।
- ২য় অবস্থানে ঘানা।
- ৩য় অবস্থানে ইন্দোনেশিয়া।
- ৪য় অবস্থানে ইকুয়েডর।
- ৫য় অবস্থানে ব্রাজিল।
- ৬ষষ্ঠ অবস্থানে ক্যামেরুন।
- ৭ম অবস্থানে নাইজেরিয়া।
- ৮ম অবস্থানে পেরু।
- ৯ম অবস্থানে ডোমিনিকা রিপাবলিক।
- ১০ অবস্থানে কলম্বিয়া।

তথ্যসূত্র - Worldatlas.com

৮৮) Who wrote the book "World Order"?

Hillary Clinton

Henry Kissinger

Ronald Regan

John Kennedy

Henry Kissinger

ব্যাখ্যা:

হেনরি কিসিঞ্জার:
- তিনি ১৯৯৩ সালের ২৭ মে জার্মানিতে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৩৮ সালে তার পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন।
- তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, যেখানে তিনি প্রতিরক্ষা অধ্যয়ন কর্মসূচি পরিচালনা করেন।
- তিনি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটান, যার জন্য তিনি ১৯৭৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন।
- সরকারি চাকরি ছেড়ে দেওয়ার পর, তিনি একজন আন্তর্জাতিক পরামর্শদাতা, প্রভাষক এবং লেখক হয়ে ওঠেন।
- আমেরিকান ফরেন পলিসি (১৯৬৯), দ্য হোয়াইট হাউস ইয়ার্স (১৯৭৯), ফর দ্য রেকর্ড (১৯৮১), ইয়ার্স অফ উত্থান (১৯৮২), ওয়ার্ল্ড অর্ডার (২০১৪) তাঁর লেখা উল্লেখযোগ্য বই।
- তিনি ২০২৩ সালের ২৯ নভেম্বর মৃত্যু বরণ করেন।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৮৯) Which country was the first to launch a fully functional Central Bank Digital Currency?

Sweden

China

Bahamas

Nigeria

Bahamas

ব্যাখ্যা:

CBDC:
- বাহামাস প্রথম দেশ যা একটি সম্পূর্ণ কার্যকরী কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা (CBDC) চালু করেছে।
- তাদের CBDC নাম স্যান্ড ডলার' (Sand Dollar), যা ২০২০ সালের অক্টোবরে বাহামাস সেন্ট্রাল ব্যাঙ্ক কর্তৃক জাতীয়ভাবে চালু করা হয়।
- এটি বিশ্বের প্রথম জাতীয় CBDC হিসেবে স্বীকৃত, যা অপ্রতুল এলাকায় আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে (যেমন হারিকেন ডোরিয়ান) সহজ লেনদেনের জন্য তৈরি করা হয়েছে।
- এটি সম্পূর্ণ কার্যকরী, অর্থাৎ এটি ব্যাঙ্কিং সিস্টেমের সাথে একীভূত এবং দৈনন্দিন লেনদেনে ব্যবহারযোগ্য।

তথ্যসূত্র - IMF ওয়েবসাইট।

৯০) What is the position of Bangla among the most spoken languages of the world?

3rd

5th

7th

9th

7th

ব্যাখ্যা:

⇒ বিশ্বের সর্বাধিক কথ্য ভাষার মধ্যে বাংলা ভাষার অবস্থান ৭ম।

সর্বাধিক কথ্য ভাষা:
- ১ম অবস্থানে ইংরেজি।
- ২য় অবস্থানে ম্যান্ডারিন চাইনিজ।
- ৩য় অবস্থানে হিন্দি।
- ৪য় অবস্থানে স্প্যানিশ।
- ৫য় অবস্থানে আরবি।
- ৬ষষ্ঠ অবস্থানে ফরাসি।
- ৭ম অবস্থানে বাংলা।
- ৮ম অবস্থানে পর্তুগিজ।
- ৯ম অবস্থানে রাশিয়ান।
- ১০ অবস্থানে ইন্দোনেশিয়ান।

তথ্যসূত্র - Ethnologue. (লিংক)

৯১) Which of the following is a logical operator?

+

&&

*

=

&&

ব্যাখ্যা:

• যুক্তিবাচক বা logical operator সাধারণত এমন অপারেটর যা এক বা একাধিক শর্ত বা Boolean মানকে সংযুক্ত করে সত্য (true) বা মিথ্যা (false) ফলাফল প্রদান করে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে “&&” একটি সুপরিচিত logical operator, যা logical AND নির্দেশ করে। এটি তখনই true হয় যখন উভয় শর্তই সত্য থাকে। অন্য অপশনগুলো (+, *, =) গণিত বা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে ব্যবহৃত হয় এবং যুক্তিগত তুলনা বা শর্ত মূল্যায়নের জন্য উপযোগী নয়। তাই সঠিক উত্তর হলো খ) &&, যা প্রোগ্রামিং-এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

• লজিক্যাল অপারেটর (Logical Operator):
- লজিক্যাল অপারেটর হলো এমন অপারেটর যা কোনো শর্ত সত্য (true) বা মিথ্যা (false) কিনা তা নির্ণয় করতে ব্যবহৃত হয়।
- প্রোগ্রামিং ভাষায় সিদ্ধান্ত গ্রহণ (decision making) বা শর্ত যাচাইয়ের জন্য লজিক্যাল অপারেটরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- সাধারণ লজিক্যাল অপারেটরগুলোর মধ্যে রয়েছে AND (&&), OR (||), NOT (!)।
- && অপারেটর তখনই true রিটার্ন করে যখন দুটি শর্তই সত্য হয়।
- এটি গণিতের অপারেটর + বা * এর মতো নয় এবং সমান চিহ্ন (=) এর মতো অ্যাসাইনমেন্ট অপারেটরও নয়।

• অন্যান্য অপারেটরগুলোর সংক্ষিপ্ত তুলনা:
- "+" একটি গাণিতিক যোগ অপারেটর, যা সংখ্যা যোগ করতে ব্যবহৃত হয়।
- "*" গুণ অপারেটর, যা দুটি সংখ্যার গুণফল বের করতে ব্যবহৃত হয়।
- "=" হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, যা কোনো ভেরিয়েবলে মান বসাতে ব্যবহৃত হয়।
- এগুলোর কোনোটাই লজিক্যাল অপারেটর নয়।

সুতরাং, প্রদত্ত অপশন গুলোর মধ্যে লজিক্যাল অপারেটর হলো AND অপারেটর (&&).
সঠিক উত্তর: খ) &&

Source: w3schools. [link]

৯২) What is the use of "CAPTCHA" in online banking applications?

Encryption

Authentication

Blocking bots

Improving speed

Blocking bots

ব্যাখ্যা:

• অনলাইন ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলোতে CAPTCHA মূলত “গ) Blocking bots” উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটি মানুষের ব্যবহারকারী ও স্বয়ংক্রিয় বটের মধ্যে পার্থক্য শনাক্ত করতে সাহায্য করে। বট বা ক্ষতিকর স্বয়ংক্রিয় প্রোগ্রামগুলো প্রায়ই লগইন তথ্য চুরি, ভুয়া রিকোয়েস্ট পাঠানো বা ব্রুট-ফোর্স আক্রমণ চালানোর চেষ্টা করে। CAPTCHA এসব স্বয়ংক্রিয় আক্রমণ প্রতিহত করে সিস্টেমকে সুরক্ষিত রাখে। যদিও এটি পরোক্ষভাবে অথেন্টিকেশন বাড়াতে সহায়তা করে, এর প্রধান কাজ এনক্রিপশন বা গতিবৃদ্ধি নয়। তাই CAPTCHA-র মূল উদ্দেশ্য হলো অননুমোদিত স্বয়ংক্রিয় বটকে ব্লক করে ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও লেনদেনকে নিরাপদ রাখা।

[- CAPTCHA সরাসরি Authentication নয়, কারণ-

Authentication মানে হলো ব্যবহারকারীর পরিচয় যাচাই করা-যেমন পাসওয়ার্ড, OTP, বায়োমেট্রিক ইত্যাদি। এগুলো প্রমাণ করে “আপনি কে”।

কিন্তু CAPTCHA যাচাই করে আপনি মানুষ কিনা, “আপনি কে” তা নয়।
আপনি একজন বৈধ ব্যবহারকারী হোন বা অপরিচিত কেউ-CAPTCHA সবার সামনে একই প্রকার মানব-পরীক্ষা দেয়।

এটি শুধু নিশ্চিত করে যাতে কোনো স্বয়ংক্রিয় বট সিস্টেমে ঢুকতে না পারে।
তাই এটি প্রকৃত অথেন্টিকেশন মেকানিজম নয়; বরং একটি bot-prevention security layer।
- এই কারণে সঠিক উত্তর গ) Blocking bots, খ) Authentication নয়।]

CAPTCHA:
- CAPTCHA এর পূর্ণরূপ Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart.
- CAPTCHA হচ্ছে ইন্টারনেটে মানব ব্যবহারকারী এবং স্বয়ংক্রিয় বটগুলির মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত একটি নিরাপত্তা ব্যবস্থা।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে বটগুলিকে ক্ষতিকারক বা বিঘ্নিত হতে পারে এমন কাজগুলি করা থেকে বিরত রাখতে, যেমন জাল অ্যাকাউন্ট তৈরি করা, স্প্যামিং ফর্ম বা সাইবার আক্রমণ শুরু করা।
- ক্যাপচা-এর প্রাথমিক উদ্দেশ্য হল অনলাইন সিস্টেমের নিরাপত্তা এবং অখণ্ডতা নিশ্চিত করা যেনো বটগুলিকে অপব্যবহার করা থেকে বিরত রাখা যায়।

ক্যাপচাগুলি কিছু সাধারণ ব্যবহারের ক্ষেত্রে অন্তর্ভুক্ত:
যেমন -
- User Registration and Login,
- Form Submissions,
- Preventing DDoS Attacks,
- Online Polls and Surveys,
- Web Scraping Prevention.

উৎস: ব্রিটানিকা।

৯৩) Wi-Fi is based on-

IEEE 208.11

IEEE 802.11

IEEE 802.15

IEEE 208.15

IEEE 802.11

ব্যাখ্যা:

• Wi-Fi প্রযুক্তি IEEE 802.11 মানের ওপর ভিত্তি করে কাজ করে, যা তারবিহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) তৈরির জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক সেট স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড ডেটা ট্রান্সমিশন, রেডিও ফ্রিকোয়েন্সি, সিকিউরিটি প্রোটোকল এবং সংযোগের ধরন নির্ধারণ করে, ফলে বিভিন্ন ডিভাইস সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। IEEE 208.11 বা 208.15 নামে কোনো স্ট্যান্ডার্ড নেই, এবং IEEE 802.15 মূলত ব্লুটুথের মতো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN)-এর জন্য ব্যবহৃত হয়।
- তাই Wi-Fi প্রযুক্তির সঠিক ভিত্তি হলো খ) IEEE 802.11

Wi-Fi:
- Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-Fi (Wireless Fidelity) হলো এমন একটি জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসসমূহ রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- সাধারণত ২.৪ গিগাহার্জ (GHz) অথবা ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়।
- Wi-Fi একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা IEEE 802.11 নামে পরিচিত।
- Wi-Fi মূলত Wireless LAN (WLAN) এর জন্য ব্যবহৃত প্রযুক্তি। অর্থাৎ Wi-Fi ব্যবহার করে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যা তার ছাড়া কাজ করে।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- Wi-Fi এর জঙ্ক ভিক্টর ভিক হেরেস।
- Wi-Fi এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিতার পর্যন্ত বিস্তৃত।
- Wi-Fi এর ওয়্যারলেস একসেস পয়েন্ট হলো রাউটার।

- WiMAX IEEE এর  IEEE 802.16 স্ট্যান্ডার্ড অনুসরণ করে।
- Bluetooth IEEE এর IEEE 802.15 স্ট্যান্ডার্ড অনুসরণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

৯৪) Which is not an IT certification?

CCNA

ComTIA A+

GISF

DigiSec

DigiSec

ব্যাখ্যা:

• উল্লিখিত  অপশনগুলোর মধ্যে DigiSec কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটি সার্টিফিকেশন নয়। CCNA হলো সিসকোর নেটওয়ার্কিং সার্টিফিকেশন, CompTIA A+ আইটি সাপোর্ট ও হার্ডওয়্যার–সফটওয়্যার ভিত্তিক জনপ্রিয় সার্টিফিকেট, আর GISF হলো GIAC কর্তৃক প্রদত্ত তথ্য–নিরাপত্তার বুনিয়াদি সার্টিফিকেশন। DigiSec নামটি সাধারণত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান প্রদত্ত আনুষ্ঠানিক সার্টিফিকেশন বোঝায় না; এটি ধারণাগতভাবে “Digital Security” সম্পর্কিত শব্দ হতে পারে, তবে পৃথক সার্টিফিকেট হিসেবে প্রতিষ্ঠিত নয়।
- তাই তালিকাভুক্ত অপশনগুলোর মধ্যে DigiSec-ই একমাত্র যে আইটি সার্টিফিকেশন নয়।


• CCNA (Cisco Certified Network Associate):
- CCNA হলো সিসকো কর্তৃক প্রদত্ত একটি নেটওয়ার্কিং প্রমাণপত্র (IT certification)।
- এটি মূলত নেটওয়ার্ক ইনফ্রাসট্রাকচার, রাউটিং, সুইচিং, এবং নেটওয়ার্ক বেসিকস সম্পর্কে দক্ষতা যাচাই করে।
- কিউরিকুলাম-এ সাধারণত আইপি অ্যাড্রেসিং, সাবনেটিং, VLAN, রাউটিং প্রটোকল ইত্যাদি থাকে।
- CCNA ধরা হয় আইটি ও নেটওয়ার্কিং ক্যারিয়ারের একটি মৌলিক ও স্বীকৃত সার্টিফিকেট হিসেবে।

• ComTIA A+:
- ComTIA A+ হলো একটি পরিচিত হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্বন্ধীয় আইটি সার্টিফিকেশন।
- এটি মূলত পিসি হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম ইনস্টলেশন, ট্রাবলশুটিং ও বেসিক সিকিউরিটি সামলায়।
- নতুন আইটি টেকনিশিয়ানদের জন্য এটি একটি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য প্রাথমিক সার্টিফিকেট।
- ComTIA A+ সাধারণত আইটি সাপোর্ট বা টেকনিক্যাল সাপোর্ট রোলে কাজে লাগে।

• GISF (GIAC Information Security Fundamentals):
- GISF হলো GIAC কর্তৃক প্রদত্ত একটি ইনফরমেশন সিকিউরিটি সংক্রান্ত সার্টিফিকেশন।
- এটি সাইবার সিকিউরিটির মৌলিক ধারণা, থ্রেট, ভলনারিবিলিটি ও সিকিউরিটি কনসেপ্ট যাচাই করে।
- GISF সাধারণত সিকিউরিটি-ফোকাসড ভূমিকার প্রাথমিক স্তরের যোগ্যতা প্রদর্শন করে।
- তাই GISF-ও একটি প্রামাণ্য IT/সিকিউরিটি সার্টিফিকেশন হিসেবে গণ্য হয়।

• DigiSec:
- DigiSec একটি স্পষ্টভাবে পরিচিত বা বিশ্বস্ত আইটি সার্টিফিকেশন হিসেবে বিস্তৃতভাবে স্বীকৃত নয়।
- "DigiSec" নামে কখনও কখনও কোম্পানি, সার্ভিস বা লোকাল ট্রেনিং প্রোগ্রাম থাকতে পারে, কিন্তু এটি একটি মান্যতাপ্রাপ্ত আন্তর্জাতিক IT সার্টিফিকেট হিসেবে পরিচিত নয়।
- প্রচলিত ও স্বীকৃত সার্টিফিকেশন যেমন CCNA, ComTIA A+, GISF ইত্যাদির সঙ্গে DigiSec-এর তুলনা করলে DigiSec-এর স্বীকৃতি ও কাঠামো অনিশ্চিত/অস্পষ্ট থাকে।
- তাই সাধারণত পরীক্ষাসূচক প্রশ্নে DigiSec-কে "না-সার্টিফিকেশন" (not an IT certification) হিসেবে দেখা হয়।

সুতরাং, উপরোক্ত অপশনগুলোর মধ্যে যে সদস্যটি প্রামাণ্যভাবে স্বীকৃত IT সার্টিফিকেশন নয় তা হলো DigiSec.
সঠিক উত্তর: ঘ) DigiSec.

Source: Britannica.

৯৫) Which of the following is not one of the 'three Vs' used to characterize Big Data?

Variety

Visibility

Volume

Velocity

Visibility

ব্যাখ্যা:

• বিগ ডেটার বৈশিষ্ট্য বোঝাতে সাধারণত তিনটি “V” ব্যবহার করা হয়- Volume, Variety এবং Velocity। Volume নির্দেশ করে তথ্যের বিশাল পরিমাণকে, Variety বোঝায় তথ্যের বিভিন্ন ধরন ও উৎসকে, আর Velocity বোঝায় তথ্য তৈরি ও প্রক্রিয়াকরণের গতি। এই তিনটি বৈশিষ্ট্যই বিগ ডেটার মূল পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে “Visibility” বিগ ডেটার তিনটি V–এর অন্তর্ভুক্ত নয়। যদিও তথ্যের দৃশ্যমানতা বা উপলভ্যতা ডেটা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ হতে পারে, এটি মূল ধারণার অংশ নয়। 
- সুতরাং সঠিক উত্তর হলো Visibility (খ)।


• Big Data-এর তিন V (Three Vs): Volume, Variety, Velocity

- Big Data সাধারণত তিনটি মূল বৈশিষ্ট্যের মাধ্যমে চিহ্নিত করা হয়, যেগুলোকে তিন V বলা হয়।
- এই তিনটি হলো: Volume (ডেটার পরিমাণ), Variety (ডেটার বৈচিত্র্য), এবং Velocity (ডেটা তৈরি ও প্রক্রিয়াকরণের গতি)।
- তিন V মূলত বিশাল ডেটাসেটের প্রকৃতি ও জটিলতা ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়।

• Volume:
- Volume হলো ডেটার পরিমাণ বা আকার।
- Big Data সাধারণত টেরাবাইট, পেটাবাইট বা তারও বেশি পরিমাণের ডেটা নিয়ে গঠিত হয়।
- বিপুল ডেটার কারণে বিশেষ প্রযুক্তি ও স্টোরেজ ব্যবস্থার প্রয়োজন হয়।

• Variety:
- Variety হলো ডেটার বিভিন্ন ধরণ।
- এটি Structured, Semi-structured এবং Unstructured ডেটা—সব ধরনের ডেটাকে বোঝায়।
- সোশ্যাল মিডিয়া, ভিডিও, অডিও, সেন্সর ডেটা ইত্যাদি এই বৈচিত্র্যের উদাহরণ।

• Velocity:
- Velocity হলো ডেটা তৈরি, সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের গতি।
- আধুনিক সিস্টেমে প্রতি সেকেন্ডে বিপুল ডেটা তৈরি হয়, যেগুলো দ্রুত বিশ্লেষণ করা দরকার।
- রিয়েল-টাইম ডেটা প্রক্রিয়াকরণ Velocity-এর উদাহরণ।

• Visibility (Big Data-এর তিন V নয়):
- Visibility শব্দটি Big Data বিশ্লেষণে ব্যবহার হতে পারে, কিন্তু এটি তিন V-এর অন্তর্ভুক্ত নয়।
- Visibility সাধারণত ডেটার স্বচ্ছতা বা দৃশ্যমানতার বিষয় বোঝায়।
- Big Data-এর মূল বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে Visibility ব্যবহৃত হয় না।

- সঠিক উত্তর: খ) Visibility.

Source: [link]

৯৬) Which one is not a leading Al startup? 

OpenAl

xAI

Cohere

nVidia

nVidia

ব্যাখ্যা:

• নির্বাচিত তালিকার মধ্যে nVidia কোনো AI startup নয়; এটি একটি বহুদিনের প্রতিষ্ঠিত প্রযুক্তি কোম্পানি, যারা মূলত GPU উৎপাদন ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সমাধানের জন্য পরিচিত। অন্যান্য তিনটি- OpenAI, xAI এবং Cohere- সবই তুলনামূলকভাবে নতুন এবং দ্রুতবর্ধনশীল জেনারেটিভ AI স্টার্টআপ, যারা ভাষা মডেল, নিরাপদ AI বিকাশ এবং মানবসদৃশ বোধগম্যতা নিয়ে কাজ করছে।
- nVidia যদিও AI ক্ষেত্রের উন্নয়নে বিশাল ভূমিকা রাখে, তবুও এটি স্টার্টআপ নয়; বরং একটি পরিণত, বৈশ্বিক হার্ডওয়্যার ও সফটওয়্যার জায়ান্ট, যা AI স্টার্টআপগুলোর জন্য ভিত্তি প্রযুক্তি সরবরাহ করে।


• শীর্ষস্থানীয় এআই স্টার্টআপ:

- উল্লিখিত অপশন চারটির মধ্যে তিনটি হলো বিশিষ্ট ও সুপরিচিত এআই স্টার্টআপ।  
- OpenAI কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও উন্নয়নে একটি শীর্ষস্থানীয় স্টার্টআপ।  
- xAI হলো এলন মাস্ক প্রতিষ্ঠিত একটি উদীয়মান এআই স্টার্টআপ।  
- Cohere প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণভিত্তিক একটি দ্রুতবর্ধনশীল এআই স্টার্টআপ।  
- কিন্তু nVidia কোনো স্টার্টআপ নয়, বরং এটি একটি বৃহৎ ও প্রতিষ্ঠিত প্রযুক্তি কোম্পানি যা মূলত GPU এবং এআই হার্ডওয়্যার তৈরির জন্য পরিচিত।  
- তাই তালিকায় একমাত্র nVidia-ই স্টার্টআপ নয়।  

- সঠিক উত্তর: ঘ) nVidia.

Source: Britannica.

৯৭) What is the time complexity of searching for an element in a balanced binary search tree?

O(1)

O(n log n)

O(log n)

O(n)

O(log n)

ব্যাখ্যা:

• একটি balanced binary search tree (BST)- তে প্রতিটি নোডের বাম ও ডান উপগাছ প্রায় সমান উচ্চতার হয়। এর ফলে গাছের উচ্চতা থাকে প্রায় log n, যেখানে n হলো নোডের সংখ্যা। BST-তে কোনো উপাদান খুঁজতে প্রতিটি ধাপে আমরা মাত্র একটি শাখা বেছে নিই- বাম বা ডান- যা অনুসন্ধানের ক্ষেত্রকে অর্ধেকে নামিয়ে আনে। তাই প্রতিবার ধাপ কমতে কমতে সর্বোচ্চ log n ধাপ লাগে।
- ফলে balanced BST-তে কোনো উপাদান অনুসন্ধানের সময় জটিলতা হয় O(log n), যা অপশনগুলোর মধ্যে গ) সঠিক।


• Balanced Binary Search Tree-এ Searching:

- Balanced Binary Search Tree (BST) হলো একটি বাইনারি সার্চ ট্রি যেখানে প্রতিটি নোডের বাম এবং ডান সাবট্রির উচ্চতার পার্থক্য সর্বাধিক ১ থাকে।
- এই ব্যালান্সড কাঠামোর কারণে ট্রি-এর উচ্চতা সর্বদা O(log n) এর মধ্যে থাকে, যেখানে n হলো নোডের সংখ্যা।
- Searching-এর সময় আমরা মূল নোড থেকে শুরু করে প্রতিটি লেভেলে তুলনা করি এবং ডান বা বাম সাবট্রিতে চলে যাই।
- যেহেতু ট্রির উচ্চতা O(log n), তাই সর্বোচ্চ O(log n) ধাপের মধ্যে আমরা কোনো নোড খুঁজে পেতে পারি।
- এটি Sequential Search বা Unbalanced BST-এর মত O(n) সময় নেয় না।  

সুতরাং, Balanced Binary Search Tree-এ কোনো এলিমেন্ট সার্চ করার সময়ের সময় জটিলতা হল O(log n) 
সঠিক উত্তর: গ) O(log n)

Source: Princeton University. [link]

৯৮) Which of the following is not a guided media?

Optical fiber

Coaxial cable

Radio waves

Twisted pair

Radio waves

ব্যাখ্যা:

• অপশনগুলোর Optical fiber, coaxial cable এবং twisted pair–এই তিনটিই guided media, কারণ এগুলোর মাধ্যমে সংকেত একটি নির্দিষ্ট পথ ধরে ভ্রমণ করে।
- কিন্তু রেডিও তরঙ্গ বাতাসে ছড়িয়ে পড়ে এবং অ্যান্টেনার মাধ্যমে প্রেরণ ও গ্রহণ করা হয়, ফলে এটি মুক্তভাবে বিস্তার লাভ করে। তাই রেডিও তরঙ্গের ক্ষেত্রে সংকেতকে নির্দিষ্ট কোনো শারীরিক মাধ্যম নিয়ন্ত্রণ করে না, যা এটিকে অন্যান্য তারভিত্তিক মাধ্যম থেকে আলাদা করে।


• Guided এবং Unguided Media:

- কম্পিউটার নেটওয়ার্কে তথ্য পরিবহনের জন্য বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করা হয়। 
- এগুলো প্রধানত দুই প্রকারের: Guided Media এবং Unguided Media। 

• Guided Media:
- Guided Media হলো সেই ধরনের যোগাযোগ মাধ্যম যেখানে তথ্য নির্দিষ্ট পথে বা কেবল ব্যবহার করে প্রেরণ করা হয়।
- উদাহরণ: Optical fiber, Coaxial cable, Twisted pair।
- এই মাধ্যমগুলোতে সিগন্যাল প্রায়শই কেবল বা তারের মাধ্যমে গাইড করা হয়। 

• Unguided Media:
- Unguided Media হলো সেই ধরনের যোগাযোগ মাধ্যম যেখানে তথ্য বাতাস, خلاء বা খোলা পরিবেশের মাধ্যমে ছড়িয়ে যায়। 
- উদাহরণ: Radio waves।
- এই মাধ্যমগুলোতে সিগন্যাল নির্দিষ্ট পথে বাঁধা থাকে না, বরং মুক্তভাবে ছড়ায়। 

সুতরাং, নির্দেশিত (Guided) মিডিয়া নয় এমনটি হলো - Radio waves.
- সঠিক উত্তর: গ) Radio waves.

Source: researchgate. [link]

৯৯) Which type of DNS record maps a domain name to an IPv4 address?

AAA Record

CNAME Record

MX Record

A Record

A Record

ব্যাখ্যা:

• ডোমেইন নামকে IPv4 ঠিকানার সাথে সংযুক্ত করার জন্য যে DNS রেকর্ড ব্যবহার করা হয়, সেটি হলো A Record.
A Record (Address Record) মূলত একটি ডোমেইন নামকে নির্দিষ্ট IPv4 ঠিকানার সাথে ম্যাপ করে। উদাহরণস্বরূপ, যদি একটি ওয়েবসাইটের ডোমেইন “example.com” হয়, তাহলে A Record ব্যবহার করে সার্ভারকে বলা হয় যে এই ডোমেইনটি কোন IPv4 ঠিকানায় অবস্থান করছে। অন্যদিকে, CNAME Record হলো একটি ডোমেইনের জন্য অ্যালিয়াস নাম নির্দেশ করে, MX Record ইমেইল সার্ভার নির্দেশের জন্য ব্যবহৃত হয়, এবং AAA Record হলো IPv6 ঠিকানার জন্য। 

- সুতরাং, IPv4 ঠিকানার জন্য সঠিক উত্তর হলো ঘ) A Record

• DNS রেকর্ড এবং IPv4 ঠিকানা:

- DNS (Domain Name System) হলো ইন্টারনেটে ডোমেইন নামকে আইপি ঠিকানার সাথে যুক্ত করার সিস্টেম।  
- IPv4 হলো ইন্টারনেটে ব্যবহৃত একটি 32-বিটের ঠিকানা।  
- DNS বিভিন্ন ধরনের রেকর্ড ব্যবহার করে, যেমন- A, AAAA, CNAME, MX ইত্যাদি।  

• A Record:
- A Record হলো সেই ধরনের DNS রেকর্ড যা একটি ডোমেইন নামকে IPv4 ঠিকানার সাথে যুক্ত করে।  
- এটি সরাসরি ডোমেইন নামের জন্য ৪-অক্টেটের IPv4 ঠিকানা নির্ধারণ করে।  
- উদাহরণ: যদি আপনার ডোমেইন example.com, তাহলে A Record সেট করলে ব্রাউজার example.com কে তার IPv4 ঠিকানায় রেজোল্ভ করবে।  

• AAAA Record:
- অপশনে "AAAA record" হবে- "AAA record" নয়।
- AAAA Record হলো সেই ধরনের DNS রেকর্ড যা একটি ডোমেইন নামকে IPv6 ঠিকানার সাথে যুক্ত করে।  
- এটি A Record এর মতোই কাজ করে, শুধু IPv6 ঠিকানার জন্য।  

• CNAME Record:
- CNAME Record হলো Canonical Name Record।  
- এটি একটি ডোমেইন নামকে অন্য ডোমেইন নামের সাথে যুক্ত করে, কিন্তু সরাসরি IP ঠিকানা নয়।  
- এটি মূলত alias তৈরি করার জন্য ব্যবহার হয়।  

• MX Record:
- MX (Mail Exchange) Record হলো সেই ধরনের DNS রেকর্ড যা ডোমেইনের ইমেইল সার্ভারের ঠিকানা নির্ধারণ করে।  
- এটি মূলত ইমেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়, ডোমেইন নামকে IP এর সাথে নয়।  

- সুতরাং, একটি ডোমেইন নামকে IPv4 ঠিকানার সাথে মাপার জন্য ব্যবহৃত DNS রেকর্ড হল A Record।  
- সঠিক উত্তর: ঘ) A Record.

Source: microsoft. [link]

১০০) A chatbot like ChatGPT is an example of:

Symbolic AI

Generative Al

Embedded Al

Reactive Al

Generative Al

ব্যাখ্যা:

• একটি চ্যাটবট যেমন ChatGPT হলো Generative AI এর উদাহরণ। এটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ ব্যবহার করে ব্যবহারকারীর প্রশ্ন বা বার্তাকে বুঝে প্রাসঙ্গিক এবং মানবসদৃশ উত্তর তৈরি করে। Symbolic AI মূলত নিয়ম ও লজিকের উপর ভিত্তি করে কাজ করে, যেখানে প্রত্যেকটি সিদ্ধান্ত পূর্বনির্ধারিত নিয়ম অনুসারে হয়। Reactive AI কেবল বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া দেখায়, ভবিষ্যত অনুমান বা জেনারেশন করে না। Embedded AI সাধারণত কোনো যন্ত্র বা ডিভাইসের মধ্যে সংযুক্ত হয় নির্দিষ্ট কাজের জন্য।
- ChatGPT তার প্রশিক্ষিত মডেলের সাহায্যে নতুন, অনন্য ও প্রাসঙ্গিক উত্তর “জেনারেট” করার কারণে এটি Generative AI.

ChatGPT (চ্যাটজিপিটি)
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- ChatGPT হলো একটি AI মডেল যা Natural Language Processing (NLP) প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে।
- এর মূল উদ্দেশ্য হলো মানুষের ভাষা বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী প্রাকৃতিকভাবে উত্তর প্রদান করা।
- NLP এর মাধ্যমে এটি টেক্সট বিশ্লেষণ, ভাষা অনুবাদ, সারসংক্ষেপ তৈরি, প্রশ্নোত্তর, ও কথোপকথন পরিচালনা করতে পারে।
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

উৎস:
১। ব্রিটানিকা।
2। ওপেন এআই ওয়েবসাইট।