১) Choose the correct antonym for the following words: (Question 1 - 5)
1. Audacious
bold
timid
fearless
daring
timid
ব্যাখ্যা:
Answer: খ) timid.
• Audacious:
English meaning: showing a willingness to take risks or offend people.
Bangla meaning: দুঃসাহসী; অসমসাহসী।
Options,
ক) Bold:
English meaning: not frightened of danger.
Bangla meaning: সাহসী; দুর্দান্ত; দুর্দমনীয়; প্রবল; দুঃসাহসিক।
খ) Timid:
English meaning: shy and nervous; without much confidence; easily frightened.
Bangla meaning: ভীরু; লাজুক; মুখচোরা।
গ) Fearless:
English meaning: having no fear.
Bangla meaning: নির্ভীক; শঙ্কাহীন।
ঘ) Daring:
English meaning: brave and taking risks.
Bangla meaning: দুঃসাহস; অসমসাহস।
অপশন বিবেচনা করে দেখা যায়, Audacious এর বিপরীত শব্দ - timid.
Source: Cambridge & Accessible Dictionary.
২) Frivolous
serious
trivial
fun
silly
serious
ব্যাখ্যা:
Answer: ক) serious.
• Frivolous:
English meaning: behaving in a silly way and not taking anything seriously.
Bangla meaning: (১) তুচ্ছ; হালকা; চপল; অকিঞ্চিৎকর (২) (ব্যক্তি) লঘুচিত্ত; ছেবলা; হালকা।
Options,
ক) Serious:
English meaning: severe in effect; bad.
Bangla meaning: গম্ভীর; রাশভারী; আন্তরিক; গভীর; চিন্তাশীল; অচপল।
খ) Trivial:
English meaning: having little value or importance.
Bangla meaning: সামান্য; তুচ্ছ; অকিঞ্চিৎকর; নগণ্য।
গ) Fun:
English meaning: pleasure, enjoyment, or entertainment.
Bangla meaning: মজা; তামাসা; রঙ্গ; কৌতুক; হাসিঠাট্টা।
ঘ) Silly:
English meaning: showing little thought or judgment.
Bangla meaning: বোকাটে; দুর্বলচেতা।
অপশন বিবেচনা করে দেখা যায়, Frivolous এর বিপরীত শব্দ - Serious.
Source: Cambridge & Accessible Dictionary.
৩) Contrite
angry
protracted
unrepentant
surfeit
unrepentant
ব্যাখ্যা:
Answer: গ) unrepentant.
• Contrite:
English meaning: feeling very sorry and guilty for something bad that you have done.
Bangla meaning: কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত; পাপবোধ দ্বারা পীড়িত।
Options,
ক) Angry:
English meaning: having a strong feeling against someone who has behaved badly, making you want to shout at them or hurt them.
Bangla meaning: ক্রুদ্ধ; রুষ্ট।
খ) Protracted:
English meaning: lasting for a long time or made to last longer than necessary.
Bangla meaning: দীর্ঘসস্থায়ী, বিলম্বিত।
গ) Unrepentant:
English meaning: not repentant (= feeling sorry for something that you have done).
Bangla meaning: অননুতপ্ত; অনুতাপশূন্য; অনুশোচনাহীন।
ঘ) Surfeit:
English meaning: an amount that is too large, or is more than is needed.
Bangla meaning: যেকোনো বস্তুর, বিশেষত খাদ্য ও পানীয়ের আতিশয্য/ বাহুল্য।
অপশন বিবেচনা করে দেখা যায়, Contrite এর বিপরীত শব্দ - Unrepentant.
Source: Cambridge Dictionary.
৪) Mollify
stultify
infuriate
placate
squander
infuriate
ব্যাখ্যা:
Answer: খ) infuriate.
• Mollify:
English meaning: to make someone less angry or upset.
Bangla meaning: শান্ত/প্রশমিত করা; নরম/কোমল করা।
Options,
ক) Stultify:
English meaning: to make somebody feel very bored and unable to think of new ideas.
Bangla meaning: বোকা বা বেকুব বানানো; মানসিকভাবে নিস্তেজ করা; জড়ত্ব সৃষ্টি করা।
খ) Infuriate:
English meaning: to make someone extremely angry.
Bangla meaning: ক্রোধে ক্ষিপ্ত করা; ক্রোধান্ধ/ক্রোধোন্মত্ত করা।
গ) Placate:
English meaning: to stop someone from feeling angry.
Bangla meaning: শান্ত/আশ্বস্ত করা।
ঘ) Squander:
English meaning: to waste money or supplies, or to waste opportunities by not using them to your advantage.
Bangla meaning: (সময় বা অর্থ) অপব্যয় করা; বেহিসাবি খরচ করা; পয়সা উড়ানো।
অপশন বিবেচনা করে দেখা যায়, Mollify এর বিপরীত শব্দ - Infuriate.
Source: Cambridge Dictionary.
৫) Innocuous
harmless
dangerous
insignificant
gentle
dangerous
ব্যাখ্যা:
Answer: খ) dangerous.
• Innocuous:
English meaning: completely harmless (= causing no harm).
Bangla meaning: অনপকারী; নির্বিষ।
Options,
ক) Harmless:
English meaning: not able or not likely to cause harm.
Bangla meaning: ক্ষতি করে না এমন।
খ) Dangerous:
English meaning: A dangerous person, animal, thing, or activity could harm you.
Bangla meaning: বিপজ্জনক; বিপৎসংকুল।
গ) Insignificant:
English meaning: small or not noticeable, and therefore not considered important.
Bangla meaning: তাৎপর্যহীন; নিরর্থক; নিরর্থ; অর্থহীন; গুরুত্বহীন; আকিঞ্চিৎকর; তুচ্ছ।
ঘ) Gentle:
English meaning: calm, kind, or soft.
Bangla meaning: অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক।
অপশন বিবেচনা করে দেখা যায়, Innocuous এর বিপরীত শব্দ - Dangerous.
Source: Cambridge Dictionary.
৬) Choose the correct synonym for the following words: (Question 6-10)
6. Ubiquitous
rare
widespread
local
invisible
widespread
ব্যাখ্যা:
Correct Answer: খ) widespread.
• Ubiquitous:
English meaning: seeming to be everywhere.
Bangla meaning: (আনুষ্ঠানিক) একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী।
Options,
ক) Rare:
English meaning: not common or frequent; very unusual.
Bangla meaning: দুর্লভ; অস্বাভাবিক; অসাধারণ, যা সচরাচর দেখা যায় না বা ঘটে না।
খ) Widespread:
English meaning: existing or happening in many places and/or among many people.
Bangla meaning: বহুবিস্তৃত।
গ) Local:
English meaning: belonging to or connected with the particular place or area that you are talking about or with the place where you live.
Bangla meaning: স্থানীয়; আঞ্চলিক।
ঘ) Invisible:
English meaning: impossible to see.
Bangla meaning: অদৃশ্য; অলক্ষ্য; অপ্রত্যক্ষ।
অপশন বিবেচনা করে দেখা যায়, Ubiquitous এর সমার্থক শব্দ - Widespread.
Source: Cambridge & Oxford Dictionary.
৭) Perfunctory
thorough
superficial
passionate
careful
superficial
ব্যাখ্যা:
সঠিক উত্তর: খ) Superficial.
• Perfunctory:
English meaning: (of an action) done as a duty or habit, without real interest, attention or feeling.
Bangla meaning: কোনো কাজ যা খুব অন্যমনে, দায়সারা, বা মনোযোগহীনভাবে করা হয়।
Options,
ক) Thorough:
English meaning: detailed and careful.
Bangla meaning: সর্বতোভাবে; সম্পূর্ণ; আনুপুঙ্খিক; কিছুই উপেক্ষা করে না বা বিস্মৃত হয় না এমন; পুঙ্খানুপুঙ্খ; পুরোদস্তুর।
খ) Superficial:
English meaning: only on the surface of something.
Bangla meaning: ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর।
গ) Passionate:
English meaning: having very strong feelings or emotions.
Bangla meaning: আবেগপ্রবণ; প্রবল আবেগপূর্ণ।
ঘ) Careful:
English meaning: giving a lot of attention to what you are doing so that you do not have an accident, make a mistake, or damage something.
Bangla meaning: (১) সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া (২) যত্নের সঙ্গে করা; সতর্ক।
অপশন বিবেচনা করে দেখা যায়, Perfunctory এর সমার্থক শব্দ - Superficial.
- Perfunctory অর্থ এমন কোনো কাজ যা খুব অন্যমনে, দায়সারা, বা মনোযোগহীনভাবে করা হয়।
- Superficial অর্থও উপর উপর কাজ করা বা গভীরতা ছাড়া, যা perfunctory-এর সঙ্গে মিল রাখে।
Source: Cambridge & Oxford Dictionary.
৮) Ameliorate
worsen
improve
neglect
reject
improve
ব্যাখ্যা:
Answer: খ) improve.
• Ameliorate:
English meaning: to make a bad or unpleasant situation better.
Bangla meaning: (আনুষ্ঠানিক) অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা।
Options,
ক) Worsen:
English meaning: to become or make something worse than it was before.
Bangla meaning: খারাপ করা।
খ) Improve:
English meaning: to (cause something to) get better.
Bangla meaning: উন্নতিসাধন/উন্নতি বিধান/শ্রীবৃদ্ধি/উৎকর্ষবিধান করা; উন্নতি বা উৎকর্ষ লাভ করা।
গ) Neglect:
English meaning: to not give enough care or attention to people or things that are your responsibility.
Bangla meaning: মনোযোগ না-দেওয়া; অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা।
ঘ) Reject:
English meaning: to refuse to accept, use, or believe something or someone.
Bangla meaning: (১) ফেলে দেওয়া; বাতিল করা (২) প্রত্যাখ্যান/অগ্রাহ্য করা।
অপশন বিবেচনা করে দেখা যায়, Ameliorate এর সমার্থক শব্দ - Improve.
Source: Cambridge & Oxford Dictionary.
৯) Auspicious
tenacious
prolific
propitious
dubious
propitious
ব্যাখ্যা:
সঠিক উত্তর: গ) propitious.
• Auspicious:
English meaning: showing signs that something is likely to be successful in the future.
Bangla meaning: শুভ; অনুকূল; সুপ্রসন্ন; মাঙ্গলিক: an auspicious moment, শুভক্ষণ; শুভযোগ; শুভলগ্ন।
Options,
ক) Tenacious:
English meaning: holding tightly onto something, or keeping an opinion in a determined way.
Bangla meaning: শক্ত করে আঁকড়ে রাখে এমন; নাছোড়বান্দা; ধৈর্যশীল।
খ) Prolific:
English meaning: producing a great number or amount of something.
Bangla meaning: (আনুষ্ঠানিক) প্রচুর পরিমাণে উৎপাদনশীল; অতিপ্রজ।
গ) Propitious:
English meaning: likely to result in success, or showing signs of success.
Bangla meaning: অনুকূল; সুপ্রসন্ন; শুভ।
ঘ) Dubious:
English meaning: thought not to be completely true or not able to be trusted.
Bangla meaning: সন্দেহপূর্ণ; সন্দিগ্ধ।
অপশন বিবেচনা করে দেখা যায়, Auspicious এর সমার্থক শব্দ - propitious.
Source: Cambridge & Oxford Dictionary.
১০) Jingoism
nepotism
altruism
chauvinism
solecism
chauvinism
ব্যাখ্যা:
সঠিক উত্তর: গ) chauvinism.
• Jingoism:
English meaning: the extreme belief that your own country is always best, often shown in enthusiastic support for a war against another country.
Bangla meaning: সংগ্রামশীল দেশপ্রেম; অতিস্বদেশী মনোভাব।
Options,
ক) Nepotism:
English meaning: the act of using your power or influence to get good jobs or unfair advantages for members of your own family.
Bangla meaning: স্বজনপ্রীতি।
খ) Altruism:
English meaning: willingness to do things that bring advantages to others, even if it results in disadvantage for yourself.
Bangla meaning: পরার্থবাদ; পরহিতব্রত; স্বার্থহীনতা
গ) Chauvinism:
English meaning: the strong and unreasonable belief that your own country or race is the best or most important.
Bangla meaning: অন্ধ স্বদেশপ্রেম; উৎকট স্বাদেশিকতা।
ঘ) Solecism:
English meaning: behaviour that is a social mistake or is not polite.
Bangla meaning: ভাষা ব্যবহারের ভুল; ভাষার অশুদ্ধ ব্যবহার; শিষ্টাচারের পরিপন্থি কোনো কাজ; অভদ্রতা; সৌজন্য বিভ্রম।
অপশন বিবেচনা করে দেখা যায়, Jingoism এর সমার্থক শব্দ - chauvinism.
Source: Cambridge & Oxford Dictionary.
১১) Choose the word that is correctly spelt (Question 11-12)
ridiculous
rediculous
ridiculus
ridiculas
ridiculous
ব্যাখ্যা:
Correct Answer: ক) ridiculous.
• Ridiculous:
English meaning: stupid or unreasonable and deserving to be laughed at.
Bangla meaning: হাস্যকর; উপহাস্য; উদ্ভট।
Example:
- Do I look ridiculous in this hat?
- Don't be so ridiculous! I can't possibly afford to stay in a hotel like that.
- It's ridiculous to expect a two-year-old to be able to read!
Source: Cambridge Dictionary.
১২) Choose the word that is correctly spelt (Question 11-12)
precinct
presinct
prisinct
precinct.
প্রশ্নটি বাতিল করা হয়েছে
ব্যাখ্যা:
ক) ও ঘ) - দুটিই সঠিক। অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• Precinct:
English meaning: a division of a city or a town, especially an area protected by a particular unit of the police or a division used for voting purposes/ a part of a city or a town in which vehicles are not allowed, used for a special purpose, such as shopping.
Bangla meaning: যে এলাকার ব্যবহার কোনো না কোনোভাবে পরিমিত বা সীমিত; সংরক্ষিত এলাকা।
Example:
- The voter turnout in most precincts is expected to be high.
Source: Cambridge Dictionary.
১৩) Fill in the blank using the most appropriate word/s (Question 13-19)
13. I prefer coffee ______ tea
Rather than
rather more that
relative than
to
to
ব্যাখ্যা:
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete Sentence: I prefer coffee to tea.
• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা।
যেমন: He prefers watching football to playing it.
• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।
উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।
১৪) The concert was cancelled ____________ the heavy rain.
owing to
because
because of
due to
because of
ব্যাখ্যা:
সঠিক উত্তর: গ) because of.
Complete sentence: The concert was cancelled because of the heavy rain.
Options,
ক) owing to:
- কারণে।
- এটি যদিও grammatically সঠিক, তবে "because of" এর চেয়ে কম preferred.
খ) because:
- সে-কারণে; কেননা; যেহেতু।
- এটি একটি conjunction.
- এর পর complete clause (subject + verb) আসে।
- এখানে শুধু "the heavy rain" (noun phrase) আছে, তাই ভুল।
গ) because of:
- জন্য; দরুন।
- এটি সঠিক উত্তর।
- "Because of" ব্যবহার করা হয় যখন আমরা কোন কিছুর কারণ ব্যাখ্যা করি।
- এটি একটি verb বা verb phrase এর পর ব্যবহৃত হয়।
- এর পর সরাসরি noun বা noun phrase আসে।
- এটি "কেন" প্রশ্নের উত্তর দেয় (কারণ ব্যাখ্যা করে)।
Structure: Subject + Verb + because of + Noun/noun phrase.
ঘ) due to:
- কারণবশত।
- এটি একটি adjectival prepositional phrase যা noun কে modify করে।
- "Due to" শুধুমাত্র Noun-এর কারণ বোঝাতে কাজে লাগে।
- "due to" use হয় be verb-এর পর।
- সঠিক ব্যবহার: The cancellation was due to heavy rain. (এখানে "cancellation" একটি Noun).
১৫) You should not ____________ back with your teachers.
talk
talks
had talked
had
talk
ব্যাখ্যা:
সঠিক উত্তর হল ক) talk.
• "Should" একটি modal verb, যার পরে verb-এর base form বসে।
- এখানে verb হচ্ছে talk.
• Talk back (to somebody)
English meaning: rude remarks made when answering someone in authority.
Bangla meaning: (প্রায়ই answer back) স্পর্ধার সঙ্গে জবাব দেওয়া।
Complete sentence: You should not talk back with your teachers.
Correct idiom টি "Talk back (to somebody)" হলেও প্রশ্নে to এর পরিবর্তে with দিয়ে প্রশ্ন করা হয়েছে।
অন্যান্য অপশন ভুল:
খ) talks:
- এটি third person singular present tense, modal verb এর পরে ব্যবহার হয় না।
গ) had talked:
- এটি past perfect tense, এখানে অপ্রাসঙ্গিক।
ঘ) had:
- এটি একটি incomplete verb, "talk back" এর অর্থ প্রকাশ করে না।
Source: Cambridge and Accessible Dictionary.
১৬) _______ summer, I get up early ________ Sunday mornings.
In/in
At/on
In/on
On/in
In/on
ব্যাখ্যা:
সঠিক উত্তর হল গ) In/on.
Complete sentence: In summer, I get up early on Sunday mornings.
• ঋতুর নাম (seasons) এর আগে সবসময় "in" ব্যবহার হয়।
Example: in summer, in winter, in spring, in autumn.
• সপ্তাহের দিনের নাম এর আগে "on" ব্যবহার হয়।
Example: on Sunday, on Monday, on Friday mornings.
১৭) ___________ sugar do you want in your tea?
How much
How many
What many
What
How much
ব্যাখ্যা:
সঠিক উত্তর হল ক) How much.
Complete sentence: How much sugar do you want in your tea?
• "Sugar" একটি uncountable noun, তাই এর সাথে "How much" ব্যবহার হয়।
- how much- কতটা; কী পরিমাণ; কতখানি।
• How much ব্যবহার হয় uncountable noun এর সাথে:
Example: How much sugar?
• How many ব্যবহার হয় countable noun এর সাথে:
Example: How many books?
অন্যান্য অপশন কেন ভুল:
খ) How many - ভুল, কারণ sugar uncountable.
গ) What many - এরকম কোনো structure নেই।
ঘ) What - এটি দিয়ে quantity জিজ্ঞাসা করা হয় না।
১৮) I sat ___________ on the couch and watched a documentary.
comfortable
quiet
comfortably
silent
comfortably
ব্যাখ্যা:
সঠিক উত্তর গ) comfortably.
Complete sentence: I sat comfortably on the couch and watched a documentary.
• এই বাক্যে "sat" একটি verb, Verb কে modify করার জন্য adverb প্রয়োজন।
- "Comfortably" একটি adverb যা "sat" verb টিকে modify করছে।
• Adverb একটি part of speech যা একটি verb, adjective অথবা অন্য একটি adverb কে বর্ণনা করে।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
ক) comfortable – adjective, বসার আগে বসবে, যেমন: a comfortable chair.
খ) quiet – এখানে প্রাসঙ্গিক নয়।
ঘ) silent – adjective, শব্দহীন অর্থে।
১৯) Karim displayed an air of _______________ when the officer asked him if he knew the speed limit.
omniscience
obstinacy
nescience
platitude
nescience
ব্যাখ্যা:
Options,
ক) omniscience:
- (আনুষ্ঠানিক) অসীম জ্ঞান; সর্বজ্ঞাতা।
খ) obstinacy:
- একগুঁয়েমি; জেদ; দুর্দমনীয়তা।
গ) nescience:
- অনবগতি; অজ্ঞানতা; জ্ঞানাভাব;
ঘ) platitude:
- স্বতঃসিদ্ধ উক্তি, বিশেষত যখন তা অভিনব উক্তিরূপে উচ্চারিত হয়; মামুলি কথা।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে nescience বসালে বাক্যটি পরিপূর্ন হয়।
Complete sentence: Karim displayed an air of nescience when the officer asked him if he knew the speed limit.
Bangla: পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করলে সে গতি সীমা জানে কি না, করিম অজ্ঞতার ভান করল।
Source: Accessible Dictionary.
২০) Identify the correct sentence for the followings (Question 20-23)
20. They reached the cinema early so as they might get a good seat
so that they might
for as they may
in order to they might
so as they
so that they might
ব্যাখ্যা:
সঠিক উত্তর ক) so that they might.
Complete sentence: They reached the cinema early so that they might get a good seat.
Bangla: তারা সিনেমায় আগে পৌঁছেছিল যাতে তারা ভালো আসন পেতে পারে।
• "So that" ব্যবহার করা হয় উদ্দেশ্য (purpose) বোঝাতে।
Structure: "so that + subject + might/could + verb".
অন্যান্য অপশন ভুল:
খ) for as they may - "for as" এরকম structure নেই।
গ) in order to they might - "in order to" এর পরে subject বসে না, "in order to" এর পরে verb-এর base form বসে।
ঘ) so as they - incomplete এবং incorrect.
২১) The man to who I sold my house was a gentleman.
to whom I sell
to who I sell
who was sold to
to whom I sold
to whom I sold
ব্যাখ্যা:
Correct Answer: ঘ) to whom I sold.
Complete sentence: The man to whom I sold my house was a gentleman.
• Who - Subject এর জন্য ব্যবহার হয়।
- Whom - Object এর জন্য ব্যবহার হয়।
• We use whom commonly with prepositions. Some formal styles prefer to use a preposition before whom.
- Preposition এর পরে সবসময় whom ব্যবহার হয়।
- "To" একটি preposition, তাই "to whom" হবে।
অন্যান্য অপশন কেন ভুল:
ক) to whom I sell - Tense inconsistency, "sell" present tense, কিন্তু বাক্যে past tense দরকার।
খ) to who I sell - "who" ভুল, "whom" হওয়া উচিত, "sell" present tense, কিন্তু বাক্যে past tense দরকার।
গ) who was sold to - এখানে passive form ব্যবহার হলে বাক্য ভিন্ন হবে।
২২) The Committee, along with the CEO, have decided to postpone the meeting until next week.
have decided
has decided
are deciding
were deciding
has decided
ব্যাখ্যা:
Correct Answer: খ) has decided.
• with, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন noun বা pronoun যুক্ত হলে এদের পূর্ববর্তী subject অনুযায়ী verb হয়।
- "The Committee" একটি collective noun, যা সাধারণত একক ভাবেই ধরা হয় এবং এর সাথে singular verb ব্যবহার করা হয়।
- তাই singular verb "has" ব্যবহার হবে।
Complete sentence: The Committee, along with the CEO, has decided to postpone the meeting until next week.
Bangla: কমিটি, সিইও’র সঙ্গে মিলেও, আগামী সপ্তাহ পর্যন্ত সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যান্য অপশন কেন ভুল:
ক) have decided - plural verb, কিন্তু subject singular.
গ) are deciding - continuous tense, এই context এ সঠিক নয়।
ঘ) were deciding - past continuous, এই context এ সঠিক নয়।
২৩) The prices of essentials has risen unexpectedly, causing a lot of hardship to the common people
has risen
has been rising
have risen
have rose
have risen
ব্যাখ্যা:
Correct Answer: গ) have risen.
Complete sentence: The prices of essentials have risen unexpectedly, causing a lot of hardship to the common people.
Bangla: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের জন্য অনেক কষ্টের কারণ হয়েছে।
Subject–Verb Agreement Rules:
1. If the subject is singular, the verb must be singular too.
- He/She writes every day.
2. If the subject is plural, the verb must also be plural.
- They write every day.
• "Prices" হলো plural (বহুবচন), তাই plural verb ব্যবহার করতে হবে।
- "have risen" হলো present perfect tense এর সঠিক রূপ plural subject এর জন্য।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
ক) has risen — singular verb, এটি ভুল।
খ) has been rising — singular verb, continuous tense, এখানে প্রাসঙ্গিক নয়।
ঘ) have rose — "rose" হলো past tense; present perfect এর জন্য "risen" ব্যবহার হয়।
২৪) Match the phrase with the appropriate phrase: (Question 24-25)
24. Call it a day
start working
finish working
take a break
work overtime
finish working
ব্যাখ্যা:
Correct Answer: খ) finish working.
• Call it a day:
English Meaning: to stop what you are doing because you do not want to do any more or think you have done enough.
Bangla Meaning: আজকের মতো যথেষ্ট কাজ হয়েছে বলে স্থির করা; নিবৃত্ত/ক্ষান্ত হওয়া।
অপশনগুলো:
ক) start working – কাজ শুরু করা।
খ) finish working - কাজ শেষ করা।
গ) take a break – বিশ্রাম নেওয়া।
ঘ) work overtime – অতিরিক্ত সময় কাজ করা।
অপশন বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তর - finish working.
Source: Live MCQ Lecture and Oxford Dictionary
২৫) Elephant in the room
large company
big investment
obvious issue
negotiation
obvious issue
ব্যাখ্যা:
• Elephant in the room:
English meaning: a problem or question that everyone knows about but does not mention because it is easier not to discuss it.
Bangla meaning: গুরুত্বপূর্ণ কিন্তু অপ্রিয় বিষয়, যা সবাই এড়িয়ে চলতে চায়।
Option,
ক) large company – বড় কোম্পানি।
খ) big investment – বড় বিনিয়োগ।
গ) obvious issue – স্পষ্ট সমস্যা / প্রকাশ্য সমস্যা।
ঘ) negotiation – কথাবার্তা; আলাপ-আলোচনা; দরদস্তুর।
অপশন বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তর - obvious issue.
Source: Oxford Dictionary.
২৬) নিচের কোন বানানটি শুদ্ধ?
নীরিহ
নিরিহ
নিরীহ
নীরীহ
নিরীহ
ব্যাখ্যা:
শুদ্ধ বানান- নিরীহ।
- এটি সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭) 'দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে'- এখানে 'বিনা' কি?
উপসর্গ
অনুসর্গ
বিভক্তি
কারক
অনুসর্গ
ব্যাখ্যা:
অনুসর্গ:
- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, তাকে অনুসর্গ বলে।
- অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা 'কে' এবং 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে বসে।
যেমন:
- বিনা: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিকের পরে)
- সনে: ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে)
- দিয়ে: তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার 'কে' বিভক্তিযুক্ত শব্দের পরে)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৮) 'আশীবিষ' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
ব্যধিকরণ
সমানাধিকরণ
ব্যতিহার
প্রত্যয়ান্ত
ব্যধিকরণ
ব্যাখ্যা:
ব্যাধিকরণ বহুব্রীহি:
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি।
যথা:
- আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।
- কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব।
পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
যেমন:
- দুই কান কাটা যার = দু কানকাটা।
- বোঁটা খসেছে যার = বোঁটাখসা।
অনুরূপভাবে - পাতা-চাটা, পাতাছেঁড়া, ধামাধরা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৯) 'জলধি' কোন শব্দ?
যৌগিক
মৌলিক
রূঢ়ি
যোগরূঢ়
যোগরূঢ়
ব্যাখ্যা:
যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন:
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতি বিশেষ'।
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩০) 'যিনি বিদ্যা লাভ করেছেন'- তাকে এক কথায় কী বলে?
কৃতবিদ্য
জ্ঞানী
বিদ্বান
সর্বজ্ঞানী
কৃতবিদ্য
ব্যাখ্যা:
- ‘যিনি বিদ্যা লাভ করেছেন’ এক কথায় বলে - কৃতবিদ্য।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
কৃতবিদ্য শব্দের অর্থ হলো: "যিনি বিদ্যা বা জ্ঞান অর্জন করেছেন; শিক্ষিত বা জ্ঞানলব্ধ ব্যক্তি।" এই শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত, যেখানে 'কৃত' মানে অর্জিত এবং 'বিদ্যা' মানে জ্ঞান বা শিক্ষা। অর্থাৎ, যিনি শিক্ষা বা জ্ঞান অর্জন করেছেন, তিনিই কৃতবিদ্য।
অন্যান্য বিকল্পের বাংলা একাডেমি অভিধান অনুসারে ব্যাখ্যা:
জ্ঞানী: বাংলা একাডেমি অভিধানে 'জ্ঞানী' শব্দটির অর্থ দেওয়া হয়েছে "জ্ঞানসম্পন্ন বা প্রজ্ঞাবান ব্যক্তি।" এটি গভীর প্রজ্ঞা বা বুদ্ধিমত্তার উপর জোর দেয়, তবে 'বিদ্যা লাভ' করার সুনির্দিষ্ট অর্থের সঙ্গে পুরোপুরি মেলে না।
বিদ্বান: অভিধানে 'বিদ্বান' শব্দের অর্থ হলো "পণ্ডিত, জ্ঞানী বা শিক্ষিত ব্যক্তি।" এটি কৃতবিদ্যের কাছাকাছি অর্থ বহন করে, তবে 'বিদ্বান' শব্দটি প্রায়শই গভীর পাণ্ডিত্য বা বিশেষজ্ঞতার সঙ্গে যুক্ত, যা প্রশ্নের প্রেক্ষাপটে 'কৃতবিদ্য'র তুলনায় কিছুটা ব্যাপক।
সর্বজ্ঞানী: বাংলা একাডেমি অভিধানে 'সর্বজ্ঞানী'র অর্থ হলো "যিনি সবকিছু জানেন।" এটি এমন ব্যক্তিকে বোঝায় যিনি সর্ববিষয়ে জ্ঞানের অধিকারী, যা 'বিদ্যা লাভ করেছেন' এই প্রশ্নের সুনির্দিষ্ট অর্থের সঙ্গে মেলে না।
সুতরাং, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের সংজ্ঞা অনুসারে, 'যিনি বিদ্যা লাভ করেছেন' তাকে বোঝাতে কৃতবিদ্য শব্দটিই সবচেয়ে সঠিক এবং সুনির্দিষ্ট। এটি শিক্ষা বা জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে সরাসরি নির্দেশ করে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১) 'অজর' শব্দের প্রকৃত অর্থ কী?
অস্থির
কাঁপনহীন
চিরসবুজ
বার্ধক্যহীন
বার্ধক্যহীন
ব্যাখ্যা:
- ‘অজর’ সংস্কৃত শব্দ।
- অর্থ: বার্ধক্যহীন/বার্ধক্যরহিত।
"বার্ধক্যরহিত" একটি সমাসবদ্ধ শব্দ। এটি ভেঙে এর উপাদান এবং অর্থ বিশ্লেষণ নিম্নরূপ:
- বার্ধক্য: এর অর্থ হলো বৃদ্ধ বয়স বা বৃদ্ধ হওয়ার অবস্থা, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে শারীরিক ও মানসিক পরিবর্তন যা বার্ধক্য নির্দেশ করে।
- রহিত: এটি একটি সংস্কৃত প্রত্যয়, যার অর্থ "মুক্ত" বা "বিহীন"। এটি কোনো কিছুর অনুপস্থিতি বা অভাব বোঝায়।
"বার্ধক্যরহিত" শব্দটির অর্থ হলো "বার্ধক্য বা বৃদ্ধ বয়স থেকে মুক্ত" বা ‘বার্ধক্যহীন’।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২) 'অন্তরীক্ষ' শব্দের প্রকৃত অর্থ কী?
মনের গভীরতা
অন্তস্থ স্থান
মহাশূন্য
আকাশের নিচে
মহাশূন্য
ব্যাখ্যা:
অন্তরিক্ষ (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- আকাশ;
- গগন।
মহাশূন্য (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- বায়ুমণ্ডলের ঊর্ধ্বে অনন্ত আকাশ, মহাকাশ।
'আকাশ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩) নিচের কোনটি বিশেষণ পদ?
বুদ্ধিমান
ঢাকা
বুদ্ধি
সংযোজন
বুদ্ধিমান
ব্যাখ্যা:
- বুদ্ধিমান (বিশেষণ পদ), এটি একটি সংস্কৃত শব্দ।

অন্যদিকে,
- ঢাকা, বুদ্ধি এবং সংযোজন বিশেষ্য পদ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৪) সন্ধিতে কিসের সংকোচন হয়?
পদের
বাক্যের
শব্দের
ধ্বনির
ধ্বনির
ব্যাখ্যা:
• সন্ধি হলো বাংলা ব্যাকরণে এমন একটি প্রক্রিয়া যেখানে সন্নিহিত দুটি ধ্বনি (স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি) মিলিত হয়ে নতুন ধ্বনি বা রূপ গ্রহণ করে। এই প্রক্রিয়ায় ধ্বনির সংকোচন বা পরিবর্তন ঘটে, যা উচ্চারণকে সহজ ও শ্রুতিমধুর করে। উদাহরণ:
আশা + অতীত = আশাতীত: এখানে "আ" এবং "অ" ধ্বনির সংকোচন হয়ে "আ" হয়েছে।
হিম + আলয় = হিমালয়: এখানে "অ" এবং "আ" ধ্বনির মিলনে "আ" ধ্বনি তৈরি হয়েছে।
তৎ + মধ্যে = তন্মধ্যে: এখানে "ত" এবং "ম" ধ্বনির সংকোচনে "ন্ম" হয়েছে।
সুতরাং, সন্ধিতে ধ্বনির সংকোচন ঘটে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩৫) ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়?
বিভক্তি
অনুসর্গ
উপসর্গ
প্রত্যয়
বিভক্তি
ব্যাখ্যা:
বিভক্তি:
- ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলোকে বিভক্তি বলে।
বিভক্তি দুই প্রকার:
১. ক্রিয়া-বিভক্তি ও
২. কারক-বিভক্তি।
- ‘করলাম’ ক্রিয়াপদের ‘লাম’ শব্দাংশ হলো ক্রিয়া-বিভক্তি এবং ‘কৃষকের’ পদের ‘এর’ শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।
ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়।
যেমন:
- পড়্ + ই = পড়ি,
- পড়্ + এ = পড়ে,
- পড়্ + ছে = পড়ছে,
- পড়্ + বে = পড়বে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১- সংস্করণ)।
৩৬) ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?
অক্ষর
শব্দ
বাক্য
ধ্বনি
ধ্বনি
ব্যাখ্যা:
- ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি।
- ভাষার মূল ভিত্তি- ধ্বনি।
- ধ্বনি নির্দেশক চিহ্ন- বর্ণ।
- ভাষার মূল উপকরণ- বাক্য।
- ভাষার প্রাণ- অর্থবোধক বাক্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, সপ্তম ও নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৩৭) মা রান্না করছেন- এখানে করছেন কোন ক্রিয়া?
সকর্মক
অকর্মক
সমাপিকা
অসমাপিকা
প্রশ্নটি বাতিল করা হয়েছে
ব্যাখ্যা:
সঠিক উত্তর: খ) অকর্মক ও গ) সমাপিকা।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
--------------
ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়-
ক. সমাপিকা ক্রিয়া এবং
খ. অসমাপিকা ক্রিয়া।
সমাপিকা ক্রিয়া:
যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের (মনোভাবের) পরিসমাপ্তি জ্ঞাপিত হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে।
যেমন-
- ছেলেরা খেলা করছে।
- এ বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে।
এরূপ-
"মা রান্না করছেন" বাক্যে "করছেন" একটি সমাপিকা ক্রিয়া।
আবার, এই বাক্যে কর্ম নেই বিধায় অকর্মক ক্রিয়াও হয়।
উল্লেখ্য, 'রান্না করা' এখানে ক্রিয়া।
ব্যাখ্যা: প্রদত্ত তথ্য অনুসারে, সমাপিকা ক্রিয়া হলো সেই ক্রিয়াপদ যা বাক্যের মনোভাব বা অর্থের পরিসমাপ্তি প্রকাশ করে। "করছেন" এখানে বর্তমান কালের চলতি রূপে ব্যবহৃত হয়েছে এবং বাক্যটির অর্থ সম্পূর্ণ করছে, অর্থাৎ মায়ের রান্না করার কাজ বর্তমানে চলমান তা নির্দেশ করছে। এটি বাক্যের পরিসমাপ্তি জ্ঞাপন করে, তাই এটি সমাপিকা ক্রিয়া।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩৮) কোনটি 'সংগীত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?
সম্ + গীত
সং + গীত
সংগী + ত
সংগ + ইত
সম্ + গীত
ব্যাখ্যা:
ব্যঞ্জন সন্ধি বিচ্ছেদে নাসিক্য বর্ণের পরিবর্তে' ম 'হয়।
এরূপ-
- সম্ + গীত = সংগীত,
- সম্ + ধি = সন্ধি,
- সম্ + চয় = সঞ্চয়,
- সম্ + তাপ = সন্তাপ,
- কিম + ভূত = কিম্ভুত,
- সম্ + সার = সংসার,
- সম্ + বাদ = সংবাদ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৯) পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনে এক ধ্বনি সৃষ্টি হওয়াকে কি বলে?
স্বরসন্ধি
সন্ধি
ব্যঞ্জন সন্ধি
বিসর্গ সন্ধি
সন্ধি
ব্যাখ্যা:
• সন্ধি হলো বাংলা ব্যাকরণে সন্নিহিত দুটি ধ্বনি (স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি) এর মিলন, যার ফলে শব্দের রূপ পরিবর্তিত হয় এবং একটি নতুন ধ্বনি বা রূপ তৈরি হয়। এটি শব্দের উচ্চারণকে সহজ ও শ্রুতিমধুর করে। উদাহরণ:
আশা + অতীত = আশাতীত: এখানে স্বরধ্বনি "আ" এবং "অ" মিলিত হয়ে "আ" ধ্বনি তৈরি করেছে।
- হিম + আলয় = হিমালয়: এখানে "অ" এবং "আ" ধ্বনির সংযোগে "আ" ধ্বনি হয়েছে।
- তৎ + মধ্যে = তন্মধ্যে: এখানে ব্যঞ্জনধ্বনি "ত" এবং "ম" মিলে "ন্ম" ধ্বনি তৈরি হয়েছে।
এই প্রক্রিয়ায় ধ্বনির সংকোচন বা পরিবর্তন ঘটে, যা শব্দের গঠনকে সংক্ষিপ্ত ও সরল করে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪০) জগতে অসম্ভব বলে কিছু নেই- গঠন অনুসারে এটি কোন বাক্য?
জটিল
সরল
যৌগিক
মিশ্র
সরল
ব্যাখ্যা:
সরল বাক্য:
- যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন:
- খোকন বই পড়ছে।
- আমি বহু কষ্টে সাঁতার শিখেছি।
- জগতে অসম্ভব বলে কিছু নেই।
অন্যদিকে,
জটিল বাক্য:
যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে।
যেমন:
- যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে।
- কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি।
- তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি।
যৌগিক বাক্য:
দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তবে তাকে যৌগিক বাক্য বলে।
যেমন:
- ছেলেটি গরিব কিন্তু মেধাবী।
- দুঃখ এবং বিপদ এক সাথে আসে।
- এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪১) যে ব্যক্তির দুহাত সমান চলে- তাকে এক কথায় কি বলে?
দোহাতী
কুশাল
দ্বিজ
সব্যসাচী
সব্যসাচী
ব্যাখ্যা:
‘'দুই হাত সমানে চলে যার' এর এক কথায় প্রকাশ - সব্যসাচী।
এছাড়া,
- দুবার জন্ম হয় যার - দ্বিজ।
গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- 'যার কোন কিছু থেকেই ভয় নেই' - অকুতোভয়৷
- 'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' - অনন্যসাধারণ।
- 'কি করতে হবে যে স্থির করতে পারে না' - কিংকর্তব্যবিমূঢ়।
- 'যার উপস্থিত বুদ্ধি আছে' - প্রত্যুৎপন্নমতি।
- 'যা কখনো নষ্ট হয় না এমন' - অবিনশ্বর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪২) 'সচেষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
প্রচেষ্টা
যথেষ্ট
নিরত
নিশ্চেষ্ট
নিশ্চেষ্ট
ব্যাখ্যা:
- 'সচেষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে- নিশ্চেষ্ট।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো-
শায়িত - উত্থিত।
রুষ্ট - তুষ্ট।
ভূত - ভবিষ্যত
বহুল - বিরল
প্রবনতা - উদাসীনতা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৩) যে সব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কি বলে?
কারক
শব্দ
বাক্য
বিভক্তি
বাক্য
ব্যাখ্যা:
বাক্য:
যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে।
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, 'যে পদ বা শব্দ-সমষ্টির দ্বারা কোনও বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয়,
সেই পদ বা শব্দ-সমষ্টিকে বাক্য (sentence) বলে।'
ভাষাবিদ জ্যোতিভূষণ চাকী বলেছেন, 'যথাযথ বিন্যস্ত শব্দসমষ্টি যদি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তাকে বাক্য বলে।'
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৪) বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
প্রাতিপাদিক
প্রতিপাদিক
নৃপাদিক
ধাপাদিক
প্রাতিপাদিক
ব্যাখ্যা:
[উল্লেখ্য, মূল পরীক্ষার অপশনে 'প্রাতিপদিক' এর পরিবর্তে 'প্রাতিপাদিক' ছিল। বিষয়টি স্পেলিং মিস্টেক বিধায় উত্তর হিসেবে অপশন-ক রাখা হয়েছে।]
প্রাতিপদিক:
বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে 'নাম প্রকৃতি' ও বলা
হয়ে থাকে। নামপদের যেই অংশকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, তাই প্রাতিপদিক।
যেমন:
হাত, বই, কলম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯- সংস্করণ)।
৪৫) অগ্নি শব্দের সমার্থক কোনটি?
কৃশানু
ভানু
সবিতা
প্রভা
কৃশানু
ব্যাখ্যা:
'অগ্নি' শব্দের সমার্থক- কৃশানু।
অগ্নি শব্দের অন্যান্য সমার্থক শব্দ হলো:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, পিঙল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখা অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
অন্যদিকে,
- ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ- ভানু, সবিতা।
- ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ- প্রভা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৬) 'আকাশ' শব্দের সমার্থক কোনটি?
ময়ূখ
অম্বর
নীলানু
বিভাবরী
অম্বর
ব্যাখ্যা:
‘অম্বর' (বিশেষ্য পদ),
অর্থ:
- আকাশ।
- বস্ত্র।
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, আসমান, খ, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।
অন্যদিকে,
- 'রাত্রি' শব্দের সমার্থক শব্দ- বিভাবরী।
- ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ- ময়ূখ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৭) 'আঘাত' এর সমার্থক নয় কোনটি?
প্রতিঘাত
ব্যথা
জ্বালা
যন্ত্রনা
প্রতিঘাত
ব্যাখ্যা:
- আঘাতের সমার্থক শব্দ নয়- প্রতিঘাত।
প্রতিঘাত (বিশেষ্য পদ),
অর্থ:
- আঘাতের বদলে আঘাত, প্রত্যাঘাত।
-----------------
আঘাত (বিশেষ্য পদ),
অর্থ:
- চোট; ঘা, কোপ, প্রহার, ব্যথা, হনন, জ্বালা, যন্ত্রণা, উৎখাত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৮) 'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
বিষণ্ণ
বিষাদ
প্রচ্ছন্ন
নিন্দিত
নিন্দিত
ব্যাখ্যা:
- 'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ- নিন্দিত।
কিছু বিপরীতার্থক শব্দসমূহ হলো-
- গরল - অমৃত।
- হর্ষ/হরিষ - বিষাদ।
- প্রসন্ন - বিষণ্ণ।
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট।
- সন্ধি - বিগ্রহ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৯) সামান্য বিরতি নির্দেশ করে কোন যতিচিহ্নটি?
কমা
দাঁড়ি
সেমিকোলন
কোলন
কমা
ব্যাখ্যা:
কমা:
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। কমা পূর্ণযতি নয়, তাই কমা দিয়ে কোনো বাক্য শেষ হয় না। কমা চিহ্নের বাংলা নাম পাদচ্ছেদ।
- শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
সম্বোধন পদের পরে সাধারণত কমা বসে।
যেমন:
- স্যার, আমাকে ব্যাপারটি বুঝিয়ে দেবেন?
- রব, এদিকে এসো।
- বাক্যে একাধিক বিশেষ্য কিংবা বিশেষণ পদের বিবৃতি প্রকাশের ক্ষেত্রে কমা বসাতে হয়।
যেমন:
- জনি বুদ্ধিমান, সাহসী ও জ্ঞানী।
- মীম, সানি, হারুন ও রব কক্সবাজার গিয়েছে।
- তারিখ লিখতে বার ও মাসের পরে 'কমা' বসে।
যেমন:
- ১৯শে আশ্বিন, বৃহস্পতিবার, ১৪২৫ সালে মীম বান্দরবান জেলায় জন্মগ্রহণ করে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৫০) নিচের কোন বানানটি শুদ্ধ?
শারীরীক
শারীরিক
শারিরিক
শারিরীক
শারীরিক
ব্যাখ্যা:
শুদ্ধ বানান- শারীরিক।
- এটি সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১) In a class of 78 students, 41 are taking French, 22 are taking German and 9 are taking both courses. How many students are not enrolled in either course?
6
15
24
33
24
ব্যাখ্যা:
Question: In a class of 78 students, 41 are taking French, 22 are taking German and 9 are taking both courses. How many students are not enrolled in either course?
Solution:
Total students = 78
Students taking French n(F) = 41
Students taking German n(G) = 22
Students taking both French and German = 9
We know,
n(F ∪ G) = n(F) + n(G) - n(F ∩ G)
n(F ∪ G) = 41 + 22 - 9 = 54
∴ Not enrolled = Total students - n(F ∪ G) = 78 - 54 = 24
৫২) If measures of the angles in a triangle are in the ratio of 1 : 2 : 6, then the degrees in the largest angle:
20°
40°
90°
120°
120°
ব্যাখ্যা:
Question: If measures of the angles in a triangle are in the ratio of 1 : 2 : 6, then the degrees in the largest angle:
Solution:
Given that,
The angles of a triangle are in the ratio 1 : 2 : 6
Let,
x, 2x, 6x
We know that,
Sum of angles in a triangle = 180°
Now
x + 2x +6x = 180°
9x = 180°
x = 180°/9 = 20°
∴ x = 20°
∴ Largest angle = 6x = 6 × 20 = 120°
৫৩) A can do a work in 20 days, and B in 30 days. They work together for 6 days. How much of the work is left?
1/3
1/4
1/2
2/5
1/2
ব্যাখ্যা:
Question: A can do a work in 20 days, and B in 30 days. They work together for 6 days. How much of the work is left?
Solution:
A 20 দিনে করতে পারে কাজটির 1 অংশ
A 1 দিনে করতে পারে কাজটির 1/20 অংশ
B 30 দিনে করতে পারে কাজটির 1 অংশ
B 1 দিনে করতে পারে কাজটির 1/30 অংশ
A ও B 1 দিনে করতে পারে কাজটির (1/20) + (1/30) অংশ
= (3 + 2)/60 অংশ
= 5/60 অংশ
= 1/12 অংশ
A ও B 6 দিনে করতে পারে কাজটির 6/12 অংশ
= 1/2 অংশ
কাজ বাকি থাকে = 1 - 1/2 অংশ
= (2 - 1)/2 অংশ
= 1/2 অংশ
৫৪) What is the LCM of 12, 15, and 20?
60
120
180
240
60
ব্যাখ্যা:
Question: What is the LCM of 12, 15, and 20?
Solution:
12 = 2 × 2 × 3
15 = 3 × 5
20 = 2 × 2 × 5
∴ LCM of 12, 15, and 20 is = 2 × 2 × 3 × 5 = 60
৫৫) If x2 + 2xy + y2 = 25 and xy = 6, then x + y is:
± 5
± 10
± 13
± 4
± 5
ব্যাখ্যা:
Question: If x
2 + 2xy + y
2 = 25 and xy = 6, then x + y is:
Solution:
Given that,
x2 + 2xy + y2 = 25 and xy = 6
⇒ (x + y)2 = 25
⇒ x + y = ± 5
৫৬) If a right-angled isosceles triangle has base 4 cm, then height is:
2 cm
4 cm
6 cm
8 cm
4 cm
ব্যাখ্যা:
Question: If a right-angled isosceles triangle has base 4 cm, then height is:
Solution:
(Right-angled isosceles triangle) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এর ভূমি = 4 cm.
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এর ভূমি ও উচ্চতা সমান।
ভূমি = উচ্চতা = 4 cm.
∴ উচ্চতা = 4 cm
৫৭) If Px = Qy = Rz and Q/P = R/Q then 2z/(x + z) = ?
x/y
z/y
y/x
y/z
y/x
ব্যাখ্যা:
[মূল প্রশ্নে Px = Qy = Rz এর পরিবর্তে Px = Qy = Rz হবে]
Question: If Px = Qy = Rz and Q/P = R/Q then 2z/(x + z) = ?
Solution:
ধরি,
Px = Qy = Rz = k
এখন,
Px = k
∴ P = k(1/x)
অনুরুপভাবে,
Qy = k
∴ Q = k(1/y)
এবং
Rz = k
∴ R = k(1/z)
আবার,
⇒ Q/p = R/Q
⇒ Q2 = PR
⇒ {k(1/y)}2 = k(1/x) × k(1/z)
⇒ k(2/y) = k(z + x)/xz
⇒ 2/y = (z + x)/xz
⇒ 2xz = y(z + x)
∴ 2z/x + z = y/x
৫৮) Karim weighs 65.7 kg. If he reduces his weight in the ratio 5 : 4, find his reduced weight in kg.
55.25
52.56
57.20
61.25
52.56
ব্যাখ্যা:
Question: Karim weighs 65.7 kg. If he reduces his weight in the ratio 5 : 4, find his reduced weight in kg.
Solution:
মনেকরি,
করিমের পূর্বের ওজন = 5x
করিমের পরের ওজন = 4x
প্রশ্নমতে,
⇒ 5x = 65.7
⇒ x = 65.7/5
∴ x = 13.14
∴ ওজন কমে যাওয়ার পর হবে = 4 × 13.14
= 52.56 kg
৫৯) What is the slope of a line perpendicular to the line whose equation is 20x - 2y = 6?
- 10
- 1/10
10
1/10
- 1/10
ব্যাখ্যা:
Question: What is the slope of a line perpendicular to the line whose equation is 20x - 2y = 6?
Solution:
সরল রেখার সাধারণ সমীকরণ,
y = mx + c ......(1) (এখানেm = ঢাল)
যদি কোনো রেখার ঢাল হয় m, তবে তার লম্ব (perpendicular) রেখার ঢাল হবে,
m' = - (1/m)
এখন,
20x - 2y = 6
2y = 20x - 6
y = 10x - 3
(1) নং এর সাথে তুলনা করে পাই,
m = 10
∴ লম্ব (perpendicular) রেখার ঢাল হবে, m' = - (1/10)
৬০) A mango kept in a basket doubles in every one minute. If the basket gets completely filled in 30 minutes, then in how many minutes will half of the basket be filled?
15
25
27
29
29
ব্যাখ্যা:
Question: A mango kept in a basket doubles in every one minute. If the basket gets completely filled in 30 minutes, then in how many minutes will half of the basket be filled?
Solution:
প্রতি মিনিটে আমের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।
অর্থাৎ, শেষ মুহূর্তে যে সংখ্যক আম ছিল, তার অর্ধেক ছিল আগের মিনিটে।
যদি ৩০ মিনিটে ঝুড়িটি সম্পূর্ণ পূর্ণ হয়, তবে তার এক মিনিট আগেই, অর্থাৎ ২৯ মিনিটে, ঝুড়িটি ছিল অর্ধেক পূর্ণ।
৬১) If an exponent or index has base 25 and power zero, then which of the following will be its value?
25
5
1
250
1
ব্যাখ্যা:
Question: If an exponent or index has base 25 and power zero, then which of the following will be its value?
Solution:
a0 = 1 (for any non-zero base a)
Now,
= 250
= 1
৬২) How many years will it take for an investment of Tk.5000 to earn Tk. 1200 in simple interest rate of 6%?
4
3
5
2.5
4
ব্যাখ্যা:
Question: How many years will it take for an investment of Tk.5000 to earn Tk. 1200 in simple interest rate of 6%?
Solution:
Given that,
Principal, P = 5000
Simple Interest, SI = 1200
Rate of interest, r = 6%
Time, n = ?
We know,
n = I/Pr
= 1200/(5000 × 6%)
= (1200 × 100)/(5000 × 6)
= 4
So, it will take 4 years for the investment to earn Tk. 1200 at 6% simple interest.
৬৩) Solve for x, √(2x - 3) = 5
x = 4
x = 5.5
x = 14
x = 28
x = 14
ব্যাখ্যা:
Question: Solve for x, √(2x - 3) = 5
Solution:
Given that,
⇒ √(2x - 3) = 5
⇒ (√(2x - 3))2 = 52
⇒ 2x - 3 = 25
⇒ 2x = 25 + 3
⇒ 2x = 28
⇒ x = 28/2
∴ x = 14
৬৪) Solve for x, log2(x + 3) = 4
x = 1
x = 19
x = 13
x = 8
x = 13
ব্যাখ্যা:
Question: Solve for x, log
2(x + 3) = 4
Solution:
Given that,
⇒ log2(x + 3) = 4
⇒ x + 3 = 24
⇒ x + 3 = 16
⇒ x = 16 - 3
x = 13
৬৫) What is the probability of rolling an even number on a standard six-sided die?
1/6
1/3
1/2
2/3
1/2
ব্যাখ্যা:
Question: What is the probability of rolling an even number on a standard six-sided die?
Solution:
A standard six-sided die has the numbers,
1, 2, 3, 4, 5, 6
Even numbers between 1 and 6 are = 2, 4, 6
So, favorable outcomes = 3
And total possible outcomes = 6
∴ Probability = Favorable outcomes/Total outcomes ​
= 3/6 ​
= 1/​2
৬৬) If p × q = p + q + (p/q) then according to this the value of 8 × 2 is?
6
10
14
16
14
ব্যাখ্যা:
Question: If p × q = p + q + (p/q) then according to this the value of 8 × 2 is?
Solution:
Given that,
p × q = p + q + (p/q)
Now, Substitute p = 8 and q = 2 into the formula,
∴ 8 × 2 = 8 + 2 + (8/2​)
= 10 + 4
= 14
৬৭) The volume of a cuboid with length, breadth and height as 5x, 3x2 and 7x4 respectively is:
105x7
105x2
105x4
105x
105x7
ব্যাখ্যা:
Question: The volume of a cuboid with length, breadth and height as 5x, 3x2 and 7x4 respectively is:
Solution:
দেওয়া আছে
আয়তাকার ঘনবস্তুর (cuboid) দৈর্ঘ্য = 5x
আয়তাকার ঘনবস্তুর (cuboid) প্রস্থ = 3x2
আয়তাকার ঘনবস্তুর (cuboid) উচ্চতা = 7x4
আয়তাকার ঘনবস্তুর আয়তন = 5x × 3x2 × 7x4
= 105x7
৬৮) The area of a rectangle that has length = 2a2b and breadth = 3ab2 is:
6a3b3
a3b3
2a3b3
4a3b3
6a3b3
ব্যাখ্যা:
Question: The area of a rectangle that has length = 2a2b and breadth = 3ab2 is:
Solution:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 2a2b
এবং আয়তক্ষেত্রের প্রস্থ = 3ab2
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= 2a2b × 3ab2
= 6a3b3
৬৯) Triangle PQR has angles in the ratio of 2 : 3 : 5. Which type of triangle is PQR?
acute
isosceles
obtuse
right
right
ব্যাখ্যা:
Question: Triangle PQR has angles in the ratio of 2 : 3 : 5. Which type of triangle is PQR?
Solution:
দেওয়া আছে,
ত্রিভুজ PQR-এর কোণগুলোর অনুপাত,
2 : 3 : 5
ধরি,
2x, 3x, 5x
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
প্রশ্নমতে,
2x + 3x + 5x = 180°
⇒ 10x = 180°
⇒ x =18°
তাহলে তিনটি কোণ হবে,
2x = 36°
3x = 54°
5x = 90°
যেহেতু একটি কোণ 90°, তাই ত্রিভুজ PQR একটি সমকোণী ত্রিভুজ (Right-angled triangle)।
৭০) If sum of two consecutive numbers is multiplied by 5, then the result is 105. What are the numbers?
15, 16
20, 21
8, 9
10, 11
10, 11
ব্যাখ্যা:
Question: If sum of two consecutive numbers is multiplied by 5, then the result is 105. What are the numbers?
Solution:
ধরি
ধারাবাহিক দুটি সংখ্যা,
x এবং x + 1
প্রশ্নমতে,
⇒ {x + (x + 1)} × 5 = 105
⇒ 2x + 1 = 105/5
⇒ 2x + 1 = 21
⇒ 2x = 21 - 1
⇒ x = 20/2
∴ x = 10
∴ সংখ্যাগুলো, x = 10 এবং x + 1 = 11
৭১) What is the height from ground of each cricket stump?
28 inches
32 inches
2 feet
4 feet
28 inches
ব্যাখ্যা:
ক্রিকেট স্টাম্পের উচ্চতা:
- প্রতিটি ক্রিকেট স্টাম্পের উচ্চতা মাটি থেকে ২৮ ইঞ্চি বা প্রায় ৭১.১২ সেন্টিমিটার।
- এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) নির্ধারিত একটি মান, এটা সব ধরনের ক্রিকেট খেলায়—টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—একইভাবে প্রয়োগ হয়।
- মাঠে একটি উইকেট গঠিত হয় তিনটি স্টাম্প এবং তার উপরে রাখা দুটি বেইল দিয়ে।
- সাধারণত স্টাম্পগুলো কাঠ দিয়ে তৈরি হয় এবং মাটি থেকে সোজাভাবে খাড়া করে বসানো হয়।
- বেইল দুটি খুব হালকা হয়, যাতে সামান্য আঘাতেই পড়ে যেতে পারে।
- স্টাম্পগুলোর ব্যাস প্রায় ১.৩৮ ইঞ্চি (৩.৫ সেন্টিমিটার), এবং তিনটি স্টাম্প একসাথে রাখলে পুরো উইকেটের প্রস্থ হয় প্রায় ৯ ইঞ্চি (২২.৮৬ সেন্টিমিটার)।
- এই নির্দিষ্ট মাপ ও কাঠামো খেলার সঠিকতা, ন্যায্যতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে সাহায্য করে।
সূত্র: CricHeroes ও প্রথম আলো।
৭২) How many countries are members of the ASEAN?
10
15
7
9
10
ব্যাখ্যা:
• ASEAN:
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- ASEAN এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।[জুলাই - ২০২৫]
সদস্য দেশগুলো:
→ মালয়েশিয়া,
→ সিঙ্গাপুর,
→ ইন্দোনেশিয়া,
→ ব্রুনাই,
→ ভিয়েতনাম,
→ লাওস,
→ থাইল্যান্ড,
→ ফিলিপাইন,
→ মিয়ানমার ও
→ কম্বোডিয়া।
সূত্র: ASEAN ওয়েবসাইট।
৭৩) Which city is known as the "Big Apple"?
Los Angeles
New York
Oklahoma
San Francisco
New York
ব্যাখ্যা:
New York City:
-The Big Apple বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিকে।
- এই নামটি ১৯২০-এর দশকে জনপ্রিয় হয় যখন সাংবাদিক জন জে. ফিটজ জেরাল্ড একটি নিবন্ধে নিউ ইয়র্কের ঘোড়দৌড় ট্র্যাককে ‘Big Apple’ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য,
- New York City: the Big Apple.
- Geneva: the Peace Capital.
- Toronto: Muddy York.
- Ushuaia: the End of the World.
- Las Vegas: Sin City.
- Mumbai: the City of Dreams.
- Sydney: Harbour City.
- Cairo: the City of a Thousand Minarets.
- Paris: the City of Love.
সূত্র: Britannica.
৭৪) "C" in CAMELS stands for
Capital adequacy
Capital ratio
Capital rate
Capital yield
Capital adequacy
ব্যাখ্যা:
CAMELS:
- CAMELS ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়।
- এতে ছয়টি মানদণ্ড বিবেচনা করা হয়, এর প্রথমটি হলো Capital adequacy.
- কোনো ব্যাংকের কাছে যথেষ্ট মূলধন আছে কিনা, যা দিয়ে তারা আর্থিক ক্ষতি, ঋণ খেলাপি বা বাজার ঝুঁকির মতো পরিস্থিতি সামাল দিতে পারবে - তা বোঝায়।
- মূলধন যত বেশি মজবুত হবে, ব্যাংক তত বেশি নিরাপদ ও স্থিতিশীল থাকবে।
- এই মূল্যায়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি টিকে থাকা ও গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
- "C" বলতে তাই সরাসরি বোঝানো হয় Capital adequacy,
CAMELS এর পূর্ণরূপ:
C = Capital Adequacy (মূলধনের পর্যাপ্ততা)
A = Asset Quality (সম্পদের মান)
M = Management Quality (ব্যবস্থাপনার মান)
E = Earnings (আয়)
L = Liquidity (তরলতা)
S = Sensitivity to Market Risk (বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা)
সূত্র: Corporate Finance Institute ওয়েবসাইট।
৭৫) Which is the oldest city center of Bangladesh?
Moynamoti
Paharpur
Mahasthangarh
Sonargaon
Mahasthangarh
ব্যাখ্যা:
• বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র — মহাস্থান গড়।
• মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান হলো মহাস্থানগড়।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- ১৯৬০ সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে শুরু করে বিভিন্ন যুগের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
--------------------
• সোনারগাঁও:
- সোনারগাঁও বাংলার প্রাচীন রাজধানী।
- ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে হিন্দু আমলের রাজধানী এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তীকালে মুসলিম শাসকদের পুর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল।
- প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে।
- অন্য ধারণামতে বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁ’র স্ত্রী সোনাবিবি’র নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয়।
- আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়।
- মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।
- ১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্য়ন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
- ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
• ময়নামতি:
- ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
- এযাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল।
- বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংশস্তুপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ।
- প্রত্নতাত্ত্বিকদের মতে ইহা জয়কর্মান্তবসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ ।
- কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান।
- ধারণা করা হয় যে খৃষ্টিয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।
• পাহাড়পুর বৌদ্ধবিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
- পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে।
- আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে।
- এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল।
সূত্র: বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।
৭৬) Which of the following is not a function of the central bank?
credit control
clearing
supervision
capital formation
capital formation
ব্যাখ্যা:
কেন্দ্রীয় ব্যাংক:
- কোন একটি স্বাধীন দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থায় নেতৃত্ব দেয়ার জন্য সরকার তার নিয়ন্ত্রণে যে ব্যাংক প্রতিষ্ঠা করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
- কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন: ঋণ নিয়ন্ত্রণ (credit control), লেনদেন নিষ্পত্তি (clearing) এবং ব্যাংকিং তদারকি (supervision)।
- এসব কাজ ছাড়াও মুদ্রা মান সংরক্ষণ করা, অর্থনীতি নিয়ন্ত্রণ করা, নোট ও মুদ্রার প্রচলন করা, বৈদেশিক মুদ্রার সংরক্ষণ ও পরিচালনা করা এবং সরকারের ব্যাংক হিসাবে দায়িত্ব পালন করে।
- এই কাজগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতিতে মুদ্রার প্রবাহ নিয়ন্ত্রণ করে, ব্যাংকগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং পরিশোধ ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে।
- তবে capital formation, অর্থাৎ মূলধন গঠন, কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়।
- এটি মূলত ব্যক্তিগত ও সরকারি বিনিয়োগ, শিল্প উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হয়।
- কেন্দ্রীয় ব্যাংক নীতিগত সহায়তা দিতে পারে বটে, তবে নিজে থেকে বিনিয়োগ করে মূলধন গঠন করে না।
সূত্র: ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স - বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭) What is the area of Bangladesh in square kilometers?
56,977
96,497
137,274
147,570
147,570
ব্যাখ্যা:
বাংলাদেশের আয়তন (Area):
- বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
- বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই দু'দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখন্ডে ১০,০৪১.২৫ একর জমি যোগ হয়েছে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ১৯৯৬-৯৭ সালের তথ্য অনুসারে দেখা যায়, বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন ৯,৪০৫ বর্গকিলোমিটার।
- বনাঞ্চলের আয়তন ২১,৬৫৭ বর্গকিলোমিটার।
- বাংলাদেশের দক্ষিণ অংশে উপকূল অঞ্চলে বিশাল এলাকা ক্রমান্বয়ে জেগে উঠেছে।
- ভবিষ্যতে দক্ষিণ অংশের প্রসার ঘটলে বাংলাদেশের আয়তন আরও বৃদ্ধি পাবে।
- বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।
- অর্থনৈতিক একান্ত অঞ্চল ২০০ নটিক্যাল মাইল এবং সামুদ্রিক মালিকানা মহীসোপানের শেষ সীমানা পর্যন্ত।
সূত্র: ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণি।
৭৮) Which is the largest division in Bangladesh in terms of area?
Chittagong
Dhaka
Sylhet
Rajshahi
Chittagong
ব্যাখ্যা:
চট্টগ্রাম বিভাগ:
- আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ চট্টগ্রাম বিভাগ।
- পাহাড় সমুদ্র নদী সমতলবেষ্ঠিত ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বের দীর্ঘতম সমুদ্র উপকূলের অনুপম সৌন্দর্যের আধার চট্টগ্রাম বিভাগ।
- বিভাগের দক্ষিণে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর।
- বাংলাদেশের মানচিত্রে পূর্ব-দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের অবস্থান।
- পৃথিবীর মানচিত্রে চট্টগ্রাম বিভাগের অবস্থান ২২.২২ ডিগ্রী উত্তর অক্ষাংশ হতে ২২.৩৭ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৯১.৪৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা হতে ৯১.৮০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমায়।
- জেলা: ১১টি।
- আয়তন: ৩৩,৯০৪ বর্গ কি.মি।
সূত্র - চট্টগ্রাম বিভাগ ওয়েবসাইট।
৭৯) How many scheduled banks are there in Bangladesh?
45
56
62
79
62
ব্যাখ্যা:
ব্যাংক খাত:
- বর্তমানে দেশে মোট তফসিলি ব্যাংক: ৬২টি।[জুলাই - ২০২৫]
যথা:
• রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
• বিশেষায়িত ব্যাংক: ৩টি,
• বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
• ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি,
• বিদেশি ব্যাংক: ৯টি।
- বর্তমানে অ-তফসিলী ব্যাংক: ৫টি।
উল্লেখ্য,
- দেশের ৬২তম তফসিলি ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি।
⇒ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ)-এর ৩৭(২) (a) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক ৩ জুন, ২০২৪ থেকে 'নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’কে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত করা হল।
- ফলে এখন থেকে অন্যান্য প্রচলিত ব্যাংকের মতোই কার্যক্রম পরিচালনা করতে পারবে নগদ ডিজিটাল ব্যাংক।
- তবে ব্যাংকটির সদর দফতর থাকলেও অন্য কোনো শাখা থাকবে না।
সূত্র: Nagad ওয়েবসাইট ও বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৮০) What is the chemical symbol for gold?
Au
Ag
Ga
Ge
Au
ব্যাখ্যা:
রাসায়নিক প্রতীক:
- গোল্ড এর রাসায়নিক প্রতীক Au,
- এর পারমাণবিক সংখ্যা 79.
- অণু গঠনের সময় কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের কোন পরমাণু যুক্ত হওয়ার সামর্থ্যকেই যোজনী বা যোজ্যতা বলে।
অন্যদিকে,
খ) Ag – এটি রূপার (Silver) প্রতীক।
গ) Ga – গ্যালিয়াম (Gallium)।
ঘ) Ge – জার্মেনিয়াম (Germanium)।
সূত্র - রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১) What is the size of ADP in the national budget 2025-2026 in crore taka?
250,000
230,000
412,000
316,000
230,000
ব্যাখ্যা:
২০২৫-২৬ বাজেট:
- বাজেৎ উত্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট ঘোষণা: ২ জুন, ২০২৫।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৫।
- বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭ শতাংশ)।
- রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬২ শতাংশ)।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
- সামাজিক নিরাপত্তার ঝার বৃদ্ধি: ১২.১৮%।
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫%।
সূত্র: জাতীয় বাজেট ২০২৫-২৬।
৮২) Which of the following is the most traded security in DSE?
Ordinary Share
Sukuk
Bond
T-bill
Ordinary Share
ব্যাখ্যা:
সাধারন শেয়ার:
- ঢাকা স্টক এক্সচেঞ্জে (DSE) সবচেয়ে বেশি লেনদেন হয় সাধারণ শেয়ার (Ordinary Share)-এ, কারণ এটি সহজে হস্তান্তরযোগ্য এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সহজলভ্য। এর উচ্চ তরলতা ও মুনাফার সম্ভাবনা একে জনপ্রিয় করে তুলেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ:
- ঢাকা স্টক এক্সচেঞ্জে (DSE) সবচেয়ে বেশি লেনদেন হয় Ordinary Share বা সাধারণ শেয়ার-এ।
- সাধারণ শেয়ার কোনো কোম্পানির মালিকানা প্রতিনিধিত্ব করে এবং এটি খোলা বাজারে প্রতিদিন কিনা -বেচা হয়।
- DSE-এর প্রতিদিনের মোট লেনদেনের ৮৫–৯০% এর বেশি হয় সাধারণ শেয়ারে।
- বিনিয়োগকারীরা মূলধন লাভ এবং লভ্যাংশ পাওয়ার আশায় সাধারণ শেয়ার কিনে থাকেন।
এছাড়াও,
- Sukuk, Bond ও T-bill-এর লেনদেন DSE-তে এখনো সীমিত; যেমন সরকারি বন্ড তালিকাভুক্ত হলেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ খুব কম, এবং ট্রেজারি বিল সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়।
- তাই বাংলাদেশের শেয়ারবাজারে সবচেয়ে বেশি ট্রেড হওয়া সিকিউরিটি হলো Ordinary Share।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) ওয়েবসাইট, The Business Standard.
৮৩) A bridge bank is a:
islamic bank
green bank
SDG bank
Temporary bank
Temporary bank
ব্যাখ্যা:
ব্রিজ ব্যাংক:
- ব্রিজ ব্যাংক হলো একটি অস্থায়ী ব্যাংক যা ব্যর্থ বা সমস্যায় পড়া ব্যাংকের সম্পদ, দায়, আইনি অধিকার এবং অন্যান্য সিকিউরিটি ইন্সট্রুমেন্ট গ্রহণ করে তার কার্যক্রম সাময়িকভাবে পরিচালনা করে।
- এটি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠিত হয় এবং ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবহৃত হয়।
- ব্রিজ ব্যাংকের মাধ্যমে ব্যর্থ ব্যাংকের আমানতকারীদের টাকা সুরক্ষিত রাখা হয় এবং ব্যবসার ধারাবাহিকতা নিশ্চিত করা হয়।
- এটি সাধারণত সমস্যাগ্রস্ত ব্যাংক পুনরুদ্ধার বা বিক্রয়ের পূর্ব পর্যন্ত কার্যকর থাকে।
- ব্রিজ ব্যাংক একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হয় এবং এর কার্যক্রম শুরু হয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও লাইসেন্স প্রদানের পর।
- এই পদ্ধতির মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার সংকট মোকাবেলা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হয়।
- তাই, ব্রিজ ব্যাংক মূলত একটি অস্থায়ী ব্যাংক (Temporary bank) যা সমস্যাযুক্ত ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনা করে।
সূত্র: ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ ও Investopedia, ডেইলিস্টার।
৮৪) Which type of deposit is least costly to the bank?
Pension
STD
Savings
Term
Savings
ব্যাখ্যা:
সঠিক উত্তর: গ) Savings (সঞ্চয়ী আমানত)
সঞ্চয়ী আমানত:
- সঞ্চয়ী আমানত হলো ব্যাংকের জন্য সবচেয়ে কম ব্যয়বহুল আমানতের ধরন। কারণ, এতে ব্যাংক সাধারণত খুব কম হারে সুদ দিয়ে থাকে। চাকরিজীবী, নির্দিষ্ট আয়ের মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণির জন্য এই হিসাব জনপ্রিয়। এই হিসাবের টাকা তুলনামূলকভাবে স্থায়ী হয় এবং গ্রাহকরা একসাথে বড় অঙ্কের টাকা তুলতে পারেন না, ফলে ব্যাংকের তারল্য বা নগদ অর্থের চাপ কম পড়ে।
- এছাড়া সঞ্চয়ী হিসাব পরিচালনায় কাগজপত্র ও প্রশাসনিক খরচও তুলনামূলক কম হয়।
- অন্যদিকে, পেনশন, মেয়াদি (Term) এবং স্বল্পমেয়াদি (STD) আমানতে ব্যাংককে তুলনামূলকভাবে বেশি সুদ দিতে হয়, ফলে সেগুলো বেশি খরচসাপেক্ষ। তাই ব্যাংকের দৃষ্টিকোণ থেকে Savings হলো সবচেয়ে কম খরচের আমানত।
সূত্র: ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স - বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পত্রিকা রিপোর্ট।
৮৫) Which of the following is not a scheduled bank in Bangladesh?
Rupali Bank
Agrani Bank
AB Bank
Bangladesh Bank
Bangladesh Bank
ব্যাখ্যা:
Bangladesh Bank:
- Bangladesh Bank হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, এটি দেশের সম্পূর্ণ ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক ও তত্ত্বাবধায়ক সংস্থা হিসেবে কাজ করে।
- এটি Bangladesh Bank Order, 1972 অনুযায়ী প্রতিষ্ঠিত হয় এবং সিডিউলড ব্যাংক নয়।
- এটি বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না (যেমন: আমানত গ্রহণ, ঋণ প্রদান ইত্যাদি)।
- Bangladesh Bank এর কাজ হলো মুদ্রানীতি নির্ধারণ, ব্যাংকগুলোর তদারকি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা।
অন্যদিকে:
ক) Rupali Bank – একটি রাষ্ট্রায়ত্ত তফসিলি ব্যাংক।
খ) Agrani Bank – এটি রাষ্ট্রায়ত্ত তফসিলি ব্যাংক।
গ) AB Bank – বাংলাদেশের প্রথম বেসরকারি তফসিলি ব্যাংক।
সূত্র: Bangladesh Bank ওয়েবসাইট।
৮৬) Which company owns ChatGPT?
OpenAI
nVIDIA
Meta
Palantir
OpenAI
ব্যাখ্যা:
ChatGPT:
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
সূত্র: Britannica.
৮৭) In Fintech, what is the primary purpose of Robo-advisors?
ATM transaction
financial planning
Mining
cybersecurity
financial planning
ব্যাখ্যা:
- ফিনটেকে Robo-advisor কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও অ্যালগরিদম ব্যবহার করে গ্রাহকের আর্থিক লক্ষ্য, ঝুঁকির সহনশীলতা ও আয়-ব্যয়ের ধরন বিশ্লেষণ করে বিনিয়োগ পরিকল্পনা ও সম্পদ ব্যবস্থাপনা করে। এটি কোনো মানুষের সহায়তা ছাড়াই কম খরচে, দ্রুত ও কার্যকরভাবে আর্থিক পরিকল্পনার (financial planning) সেবা প্রদান করে।
ফিনটেক (FinTech):
- আর্থিক (ফাইন্যান্সিয়াল) খাতে প্রযুক্তির (টেকনোলজি) ব্যবহারকে সংক্ষেপে ফিনটেক বলে।
- ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডের (এফএসবি) মতে, ফিনটেক হলো প্রযুক্তিগতভাবে সক্ষম আর্থিক উদ্ভাবন। যেমন নতুন ব্যবসায়িক মডেল, মডেলের প্রয়োগ, প্রসেসিং, পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ইত্যাদি, যা আর্থিক পরিষেবা খাতকে বিশেষভাবে প্রভাবিত করে।
- ফিনটেক এরই মধ্যে পি-টু-পি, চেক জমা, অর্থের লেনদেন, বিল পরিশোধ, সম্পদ ব্যবস্থাপনা, ক্রাউড ফান্ডিং ইত্যাদি কর্মকাণ্ডে ব্যাপক সাড়া পেয়েছে।
ফিনটেকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
- ডিজিটাল ব্যাংকিং,
- মোবাইল পেমেন্ট (যেমন: bKash, Nagad),
- ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি (যেমন: Bitcoin),
- অনলাইন লেনদেন ও ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম,
- ইন্সুরেন্স টেকনোলজি (InsurTech)।
অন্যদিকে:
ক) ATM transaction – এটি একটি ব্যাংকিং অপারেশন, Robo-advisor এর কাজ নয়।
গ) Mining – এটি Cryptocurrency-এর সাথে সম্পর্কিত।
ঘ) Cybersecurity – এটি তথ্য সুরক্ষার বিষয়, Robo-advisory নয়
সূত্র: আইবিএম ওয়েবসাইট ও বণিক বার্তা পত্রিকার রিপোর্ট, Investopedia.
৮৮) Using algorithms to analyze financial data for investment decision making purpose is:
ai computing
wealthtech
algorithmic trading
sourcing
algorithmic trading
ব্যাখ্যা:
সঠিক উত্তর: গ) Algorithmic Trading
- Algorithmic Trading কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করে আর্থিক ডেটা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া ও লেনদেন সম্পাদন করা হয়।
- এই পদ্ধতিতে ট্রেডিংয়ের সময়, দাম, ভলিউমসহ বিভিন্ন সূচক বিবেচনা করে মিলিসেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়।
- এটি বিনিয়োগকারীদের আবেগমুক্ত, নির্ভুল ও দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে এবং মানবীয় ভুলের সম্ভাবনা কমায়।
- অ্যালগরিদমিক ট্রেডিং-এর মাধ্যমে বাজারে high-frequency trading সম্ভব হয়, যা দিনে হাজারো অর্ডার সম্পন্ন করতে সক্ষম।
সূত্র: Investopedia, CFA Institute Materials.
৮৯) 787 Dreamliner is an American wide-bodied airliner developed and manufactured by:
Boeing
Airbus
Bombardier
Lockheed Martin
Boeing
ব্যাখ্যা:
৭৮৭ ড্রিমলাইনার বিমানটির প্রস্তুতকারক দেশ হল যুক্তরাষ্ট্র। এই বিমানটি তৈরি করে মার্কিন সংস্থা বোয়িং কোম্পানি।
৭৮৭ ড্রিমলাইনার প্লেন:
- ৭৮৭ ড্রিমলাইনার বিমানটির প্রস্তুতকারক দেশ হল যুক্তরাষ্ট্র।
- বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার একটি অত্যাধুনিক, দীর্ঘপাল্লার, জ্বালানী-সাশ্রয়ী বাণিজ্যিক জেট বিমান যা বোয়িং কম্পানি দ্বারা নির্মিত হয়েছে।
- এটি মূলত যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা একটি ওয়াইড-বডি (wide-body) বিমান।
- এটি যাত্রীবাহী জেট হিসেবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমানগুলির মধ্যে একটি।
উল্লেখ্য,
- ধরন: যাত্রীবাহী জেট (wide-body airliner)।
- পরিবহন ক্ষমতা: ২৪৮ থেকে ৩৩৬ জন যাত্রী (মডেল অনুযায়ী)।
- পরিসীমা (Range): প্রায় ১৪,০১০ কিমি (৭,৫৬৫ মাইল)।
- ইঞ্জিন: দুটি উন্নত টার্বোফ্যান ইঞ্জিন।
- বিস্তার: ৬০ মিটার (১৯৭ ফুট)।
- উচ্চতা: ১৭ মিটার (৫৬ ফুট)।
সূত্র: The Boeing Company.
৯০) In 2024-25 season, the champion of the French Ligue 1 is:
Paris Saint-Germain
Marseille
Saint-E'tienne
Strasbourg
Paris Saint-Germain
ব্যাখ্যা:
- ২০২৪-২৫ মৌসুমে ফরাসি লিগ - ১ এর চ্যাম্পিয়ন হয়েছে Paris Saint-Germain (PSG)।
- তারা এই মৌসুমে অসাধারণ পারফরম্যান্স করে ৫ এপ্রিল ২০২৫ তারিখেই ছয় ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত করে।
- এটি PSG-এর ১৩তম লিগ ১ শিরোপা।
এছাড়াও,
- Marseille দ্বিতীয় স্থানে রয়েছে।
সূত্র: ESPN, SofaScore, WorldFootball.net.
৯১) What is the address length of IPv6?
32-bit
64-bit
128-bit
256-bit
128-bit
ব্যাখ্যা:
• IPv6 এর ঠিকানার দৈর্ঘ্য হল ১২৮-বিট। এটি IPv4 এর তুলনায় অনেক বড়, কারণ IPv4 ঠিকানার দৈর্ঘ্য মাত্র ৩২-বিট। ১২৮-বিট ঠিকানার কারণে IPv6 হাজার হাজার কোটি কোটি ইউনিক ঠিকানা তৈরি করতে পারে, যা ইন্টারনেটের ভবিষ্যত প্রসারের জন্য প্রয়োজনীয়। IPv6 এর ঠিকানা সাধারণত ৮টি অংশে ভাগ করা হয়, এবং প্রতিটি অংশে ১৬-বিট থাকে। এর ফলে মোট ১২৮-বিট ঠিকানা গঠন হয়। তাই, সঠিক উত্তর হলো গ) ১২৮-বিট। IPv6 এর এই দীর্ঘ ঠিকানা বিশ্বব্যাপী ডিভাইসগুলোর অনন্য শনাক্তকরণের জন্য অপরিহার্য।
• আইপি এড্রেস:
- আইপি হলো প্রতিটি কম্পিউটারের জন্যে ব্যবহৃত স্বতন্ত্র আইডেন্টিটি।
- ‘IP’ এর পূর্ণরূপ হলো ‘Internet Protocol’.
- (1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়আইপি অ্যাড্রেস I
- IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলাে 4 × 8 বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPv6 হলো ইন্টারনেট প্রটোকলের ৬ষ্ঠ ভার্সন।
- IPv4 এর সংখ্যা অপ্রতুল হয়ে যায় তা সমাধানের জন্যে IPv6 ভার্সন চালু করা হয়।
- IPv6 অ্যান্ড্রেস ১২৮ বিটে হয়। অর্থাৎ আইপি অ্যাড্রেসের এই ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতিভাগ 16 bit এর হয়ে থাকে।
- এক্ষেত্রে ১২৮ বিটের সাহায্যে ২১২৮ সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPV6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাটে লিখা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯২) Which of the following is not a data visualization tool?
Power BI
Tableau
MySQL
Looker
MySQL
ব্যাখ্যা:
• Power BI, Tableau, এবং Looker সবই জনপ্রিয় ডাটা ভিজুয়ালাইজেশন টুল যা ডাটা বিশ্লেষণ এবং রিপোর্ট তৈরি করতে ব্যবহৃত হয়। এগুলো ব্যবহার করে ডাটা থেকে ইনসাইট বের করা সহজ হয়। তবে MySQL হলো একটি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS), যা ডাটা সংরক্ষণ, পরিচালনা এবং অনুসন্ধানের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি ডাটা ভিজুয়ালাইজেশন টুল নয়। তাই দেওয়া অপশনগুলোর মধ্যে MySQL ডাটা ভিজুয়ালাইজেশন টুল হিসেবে গণ্য হয় না। এটি মূলত ডাটাবেস ম্যানেজমেন্টের কাজ করে, যেখানে অন্যগুলো ডাটা বিশ্লেষণ ও উপস্থাপনার জন্য ডিজাইন করা হয়েছে।• বিস্তারিত অপশন আলোচনা:
• Power BI:- Microsoft এর একটি শক্তিশালী ডাটা ভিজ্যুয়ালাইজেশন ও বিজনেস ইন্টেলিজেন্স টুল।
- কাজ: ডাটা বিশ্লেষণ, রিপোর্ট তৈরি এবং ইন্টারেক্টিভ ভিজ্যুয়ালাইজেশন তৈরি করতে ব্যবহৃত হয়।
• Tableau:- জনপ্রিয় ডাটা ভিজ্যুয়ালাইজেশন সফটওয়্যার।
- কাজ: বড় ডাটা সেট থেকে সহজে ও দ্রুত ভিজ্যুয়াল রিপোর্ট ও ড্যাশবোর্ড তৈরি করতে সাহায্য করে।
• MySQL:- একটি ওপেন সোর্স রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS)।
- কাজ: ডাটা সংরক্ষণ ও ব্যবস্থাপনা করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি সরাসরি ডাটা ভিজ্যুয়ালাইজেশন টুল নয়।
• Looker:- Google এর BI প্ল্যাটফর্ম, যা ডাটা অ্যানালিসিস এবং ভিজ্যুয়ালাইজেশন সুবিধা দেয়।
- কাজ: ডাটা বিশ্লেষণ এবং ইন্টারেক্টিভ ভিজ্যুয়াল রিপোর্ট তৈরিতে ব্যবহৃত হয়।
সূত্র:
microsoft website [লিংক]
৯৩) Name of the word processing application in iWork suit is:
Word
Express
Pages
Docx
Pages
ব্যাখ্যা:
• iWork স্যুটে শব্দ প্রক্রিয়াকরণ (word processing) অ্যাপ্লিকেশনের নাম হলো Pages. এটি Apple-এর তৈরি একটি শক্তিশালী এবং ব্যবহার-বান্ধব অ্যাপ্লিকেশন, যা ম্যাক, আইফোন এবং আইপ্যাডে ব্যবহৃত হয়। Pages দিয়ে ব্যবহারকারীরা সহজেই ডকুমেন্ট তৈরি, সম্পাদনা এবং ফরম্যাট করতে পারে। এতে বিভিন্ন টেমপ্লেট, ছবি, চার্ট এবং ফন্টের সুবিধা পাওয়া যায়, যা ডকুমেন্টগুলোকে আকর্ষণীয় এবং প্রফেশনাল করে তোলে। Word, Express, বা Docx হলো অন্য ধরনের শব্দ প্রক্রিয়াকরণ বা ফাইল ফরম্যাটের নাম, কিন্তু iWork স্যুটের অংশ নয়। তাই সঠিক উত্তর হলো গ) Pages.• Application Software:- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
১। Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access.
উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২)
apple website [লিংক]
৯৪) Which one is not an Al tool?
Copilot
ChatGPT
Volt
DeepSeek
Volt
ব্যাখ্যা:
• Copilot, ChatGPT, Volt ও DeepSeek এর মধ্যে Volt একটি AI টুল নয়। Copilot, ChatGPT, এবং DeepSeek সবই AI ভিত্তিক টুল। Copilot মূলত কোড লেখায় সাহায্য করে, ChatGPT হলো একটি শক্তিশালী ভাষা মডেল যা মানুষের মতো লেখা ও কথা বলতে পারে, আর DeepSeek তথ্য অনুসন্ধানে AI ব্যবহার করে। কিন্তু Volt সাধারণত একটি ব্যাটারি বা শক্তি সম্পর্কিত ব্র্যান্ডের নাম, যা AI টুল নয়। তাই, এই অপশন চারটির মধ্যে Volt AI টুল নয়।
• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়। কারণ ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলিম শ্রেণি।
৯৫) Which one is the open source operating system?
Linux
iOS
Windows
Google
Linux
ব্যাখ্যা:
• সঠিক উত্তর: ক) Linux.
Linux একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যা ফ্রি-তে ব্যবহারের পাশাপাশি যেকোনো ব্যক্তি এর সোর্স কোড পরিবর্তন ও বিতরণ করতে পারে। এটি মূলত UNIX ভিত্তিক একটি সিস্টেম এবং সার্ভার, ডেস্কটপ, মোবাইল ও এমবেডেড ডিভাইসে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ওপেন সোর্স হবার কারণে ডেভেলপাররা এটি নিজের প্রয়োজনমতো কাস্টমাইজ করতে পারে, যা নতুন প্রযুক্তি উদ্ভাবনে সহায়ক। অন্যদিকে, iOS ও Windows হল প্রোপাইটারি সফটওয়্যার, যার সোর্স কোড সাধারণ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। Google নিজেই একটি অপারেটিং সিস্টেম নয়, বরং একটি কোম্পানি, যদিও Android নামক বিখ্যাত একটি ওপেন সোর্স OS - Google এর অধীনে রয়েছে।
• Open Source Operating System:
- যে সকল অপারেটিং সিস্টেমের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং যে কেউ এই সকল কোড তার খুশিমত পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করে নিজে ব্যবহার করে ও অন্যকে ব্যবহারের জন্য বিতরণ করতে পারে, তাকে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম (Open Source Operating System) বলে।
উদাহরণ:
- Linux (Ubuntu, Debian, Redhat, Fedora, SUSE etc.),
- Open Solaries,
- FreeBSD,
- NetBSD,
- OpenBSD,
- eactOS,
- Haiku,
- GNU,
- HURD,
- eCos,
- Darwin,
- Oberon,
- Plan 9, ইত্যাদি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬) In a computer, which unit is responsible for fetching and executing instructions?
ALU
Motherboard
Control Unit
RAM
Control Unit
ব্যাখ্যা:
• একটি কম্পিউটারে নির্দেশনা (instructions) আনা এবং কার্যকর (execute) করার দায়িত্ব মূলত Control Unit (গ) এর। এটি সিপিইউ (CPU) এর একটি অংশ, যা মেমোরি থেকে নির্দেশনা ফেচ করে (fetch), তা ডিকোড করে এবং সংশ্লিষ্ট অন্যান্য ইউনিট যেমন ALU এবং রেজিস্টারকে নির্দেশ দেয় সেই নির্দেশনা কার্যকর করতে। উদাহরণস্বরূপ, যদি কোনো নির্দেশনা গাণিতিক হয়, তাহলে Control Unit সেই নির্দেশনা ALU-কে পাঠায়। এইভাবে, Control Unit কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে এবং প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করে। বাকি অপশনগুলো- ALU, Motherboard, RAM- নির্দেশনা কার্যকরীকরণে সহায়ক হলেও, মূল দায়িত্ব Control Unit-এর।
• কম্পিউটার সিস্টেমের প্রধান পাঁচটি অংশ হলো:
১। ইনপুট ইউনিট (Input Unit)
২। নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit)
৩। গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit)
৪। মেমোরি ইউনিট (Memory Unit)
৫। আউটপুট ইউনিট (Output Unit)
• নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল ইউনিটের প্রধান কাজ হলো মেমোরি থেকে নির্দেশনা কোড পড়া ও ডিকোড করা।
- মাইক্রোপ্রসেসরের অন্য অংশগুলোকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণ সংকেত তৈরি করা। যেমন—গাণিতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি অংশকে নিয়ন্ত্রণ সংকেতের মাধ্যমে নির্দেশ প্রদান করা।
- নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট কম্পিউটারের সমস্ত অংশকে নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমোরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমোরি থেকে কখন প্রধান মেমোরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট থেকে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে - এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।
৯৭) A macro in software like Excel is used to:
Zoom sheet
Automate tasks
Size font
Encrypt files
Automate tasks
ব্যাখ্যা:
• এক্সেলের মতো সফটওয়্যারে ম্যাক্রো (Macro) হলো একটি শক্তিশালী টুল যা প্রধানত কাজ স্বয়ংক্রিয় করতে ব্যবহৃত হয়। ব্যবহারকারীরা যখন একই ধরণের কাজ বারবার করেন, তখন ম্যাক্রো ব্যবহার করে সেই কাজগুলো রেকর্ড করা যায় এবং এক ক্লিকে আবার চালানো যায়। এটি সময় বাঁচায় এবং ভুলের সম্ভাবনা কমায়। ম্যাক্রো সাধারণত VBA (Visual Basic for Applications) কোড ব্যবহার করে তৈরি হয়। প্রশ্নে উল্লেখিত অপশনগুলোগুলোর মধ্যে "খ) Automate tasks" হলো সঠিক উত্তর, কারণ ম্যাক্রোর মূল উদ্দেশ্যই হলো বিভিন্ন পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করা। অন্যান্য অপশনগুলো ম্যাক্রোর কাজ নয়।• ম্যাক্রো (Macro):- ম্যাক্রো হলো একটি প্রোগ্রাম বা কমান্ড সিরিজ, যা একবার তৈরি করে রাখলে বারবার একই কাজ স্বয়ংক্রিয়ভাবে দ্রুত সম্পন্ন করা যায়।
• Excel বা অন্য সফটওয়্যারে ম্যাক্রো ব্যবহারের উদ্দেশ্য:
- সাধারণত পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয় করার জন্য ম্যাক্রো ব্যবহার করা হয়।
- এতে ব্যবহারকারী অনেক সময় বাঁচাতে পারে এবং কাজের ভুল কমে যায়।
সূত্র:
support.microsoft [লিংক]
৯৮) Which data structure uses a Last In, First Out (LIFO) principle?
Queue
Stack
Hash table
Array
Stack
ব্যাখ্যা:
• সঠিক উত্তর: খ) Stack.
Stack একটি ডেটা স্ট্রাকচার যা Last In, First Out (LIFO) নীতিতে কাজ করে। অর্থাৎ, যেটি সর্বশেষে যোগ করা হয়, সেটিই প্রথমে সরানো হয়। এটি অনেকটা প্লেটের স্ট্যাকের মতো — যেটি উপরে থাকে সেটি প্রথমে তোলা যায়। Stack-এ দুটি প্রধান অপারেশন আছে: push() (নতুন উপাদান যোগ করা) এবং pop() (সর্বশেষ উপাদান সরানো)। প্রোগ্রামিংয়ে Stack ব্যবহার হয় ফাংশন কল ম্যানেজ করতে, undo অপারেশন করতে, অথবা expression evaluation-এর মতো কাজেও। অন্যদিকে, Queue ব্যবহার করে First In, First Out (FIFO) নীতি, Hash table ডেটা স্টোর করে key-value আকারে, আর Array হলো নির্দিষ্ট আকারের সাধারণ ডেটা সংগ্রহ।
• বিস্তারিত অপশন আলোচনা:
ক) Queue:
- Queue হলো First In, First Out (FIFO) ডেটা স্ট্রাকচার। মানে, যেটা আগে ঢোকানো হয়েছে সেটাই আগে বের হয়।
- উদাহরণ: যেভাবে লাইনে মানুষ দাঁড়ায়, আগে আসা আগে সার্ভিস পায়।
খ) Stack:
- Stack হলো Last In, First Out (LIFO) ডেটা স্ট্রাকচার। অর্থাৎ, শেষ যে আইটেম ঢোকানো হয়েছে সেটাই প্রথম বের হয়।
- উদাহরণ: প্লেটের পাইল, সর্বশেষ প্লেটটি প্রথমে তুলে নেওয়া হয়।
গ) Hash table:
- Hash table হলো একটি ডেটা স্টোরেজ পদ্ধতি যেখানে কী-ভ্যালু পেয়ার সংরক্ষণ করা হয়। এর মধ্যে কোন LIFO বা FIFO নিয়ম থাকে না।
ঘ) Array:
- Array হলো ধারাবাহিক মেমোরি ব্লকে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত ডেটা স্ট্রাকচার। এখানে ডেটার প্রবেশ বা প্রস্থান LIFO বা FIFO নীতির উপর নির্ভর করে না।
- Stack ডেটা স্ট্রাকচার LIFO নীতি অনুসরণ করে, অর্থাৎ "শেষে যেটা ঢোকানো হয়েছে সেটাই প্রথম বের হবে"।
সূত্র: geeksforgeeks [লিংক]
৯৯) Which of the following is not an open-source software?
LibreOffice
Mozilla Firefox
Microsoft Excel
Ubuntu
Microsoft Excel
ব্যাখ্যা:
• উত্তর: গ) Microsoft Excel.
Microsoft Excel একটি মালিকানাধীন (proprietary) সফটওয়্যার, যা মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা উন্নত এবং বাজারজাত করা হয়। এটি একটি জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম যা Microsoft Office প্যাকেজের অংশ। Excel ব্যবহার করতে হলে লাইসেন্স কিনতে হয় এবং এর সোর্স কোড সাধারণ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়, ফলে এটি ওপেন-সোর্স নয়।
- অন্যদিকে, LibreOffice, Mozilla Firefox ও Ubuntu- এই তিনটি সফটওয়্যার ওপেন-সোর্স, যার অর্থ হলো এগুলোর সোর্স কোড যেকোনো ব্যক্তি দেখতে, পরিবর্তন করতে এবং বিতরণ করতে পারে। তাই উপরের অপশনগুলোর মধ্যে শুধুমাত্র Microsoft Excel ওপেন-সোর্স নয়।
• বিস্তারিত অপশন আলোচনা:
• LibreOffice:
- এটি একটি ওপেন-সোর্স অফিস স্যুট, যেখানে তুমি ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন তৈরি করতে পারো।
- সোর্স কোড সবাই দেখতে ও পরিবর্তন করতে পারে।
- সম্পূর্ণ ফ্রি ও ওপেন-সোর্স।
• Mozilla Firefox:
- এটি একটি ওপেন-সোর্স ওয়েব ব্রাউজার।
- এর সোর্স কোড পাবলিকলি উপলব্ধ এবং কেউ চাইলে কাস্টমাইজ করতে পারে।
- সম্পূর্ণ ফ্রি এবং ওপেন-সোর্স।
• Microsoft Excel:
- এটি মাইক্রোসফটের মালিকানাধীন একটি প্রোপাইটারি সফটওয়্যার।
- এর সোর্স কোড সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হয় না।
- ব্যবহার করতে হলে লাইসেন্স কিনতে হয়।
- এটি ওপেন-সোর্স নয়।
• Ubuntu:
- এটি একটি জনপ্রিয় ওপেন-সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম।
- সোর্স কোড পাবলিকলি উপলব্ধ।
- ফ্রি এবং ওপেন-সোর্স।
সূত্র:
১) মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১০০) Which kind of memory has the highest access speed?
HDD
SSD
RAM
Cache
Cache
ব্যাখ্যা:
• Cache memory is the fastest among the given options. এটি প্রসেসরের খুব কাছাকাছি অবস্থানে থাকে এবং এটি অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে, যেসব ডেটা ও নির্দেশনা বারবার ব্যবহৃত হয়। Cache মেমোরি মূলত RAM এবং CPU-এর মধ্যে এক ধরনের ব্রিজ হিসেবে কাজ করে, যার ফলে ডেটা এক্সেস সময় অনেক কমে যায়। HDD এবং SSD হলো স্থায়ী সংরক্ষণের মাধ্যম, তবে এদের এক্সেস স্পিড অনেক ধীর। RAM তুলনামূলক দ্রুত হলেও, Cache তার চেয়েও দ্রুততর। তাই, গতি বিচারে Cache মেমোরিই সবচেয়ে উচ্চ গতিসম্পন্ন মেমোরি। সঠিক উত্তর: ঘ) Cache.• মেমরির ধারণক্ষমতা, দাম ও গতির ক্রম:
- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।
- আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।
এছাড়াও,
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হলো অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হলো হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।