বাংলা (সম্পূর্ণ সিলেবাস) "Serial No","Question","Correct Answer","Wrong Option 1","Wrong Option 2","Wrong Option 3","Explanation" "1","'মোলায়েম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?","আরবি","ফারসি","দেশি","তৎসম" "2","কোন বাক্যে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?","ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।","উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়।","ভালো করে খেয়ে নাও।","মাথার উপরে নিল আকাশ।" "3","বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি?","গৌড়ীয় ব্যাকরণ","এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ","বাঙ্গালা ভাষার ব্যাকরণ","ব্যাকরণ কৌমুদী" "4","'Semantics' এর বাংলা পরিভাষা কোনটি?","বাগর্থবিজ্ঞান","ধ্বনিতত্ত্ব","শব্দতত্ত্ব","বাক্যতত্ত্ব" "5","ধ্বনিবিজ্ঞানের উপর লেখা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ -","শব্দতত্ত্ব","ব্যাকরণ ও ভাষা","ধ্বনিপরিচয়","বর্ণপরিচয়" "6","দিনাজপুর অঞ্চলে কোন উপভাষা ব্যবহৃত হয়েছে?","বরেন্দ্রি","বাঙ্গালি","পূর্বি","রাঢ়ি" "7","সংবৃত ও উচ্চ স্বরধ্বনি কোনটি?","উ","এ","ও","অ" "8","বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি?","37টি","07টি","11টি","10টি" "9","অর্ধমাত্রার স্বরবর্ণ কোনটি?","ঋ","এ","ঔ","অ" "10",""বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের উৎকর্ষতা অপ্রতিদ্বন্দ্বী।" - বাক্যটিতে কোন ধরনের ভুল রয়েছে?","প্রত্যয়জনিত","সন্ধিজনিত","বানানজনিত","উপসর্গজনিত" "11","'তমদ্দুন' শব্দের অর্থ-","সংস্কৃতি","আন্দোলন","নতুন","উপহার" "12","কার অনুরোধে আলাওল 'পদ্মাবতী' রচনা করেন?","কোরেশী মাগন ঠাকুর","দৌলত কাজী","সৈয়দ মুহম্মদ","গিয়াস উদ্দিন আজম শাহ" "13","প্রমথ চৌধুরীর মতে, যৌবনকে এদেশের মানুষ ভয় পায়, কারণ-","যৌবনের অন্তরে শক্তি আছে","যৌবন মানব জীবনে বিরাট এক ফাঁড়া","যৌবন প্রকৃতি বিরুদ্ধ","যৌবন শাসনযোগ্য নয়" "14","পাঁচালিকার হিসেবে খ্যাতি অর্জন করেন কে?","দাশরথি রায়","রামরাম বসু","রামনিধি গুপ্ত","রামপ্রসাদ সেন" "15","বাক্যে কমা বা পাদচ্ছেদ থাকলে কতক্ষণ থামতে হয়?","'এক' বলতে যে সময় লাগে","'এক' বলার দ্বিগুণ সময়","'এক' সেকেন্ড","থামতে হয় না" "16",""যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা" - এর এক কথায় কী বলে?","পরভৃতিকা","প্রোষিতভর্তৃকা","প্রোষিতপত্নীক","অধিবিন্না" "17","‘উত্তম পুরুষ’ উপন্যাসের লেখক কে?","রশীদ করিম","মুনীর চৌধুরী","শওকত ওসমান","আহসান হাবীব" "18","কোনটি উত্তম পুরুষের উদাহরণ?","আমি","তুমি","সে","তিনি" "19","‘কুজন-কূজন’ শব্দজোড়ের অর্থ যথাক্রমে-","খারাপ লোক ও পাখির ডাক","ধান রাখার পাত্র ও পাখা","মানুষের সমাবেশ ও পাখির ডাক","পাখির ডাক ও খারাপ লোক" "20","ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে চর্যাপদের রচনাকাল কোনটি?","650-1200 খ্রিস্টাব্দ","650-1350 খ্রিস্টাব্দ","650-1250 খ্রিস্টাব্দ","950-1200 খ্রিস্টাব্দ" "21","'মৌন' এর বিপরীত শব্দ-","মুখর","শুষ্ক","বিশ্রী","সাহসী" "22","'সিংহ' এর সমার্থক শব্দ কোনটি?","মৃগেন্দ্র","কুঞ্জর","কুরঙ্গ","ভুজঙ্গ" "23","নিচের কোন বাক্যটি অশুদ্ধ?","আমি সাক্ষী দিব না।","মুমূর্ষু রোগীকে শুশ্রূষা কর।","তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না।","অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।" "24","শামসুর রাহমান রচিত উপন্যাস-","অদ্ভুত আঁধার এক","রৌদ্র করোটিতে","নিরালোকে দিব্যরথ","নিজ বাসভূমে" "25","বর্ণ হলো -","সবগুলোই","দৃষ্টিগ্রাহ্য","ধ্বনিকে লিখিত আকারে প্রকাশ করে","ধ্বনির লিখিত রূপ" "26","'অপরাহ্ণ' এর সঠিক উচ্চারণ কোনটি?","অপোরান্হো","অপরান্হ","অপোরান্নো","অপোরানো" "27","অভিধানে ব্যবহৃত 'কৈশোর' - এর পরে বর্ণানুক্রমে কোন শব্দটি প্রথমে আসবে?","কোঁদল","কোঙর","কোকেন","কোকনদ" "28","বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি কোনটি?","ড়","র","ল","শ" "29","কোনটিতে ""ষ-ত্ব বিধান"" এর নিয়ম লঙ্ঘিত হয়েছে?","অগ্নিষাৎ","স্পষ্ট","শ্রদ্ধাস্পদাসু","মাস্টার" "30","'তরঙ্গনিকর' শব্দের 'নিকর' শব্দের অর্থ কী?","উপরের সবকটি","সমূহ","রাশি","সাকুল্য" "31","নিচের কোন বানানটি অশুদ্ধ?","অপেক্ষমান","নির্নিমেষ","ত্রিনয়ন","পরিপোষণ" "32","'কাঁচকলা' - শব্দটি কোন সমাসের সমস্তপদ?","কর্মধারয় সমাস","বহুব্রীহি সমাস","তৎপুরুষ সমাস","দ্বন্দ্ব সমাস" "33","'অজগরবৃত্তি' বাগ্ধারাটির অর্থ-","আলসেমি","দীর্ঘসূত্রিতা","দুর্লভ বস্তু","অপব্যয়ী" "34","বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তনের উদাহরণ -","'নৌ' থেকে 'নাব্য'","'নৌ' থেকে 'নাব্যতা'","'নাব্য' থেকে 'নাব্যতা'","'নাব্য' থেকে 'নৌ'" "35","কোনটি জাতি-বিশেষ্য?","পর্বত","জানুয়ারি","গীতাঞ্জলি","গুরুত্ব" "36","নিচের কোন বাক্যে বিরোধ যোজকের উদাহরণ আছে?","তোমাকে ইমেইল করেছি, কিন্তু উত্তর পাইনি।","লাল বা নীল কলমটা আনো।","বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।","যদি রোদ ওঠে, তবে রওনা দেব।" "37",""বিষয়টা জেনে রাখো।" - এ বাক্যে কোন ক্রিয়া রয়েছে?","যৌগিক","প্রযোজক","মিশ্র","সরল" "38","'ক্রেতা' শব্দটির ধাতু কোনটি?","ক্রী","তৃচ","তা","ক্রয়" "39",""অতি ভক্তি চোরের লক্ষণ।" - এ বাক্যে 'অতি' কোন ধরনের পদ?","অব্যয় বিশেষণ","নিত্য সম্বন্ধীয় অব্যয়","প্রত্যয়ান্ত অব্যয়","অনন্বয়ী অব্যয়" "40","'নিম' - কোন ভাষার উপসর্গ?","ফারসি","তৎসম","আরবি","খাঁটি বাংলা" "41",""তিনি অন্ধকার থেকে বেরিয়ে এলেন।" - এখানে ‘অন্ধকার থেকে’ কোন কারক?","অপাদান কারক","কর্মকারক","করণকারক","অধিকরণ কারক" "42","কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরি করেন কোন সাহিত্যিক?","বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়","আল মাহমুদ","প্রমথ চৌধুরী","আবু ইসহাক" "43","'সূর্য দীঘল বাড়ী' উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে?","1955 সালে","1934 সালে","1950 সালে","1958 সালে" "44","‘আছো তুমি প্রভু, জগত মাঝারে।’- এ বাক্যে ব্যবহৃত ‘মাঝারে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?","ব্যাপ্তি অর্থে","একদেশিক অর্থে","মধ্যে অর্থে","ক্ষণকাল অর্থে" "45","‘হোসেনের শৃঙ্খল নিয়ম’ এর সাথে কোন নামটি জড়িত?","কাজী মোতাহার হোসেন","মোতাহের হোসেন চৌধুরী","আবুল হোসেন","সেলিনা হোসেন" "46","'গ্রানাডার শেষ বীর' - কোন ধরনের সাহিত্য রচনা?","উপন্যাস","কাব্যগ্রন্থ","ছোটগল্প","নাটক" "47","মুসলিম বীর তারেক ও স্পেনের সম্রাট রডারিকের সংগ্রামের কাহিনী নিয়ে কাব্যগ্রন্থ 'স্পেন বিজয় কাব্য' এর রচয়িতা কে?","সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী","কায়কোবাদ","সৈয়দ মুজতবা আলী","ফররুখ আহমদ" "48","রবীন্দ্রনাথ ঠাকুরের 'তাসের ঘর' নাটকটি কোন গল্পের নাট্যরুপ?","একটা আষাঢ়ে গল্প","প্রায়শ্চিত্ত","ছুটি","ক্ষুধিত পাষাণ" "49",""The Power of a lie" গ্রন্থের 'সত্যমিথ্যা' নামে বাংলা অনুবাদ করেন কে?","আবুল মনসুর আহমদ","গোলাম মোস্তফা","কাজী আব্দুল ওদুদ","এস ওয়াজেদ আলি" "50","বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি?","ছড়া","পদাবলি","রূপকথা","মঙ্গলকাব্য"