আইসিটি:-"বুলিয়ান অ্যালজেবরা এবং ডিজিটাল ডিভাইস(পৃ. ৫৮-৬৪) বিজ্ঞান:- - জীববিজ্ঞানের বিকাশ (পৃ. ১৩৬-১৪০) ভূগোল:- - বাংলাদেশের সীমানা,বিভাগ,জেলা (পৃ.২০-২৪ ) Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"জীববিজ্ঞানের যে শাখায় ভ্রুনের সৃষ্টি,গঠন,পরিস্ফুটন ও বিকাশ সমন্ধে আলোচনা করা হয় তাকে কি বলে?","Embryology","Histology","Pomology","Entomology","জীববিজ্ঞানের যে শাখায় ভ্রুণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়, তাকে এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব বলা হয়।" 2,"Biology শব্দের প্রবর্তক কে?","জাঁ ল্যামার্ক","অ্যান্টনি ভ্যান লিওয়েনহুক","অ্যারিস্টটল","কার্ল আগস্ট বেয়ার","ফরাসি বিজ্ঞানী জ্যাঁ-ব্যাপটিস্ট ল্যামার্ক ১৮০২ সালে প্রথম 'Biology' শব্দটি ব্যবহার করেন।" 3,"প্রাকৃতিক পরিবেশে প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করাকে কি বলে?","Ethology","Ornithology","Palynology","Ichthyology","প্রাণীর আচরণ নিয়ে গবেষণাকে ইথোলজি বলা হয়।" 4,"উদ্যান পালন বিদ্যাকে কি বলে?","Horticulture","Prawn culture","Flory culture","Seri culture","উদ্যান পালন বিদ্যাকে ইংরেজিতে হর্টিকালচার বলা হয়।" 5,"উদ্ভিদের উচ্চতা বৃদ্ধির হার পরিমাপক যন্ত্রের নাম কি?","কেসকোগ্রাফ","অক্সানোমিটার","পোটোমিটার","ক্যালোরিমিটার","উদ্ভিদের উচ্চতা বৃদ্ধির হার পরিমাপ করার জন্য জগদীশ চন্দ্র বসু কর্তৃক আবিষ্কৃত কেসকোগ্রাফ ব্যবহার করা হয়।" 6,"ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?","লিওয়েন হুক","রবার্ট কচ","ভ্যাসলিয়াস","স্যামুয়েল হ্যানিম্যান","ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন।" 7,"দুধ পাস্তুরিকরনে কত ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়?","১৪৫","১৫০","১৪০","১৫৫","দুধকে জীবাণুমুক্ত করতে ১৪৫ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়।" 8,"বৃক্ষবিদ্যাকে কি বলে?","Arboriculture","Frog culture","Oleri culture","Horti culture","বৃক্ষরোপণ ও পরিচর্যা সম্পর্কিত বিজ্ঞানকে আরবরিকালচার বলে।" 9,"Pisciculture বলতে কি বলে?","মৎসচাষ বিজ্ঞান","রেশম চাষ বিজ্ঞান","চিংড়ি চাষ বিজ্ঞান","ব্যাঙ চাষ বিজ্ঞান","পিসিকালচার হলো মাছ চাষ সংক্রান্ত বিজ্ঞান।" 10,"ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী?","সুইডিস","ইংল্যান্ড","গ্রীস","ইতালি","ক্যারোলাস লিনিয়াস ছিলেন একজন বিখ্যাত সুইডিশ বিজ্ঞানী, যিনি দ্বিপদী নামকরণের প্রবর্তন করেন।" 11,"জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি?","Nymphaea nouchali","Nymphea nouchali","Nymphaee Nouchali","Nymphea Nouchalli","বাংলাদেশের জাতীয় ফুল শাপলার বৈজ্ঞানিক নাম হলো Nymphaea nouchali।" 12,"বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লেখা হয়?","ল্যাটিন","ফরাসি","গ্রীক","ফারসি","আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, জীবের বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় লেখা হয়।" 13,"বেগুনের বৈজ্ঞানিক নাম কি?","Solanum melongena","Solanam melongena","Solanum melomgena","Solanum melongeana","বেগুনের বৈজ্ঞানিক নাম হলো Solanum melongena।" 14,"দূর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম কি?","Cynodon dactylon","Cynodono dactylon","Cynodon dectylon","Cynodon dactylun","দূর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম Cynodon dactylon।" 15,"আপনি কোন সাগরে গ্যালাপাগোস দ্বীপটি খুঁজে পেতে পারেন, যা তাদের অনন্য বন্যপ্রাণী এবং চার্লস ডারউইন গবেষণার জন্য পরিচিত?","প্রশান্ত মহাসাগর","আরব সাগর","ক্যারিবিয়ান সাগর","আটলান্টিক মহাসাগর","গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যা ইকুয়েডরের অন্তর্ভুক্ত।" 16,"'The origin of species by means of Natural selection' নামক বইটি প্রকাশ করা হয় কবে?","২৪শে নভেম্বর","২৮শে অক্টোবর","২৯শে ডিসেম্বর","২৯ শে নভেম্বর","চার্লস ডারউইনের এই বিখ্যাত বইটি ১৮৫৯ সালের ২৪শে নভেম্বর প্রকাশিত হয়েছিল।" 17,"সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় কোনটি পাওয়া যায়?","রাজকাঁকড়া","প্লাটিপাস","সিলাকান্ত মাছ","ইকুইজিটাম","রাজকাঁকড়া (Horseshoe crab) সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়।" 18,"যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক কে?","জর্জ বুল","প্যাসকেল","নিউটন","ডি মরগান","জর্জ বুল ১৮৪৮ সালে বুলিয়ান অ্যালজেবরা নামে একটি নতুন ধরনের গণিত উদ্ভাবন করেন।" 19,"বুলিয়ান অ্যালজেবরার প্রত্যেক চলকের কয়টি মান থাকে?","২","৩","১","৪","বুলিয়ান অ্যালজেবরার প্রতিটি চলকের মাত্র দুইটি মান থাকে, যথা ০ (False) ও ১ (True)।" 20,"ডিজিটাল ইলেকট্রনিকস সার্কিটে 0 নির্দেশ করে-","0-0.8 Volt","1-5 Volt","2-4 Volt","1-2 Volt","ডিজিটাল সার্কিটে লজিক '০' সাধারণত ০ থেকে ০.৮ ভোল্টের মধ্যে নির্দেশ করা হয়।" 21,"অনুষঙ্গ উপপাদ্য অনুযায়ী x+(y+z)=কত?","(x+y)+z","x+yz","xy+z","(x-y)+z","বুলিয়ান অ্যালজেবরার অনুষঙ্গ উপপাদ্য অনুযায়ী, x+(y+z) = (x+y)+z হয়।" 22,"বুলিয়ান গুণ 0.0=?","0","কোনটাই নয়","10","1","বুলিয়ান গুণে, ০ এর সাথে ০ গুণ করলে ফলাফল ০ হয়।" 23,"A+BC=কত?","(A+B)(A+C)","(A+B)+(A.C)","(A+C)+(A+B)","(A+C)+(A.B)","বুলিয়ান অ্যালজেবরার বিভাজন উপপাদ্য অনুযায়ী, A+BC = (A+B)(A+C)।" 24,"A+BC=(A+B)(A+C) উপপাদ্যটি হলো-","বিভাজন","বিনিময়","অনুষঙ্গ","মৌলিক","A+BC=(A+B)(A+C) উপপাদ্যটি বিভাজন উপপাদ্য নামে পরিচিত।" 25,"সর্বজনীন গেট কোনটি?","NAND","AND","XOR","X-NOR","NAND ও NOR গেটকে সর্বজনীন গেট বলা হয়, কারণ এই গেট ব্যবহার করে যেকোনো লজিক গেট তৈরি করা সম্ভব।" 26,"AND গেইটে A ও B এর মান 0 হলে, আউটপুট কত?","0","1","10","কোনটিই নয়","AND গেটে যেকোনো একটি ইনপুট ০ হলে আউটপুটও ০ হয়।" 27,"নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুট এর বিপরীত?","NOT","AND","OR","X-OR","NOT গেট ইনপুটকে বিপরীত করে, অর্থাৎ ইনপুট ০ হলে আউটপুট ১ এবং ইনপুট ১ হলে আউটপুট ০ হয়।" 28,"An OR gate can be imagined as-","Switches connected in parallel","Amplifier connected between two adder","Switches connected in series","MOS transistors connected in series","একটি OR গেট সমান্তরালভাবে সংযুক্ত দুটি সুইচের মতো কাজ করে।" 29,"AND ও NOT গেইট মিলে কোন গেইট হয়?","NAND","OR","NOR","X-OR","AND গেট এবং NOT গেট একত্রিত হয়ে NAND গেট তৈরি করে।" 30,"NOR গেইট আউটপুটে '1' পেতে হলে-","সবগুলো ইনপুট 0 হবে","সর্বাবস্থাতেই আউটপুট 1হবে","সবগুলো ইনপুট 1 হবে","যেকোনো ইনপুট 0 হবে","NOR গেটের আউটপুট শুধুমাত্র তখনই ১ হয়, যখন এর সবগুলি ইনপুট ০ থাকে।" 31,"Z=(Ā+U)(Ā+Ū) এর সরলীকৃত মান কত?","Ā","AU+U","A","Ū","বুলিয়ান উপপাদ্য অনুযায়ী, Z = (Ā+U)(Ā+Ū) = Ā+UŪ = Ā+0 = Ā।" 32,"বাংলাদেশের কোন কোন জেলার সবগুলো বিভাগের সীমান্তবর্তী?","সিলেট ও ময়মনসিংহ বিভাগের","যশোর ও রাঙ্গানামাটি","পঞ্চগড় ও সাতক্ষীরা","কোনটি নয়","বাংলাদেশের কোনো জেলা সবগুলো বিভাগের সীমান্তবর্তী নয়।" 33,"বাংলাদেশের সমুদ্রসীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করেছে কোন বিশ্ব বিদ্যালয়?","চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়","ঢাকা বিশ্ববিদ্যালয়","রাজশাহী বিশ্ববিদ্যালয়","খুলনা বিশ্ববিদ্যালয়","চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমুদ্রসীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে।" 34,"সিলেট জেলায় বেঙ্গলি কাদের বলা হয়?","সিলেটে বসবাসরত অস্থানীয় জনগোষ্ঠী","সিলেটের আদি হাওড় অঞ্চলের মানুষ","সিলেটের আদি জনগোষ্ঠী","সিলেটের স্থায়ী জনগোষ্ঠী","সিলেটে বসবাসরত অস্থানীয় জনগোষ্ঠীকে 'বেঙ্গলি' বলা হয়।" 35,"রংপুর বিভাগের কয়টি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে?","৬","৪","৭","৩","রংপুর বিভাগের দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও ঠাকুরগাঁও এই ৬টি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে।" 36,"ময়মনসিংহ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা কবে শুরু হয়?","১৩ অক্টোবর,২০১৫","১৩ সেপ্টেম্বর, ২০১৫","১৩ অক্টোবর, ২০১৬","১৩ নভেম্বর, ২০১৫","ময়মনসিংহ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৫ সালের ১৩ই অক্টোবর।" 37,"Dacca থেকে Dhaka নামকরণ করেন কে?","লে.জে.এইচ এমন এরশাদ","শামিম শিকদার","স্থপতি এহসান খান","কোনটিই নয়","১৯৮২ সালে রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ Dacca এর পরিবর্তে Dhaka নামটি ব্যবহার শুরু করেন।" 38,"ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়?","১৬১০ সালে","১৬৬০ সালে","১৯০৬ সালে","১৯২১ সালে","১৬১০ সালে সুবাদার ইসলাম খান চিশতি ঢাকাকে প্রথম বাংলার রাজধানী ঘোষণা করেন।" 39,"PCA এর পূর্ণরূপ কি?","Permanent Court of Arbitration","Principle Component Analyses","Power Cost Adjustment","Promot corrective Action","PCA এর পূর্ণরূপ হলো Permanent Court of Arbitration।" 40,"বাংলাদেশের-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায় প্রদানকারি আদালতের নাম কি?","ITLOS","UNCLOS","CLCS","ICJ","বাংলাদেশের-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধের রায় প্রদানকারী আন্তর্জাতিক আদালতটির নাম ITLOS (International Tribunal for the Law of the Sea)।"