আন্তর্জাতিক: # অন্যান্য যুদ্ধ (পৃ. ৫২-৫৬) বাংলাদেশ: # মুঘলদের অবদান (পৃ. ৬২২-৬২৬) Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3 1,"ট্রয়-নগরীর সন্ধান পাওয়া যায় কত সালে?","১৮৬৮ সালে","১৮৭৮ সালে","১৮৮৮ সালে","১৮৫৮ সালে" 2,"কোন দুটি দেশে শতবর্ষী যুদ্ধ সংঘটিত হয়েছিল?","ফ্রান্স ও ইংল্যান্ড","জার্মানি ও রাশিয়া","তুরস্ক ও গ্রিস","চীন ও জাপান" 3,"অপারেশন ডেজার্ট শিল্ড কোন যুদ্ধে সম্পর্কিত?","ইরাক-কুয়েত যুদ্ধ","ভিয়েতনাম যুদ্ধ","প্রথম বিশ্বযুদ্ধ","উপসাগরীয় যুদ্ধ" 4,"ভারত ও পাকিস্তানের মধ্যে কতটি যুদ্ধ সংঘটিত হয়েছে?","৪টি","৩টি","৫টি","২টি" 5,"ভারত-পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধের মেয়াদকাল কত ছিল?","১৯৬৫-১৯৬৬","১৯৫৬-১৯৬৬","১৯৬৪-১৯৬৫","১৯৬৬-১৯৬৭" 6,"তাসখন্দ চুক্তি হয় কার মধ্যে?","ভারত ও পাকিস্তান","ভারত ও চীন","পাকিস্তান ও বাংলাদেশ","ভারত ও নেপাল" 7,"হো চি মিন নগরের পূর্ব নাম কী ছিল?","সায়গন","হ্যানয়","দা নাং","ফুকেট" 8,"ভিয়েতনাম ওয়াল কোথায় অবস্থিত?","প্যারিস","হ্যানয়","টোকিও","ওয়াশিংটন ডিসি" 9,"১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের স্থায়িত্ব কত দিন?","৬ দিন","৭ দিন","১০ দিন","১৪ দিন" 10,"সুয়েজ খান খনন শুরু হয় কত সালে?","১৮৫৯ সালে","১৮৪৯ সালে","১৮৬৯ সালে","১৮৩৯ সালে" 11,"পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি?","গ্র্যান্ড খাল","সুয়েজ খাল","পানামা খাল","কিল খাল" 12,"পৃথিবীর গভীরতম খাল কোনটি?","পানামা খাল","সুয়েজ খাল","কিল খাল","করিন্থ খাল" 13,"কোন বিখ্যাত নেতার মরদেহ এখনও সংরক্ষিত আছে?","লেনিন","স্টালিন","হিটলার","নেপোলিয়ন" 14,"অক্টোবর বিপ্লব কোন দেশে সংঘটিত হয়েছিল?","রাশিয়া","ফ্রান্স","চীন","কিউবা" 15,"একাডেমি অব সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি?","রাশিয়া","যুক্তরাষ্ট্র","ফ্রান্স","জার্মানি" 16,"ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠিত হয় কত সালে?","১৯৭৬ সালে","১৯৭৪ সালে","১৯৮০ সালে","১৯৭২ সালে" 17,"কোন নগরী মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল?","ঢাকা","সোনারগাঁও","মুর্শিদাবাদ","গৌড়" 18,"Dacca থেকে Dhaka করা হয় কত সংশোধনীর মাধ্যমে?","৮ম","৭ম","৯ম","৫ম" 19,"পানামনগর কোন জেলায় অবস্থিত?","নারায়ণগঞ্জ","মুন্সিগঞ্জ","ঢাকা","কিশোরগঞ্জ" 20,"পাঁচপীরের মাজার কোথায় অবস্থিত?","সোনারগাঁও","বাগেরহাট","চট্টগ্রাম","সিলেট" 21,"ঠাকুরগাঁও এর পূর্ব নাম কী ছিল?","নিশ্চিন্তপুর","মঙ্গলপুর","রাজাপুর","শান্তিপুর" 22,"রাঙ্গামাটির পূর্ব নাম কী ছিল?","হরিকেল","রামগিরি","চক্রবাক","মহাশ্মশান" 23,"ময়মনসিংহ জেলার পূর্ব নাম কী?","নাসিরাবাদ","ত্রিশাল","বালেশ্বর","ব্রহ্মপুর" 24,"ইবনে বতুতা সোনারগাঁও ভ্রমণ করেন কত সালে?","১৩৪৬","১৩৩৬","১৩৫৬","১৩৬৬" 25,"আগ্রার দুর্গের নির্মাতা কে?","শাহজাহান","আকবর","জাহাঙ্গীর","বাবর" 26,"অপারেশন ডিজার্ট স্টর্ম কত সালে পরিচালিত হয়?","১৯৯১","১৯৮৯","১৯৯৩","১৯৯০" 27,"আমেরিকার কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়?","নিক্সন","রিগ্যান","কেনেডি","জনসন" 28,"সুয়েজ খালের প্রস্থ কত মিটার?","২০৫ মিটার","১৯৫ মিটার","২১৫ মিটার","২০০ মিটার" 29,"রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটে কবে?","১৯১৭","১৯২০","১৯১৪","১৯১৯" 30,"কোহিনুর মণি কোথায় অবস্থিত?","লন্ডন","দিল্লি","মস্কো","নিউ ইয়র্ক"