আন্তর্জাতিক: # স্নায়ুযুদ্ধের সাথে জড়িত অন্যান্য ঘটনা (পৃ. ৪৫-৫১) বাংলাদেশ: # মুঘলদের অবদান (পৃ. ৬১৬-৬২১) Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"বারো ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদের?","মুগল আমল","পাঠান","ব্রিটিশ","পাল","মুগল আমলে বাংলায় স্বাধীনভাবে শাসন করা শক্তিশালী জমিদারদের বারো ভূঁইয়া বলা হতো।" 2,"বাবর দিল্লির সিংহাসন অধিকার করেন-","১৫২৬","১৫২২","১৫১৪","১৫২৮","পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ১৫২৬ সালে দিল্লির সিংহাসন দখল করেন।" 3,"পানিপথ এর দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়??","১৫৫৬","১৫২৬","১৫২৮","১৭৬৩","১৫৫৬ সালে মুঘল সম্রাট আকবর এবং হিন্দু রাজা হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়।" 4,"'সুবা বাংলা' শব্দটি প্রথম কে ব্যবহার করেন??","সম্রাট আকবর","সম্রাট আলাউদ্দিন","সম্রাট শাহজাহান","সম্রাট হুমায়ুন","প্রশাসনিক সুবিধার জন্য মুঘল সম্রাট আকবর বাংলাকে 'সুবা বাংলা' হিসেবে ঘোষণা করেন।" 5,"কোন তারিখ এ বাবরি মসজিদ ধ্বংস করা হয়??","৬ ডিসেম্বর ১৯৯২","১৪ আগস্ট ১৯৯০","১৭ নভেম্বর ১৯৯১","৭মার্চ ১৯৯২","অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদটি ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর ভেঙে ফেলা হয়।" 6,"গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরন করেন -","সম্রাট হুমায়ুন","সম্রাট আকবর","সম্রাট আলাউদ্দিন","সম্রাট আওরঙ্গজেব","মুঘল সম্রাট হুমায়ুন তার দিল্লির গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান।" 7,"সম্রাট আকবর এর ভূমি ব্যবস্থাপনার কৃতিত্বের স্বাক্ষর রাখেন -","টোডরমল","আবদুল মজিদ","শাহবাজ খান","আবদুর রহমান","আকবরের অর্থমন্ত্রী রাজা টোডরমল রাজস্ব ব্যবস্থার সংস্কারের জন্য বিখ্যাত ছিলেন।" 8,"' জিজিয়া ' ছিল -","অমুসলিমদের উপর ধার্য সামরিক কর","বানিজ্য কর","উৎসব কর","অমুসলিমদের উপর ধার্য ভূমি কর","জিজিয়া ছিল অমুসলিমদের উপর ধার্য এক ধরনের কর, যা তাদের নিরাপত্তার বিনিময়ে নেওয়া হতো।" 9,"' ময়ূর সিংহাসন ' এর নির্মাতা কে??","শাহজাহান","আকবর","হুমায়ুন","বাবর","মুঘল সম্রাট শাহজাহান তার জন্য বিখ্যাত ময়ূর সিংহাসন তৈরি করিয়েছিলেন।" 10,"ভারতবর্ষে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন??","মুহম্মদ বিন তুগলক","ইলতুমিশ","শেরশাহ","লড কর্নওয়ালিস","মুহম্মদ বিন তুঘলক সর্বপ্রথম ভারতবর্ষে প্রতীক মুদ্রা চালু করেছিলেন।" 11,"শেষ মুগল সম্রাট কে ছিলেন??","দ্বিতীয় বাহাদুর শাহ","আওরঙ্গজেব","দ্বিতীয় আকবর","দ্বিতীয় শাহ আলম","১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসনে পাঠানো হয়।" 12,"ভারতের যে সম্রাটকে ' আলমগীর ' বলা হতো-","আওরঙ্গজেব","শাহজাহান","বাবর","বাহাদুর শাহ","মুঘল সম্রাট আওরঙ্গজেব 'আলমগীর' উপাধি ধারণ করেছিলেন।" 13,"মুগল সম্রাট জাহাঙ্গীর সমাধি কোথায়??","লাহোরে","দিল্লিতে","আগ্রায়","ইয়াঙ্গুন","মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি পাকিস্তানের লাহোরে অবস্থিত।" 14,"আকবর দিল্লির সিংহাসন এ বসার সময় তার বয়স কত ছিলো?","১৩ বছর","১৭ বছর","১৬ বছর","১৪ বছর","আকবর ১৫৫৬ সালে সিংহাসনে আরোহণ করার সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর।" 15,"মারাঠা শাসকের উপাধি ছিল -","পেশোয়া","রাজা","সম্রাট","বাদশাহ","মারাঠা সাম্রাজ্যে প্রধান মন্ত্রীর পদবি ছিল 'পেশোয়া'।" 16,"' আবওয়াব' শব্দটি কোন ক্ষেত্র ব্যবহার হত-","খাজনা","নদী","পানি","জমি","'আবওয়াব' ছিল প্রচলিত রাজস্বের বাইরে অতিরিক্ত বা অবৈধ কর, যা খাজনা সম্পর্কিত।" 17,"মুগল সাম্রাজ্য কত খ্রিস্টাব্দ এ শেষ হয়??","১৮৫৭","১৫২৫","১৭৬৭","১৮০৩","১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে।" 18,"উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়?","১৯৪৫","১৯৫৪","১৯৪৭","১৯৪৬","দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে কোরিয়া দুটি অংশে বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়া গঠিত হয়।" 19,"কোনটি উপদ্বীপ?","কোরিয়া","জার্মান","সৌদি আরব","মিয়ানমার","কোরিয়া তিনদিক থেকে সমুদ্র দ্বারা পরিবেষ্টিত হওয়ায় এটি একটি উপদ্বীপ।" 20,"The duration of Korean War was","3 years","2 years","4 years","8 years","কোরিয়া যুদ্ধ ১৯৫০ সালে শুরু হয়ে ১৯৫৩ সালে শেষ হয়, যার স্থায়িত্বকাল ছিল প্রায় তিন বছর।" 21,"উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কত??","৩৮ তম অক্ষরেখা","১৭তম অক্ষরেখা","৩০ তম অক্ষরেখা","৪৮ তম অক্ষরেখা","উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত রেখাটি ৩৮তম অক্ষরেখা নামে পরিচিত।" 22,"বর্লিন প্রাচীর ভেঙ্গে ফেলা হয় কবে?","৯ নভেম্বর ১৯৮৯","২২ফেব্রুয়ারি, ১৯৯৮","৯ নভেম্বর ১৯৯০","১৯ নভেম্বর ১৯৯০","ঠান্ডা যুদ্ধের অবসানের প্রতীক হিসেবে ১৯৮৯ সালের ৯ই নভেম্বর বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়।" 23,"বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো কোন দেশের নাগরিক ছিলেন?","Cuba","Argentina","USA","Brazil","ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার একজন বিপ্লবী এবং দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান।" 24,"ফিদেল কাস্ত্রোর আত্মজীবনী গ্রন্থের নাম কি ছিলো?","The Strategic victory","The President of Missing","Representative Government","The Ministry of Utmost Happiness","ফিদেল কাস্ত্রোর আত্মজীবনীর নাম ছিল 'The Strategic victory'।" 25,"ABM সাক্ষরিত হয়েছিল কবে?","১৯৭২","১৯৭০","১৯৭৩","১৯৭৯","অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল (ABM) চুক্তিটি ১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়।" 26,"অবিভক্ত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট কে ছিলেন?","মিখাইল গর্বাচভ","ভ্লাদিমির পুতিন","লিওটলস্টয়","ব্রেজেনেভ","মিখাইল গর্বাচেভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট, যার সময়ে এর পতন ঘটে।" 27,"সাবেক সোভিয়েত ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছিল??","১৫ টি","১২টি","১৩ টি","১৪ টি","সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল।" 28,"কোনটি বিলুপ্ত হয়েছে??","নাফটা","ওয়ারেশ প্যাক্ট","ন্যাটো","অ্যাপেক","নাফটা (NAFTA) চুক্তিটি বর্তমানে নতুন একটি চুক্তি (USMCA) দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।" 29,"CIS এর পূর্ণরুপ কি?","Commonwealth of independent states","Commonwealth of independent society","Commonwealth of intelligence service","central Intelligence service","CIS এর পূর্ণরূপ হলো Commonwealth of Independent States।" 30,"ইউক্রেন স্বাধীন হয় কবে??","১৯৯১","১৯৮৯","১৯৮৭","১৯৯০","ইউক্রেন ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।" 31,"কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সংঘটিত হয় কবে??","১৯৬২","১৯৫৯","১৯৬১","১৯৬৪","কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ১৯৬২ সালে সংঘটিত হয়েছিল।" 32,"পানমুনজাম বলতে কি বুঝায়??","শান্তিপল্লী","শিল্পায়ন","সাগর","দ্বীপ","পানমুনজাম হলো উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে অবস্থিত একটি স্থান, যা 'শান্তিপল্লী' নামে পরিচিত।"