43rd BCS Science Question Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –","মিথেন","হাইড্রোজেন","নাইট্রোজেন","ইথেন","প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮০-৯০% অংশই মিথেন গ্যাস দ্বারা গঠিত।" 2,"১৭৮ O আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?","৯","৮","১৭","২৫","কোনো আইসোটোপের নিউট্রন সংখ্যা নির্ণয় করতে ভরসংখ্যা (১৭) থেকে পারমাণবিক সংখ্যা (৮) বিয়োগ করতে হয়, অর্থাৎ ১৭ - ৮ = ৯।" 3,"প্রোটিন তৈরি হয়-","অ্যামিনো এসিড দিয়ে","ফ্যাটি এসিড দিয়ে","সাইট্রিক এসিড দিয়ে","অক্সালিক এসিড দিয়ে","প্রোটিন হলো অ্যামিনো এসিডের পলিমার, যা অ্যামিনো এসিডের অণু দিয়ে গঠিত হয়।" 4,"সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো –","৩-৬%","০%","১০-১৫%","১০০%","সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলোর মাত্র ৩-৬% রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে।" 5,"জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-","অ্যানোডে","ক্যাথোডে","অ্যানোড ও ক্যাথোড উভয়টিতে","বর্ণেত কোনোটিতেই নয়","বৈদ্যুতিক কোষে জারণ (oxidation) প্রক্রিয়া অ্যানোডে সম্পন্ন হয়, যেখানে ইলেকট্রন বর্জন ঘটে।" 6,"পানির অণু একটি-","ডায়াচুম্বক","প্যারাচুম্বক","ফেরোচুম্বক","অ্যান্টিফেরোচুম্বক","পানির অণু একটি ডায়াচুম্বক পদার্থ, কারণ এর কোনো স্থায়ী চৌম্বক ভ্রামক নেই এবং এটি চুম্বক ক্ষেত্র দ্বারা সামান্য বিকর্ষিত হয়।" 7,"একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?","শূন্য","অসীম","অতিক্ষুদ্র","যে কোনো মান","একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য ধরা হয়, যাতে কোনো শক্তি অপচয় না হয়।" 8,"কোভিড-১৯ কোন ধরনের ভাইরাস-","RNA","DNA","DNA+RNA","mRNA","কোভিড-১৯ একটি RNA ভাইরাস, অর্থাৎ এর জেনেটিক উপাদান হলো রাইবোনিউক্লিক অ্যাসিড (RNA)।" 9,"হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-","সিস্টল","ডায়াস্টল","ডায়াসিস্টল","উপরের কোনোটিই নয়","হৃদপিণ্ডের নিলয়ের সংকোচনকে সিস্টল বলা হয়, যার ফলে রক্ত ধমনীতে পাম্প হয়।" 10,"নিচের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?","স্মলপক্স","ডেঙ্গুজ্বর","কোভিড-১৯","পোলিও","স্মলপক্স (গুটিবসন্ত) একটি DNA ভাইরাসঘটিত রোগ, যা ভ্যারিওলা ভাইরাস দ্বারা সৃষ্ট।" 11,"ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের নূন্যতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?","২৬.৫ ডিগ্রী সে.","৩৫ ডিগ্রী সে.","৩৭.৫ ডিগ্রী সে.","৪০.৫ ডিগ্রী সে.","ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের তাপমাত্রা অন্তত ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হওয়া আবশ্যক।"