44th BCS Preliminary Bangla Model Test Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও’। মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?",সুকুমার সেন,সুনীতিকুমার চট্টোপাধ্যায়,মুহম্মদ শহীদুল্লাহ,মুহম্মদ এনামুল হক,এই উক্তিটি বিখ্যাত ভাষা-চিন্তক সুকুমার সেনের। 2,সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?,মানোএল দ্য আস্সুম্পসাঁও,রাজা রামমোহন রায়,রামেন্দ্র সুন্দর ত্রিবেদী,নাথানিয়েল ব্রাসি হ্যালহেড,পর্তুগিজ ধর্মপ্রচারক মানোএল দ্য আস্সুম্পসাঁও ১৭৪৩ সালে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। 3,চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?,প্রবোধচন্দ্র বাগচী, যতীন্দ্র মোহন বাগচী,প্রফুল্ল মোহন বাগচী,প্রণয়ভূষণ বাগচী,প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন। 4,‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?,লক্ষ্মণ সেনের,শশাঙ্কদেবের,যশোবর্মনের,হর্ষবর্ধনের,কবি জয়দেব সেন বংশের রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন। 5,কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?,ব্রজবুলি,বাংলা,সংস্কৃত,হিন্দি,কবি যশোরাজ খান ব্রজবুলি ভাষায় বৈষ্ণবপদ রচনা করেছিলেন। 6,নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?,সৈয়দ নূরুদ্দীন,দৌলত উজির বাহরাম খাঁ,সাবিরিদ খাঁ,সৈয়দ সুলতান,সৈয়দ নূরুদ্দীন যুদ্ধকাব্যের রচয়িতা নন। 7, কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?,রসুল বিজয়,মক্কা বিজয়,রসুলচরিত,মক্কানামা,কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ হলো 'রসুল বিজয়'। 8,“বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্হের রচয়িতা কে?,বিনয় ঘোষ,সুবিনয় ঘোষ,বিনয় ভট্টাচার্য,বিনয় বর্মণ,'বিদ্যাসাগর ও বাঙালি সমাজ' গ্রন্থটির রচয়িতা বিনয় ঘোষ। 9,প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,রাাজা রামমোহন রায়,মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হিসেবে গণ্য করা হয়। 10,প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?,১৮৫৮ সালে,১৯৭৮ সালে,১৮৪৮ সালে,১৮৬৮ সালে,প্যারীচাঁদ মিত্রের বিখ্যাত উপন্যাস 'আলালের ঘরের দুলাল' প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৫৮ সালে। 11,"কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?","জয় করিবার ইচ্ছা","জানিবার ইচ্ছা","হনন করিবার ইচ্ছা","যুদ্ধ করিবার ইচ্ছা","'জিগীষা' শব্দের অর্থ 'জয় করিবার ইচ্ছা'।" 12,"নিচের কোনটি তৎসম শব্দ?","ধূলি","পছন্দ","হিসাব","শৌখিন","'ধূলি' একটি তৎসম শব্দ, যা সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসেছে।" 13,"নিচের কোনটি বাংলা ‘ধাতু’র দৃষ্টান্ত?","কহ্","কথ্","বুধ্","গঠ্","'কহ্' একটি বাংলা ধাতু, যা থেকে 'কহা', 'কহিল' ইত্যাদি ক্রিয়াপদ গঠিত হয়।" 14,"ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল –","চিন্তাবিপ্লব","বর্ণবাদের পুনরুত্থান","রাষ্ট্রবিপ্লব","অভিবাসন বিপ্লব","ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ধর্মীয়, সামাজিক ও দার্শনিক ক্ষেত্রে এক গভীর চিন্তাবিপ্লব ঘটেছিল।" 15,"শুদ্ধ বানান কোনটি?","মুমূর্ষু","মুমুর্ষু","মূমুর্ষু","মূমূর্ষু","'মুমূর্ষু' (মৃ+উষ্ণু) বানানটি শুদ্ধ।" 16,"নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?","আবীরা","বহ্নি","বায়ুসখা","বৈশ্বানর","'আবীরা' অর্থ হলদ, যা 'অগ্নি'র সমার্থক শব্দ নয়। 'বহ্নি', 'বায়ুসখা', 'বৈশ্বানর' - এগুলো অগ্নির সমার্থক শব্দ।" 17,"‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’- ওই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?","অপহ্নুতি","যমক","অর্থোন্নতি","অভিযোজন","'অপহ্নুতি' অলঙ্কারে কোনো বস্তুর সাধারণ পরিচয় অস্বীকার করে তার অন্য এক বৈশিষ্ট্য বা গুণ আরোপ করা হয়। এখানে নদীর জলের সাধারণ পরিচয় অস্বীকার করে তাকে অশ্রুধারা বলা হয়েছে।" 18,"‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?","অব্যয়ীভাব","দ্বিগু","বহুব্রীহি","দ্বন্দ্ব","'যথারীতি' (রীতিকে অতিক্রম না করে) একটি অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত, যেখানে পূর্বপদের অব্যয়ের অর্থই প্রধান।" 19,"‘মৃত্তিকা দিয়ে তৈরি’-কথাটির সংকোচন করলে হবে –","মৃন্ময়","তন্ময়","মন্ময়","চিন্ময়","'মৃত্তিকা দিয়ে তৈরি' - এর এক কথায় প্রকাশ হলো 'মৃন্ময়'।" 20,আলাওল কোন শতাব্দীর কবি?,সপ্তদশ,পঞ্চদশ,ষোড়শ,অষ্টাদশ,আলাওল সপ্তদশ শতাব্দীর কবি ছিলেন। 21,কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?,বাউল গান,রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত,ভাটিয়ালি গান,ইউনেস্কো বাউল গানকে 'Intangible Cultural Heritage of Humanity' হিসেবে স্বীকৃতি দিয়েছে। 22,চন্ডীচরণ মুন্সী কে?,ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত,শ্রীরামপুর মিশনের লিপিকর,কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা,সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক,চন্ডীচরণ মুন্সী ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত। 23,‘রত্নপরীক্ষা’ গ্রন্থের রচয়িতা-,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,রামমোহন রায়,অক্ষয়কুমার দত্ত,রাধানাথ শিকদার,'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 24,স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-,দেবেন্দ্রনাথ ঠাকুর,দ্বারকানাথ ঠাকুর,রথীন্দ্রনাথ ঠাকুর,প্রমথ চৌধুরী,স্বর্ণকুমারী দেবীর পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 25,ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?,কমলাকান্ত,লোকরহস্য,মুচিরাম গুড়ের জীবনচরিত,যুগলাঙ্গুরীয়,ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'লোকরহস্য' গ্রন্থের একটি চরিত্র। 26,দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদক,মাইকেল মধুসূদন দত্ত,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,জশুয়া মার্শম্যান,ডেভিড হেয়ার,দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, যদিও মূল অনুবাদক ছিলেন জেমস লং। তবে প্রকাশিত অনুবাদে মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা ছিল। 27,রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?,রক্তকরবী,বিসর্জন,মুক্তধারা,ডাকঘর,'রক্তকরবী' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত নাটক যার প্রধান পুরুষ চরিত্র হলো রঞ্জন। 28,‘তৈল’ প্রবন্ধটি লিখেছেন-,হরপ্রসাদ শাস্ত্রী,সুকুমার রায়,রমেশচন্দ্র মজুমদার,শিবনারায়ণ রায়,'তৈল' প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। 29,“নাম রেখেছি কোমল গান্ধার” কাব্যের রচয়িতা-,বিষ্ণু দে,রবীন্দ্রনাথ ঠাকুর,অমিয় চক্রবর্তী,প্রেমেন্দ্র মিত্র,"নাম রেখেছি কোমল গান্ধার" কাব্যের রচয়িতা বিষ্ণু দে। 30,‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটির রচয়িতা,কাজী নজরুল ইসলাম,গোলাম মোস্তফা,জসীমউদ্দীন,আব্বাস উদ্দীন আহমদ,এই বিখ্যাত গানটির রচয়িতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 31,"‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?","রবিবার","নষ্টনীড়","নামঞ্জুর","ল্যাবরেটরি","'অভীক' রবীন্দ্রনাথ ঠাকুরের 'রবিবার' গল্পের নায়ক।" 32,"‘সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।’-কার রচিত পঙ ক্তি-","কামিনী রায়।","রজনীকান্ত সেন","ইসমাইল হোসেন সিরাজী","দ্বিজেন্দ্রলাল রায়","'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে' - এই বিখ্যাত পঙ্ক্তিটি কবি কামিনী রায়ের লেখা।" 33,"‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?","জীবন আমার বোন","কালো বরফ","খেলাঘর","অনুর পাঠশালা","'খোকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক-এর 'জীবন আমার বোন' উপন্যাসের চরিত্র।" 34,"সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?","বহিপীর","কবর","পায়ের আওয়াজ পাওয়া যায়","ওরা কদম আলী","'বহিপীর' সৈয়দ ওয়ালীউল্লাহর একটি বিখ্যাত নাটক।" 35,"মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি –","উপন্যাস","মহাকাব্য","ইতিহাস গ্রন্থ","ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ","মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' মূলত একটি মহাকাব্যিক উপন্যাস, তবে এর প্রধান পরিচয় এটি একটি উপন্যাস।" 36,“একুশ মানে মাথা নত না রচয়িতা করা”- এই অমর পঙ্ক্তির,আবুল ফজল,আব্দুল গাফফার চৌধুরী,মুনীর চৌধুরী,সিরাজুল ইসলাম চৌধুরী,এই অমর পঙ্ক্তিটির রচয়িতা হলেন আব্দুল গাফফার চৌধুরী। 37,‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি?,ঋজু,বন্ধুর,অসম,সুষম,'বঙ্কিম' শব্দের বিপরীত শব্দ হলো 'ঋজু'। 38,বাংলা একাডেমির ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ কত সালে প্রণীত হয়?,১৯৯২,১৯৯০,১৯৯৪,১৯৯৬,বাংলা একাডেমির 'প্রমিত বাংলা বানানের নিয়ম' ১৯৯২ সালে প্রণীত হয়। 39,কোন বানানটি শদ্ধ?,মুলো,মুলা,ধুলি,ধূলো,'মুলা' বানানটি শুদ্ধ। 40,‘নদী’-র সমার্থ শব্দ কোনটি?,তটিনী,সিন্ধু,হিল্লোল,নির্ঝর,'নদী'-র সমার্থক শব্দ হলো 'তটিনী'।