45th BCS Preliminary Internationa Affairs Question – ৪৫ তম বিসিএস প্রিলি আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,বাংলাদেশ সদস্য নয় :,NATO,ILO,SAARC,BIMSTEC,বাংলাদেশ ন্যাটো (NATO)-এর সদস্য নয়। 2,ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?,"১৯৩০","১৯২৯","১৯৩১","১৯৩২",প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়। 3,কোন দেশে সমুদ্র বন্দর নাই?,নেপাল,মালদ্বীপ,গ্রীস,ভেনেজুয়েলা,নেপাল একটি স্থলবেষ্টিত দেশ, যার কোনো সমুদ্র বন্দর নেই। 4,কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?,তুরস্ক,ইটালী,গ্রীস,ফ্রান্স,ঐতিহাসিক ট্রয় নগরী আধুনিক তুরস্কের অন্তর্গত। 5,ক্ষুদ্রতম মহাদেশ :,অস্ট্রেলিয়া,ইউরোপ,আফ্রিকা,দক্ষিণ আমেরিকা,আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হলো অস্ট্রেলিয়া। 6,কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?,ম্যানিলা,টোকিও,ভারত,নেপাল,আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। 7,কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?,ফ্রাঙ্কফুর্ট,লন্ডন,প্যারিস,ব্রাসেলস,ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। 8,যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে ছিলেন?,ডনাল্ড ট্রাম্প,রিচার্ড নিক্সন,বিল ক্লিনটন,কেনেডি,ডনাল্ড ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। 9,TIFA এর পূর্ণরূপ কী?,Trade and Investment Framework Agreement,Trade for International Finance Agreement,Treaty for International Free Area,Trade and Inviestment form America,TIFA-এর পূর্ণরূপ হলো Trade and Investment Framework Agreement। 10,ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয়-,"১৯৭৫","১৯৭০","১৯৭২","১৯৭৭",ভারত ১৯৭৫ সালে সিকিমকে নিজেদের সাথে সংযুক্ত করে। 11,২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?,বালী,সিংগাপুর,জাকার্তা,ম্যানিলা,২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক ইন্দোনেশিয়ার বালীতে অনুষ্ঠিত হয়। 12,চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?,"১৯৬২","১৯৫৯","১৯৬০","১৯৬৩",চীন-ভারত যুদ্ধ ১৯৬২ সালে সংঘটিত হয়েছিল। 13,পৃথিবীর গভীরতম স্থান:,ম্যারিয়ানা ট্রেন্চ,ডেড সী,বৈকাল হ্রদ,লোহিত সাগর,পৃথিবীর গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের ম্যারিয়ানা ট্রেঞ্চ। 14,‘বেল্ট অ্যান্ড রোড’ কার্যক্রম শুরু হয়:,"২০১৩ সাল","২০০০ সাল","২০০১ সাল","২০১৬ সাল",চীনের 'বেল্ট অ্যান্ড রোড' উদ্যোগ ২০১৩ সালে শুরু হয়। 15,বান্দা আচেহ কোথায় অবস্থিত?,ইন্দোনেশিয়া,থাইল্যান্ড,ফিলিপাইন,কম্বোডিয়া,বান্দা আচেহ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি প্রদেশ। 16,ফেসবুকের সদর দফতর :,ক্যালিফোর্নিয়া,সিয়াটল,ওয়াশিংটন,নিউইয়র্ক,ফেসবুকের (বর্তমানে মেটা প্ল্যাটফর্মস) সদর দফতর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। 17,‘ভিক্টোরিয়া ডিজার্ট’ কোথায় অবস্থিত?,অস্ট্রেলিয়া,কানাডা,পশ্চিম আফ্রিকা,নর্থ আমেরিকা,'ভিক্টোরিয়া ডিজার্ট' অস্ট্রেলিয়াতে অবস্থিত একটি বিশাল মরুভূমি। 18,কোনটি প্রাচীন সভ্যতা?,মেসোপটেমিয়া,গ্রিস,রোম,সিন্ধু,মেসোপটেমিয়ার সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। 19,তিব্বত একটি-,উপত্যকা,উপদ্বীপ,দ্বীপ,মরুভুমি,তিব্বত একটি উচ্চ মালভূমি অঞ্চল, যা বৃহত্তর অর্থে উপত্যকা হিসেবে বিবেচিত। 20,‘Elephant Pass’ অবস্থিত?,শ্রীলঙ্কা,থাইল্যান্ড,দক্ষিণ আফ্রিকা,মালয়শিয়া,'Elephant Pass' শ্রীলঙ্কার একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান। 21,কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?,আলজেরিয়া,সাইপ্রাস,ইস্টোনিয়া,মাল্টা,আলজেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়।