৪৪তম বিসিএস প্রিলিমিনারি আন্তর্জাতিক বিষয়ক প্রশ্ন(44th BCS Preliminary International Affairs Question) Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"কোন দেশ থেকে আরব বসন্ত-এর সূচনা হয়?","তিউনিশিয়া","মিশর","লিবিয়া","সিরিয়া","২০১০ সালে তিউনিশিয়া থেকে আরব বসন্তের সূচনা হয়, যা পরবর্তীতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।" 2,"কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?","২০১৪","২০১০","২০১২","২০১৬","২০১৪ সালের মার্চ মাসে রাশিয়া ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে নেয়।" 3,"কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?","বলিভিয়া","গায়না","ব্রাজিল","কলাম্বিয়া","বলিভিয়া ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়। ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্রগুলো হলো ব্রাজিল, কলম্বিয়া এবং গায়ানা।" 4,"বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?","গ্লাসগো","জেনেভা","প্যারিস","ব্রাসেলস","জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP26) ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।" 5,"বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?","২০২৬","২০৪০","২০২৪","২০৩০","১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি ২০২৬ সালে শেষ হবে।" 6,"কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?","ইউক্রেন","জার্মানি","ইতালি","পোল্যান্ড","ইউক্রেনকে 'ইউরোপের রুটির ঝুড়ি' বলা হয় কারণ এটি প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করে।" 7,"গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশ থেকে?","প্রাচীন গ্রিস","যুক্তরাষ্ট্র","প্রাচীন রোম","প্রাচীন ভারত","গণতন্ত্রের ধারণা প্রথম প্রাচীন গ্রিস থেকে উৎসারিত হয়, বিশেষ করে এথেন্সে এর অনুশীলন দেখা যায়।" 8,"নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?","জর্দান।","ইরান","মিশর","মালয়েশিয়া","ডি-৮ (Developing 8) এর সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। জর্দান এর সদস্য নয়।" 9,"World Economic Forum-এর বাৎসরিক অধিবেশন কোথায় হয়?","দাভোস","প্যারিস","জুরিখ","বার্ন","ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (World Economic Forum) বাৎসরিক অধিবেশন সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত হয়।" 10,"তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?","পাকিস্তান ও ভারত।","পাকিস্তান ও আফগানিস্তান","ভারত ও আফগানিস্তান","আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন","১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর ১৯৬৬ সালে উজবেকিস্তানের তাসখন্দে ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।" 11,"প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?","সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার","সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার","অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার","আগস্ট মাসের প্রথম সোমবার","অক্টোবর মাসের প্রথম সোমবার","জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন প্রথাগতভাবে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার শুরু হয়।" 12,"কোন দুটি রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?","জর্দান ও মিশর","কুয়েত ও বাহরাইন","লিবিয়া ও ওমান","তিউনিসিয়া ও আলজেরিয়া","১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড চুক্তির ফলশ্রুতিতে মিশর এবং পরবর্তীতে ১৯৯৪ সালে জর্দান ইসরায়েলের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।" 13,"কখন ও কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?","১৯৪৮, ফ্রান্স।","১৯৪৯, সুইজারল্যান্ড","১৯৬১, রোম","১৯৫২, লন্ডন","ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লুতে প্রতিষ্ঠিত হয়।" 14,"‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?","চীন","ভিয়েতনাম","উত্তর কোরিয়া","রাশিয়া","'নেকড়েযোদ্ধা কূটনীতি' (Wolf Warrior Diplomacy) চীনের একটি আক্রমণাত্মক কূটনৈতিক কৌশল।" 15,"নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?","হংকং","লাওস","ভিয়েতনাম","কম্বোডিয়া","আসিয়ান (ASEAN) এর সদস্য রাষ্ট্রগুলো হলো ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। হংকং আসিয়ান জোটভুক্ত নয়।" 16,"মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?","নিউইয়র্ক","বোস্টন","লন্ডন","ক্যানবেরা","বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১ আগস্ট 'কনসার্ট ফর বাংলাদেশ' নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল।" 17,"জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?","২ বছর","১ বছর","৪ বছর","৫ বছর","জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হন।" 18,"আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?","নয় বছর","তিন বছর","সাত বছর","চার বছর","আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নয় বছরের জন্য নির্বাচিত হন।" 19,"বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত?","২০২১-২০৪১","২০২১-২০৩১","২০২৪-২০৩২","২০২২-২০৫০","বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা (Perspective Plan) ২০২১-২০৪১ সালের জন্য প্রণীত হয়েছে।" 20,"২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?","বাংলাদেশ","যুক্তরাষ্ট্র","সুইজারল্যান্ড","ভারত","২০২২ সালে বাংলাদেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের (Peacebuilding Commission - PBC) সভাপতি নির্বাচিত হয়।"