43rd BCS International Affairs Question Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?","UNIIMOG","UNIMOG","UNGOMAP","UNICEF","UNIIMOG (United Nations Iraq-Iran Military Observer Group) ইরান-ইরাক যুদ্ধবিরতি তদারকি করেছিল।" 2,"আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?","১৫ সেপ্টেম্বর","১৫ অক্টোবর","১৫ নভেম্বর","১৫ ডিসেম্বর","প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়।" 3,"ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়?","জার্মানি","ফ্রান্স","নেদারল্যান্ড","হাঙ্গেরি","ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় জার্মানির বার্লিনে অবস্থিত।" 4,"চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?","মিং ক্লাস","কিলো ক্লাস","ডলফন ক্লাস","শ্যাং-ক্লাস","বাংলাদেশ নৌবাহিনীর চীন থেকে ক্রয়কৃত ডুবোজাহাজ দুটি 'মিং ক্লাস' শ্রেণির।" 5,"জিবুতি দেশটি কোথায় অবস্থিত?","এডেন উপসাগরের পাশে","প্রশান্ত মহাসাগরে","দক্ষিণ আমেরিকায়","দক্ষিণ চীন সাগরে","জিবুতি দেশটি আফ্রিকার হর্ন অঞ্চলে এডেন উপসাগরের পাশে অবস্থিত।" 6,"নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?","আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)","আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)","আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)","খাদ্য ও কৃষি সংস্থা (FAO)","আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF) জাতিসংঘের কোনো সংস্থা নয়, এটি আসিয়ানের একটি নিরাপত্তা ফোরাম।" 7,"United Nations Framework Convention on Climate Change এর মূল আলোচ্য বিষয়-","গ্রিন হাউস গ্যাসের নি:সরণ ও প্রশমন","জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ","সমুদ্রের উচ্চতা বৃদ্ধি","বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন","UNFCCC এর মূল লক্ষ্য হলো গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো এবং জলবায়ু পরিবর্তন প্রশমিত করা।" 8,"Word development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?","World Bank","UNDP","IMF","BRICS","ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বিশ্বব্যাংকের একটি বার্ষিক প্রকাশনা।" 9,"ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?","ইন্দোনেশিয়া","মালয়শিয়া","চীন","ইংল্যান্ড","ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা।" 10,"‘The lady with the Lamp’ নামে পরিচিত-","ফ্লোরেন্স নাইটিঙ্গেল","হেলেন কেলার","মাদার তেরেসা","সরোজিনী নাইডু","ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যিনি আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা, 'The Lady with the Lamp' নামে পরিচিত।" 11,"মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-","ন্যাশনাল ইউনিটি সরকার","এনএলডি","বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল","অং সান সুচি সরকার","মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর গঠিত নির্বাসিত সরকারের নাম হলো ন্যাশনাল ইউনিটি সরকার।" 12,"কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?","কম্বোডিয়া","মালয়শিয়া","ফিলিপাইন","ভিয়েতনাম","কম্বোডিয়া বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার কোনো দাবিদার নয়।" 13,"নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?","ভারত –চীন","ভারত-নেপাল","ভারত-পাকিস্তান","ভারত-ভুটান","নাথু লা পাস হলো ভারত ও চীনের মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পর্বত পথ।" 14,"বাংলাদেশের কোনটির সদস্য নয়?","OAS","BCIM-EC","OIC","BIMSTEC","বাংলাদেশ OAS (Organization of American States) এর সদস্য নয়, কারণ এটি একটি আমেরিকা মহাদেশীয় সংস্থা।" 15,"আকাবা একটি –","সমুদ্র বন্দর","বিমান বন্দর","স্থল বন্দর","নদী বন্দর","আকাবা হলো জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর।" 16,"Trafalgar Square এর অবস্থান-","ইংল্যান্ডে","রাশিয়ায়","ফ্রান্সে","চীনে","ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি বিখ্যাত পাবলিক স্কয়ার।" 17,"মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়-","মধ্য আমেরিকায়","উত্তর আমেরিকায়","দক্ষিণ আমেরিকায়","মধ্য আফ্রিকায়","মায়া সভ্যতাটি মধ্য আমেরিকায় বিকশিত হয়েছিল।" 18,"বিশ্ব মানবাধিকার দিবস-","১০ ডিসেম্বর","৮ ডিসেম্বর","১১ ডিসেম্বর","১৩ ডিসেম্বর","প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।" 19,"জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?","১৭","১১","১৫","২১","জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য (Sustainable Development Goals - SDGs) মোট ১৭টি।" 20,"চীনের জিনিজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-","উইঘুর","তুর্কমেন","তাজিক","কাজাখ","চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম জনগোষ্ঠী উইঘুর নামে পরিচিত।"