45th BCS Preliminary ICT Question – ৪৫ তম বিসিএস প্রিলি আইসিটি প্রশ্ন Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,GPU -এর পূর্ণরূপ কী?,"Graphics Processing Unit","Graph Processing Unit","Graphic Processing Unit","Geographical Processing Unit","GPU এর পূর্ণরূপ হলো Graphics Processing Unit।" 2,নিচের কোনটি ALU -এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?,"Register","ROM","Flags","Output Unit","ALU (Arithmetic Logic Unit)-এর আউটপুট সাময়িকভাবে Register-এ রাখা হয়।" 3,DBMS -এর পূর্ণরূপ কী?,"Database Management System","Data Backup Management System","Database Management Service","Data of Binary Mangement System","DBMS এর পূর্ণরূপ হলো Database Management System।" 4,2 কিলোবাইট মেমোরি address করার জন্য কতটি address লাইন দরকার?,"11","10","12","14","2 কিলোবাইট = 2 * 1024 বাইট = 2^1 * 2^10 বাইট = 2^11 বাইট। তাই 11টি address লাইন দরকার।" 5,(2FA)16এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করুন:,"(1372)8","(762)8","(228)8","(1482)8","(2FA)16 = (0010 1111 1010)2 = (001 011 111 010)2 = (1372)8।" 6,এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়?,"RAM","হার্ডডিস্ক ড্রাইভ","ফ্লাশ মেমোরি","অপটিক্যাল ডিস্ক ড্রাইভ","এমবেডেড সিস্টেমে সাধারণত RAM ব্যবহৃত হয় ডেটা স্টোর করার জন্য।" 7,নিচের কোনটি Spyware এর উদাহরণ?,"Key loggers","Avast","Norton","Kasparasky","Key loggers হলো Spyware এর একটি উদাহরণ, যা ব্যবহারকারীর কীবোর্ড ইনপুট রেকর্ড করে।" 8,IPv4 -এ নিচের কোনটি Google DNS Server এর IP Adders?,"8.8.8.8","8.8.7.6","8.7.8.6","8.8.8.6","Google এর পাবলিক DNS Server এর IPv4 অ্যাড্রেস হলো 8.8.8.8।" 9,ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী?,"আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।","সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকতে না দেওয়া।","সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকার অনুমতি দেওয়া।","সমস্ত নেটওয়ার্ক ট্রাফিক এনক্রিপ্ট করা।","ফায়ারওয়ালের প্রাথমিক কাজ হলো আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা ও নিয়ন্ত্রণ করা, যাতে অননুমোদিত প্রবেশ রোধ করা যায়।" 10,ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী?,"TCP/IP","HTTP","FTP","DNS","ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল হলো TCP/IP স্যুট।" 11,নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?,"Physical ownership of servers","On-demand self service","Broad network access","Limited customization","ক্লাউড কম্পিউটিং-এ ব্যবহারকারীর সার্ভারগুলোর ভৌত মালিকানা (Physical ownership of servers) থাকে না।" 12,একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি LAN -এর একাধিক ডিভাইসকে একটি WAN -এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি?,"রাউটার","ওয়েব সার্ভার","ব্রীজ","হাব","রাউটার হলো এমন একটি ডিভাইস যা LAN-এর একাধিক ডিভাইসকে WAN-এর সাথে সংযুক্ত করে এবং ডেটা প্যাকেট ফরওয়ার্ড করে।" 13,প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়?,"Phishing","Spamming","Ransom ware","Sniffing","প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য (যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর) অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে Phishing বলা হয়।" 14,চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার এর কাজ কোনটি?,"উপরের সবগুলো","তথ্য সংরক্ষণ","ইমেজ বিশ্লেষণ","রোগী পর্যবেক্ষণ","চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার তথ্য সংরক্ষণ, ইমেজ বিশ্লেষণ, রোগী পর্যবেক্ষণসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।" 15,নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেইট?,"NOR","XOR","AND","OR","NOR গেট একটি সার্বজনীন ডিজিটাল লজিক গেইট, কারণ এটি ব্যবহার করে অন্য যেকোনো লজিক গেইট তৈরি করা যায়।"