৪৪তম বিসিএস প্রিলিমিনারি কম্পিউটার প্রশ্ন(44th BCS Preliminary Computer & ICT Question) Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"নিচের কোনটি Structured Query Language নয়?","Java","MySQL","Oracle","উপরের সবগুলো","Java একটি প্রোগ্রামিং ভাষা, যেখানে MySQL এবং Oracle উভয়ই রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS) যা Structured Query Language (SQL) ব্যবহার করে। তাই Java SQL নয়।" 2,"ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে –","DNS Server","FTP Server","Firewal","Gateway","ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় ডোমেইন নেম সিস্টেম (DNS) সার্ভার Hostname (যেমন google.com) কে সংশ্লিষ্ট IP Address-এ (যেমন 8.8.8.8) অনুবাদ করে।" 3,"নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?","CaaS","IaaS","PaaS","SaaS","Cloud Computing সেবার প্রধান মডেলগুলো হলো IaaS (Infrastructure as a Service), PaaS (Platform as a Service) এবং SaaS (Software as a Service)। CaaS (Container as a Service) যদিও একটি উদীয়মান মডেল, এটি ক্লাউড কম্পিউটিং এর মূল সেবা প্রদান মডেলগুলোর মধ্যে পড়ে না।" 4,"আমাজনের ক্লাউড প্লাটফর্ম কোনটি?","AWS","Azure","Cloudera","উপরের সবগুলো","আমাজনের ক্লাউড প্ল্যাটফর্মের নাম অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)।" 5,"নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার-উপযোগী করতে অর্থ দাবি করা হয়?","Ransomware","Phishing","Denial of Service","Man-in-the-Middle","র্যানসমওয়্যার (Ransomware) হলো এক ধরনের ম্যালওয়্যার আক্রমণ, যেখানে হ্যাকাররা কম্পিউটারের ডেটা এনক্রিপ্ট করে ব্যবহারকারীর অ্যাক্সেস বন্ধ করে দেয় এবং ডেটা ফেরত দেওয়ার জন্য মুক্তিপণ দাবি করে।" 6,"SCSI","Small Computer System Interface","Small Computer Software Interface","Small Computer Storage Interface","Small Computer Standard Interface","SCSI এর পূর্ণরূপ হলো Small Computer System Interface।" 7,"নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?","Touch Screen.","Scanner","Mouse","Projector","টাচ স্ক্রিন (Touch Screen) একটি ইনপুট ডিভাইস (স্পর্শের মাধ্যমে ডেটা গ্রহণ করে) এবং একই সাথে একটি আউটপুট ডিভাইস (দৃশ্য প্রদর্শন করে)।" 8,"নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য?","৬৭","৫৫","৭৭","৮৭","ডেসিমাল সংখ্যা ৫৫ কে অক্টালে রূপান্তর করতে 8 দ্বারা ভাগ করে ভাগশেষগুলো উল্টোক্রমে সাজাতে হয়। 55 ÷ 8 = 6 (ভাগশেষ 7), 6 ÷ 8 = 0 (ভাগশেষ 6)। সুতরাং, ৫৫(দশমিক) = ৬৭(অক্টাল)।" 9,"নিচের কোনটি System software নয়?","Mozilla Firefox","Linux","Android","Apple iOS","লিনাক্স, অ্যান্ড্রয়েড এবং অ্যাপল আইওএস হলো অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার। মজিলা ফায়ারফক্স একটি ওয়েব ব্রাউজার, যা অ্যাপ্লিকেশন সফটওয়্যার।" 10,"নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?","HTTPS","FTP","TCP","DNS","HTTPS (Hypertext Transfer Protocol Secure) হলো HTTP এর একটি সুরক্ষিত সংস্করণ, যা ইন্টারনেটে ডেটা আদান-প্রদানের সময় এনক্রিপশন ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করে।" 11,"Piconet কী?","Bluetooth Network","Wifi Network","Wide Area Network","5G Network","পিকোনেট (Piconet) হলো একটি ব্লুটুথ নেটওয়ার্ক, যেখানে একটি মাস্টার ডিভাইস সর্বোচ্চ সাতটি স্লেভ ডিভাইসের সাথে সংযুক্ত থাকে।" 12,"এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?","SMTP","FTP","RPC","SNMP","ই-মেইল মেসেজ এক সার্ভার থেকে অন্য সার্ভারে স্থানান্তর করতে এবং ই-মেইল ক্লায়েন্ট থেকে সার্ভারে ই-মেইল পাঠাতে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল (SMTP) ব্যবহৃত হয়।" 13,"যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ____ বলে?","Worms","Program Virus","Trojan Horse","Boot Virus","যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয়ে ছড়িয়ে পড়ে, তাকে ওয়র্ম (Worms) বলে।" 14,"নিচের কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত?","ITU","ISO","3GPP","ETSI","ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) 4G (IMT-Advanced) স্ট্যান্ডার্ড প্রস্তুতকরণ ও সংজ্ঞায়নে প্রধান ভূমিকা পালন করেছে।"