45th BCS Preliminary Geography Question – ৪৫ তম বিসিএস প্রিলি ভূগোল প্রশ্ন Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশে?","হালদা","কর্ণফুলি","নাফ","মেঘনা","হালদা নদী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের মানিকছড়ির সালদা নদী থেকে উৎপন্ন হয়ে ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।" 2,"পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?","পানির উপরিভাগে","পানির মধ্যভাগে","পানির আন্তঃআণবিক স্থানে","পানির তলদেশে","পানিতে দ্রবীভূত অক্সিজেন সাধারণত পানির উপরিভাগে বেশি অবস্থান করে, কারণ বায়ু থেকে অক্সিজেন শোষিত হয় এবং আলো ও তাপমাত্রার প্রভাব থাকে।" 3,"গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?","সিএফসি","কার্বন ডাইঅক্সাইড","মিথেন","নাইট্রাস অক্সাইড","ক্লোরোফ্লোরোকার্বন (CFC) একটি গ্রিন হাউস গ্যাস হলেও ওজোন স্তর ক্ষয়কারী প্রভাবের কারণে এর উৎপাদন ও ব্যবহার সীমিত করায় বর্তমানে এর বৃদ্ধি হচ্ছে না।" 4,"বাংলাদেশে সিডর কখন আঘাত হানে?","১৫ নভেম্বর ২০০৭","১৬ নভেম্বর ২০০৭","১৭ নভেম্বর ২০০৭","১৮ নভেম্বর ২০০৭","ঘূর্ণিঝড় সিডর ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে আঘাত হানে, যা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।" 5,"বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?","২০০ নটিক্যাল মাইল","১৫০ নটিক্যাল মাইল","২৫০ নটিক্যাল মাইল","৩০০ নটিক্যাল মাইল","বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত।" 6,"নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র?","তিতাস","বাখরাবাদ","হরিপুর","হবিগঞ্জ","তিতাস গ্যাসক্ষেত্র বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র, যা ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।" 7,"ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে –","এপিসেন্টার","ফোকাস","ফ্রাকচার","ফল্ট","ভূমিকম্পের উৎপত্তিস্থলের (ফোকাস) ঠিক উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে এপিসেন্টার (Epicenter) বলে।" 8,"বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউজ গ্যাস নির্গত হয়?","বিদ্যুৎ ও তাপ উৎপাদন","পরিবহন","ভবন নির্মাণ","শিল্প","বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউজ গ্যাস নির্গত হয়, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে।" 9,"উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়-","ঘড়ির কাটার বিপরীতে","ঘড়ির কাটার দিকে","সোজা","কোনটাই সঠিক নয়","উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে (Counter-Clockwise) প্রবাহিত হয়।"