৪৪তম বিসিএস প্রিলিমিনারি ভূগোল প্রশ্ন(44th BCS Preliminary Geography Question) Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"বাংলাদেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?","বড়পুকুরিয়া, দিনাজপুর","কাপ্তাই, রাঙ্গামাটি","সাভার, ঢাকা","সীতাকুণ্ড, চট্টগ্রাম","বাংলাদেশের প্রথম এবং একমাত্র কার্যক্ষম কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি দিনাজপুরের বড়পুকুরিয়াতে অবস্থিত।" 2,"কোন ধরণের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?","পাললিক শিলায়","আগ্নেয় শিলায়","রূপান্তরিত শিলায়","কোনটিই নয়","পাললিক শিলা (Sedimentary Rock) গঠিত হয় পলি জমার মাধ্যমে, তাই এতে প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম (fossils) থাকার সম্ভাবনা বেশি।" 3,"নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?","ভূমিকম্প","বন্যা","ঘূর্ণিঝড়","খরা","ভূমিকম্পের (Earthquake) কার্যকর পূর্বাভাস দেওয়া এখনো সম্ভব হয়নি, যদিও এর বিপদ কমানোর জন্য প্রস্তুতি নেওয়া যায়।" 4,"দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল?","পুনরুদ্ধার","পূর্বপ্রস্তুতি","সাড়াদান","প্রশমন","দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের 'পুনরুদ্ধার' (Recovery) স্তরটি সাধারণত সবচেয়ে বেশি ব্যয়বহুল, কারণ এতে অবকাঠামো পুনর্গঠন ও জনজীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনার ব্যাপক কাজ জড়িত থাকে।" 5,"কোনটি নবায়নযোগ্য সম্পদ?","বায়ু","প্রাকৃতিক গ্যাস","চুনাপাথর","কয়লা","বায়ু (Wind) একটি নবায়নযোগ্য সম্পদ, কারণ এটি প্রাকৃতিকভাবে পুনরায় পূর্ণ হয় এবং ব্যবহারের ফলে ফুরিয়ে যায় না।" 6,"নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?","তিতাস","বাখরাবাদ","হরিপুর","হবিগঞ্জ","তিতাস গ্যাসক্ষেত্র বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র, যা ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।" 7,"বাংলাদেশে জি-কে প্রকল্প একটি-","সেচ প্রকল্প","জলবিদ্যুৎ প্রকল্প","নদী নিয়ন্ত্রণ প্রকল্প","জল পরিবহন প্রকল্প","বাংলাদেশে জি-কে (গঙ্গা-কপোতাক্ষ) প্রকল্প একটি বৃহৎ সেচ প্রকল্প, যা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার কৃষিক্ষেত্রে সেচ সুবিধা প্রদান করে।" 8,"COP-26 এ COP মানে কী?","কনফারেন্স অব দ্য পার্টিস","কনফারেন্স অব প্যারিস","কনফারেন্স অব দ্যা পাওয়ার","কনফারেন্স অব দ্য প্রটোকল","COP (Conference of the Parties) হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো সনদের (UNFCCC) সদস্য দেশগুলোর সম্মেলন।" 9,"বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?","ঘন ঘন বন্যা","সমুদ্র দূষণ","ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন","উপরের কোনটিই নয়","ঘন ঘন বন্যা বাংলাদেশের ভূ-খণ্ডের একটি সমস্যা, যা ব্লু-ইকোনমি (সমুদ্র অর্থনীতি) এর প্রত্যক্ষ চ্যালেঞ্জ নয়, যদিও পরোক্ষ প্রভাব থাকতে পারে।" 10,"ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?","ব্রহ্মপুত্র নদী","পদ্মা নদী","কর্ণুফুলী নদী","মেঘনা নদী","১৭৮৭ সালের ডাউকি ফল্ট বরাবর সংঘটিত এক প্রচণ্ড ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদ তার গতিপথ পরিবর্তন করে যমুনা নাম ধারণ করে।"