৪৪তম বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়ক প্রশ্ন(44th BCS Preliminary Bangladesh Affairs Question) Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?","সুপ্রিম কোর্ট","জাতীয় সংসদ","শাসন বিভাগ","আইন মন্ত্রণালয়","বাংলাদেশের সংবিধানের রক্ষক হলো সুপ্রিম কোর্ট, যারা সংবিধানের ব্যাখ্যা ও কার্যকরিতা নিশ্চিত করে।" 2,"বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?","পুণ্ড্র","তাম্রলিপ্ত","গৌড়","হরিকেল","বাংলার সর্বপ্রাচীন জনপদ হলো পুণ্ড্র, যার রাজধানী ছিল পুণ্ড্রনগর (মহাস্থানগড়)।" 3,"বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভূক্ত ছিল?","বঙ্গ","সমতট","পুণ্ড্র","হরিকেল","প্রাচীনকালে বৃহত্তর ঢাকা জেলা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল।" 4,"কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল “বাঙ্গালা” নামে পরিচিত হয়ে ওঠে?","মুসলিম","মৌর্য","গুপ্ত","পাল","মুসলিম শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে পরিচিতি লাভ করে।" 5,"বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?","মুর্শিদ কুলি খান","শশাঙ্ক","সিরাজউদ্দৌলা","আব্বাস আলী মীর্জা","মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব।" 6,"চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?","ফা-হিয়েন","হিউয়েন সাং","আই সিং","এঁদের সকলেই","চীনা পরিব্রাজক ফা-হিয়েন গুপ্তযুগে (পঞ্চম শতকে) বাংলাদেশে আগমন করেন।" 7,"বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?","পূর্ববঙ্গ ও আসাম","পূর্ববঙ্গ ও বিহার","পূর্ববঙ্গ ও উড়িষ্যা","পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ","১৯০৫ সালের বঙ্গভঙ্গের ফলে 'পূর্ববঙ্গ ও আসাম' নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল।" 8,"“তমদ্দুন মজলিশ” কে প্রতিষ্ঠা করেন?","আবুল কাশেম","হাজী শরিয়তউল্লাহ","শেরে বাংলা এ কে ফজলুল হক","মাওলানা আবদুল হামিদ খান ভাসানী","ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ২ সেপ্টেম্বর ১৯৪৭ সালে অধ্যাপক আবুল কাশেম 'তমদ্দুন মজলিশ' প্রতিষ্ঠা করেন।" 9,"“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’-গানটি কে রচনা করেন?","আবদুল গাফফার চৌধুরী","মুনীর চৌধুরী","জহির রায়হান","কাজী নজরুল ইসলাম","'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' - গানটির রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।" 10,"কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?","সিয়েরা লিওন","লাইবেরিয়া","নামিবিয়া","হাইতি","পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন তাদের সংবিধানে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।" 11,"বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা-","৪৮","২০","২৫","৩২","বাংলাদেশে মোট ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে (উল্লেখ্য যে, সরকারিভাবে গেজেটভুক্ত ৪৪টি এবং ৬টি অপেক্ষমাণ)। তবে প্রচলিত প্রশ্নে ৪৮টি গ্রহণ করা হয়।" 12,"নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বণী পাঠিয়েছিলেন?","ধূমকেতু","সবুজপত্র","শনিবারের চিঠি","কল্লোল","১৯২২ সালে কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'ধূমকেতু' পত্রিকার প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বণী পাঠিয়েছিলেন।" 13,"বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছেঃ","৪টি","২টি","৩টি","৫টি","বাংলাদেশের জাতীয় প্রতীকে পানিতে ভাসমান শাপলা, উভয় পাশে ধানের শীষ, উপরে পাট গাছের তিনটি পাতা এবং পাতাগুলোর উভয় পাশে দুটি করে চারটি তারকা আছে।" 14,"বাঙালির মুক্তির সনদ “ছয় দফা” কোন তারিখে অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?","২৩ মার্চ ১৯৬৬","২১ ফেব্রুয়ারি ১৯৫৪","২২ মার্চ ১৯৫৮","২০ এপ্রিল ১৯৬২","বাঙালির মুক্তির সনদ ছয় দফা ২৩ মার্চ ১৯৬৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।" 15,"“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”-জাতির পিতা কবে এই ঘোষণা দেন?","৭ মার্চ ১৯৭১","২৬ মার্চ ১৯৭১","৩ মার্চ ১৯৭১","১৬ ডিসেম্বর ১৯৭১","জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এই ঐতিহাসিক ঘোষণা দেন।" 16,"বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?","বান্দরবান","ময়মনসিংহ","রাজশাহী","দিনাজপুর","বাংলাদেশে প্রধানত পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে, যেমন বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে জুম চাষ হয়।" 17,"বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?","মৌলভীবাজার","চট্টগ্রাম","সিলেট","পঞ্চগড়","মৌলভীবাজার জেলাকে 'চায়ের রাজধানী' বলা হয় এবং এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে।" 18,"“ধর্মীয় স্বাধীনতা” বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?","অনুচ্ছেদ ৪১","অনুচ্ছেদ ৩৮","অনুচ্ছেদ ৫০","অনুচ্ছেদ ১০০","বাংলাদেশের সংবিধানের ৪১ নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে।" 19,"বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্টিত হয়?","১৯৭৪ সালে","১৯৭২ সালে","১৯৭৩ সালে","১৯৭৫ সালে","বাংলাদেশে প্রথম আদমশুমারি বা জনগণনা ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয়।" 20,"বাংলাদেশের জিডিপি(GDP) -তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?","সেবা","কৃষি","শিল্প","বাণিজ্য","বাংলাদেশের জিডিপি-তে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।" 21,"২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত?","৬.৯৪%","৫.৬৮%","৯.৯৪%","৭.৬৬%","২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার ছিল ৬.৯৪%।" 22,"বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?","১ জুলাই ২০১৫","১ জুন ২০১৪","১ জুন ২০১৫","১ জুলাই ২০১৬","বিশ্বব্যাংক ২০১৫ সালের ১ জুলাই বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ (Lower Middle-Income Country) হিসেবে তালিকাভুক্ত করে।" 23,"বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে?","আর্থ অবজারভেশন স্যাটেলাইট","কমিউনিকেশন স্যাটেলাইট","ওয়েদার স্যাটেলাইট","ন্যাভিগেশন স্যাটেলাইট","বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট (পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ) হবে।" 24,"কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?","১০২","৪৪","৪৭","১০৩","বাংলাদেশের সংবিধানের ১০২ নং অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি হাইকোর্ট বিভাগে মামলা করতে পারেন।" 25,"বাংলাদেশের সরকার পদ্ধতি-","এককেন্দ্রিক","যুক্তরাষ্ট্রীয়","রাজতন্ত্র","রাষ্ট্রপতিশাসিত","বাংলাদেশের সরকার পদ্ধতি হলো এককেন্দ্রিক (Unitary) সংসদীয় গণতন্ত্র।" 26,"BSTI-এর পূর্ণ অভিব্যক্তি কী?","Bangladesh Standards and Testing Institution","Bangladesh Salt Testing Institute","Bangladesh Strategic Training Institute","Bangladesh Socity for Telecommunication and Information","BSTI এর পূর্ণরূপ হলো Bangladesh Standards and Testing Institution (বাংলাদেশ মান ও পরীক্ষা প্রতিষ্ঠান)।" 27,"বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়?","১৭৫ জন","৭ জন","৬৮ জন","৪২৬ জন","বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মোট ১৭৫ জন মুক্তিযোদ্ধাকে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করা হয়।" 28,"মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?","এ এইচ এম কামরুজ্জামান","তাজউদ্দিন আহমেদ","সৈয়দ নজরুল ইসলাম","এম মনসুর আলী","মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।" 29,"কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?","সোনার তরী","ব্যথার দান","দোলনচাঁপা","শিউলি মালা","'সোনার তরী' রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। এটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়। 'ব্যথার দান', 'দোলনচাঁপা' ও 'শিউলি মালা' কাজী নজরুল ইসলামের রচিত।" 30,"UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?","১৭ নভেম্বর ১৯৯৯","১৮ নভেম্বর ১৯৯৯","১৯ নভেম্বর ২০০১","২০ নভেম্বর ২০০১","ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।"