45th BCS Preliminary Bangladesh Affairs Question – ৪৫ তম বিসিএস প্রিলি বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয় –,"১৯৪২ সালে","১৯১৭ সালে","১৯২৭ সালে","১৯৩৭ সালে",ভারত ছাড় আন্দোলন ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য ১৯৪২ সালে শুরু হয়েছিল। 2,‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠিত হয়-,"১৯৫২ সালে","১৯৪৮ সালে","১৯৫০ সালে","১৯৫৪ সালে",১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়েছিল। 3,বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?,রাষ্ট্রপতি,স্পীকার,চীফ হুইপ,প্রধানমন্ত্রী,বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন, স্থগিত করেন এবং ভেঙে দেন। 4,ঐতিহাসিক ‘ছয়-দফা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন-,"২৩ মার্চ ১৯৬৬","৫ ফ্রেব্রুয়ারি ১৯৬৬","২৬ মার্চ ১৯৬৬","৩১ মার্চ ১৯৬৬",বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ২৩ মার্চ লাহোরে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক ছয়-দফা ঘোষণা করেন। 5,‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক –,শামছুল হক,শেখ মুজিবুর রহমান,আতাউর রহমান খান,আবুল হাশিম,১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে শামছুল হক এর প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 6,‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?,অনুচ্ছেদ : ৩,অনুচ্ছেদ : ২,অনুচ্ছেদ : ৪,অনুচ্ছেদ : ৫,বাংলাদেশের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে যে 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা'। 7,ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?,পঞ্চম তফসিল,চতুর্থ তফসিল,ষষ্ঠ তফসিল,সপ্তম তফসিল,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি বাংলাদেশের সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। 8,বাংলাদেশের সংবিধান অনুযায়ী “কোর্ট অব রেকর্ড” হিসাবে গণ্য-,সুপ্রীম কোর্ট,লেবার কোর্ট,জজ কোর্ট,হাই কোর্ট,বাংলাদেশের সংবিধান অনুযায়ী সুপ্রীম কোর্টকে 'কোর্ট অব রেকর্ড' হিসাবে গণ্য করা হয়, যার অর্থ এটি নিজের সকল রায় ও আদেশ সংরক্ষণ করে। 9,বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?,৮ (আট) টি,৬ (ছয়) টি,৭ (সাত) টি,৯ (নয়) টি,বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট আটটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে। 10,বাংলাদেশের কয়টি জেলার সাথে ‘সুন্দরবন’ সংযুক্ত আছে?,৫ (পাঁচ) টি,৪ (চার) টি,৬ (ছয়) টি,৭ (সাত) টি,বাংলাদেশের পাঁচটি জেলার (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা) সাথে সুন্দরবনের অংশ সংযুক্ত। 11,মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?,২ (দুই) নম্বর,৩ (তিন) নম্বর,৪ (চার) নম্বর,৫ (পাঁচ) নম্বর,মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ২ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। 12,‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়?,"২ মার্চ, ২০২২","৩ মার্চ, ২০২২","৪ মার্চ, ২০২২","৫ মার্চ, ২০২২",'জয় বাংলা'কে ২০২২ সালের ২ মার্চ তারিখে মন্ত্রিসভায় জাতীয় স্লোগান হিসাবে অনুমোদন দেওয়া হয়। 13,বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কবে গঠিত হয়?,"৮ এপ্রিল ১৯৭২","৬ এপ্রিল ১৯৭২","৭ এপ্রিল ১৯৭২","৯ এপ্রিল ১৯৭২",বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) ১৯৭২ সালের ৮ এপ্রিল গঠিত হয়েছিল। 14,‘e- TIN’ চালু করা হয় কত সালে?,"২০১৩ সালে","২০১৪ সালে","২০১৫ সালে","২০১৬ সালে",ইলেক্ট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (e-TIN) ব্যবস্থা ২০১৩ সালে চালু হয়। 15,কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়?,"২০১২ সালে","২০১১ সালে","২০১৩ সালে","২০১৪ সালে",মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সালে প্রবর্তন করা হয়। 16,দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?,গাইবান্ধা,চট্টগ্রাম,ফেনী,নরসিংদী,বাংলাদেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অবস্থিত। 17,বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?,চট্টগ্রাম,রাজশাহী,কুমিল্লা,গাজীপুর,বাংলাদেশের বন গবেষণা কেন্দ্রটি চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত। 18,বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত?,ময়মনসিংহ,চাঁদপুর,ফরিদপুর,ভোলা,বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার ময়মনসিংহ শহরে অবস্থিত। 19,বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?,প্রাকৃতিক গ্যাস,কয়লা,চুনাপাথর,চীনামাটি,বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। 20,ইউরিয়া সারের কাঁচামাল কী?,মিথেন গ্যাস,প্রাকৃতিক গ্যাস,চুনাপাথর,ইলমেনাইট,ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস, যার মূল উপাদান মিথেন গ্যাস। 21,কোনটি বিচার বিভাগের কাজ নয়?,সংবিধান প্রণয়ন,আইনের প্রয়োগ,আইনের ব্যাখ্যা,সংবিধানের ব্যাখ্যা,সংবিধান প্রণয়ন আইনসভার কাজ, বিচার বিভাগের নয়। বিচার বিভাগ আইন প্রয়োগ, ব্যাখ্যা ও সংবিধানের ব্যাখ্যা করে। 22,পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়?,"১৯৮৫ সালে","১৯৮০ সালে","১৯৮১ সালে","১৯৯১ সালে",পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ সালে জারি করা হয়েছিল। 23,‘গণহত্যা যাদুঘর’ কোথায় অবস্থিত?,খুলনা,ঢাকা,চট্টগ্রাম,কুমিল্লা,বাংলাদেশের 'গণহত্যা যাদুঘর' খুলনা শহরে অবস্থিত। 24,নভেরা আহমেদের পরিচয় কী হিসাবে?,ভাস্কর,কবি,নাট্যকার,কণ্ঠশিল্পী,নভেরা আহমেদ বাংলাদেশের একজন অগ্রণী ভাস্কর হিসেবে পরিচিত। 25,আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?,রাঙ্গামাটি,বরিশাল,চট্টগ্রাম,ময়মনসিংহ,আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি। 26,কোন এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে?,সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকা,সেন্টমার্টিন,পটুয়াখালী ও বরগুনা,হিরন পয়েন্ট,সেন্টমার্টিন দ্বীপ এবং এর আশেপাশের সামুদ্রিক এলাকাকে 'Marine Protected Area' (MPA) হিসেবে ঘোষণা করা হয়েছে। 27,বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?,২১ টি,৯ (নয়) টি,১০ (দশ) টি,১১ (এগার) টি,বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা বর্তমানে ২১টি। 28,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ‘মনিপুরী’ বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে?,মৌলভীবাজার,সিলেট,হবিগঞ্জ,সুনামগঞ্জ,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মনিপুরীরা বাংলাদেশের মৌলভীবাজার জেলায় বেশি বসবাস করে। 29,বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়?,"১৫ জুন থেকে ২১ জুন, ২০২২","১০ জুন থেকে ১৬ জুন, ২০২২","১৫ জুলাই থেকে ২১ জুলাই, ২০২২","২০ জুলাই থেকে ২৬ জুলাই, ২০২২",বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। 30,কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী?,বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স,বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড,বাংলাদেশ ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স,বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড,২০২০ সালে কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 'বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স' প্রবর্তন করা হয়।