45th BCS Preliminary Bangla Question – ৪৫ তম বিসিএস প্রিলি বাংলা প্রশ্ন Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও’। মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?",সুকুমার সেন,সুনীতিকুমার চট্টোপাধ্যায়,মুহম্মদ শহীদুল্লাহ,মুহম্মদ এনামুল হক,এই উক্তিটি বিখ্যাত ভাষা-চিন্তক সুকুমার সেনের। 2,সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?,মানোএল দ্য আস্সুম্পসাঁও,রাজা রামমোহন রায়,রামেন্দ্র সুন্দর ত্রিবেদী,নাথানিয়েল ব্রাসি হ্যালহেড,পর্তুগিজ ধর্মপ্রচারক মানোএল দ্য আস্সুম্পসাঁও ১৭৪৩ সালে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। 3,চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?,প্রবোধচন্দ্র বাগচী, যতীন্দ্র মোহন বাগচী,প্রফুল্ল মোহন বাগচী,প্রণয়ভূষণ বাগচী,প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন। 4,‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?,লক্ষ্মণ সেনের,শশাঙ্কদেবের,যশোবর্মনের,হর্ষবর্ধনের,কবি জয়দেব সেন বংশের রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন। 5,কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?,ব্রজবুলি,বাংলা,সংস্কৃত,হিন্দি,কবি যশোরাজ খান ব্রজবুলি ভাষায় বৈষ্ণবপদ রচনা করেছিলেন। 6,নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?,সৈয়দ নূরুদ্দীন,দৌলত উজির বাহরাম খাঁ,সাবিরিদ খাঁ,সৈয়দ সুলতান,সৈয়দ নূরুদ্দীন যুদ্ধকাব্যের রচয়িতা নন। 7, কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?,রসুল বিজয়,মক্কা বিজয়,রসুলচরিত,মক্কানামা,কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ হলো 'রসুল বিজয়'। 8,“বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্হের রচয়িতা কে?,বিনয় ঘোষ,সুবিনয় ঘোষ,বিনয় ভট্টাচার্য,বিনয় বর্মণ,'বিদ্যাসাগর ও বাঙালি সমাজ' গ্রন্থটির রচয়িতা বিনয় ঘোষ। 9,প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,রাাজা রামমোহন রায়,মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হিসেবে গণ্য করা হয়। 10,প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?,১৮৫৮ সালে,১৯৭৮ সালে,১৮৪৮ সালে,১৮৬৮ সালে,প্যারীচাঁদ মিত্রের বিখ্যাত উপন্যাস 'আলালের ঘরের দুলাল' প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৫৮ সালে। 11,শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?,চতুরঙ্গ,চার অধ্যায়,নৌকাডুবি,ঘরে বাইরে,শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের 'চতুরঙ্গ' উপন্যাসের চরিত্র। 12,‘তুমি মা কল্পতরু আমরা সব পোষাগরু’– এই কবিতাংশটির রচয়িতা কে?,ঈশ্বরচন্দ্র গুপ্ত,রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়,'তুমি মা কল্পতরু আমরা সব পোষাগরু' – এই বিখ্যাত কবিতাংশটি ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা। 13,মীর মশাররফ হোসেনের কোন গ্রন্হের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ?,গো-জীবন,ইসলামের জয়,এর উপায় কী,বসন্তকুমারী নাটক,মীর মশাররফ হোসেনের 'গো-জীবন' গ্রন্থের মূল উপজীব্য ছিল হিন্দু-মুসলমানের বিরোধ। 14,রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?,১৬ বছর,১০ বছর,১২ বছর,১৪ বছর,রবীন্দ্রনাথ ঠাকুর ১৬ বছর বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন। 15,নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?,ইছামতি,মেঘমল্লার,মৌরিফুল,যাত্রাবদল,'ইছামতি' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়, এটি একটি উপন্যাস। 16,‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?,রুদ্র-মঙ্গল,যুগ-বাণী,দুর্দিনের যাত্রী,রাজবন্দির জবানবন্দি,'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের 'রুদ্র-মঙ্গল' গ্রন্থ থেকে সংকলিত। 17,‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?,রবীন্দ্রনাথ ঠাকুরকে,বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে,জসীম উদ্দীনকে,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে,মোতাহের হোসেন চৌধুরী তাঁর 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে তপোবন-প্রেমিক বলেছেন। 18,‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস’– এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?,শেখ কামালকে,শেখ নাসেরকে,শেখ হাসিনাকে,শেখ রেহানাকে,এখানে 'ওর' বলতে শেখ মুজিবুর রহমান তাঁর পুত্র শেখ কামালকে বুঝিয়েছেন। 19,আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?,গাইবান্ধায়,বগুড়ায়,ঢাকায়,সিরাজগঞ্জে,আখতারুজ্জামান ইলিয়াস গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। 20,মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রুপায়ন?,অক্ষরবৃত্ত ছন্দ,স্বরবৃত্ত ছন্দ,মাত্রাবৃত্ত ছন্দ,গৈরিশ ছন্দ,মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে অক্ষরবৃত্ত ছন্দের একটি নতুন রূপায়ন। 21,‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?,শামসুর রাহমান,সৈয়দ শামসুল হক,হাসান হাফিজুর রহমান,আহসান হাবিব,'বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রাহমান। 22,“দুর্দিনের দিনলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?,আবুল ফজল,আবদুল কাদির,জাহানারা ইমাম,মুশতারি শফী,'দুর্দিনের দিনলিপি' স্মৃতিগ্রন্থটি আবুল ফজলের লেখা। 23,‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?,ধ্বনি দৃশ্যমান,মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি,ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়,অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্ধ্বনি,ধ্বনি কেবল শ্রুতিগোচর, দৃশ্যমান নয়। 24,স্বরাস্ত অক্ষরকে কী বলে?,মুক্তাক্ষর,একাক্ষর,বদ্ধাক্ষর,যুক্ষাক্তর,স্বরাস্ত অক্ষরকে মুক্তাক্ষর বলে, কারণ এটি স্বরধ্বনি দিয়ে শেষ হয় এবং উচ্চারণে মুক্ত থাকে। 25,শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?,শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন,শিরোশ্ছেদ, দারিদ্র,সমীচিন,শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন,শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন,সঠিক বানানের গুচ্ছ হলো 'শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন'। 26,আরবি ‘কলম’ শব্দটি ‘কলমোস’ শব্দ থেকে এসেছে। ‘কলমোস’ কোন ভাষার শব্দ?,গ্রিক,পাঞ্জাবি,ফরাসি,স্পেনিশ,'কলম' শব্দটি গ্রিক ভাষার 'কলমোস' শব্দ থেকে এসেছে। 27,উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?,এ,অ,আ,ও,'এ' হলো উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি। 28,‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?,তামসিক,পান-ব্যবসায়ী,পর্ণকার,বারুই,'তাম্বুলিক' শব্দের অর্থ পান ব্যবসায়ী, 'তামসিক' এর সমার্থক নয়। 29,‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক।’– বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?,অনন্বয়ী অব্যয়,পদান্বয়ী অব্যয়,অনুসর্গ অব্যয়,অনুকার অব্যয়,এখানে 'তো' একটি অনন্বয়ী অব্যয় যা বাক্যের অর্থকে দৃঢ়তা দেয়। 30,নিচের কোনটি যৌগিক শব্দ?,মিতালি,প্রবীণ,জেঠামি,সরোজ,'মিতালি' একটি যৌগিক শব্দ কারণ এটি 'মিতা + আলি' থেকে গঠিত। 31,‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’– বাক্যটিতে কয়টি ভুল আছে?,তিনটি,একটি,দুটি,ভুল নেই,বাক্যটিতে তিনটি ভুল রয়েছে: 'সুনামি' (সুনামি), 'তান্ডবে' (তাণ্ডবে), 'সর্বশান্ত' (সর্বস্বান্ত)। 32,কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?,উপপদ,প্রাতিপদিক,প্রপদ,পূর্বপদ,কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। 33,‘তোমার নাম কী?’– এখানে ‘কী’ কোন প্রকারের শব্দ?,সর্বনাম,প্রশ্নবাচক,অব্যয়,বিশেষণ,এই বাক্যে 'কী' একটি প্রশ্নবোধক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে। 34,‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?,গরল,কুটিল,জটিল,বক্র,'গরল' সরল শব্দের বিপরীতার্থক নয়, কারণ গরল অর্থ বিষ।