৪৪তম বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য প্রশ্ন(44th BCS Preliminary Bangla Question) Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"‘ইতরবিশেষ’ বলতে বোঝায় –","পার্থক্য","দুর্বৃত্ত","চালাকি","চালাকি","‘ইতরবিশেষ’ একটি বাগধারা, যার অর্থ পার্থক্য বা ভেদাভেদ।" 2,"নিপাতনে সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত কোনটি?","গো+অক্ষ = গবাক্ষ","পৌ+অক=পাবক","বি+অঙ্গ=বঙ্গ","যতি+ইন্দ্র=যতীন্দ্র","ব্যাকরণের সাধারণ নিয়ম না মেনে যে সন্ধি সাধিত হয়, তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। 'গো+অক্ষ = গবাক্ষ' এর একটি দৃষ্টান্ত।" 3,"‘চঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম –","আরেফ আলী","আবদুল কাদের","খতিব মিয়া","আক্কাস আলী","সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক-শিক্ষক চরিত্রটির নাম আরেফ আলী।" 4,"‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’-পঙ্ ক্তিটির রচয়িতা-","রবীন্দ্রনাথ ঠাকুর","বিদ্যাপতি","গোবিন্দ দাস","কৃষ্ণদাস কবিরাজ","'মরণ রে তুঁহু মম শ্যাম সমান' - এই পঙ্ক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি গান।" 5,"‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতার নাম –","নজিবর রহমান","সৈয়দ মুজতবা আলী","কাজী আবদুল ওদুদ","রোকেয়া সাখাওয়াৎ হোসেন","'আনোয়ারা' নজিবর রহমান রচিত একটি সামাজিক উপন্যাস।" 6,"নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?","তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল","আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই","আপনি স্বপরিবারে আমন্ত্রিত","সারা জীবন ভূতের মজুরি খেটে মরলা,","'তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল' বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ।" 7,"নিচের কোনটি যৌগিক বাক্য?","ছেলেটি চঞ্চল তবে মেধাবী","দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না","তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন","মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন","'ছেলেটি চঞ্চল তবে মেধাবী' একটি যৌগিক বাক্য কারণ এতে দুটি স্বাধীন বাক্য 'ছেলেটি চঞ্চল' এবং 'ছেলেটি মেধাবী' 'তবে' অব্যয় দ্বারা যুক্ত হয়েছে।" 8,"ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত?","পিচাশ","রতন","কবাট","মুলুক","'পিচাশ' শব্দটি 'পিশাচ' থেকে এসেছে। এখানে 'শ' এবং 'চ' ধ্বনির স্থান পরিবর্তন হয়েছে, যা বর্ণ-বিপর্যয় (বা ধ্বনি-বিপর্যয়)-এর দৃষ্টান্ত।" 9,"‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ –","গলাধাক্কা দেওয়া","অমাবস্যা","কাছে টানা","কাস্তে","'অর্ধচন্দ্র' একটি বাগধারা, যার অর্থ গলাধাক্কা দেওয়া।" 10,"‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?","গুজরাট","পর্তুগিজ","হিন্দি","ফরাসি","'হরতাল' শব্দটি গুজরাটি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।" 11,"কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?","জয় করিবার ইচ্ছা","জানিবার ইচ্ছা","হনন করিবার ইচ্ছা","যুদ্ধ করিবার ইচ্ছা","'জিগীষা' শব্দের অর্থ 'জয় করিবার ইচ্ছা'।" 12,"নিচের কোনটি তৎসম শব্দ?","ধূলি","পছন্দ","হিসাব","শৌখিন","'ধূলি' একটি তৎসম শব্দ, যা সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসেছে।" 13,"নিচের কোনটি বাংলা ‘ধাতু’র দৃষ্টান্ত?","কহ্","কথ্","বুধ্","গঠ্","'কহ্' একটি বাংলা ধাতু, যা থেকে 'কহা', 'কহিল' ইত্যাদি ক্রিয়াপদ গঠিত হয়।" 14,"ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল –","চিন্তাবিপ্লব","বর্ণবাদের পুনরুত্থান","রাষ্ট্রবিপ্লব","অভিবাসন বিপ্লব","ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ধর্মীয়, সামাজিক ও দার্শনিক ক্ষেত্রে এক গভীর চিন্তাবিপ্লব ঘটেছিল।" 15,"শুদ্ধ বানান কোনটি?","মুমূর্ষু","মুমুর্ষু","মূমুর্ষু","মূমূর্ষু","'মুমূর্ষু' (মৃ+উষ্ণু) বানানটি শুদ্ধ।" 16,"নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?","আবীরা","বহ্নি","বায়ুসখা","বৈশ্বানর","'আবীরা' অর্থ হলদ, যা 'অগ্নি'র সমার্থক শব্দ নয়। 'বহ্নি', 'বায়ুসখা', 'বৈশ্বানর' - এগুলো অগ্নির সমার্থক শব্দ।" 17,"‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’- ওই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?","অপহ্নুতি","যমক","অর্থোন্নতি","অভিযোজন","'অপহ্নুতি' অলঙ্কারে কোনো বস্তুর সাধারণ পরিচয় অস্বীকার করে তার অন্য এক বৈশিষ্ট্য বা গুণ আরোপ করা হয়। এখানে নদীর জলের সাধারণ পরিচয় অস্বীকার করে তাকে অশ্রুধারা বলা হয়েছে।" 18,"‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?","অব্যয়ীভাব","দ্বিগু","বহুব্রীহি","দ্বন্দ্ব","'যথারীতি' (রীতিকে অতিক্রম না করে) একটি অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত, যেখানে পূর্বপদের অব্যয়ের অর্থই প্রধান।" 19,"‘মৃত্তিকা দিয়ে তৈরি’-কথাটির সংকোচন করলে হবে –","মৃন্ময়","তন্ময়","মন্ময়","চিন্ময়","'মৃত্তিকা দিয়ে তৈরি' - এর এক কথায় প্রকাশ হলো 'মৃন্ময়'।" 20,"‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?","শিব","জগন্নাথ","বিষ্ণু","প্রজাপতি","'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য দেবী চণ্ডী হলেন মহাদেবের (শিব) স্ত্রী পার্বতীর এক রূপ।" 21,"‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?","গোয়ালঘর থেকে","নেপালের রাজদরবার থেকে","পাঠশালা থেকে","কান্তজীর মন্দির থেকে","১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের এক গোয়ালঘর থেকে 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য'টি উদ্ধার করেন।" 22,"বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?","মৈথিলি","মারাঠি","হিন্দি","গুজরাটি","বিদ্যাপতি মূলত মৈথিলি ভাষার কবি ছিলেন, তবে বাংলাতেও তার পদাবলি রয়েছে।" 23,"‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’-এই মনোবাঞ্ছাটি কার?","ঈশ্বরী পাটুনীর","ভবানন্দের","ভাড়ুদত্তের","ফুল্লরার","'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' - এই উক্তিটি ভারতচন্দ্র রায়গুণাকরের 'অন্নদামঙ্গল' কাব্যের ঈশ্বরী পাটুনীর।" 24,"নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না?","এস ওয়াজেদ আলী","কাজী আবদুল ওদুদ","আবুল ফজল","আবদুল কাদির","'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সাথে কাজী আবদুল ওদুদ, আবুল ফজল, এবং আবদুল কাদির যুক্ত ছিলেন। এস ওয়াজেদ আলী এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন না।" 25,"নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?","অগ্নি-বীণা","বিষের বাঁশী","সিন্ধু-হিন্দোল","চক্রবাক","কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' কাব্যটি তার বিপ্লবী ও উদারনৈতিক ঐতিহ্যভাবনার প্রধান ধারক।" 26,"নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?","শনিবারের চিঠি","বঙ্গদর্শন","তত্ত্ববোধিনী","সংবাদ প্রভাকর","'শনিবারের চিঠি' বিশ শতকের (১৯২৪ সাল) একটি পত্রিকা। বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী, সংবাদ প্রভাকর ঊনিশ শতকের পত্রিকা।" 27,"নিচের কোনটি উপন্যাস নয়?","কবিতার কথা","দিবারাত্রির কাব্য","শেষের কবিতা","পল্লী-সমাজ","'কবিতার কথা' বুদ্ধদেব বসু রচিত একটি প্রবন্ধ গ্রন্থ, উপন্যাস নয়।" 28,"‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন?","আহমদ শরীফ","দীনেশচন্দ্র সেন","গোপাল হালদার","সুকুমার সেন","'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থটি ড. আহমদ শরীফ রচনা করেছেন।" 29,"‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?","মৃণালিনী","কৃষ্ণকান্তের উইল","দুর্গেশনন্দিনী","বিষবৃক্ষ","'মনোরমা' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'মৃণালিনী' উপন্যাসের একটি চরিত্র।" 30,"‘ব্যক্ত প্রেম’ ও ‘গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?","মানসী","খেয়া","কল্পনা","সোনার তরী","'ব্যক্ত প্রেম' ও 'গুপ্ত প্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'মানসী' কাব্যগ্রন্থের অন্তর্গত।" 31,"‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?","রবিবার","নষ্টনীড়","নামঞ্জুর","ল্যাবরেটরি","'অভীক' রবীন্দ্রনাথ ঠাকুরের 'রবিবার' গল্পের নায়ক।" 32,"‘সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।’-কার রচিত পঙ ক্তি-","কামিনী রায়।","রজনীকান্ত সেন","ইসমাইল হোসেন সিরাজী","দ্বিজেন্দ্রলাল রায়","'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে' - এই বিখ্যাত পঙ্ক্তিটি কবি কামিনী রায়ের লেখা।" 33,"‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র?","জীবন আমার বোন","কালো বরফ","খেলাঘর","অনুর পাঠশালা","'খোকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক-এর 'জীবন আমার বোন' উপন্যাসের চরিত্র।" 34,"সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?","বহিপীর","কবর","পায়ের আওয়াজ পাওয়া যায়","ওরা কদম আলী","'বহিপীর' সৈয়দ ওয়ালীউল্লাহর একটি বিখ্যাত নাটক।" 35,"মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি –","উপন্যাস","মহাকাব্য","ইতিহাস গ্রন্থ","ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ","মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' মূলত একটি মহাকাব্যিক উপন্যাস, তবে এর প্রধান পরিচয় এটি একটি উপন্যাস।"