৪৩তম বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য প্রশ্ন(43th BCS Preliminary Bangla Question) Serial No,Question,Correct Answer,Wrong Option 1,Wrong Option 2,Wrong Option 3,Explanation 1,"কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?","িত্তিক ও তুখারিক","তামিল ও দ্রাবিড়","আর্য ও অনার্য","মাগধী ও গৌড়ী","ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের কেন্তম শাখার দুটি উপশাখা হলো হিত্তিক ও তুখারিক, যা এশিয়ার অন্তর্গত।" 2,"‘রুখের তেন্তুলি কুমীরে খাই’ এর অর্থ কী?","গাছের তেঁতুল কুমীরে খায়","তেজি কুমিরকে রুখে দিই","বৃক্ষের শাখায় পাকা তেঁতুল","ভুল থেকে শিক্ষা নিতে হয়","'রুখের তেন্তুলি কুমীরে খাই' একটি প্রবাদ বাক্য যার আক্ষরিক অর্থ 'গাছের তেঁতুল কুমীরে খায়' এবং এটি মূলত অসম্ভব ঘটনার প্রতি ইঙ্গিত করে।" 3,"মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?","‘পদ্মপুরাণ’","‘মনসামঙ্গল’","‘মনসাবিজয়","‘পদ্মাবতী’","বিজয়গুপ্ত মনসা দেবীকে নিয়ে 'পদ্মপুরাণ' নামক মঙ্গলকাব্য রচনা করেন।" 4,"দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?","জমিদার নিজাম শাহ","সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ","কোরেশী মাগন ঠাকুর","সুলতান বরবক শাহ","কবি দৌলত উজির বাহরাম খান তার সাহিত্যকর্ম সৃষ্টির জন্য জমিদার নিজাম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন।" 5,"চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?","নেপাল","বাংলাদেশ","উড়িষ্যা","ভুটান","হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন।" 6,"ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?","বীরসিংহ গ্রাম, মেদিনীপুর","চৌবেরিয়া গ্রাম, নদীয়া","কীঠালপাড়া রাম, চব্বিশ পরগনা","দেবানন্দপুন গ্রাম, হুগলি","ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।" 7,"‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।’-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?","‘অনন্ত প্রেম’","‘উপহার’","‘ব্যক্ত প্রেম’","‘শেষ উপহার’","এই জনপ্রিয় পঙ্ক্তিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের 'মানসী' কাব্যগ্রন্থের অন্তর্গত 'অনন্ত প্রেম' কবিতার অংশ।" 8,"হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?","মহামহোপাধ্যায়","পণ্ডিত","বিদ্যাসাগর","শাস্ত্রজ্ঞ","হরপ্রসাদ শাস্ত্রীকে 'মহামহোপাধ্যায়' উপাধিতে ভূষিত করা হয়েছিল।" 9,"“ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামান ছেলে?","কামাল পাশা","কাজী নজরুল ইসলাম","চিত্তরঞ্জন দাস","সুভাষ বসু","কাজী নজরুল ইসলামের 'কামাল পাশা' কবিতায় 'ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে' পঙ্ক্তিটি কামাল পাশা (মোস্তফা কামাল আতাতুর্ক)-কে নির্দেশ করে।" 10,"সজনীকন্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?","শনিবারের চিঠি","রবিবারের ডাক","বিজলি","বঙ্গদর্শন","সজনীকান্ত দাস সম্পাদিত বিখ্যাত পত্রিকাটির নাম 'শনিবারের চিঠি', যা ১৯২৪ সালে প্রকাশিত হয়।" 11,"‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’-কে রচনা করেন এই কাব্যাংশ?","জীবনানন্দ দাশ","সুধীন্দ্রনাথ দত্ত","প্রেমেন্দ্র মিত্র","সমর সেন","'মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়' - এই গভীর অর্থবহ কাব্যাংশটি জীবনানন্দ দাশের 'আট বছর আগের একদিন' কবিতার অংশ।" 12," কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?","‘নেকড়ে অরণ্য’","‘কাদো নদী কাদো’","‘রাঙা প্রভাত’","‘প্রদোষে প্রাকৃতজন’","শওকত ওসমান রচিত 'নেকড়ে অরণ্য' একটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।" 13,"‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?","শঙ্খ ঘোষ","রফিক আজাদ","শক্তি চট্টোপাধ্যায়","শামসুর রহমান","'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' একটি জনপ্রিয় কাব্যগ্রন্থ যার রচয়িতা কবি শঙ্খ ঘোষ।" 14,"ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?","‘কর্ণফুলি’","‘তেইশ নম্বর তৈলচিত্র’","‘ক্ষুধা ও আশা’","‘ধানকন্যা’","আলাউদ্দিন আল আজাদ রচিত 'কর্ণফুলি' উপন্যাসটি পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনধারা নিয়ে লেখা হয়েছে।" 15,"‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?","সুনীল গঙ্গোপাধ্যায়","অরুণ মিত্র","সমরেশ বনু","সমরেশ মজুমদার","'নীল লোহিত' ভারতের বিখ্যাত বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।" 16,"‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়-","১৯ জানুয়ারি ১৯২৬","১৯ ফেব্রুয়ারি ১৯২৬","১৯ মার্চ ১৯২৬","২৬ মার্চ ১৯২৭","১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকায় 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়, যার মূলমন্ত্র ছিল 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'।" 17,"কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?","১৮৬৫","১৮৬০","১৮৬১","১৮৬৭","বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের প্রথম এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' ১৮৬৫ সালে প্রকাশিত হয়।" 18,"বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কী?","স্বর্ণকুমারী দেবী","বেগম রোকেরা","কাদম্বরী দেবী","নূরন্নাহার ফয়জুন্নেসা","বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ছিলেন।" 19,"‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?","শেখ মুজিবুর রহমান","মওলানা ভাসানী","আবুল পজল","শহিদুল্লা কায়সার","'আমার দেখা নয়াচীন' জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা একটি ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ।" 20,"‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?","আবুল মনসুর আহমদ","এস. ওয়াজেদ আলী","জাবুল ছাসেম","আবুল হুসেন","'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' বইটি বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ।" 21,"‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ?","ফারসি","পর্তুগিজ","ফরাসি","আরবি","'আসমান' শব্দটি ফারসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, যার অর্থ আকাশ।" 22,"নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?","আ","ই","গ) এ","জ্যা","বাংলা স্বরধ্বনিগুলোর মধ্যে 'আ' হলো নিম্নবিবৃত স্বরধ্বনি, যা উচ্চারণের সময় জিহ্বা সবচেয়ে নিচে থাকে।" 23,"‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?","বেঁচে থাকার ইচ্ছা","জীবননাশের ইচ্ছা","জীবনকে জানার ইচ্ছা","জীবন-জীবিকার পথ","'জিজীবিষা' শব্দের অর্থ হলো 'বেঁচে থাকার ইচ্ছা' বা 'জীবন ধারণের প্রবল আকাঙ্ক্ষা'।" 24,"বড়>বড্ড এটি কোন ধরনের পরিবর্তন?","ব্যঞ্জনদ্বিত্ব","বিষমীভবন","সমীভবন","ব্যঞ্জন-বিকৃতি","'বড়' থেকে 'বড্ড' শব্দে 'ড' ধ্বনিটি দ্বিতীয়বার উচ্চারিত হয়েছে, যা ব্যঞ্জনদ্বিত্বের (Consonant Doubling) উদাহরণ।" 25,"‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কী?","বৃহৎ বিষয়","রামায়ণের সাত পর্ব","রামায়ণে বর্ণিত বৃক্ষ","রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র","'সপ্তকাণ্ড রামায়ণ' বাগধারাটির অর্থ হলো 'বিরাট ব্যাপার' বা 'বৃহৎ বিষয়'।" 26,"‘Attested’ শব্দের বাংলা পরিভাষা কী?","সত্যায়িত/প্রত্যায়িত","প্রত্যায়িত","প্রতারিত","সত্যয়িত","'Attested' শব্দের সঠিক বাংলা পরিভাষা হলো 'সত্যায়িত' বা 'প্রত্যায়িত'।" 27,"‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’-এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?"," পৌনঃপুনিকতা","অসহায়ত্ব","বিরক্তি","কালের বিস্তার","'ডেকে ডেকে' এখানে বারবার ডাকার অর্থ প্রকাশ করছে, যা 'পৌনঃপুনিকতা' (Repetition) বোঝায়।" 28,"ভুল বানান কোনটি?","ভূবন","অন্তঃসার","মুহূর্ত","অদ্ভুত","'ভূবন' বানানটি ভুল, সঠিক বানানটি হলো 'ভুবন'।" 29,"‘যিনি বিদ্বান, তিনি সর্ব আদরণীয়।’- এটি কোন ধরনের বাক্য?","জটিল বাক্য","সরল বাক্য","যৌগিক বাক্য","খণ্ড বাক্য","'যিনি...তিনি' অব্যয়গুলো দ্বারা পরস্পর সাপেক্ষ খণ্ডবাক্য যুক্ত হওয়ায় এটি একটি জটিল বাক্য (Complex Sentence)।" 30,"‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?","কর্মধারয়","বহুব্রীহি","অব্যয়ীভাব","তৎপুরুষ","'চিকিৎসাশাস্ত্র' হলো 'চিকিৎসা বিষয়ক শাস্ত্র', যা একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ।" 31," কোনটি নামধাতুর উদাহরণ?","বেতা","চল্","কর্","পড়্","'বেতা' হলো একটি নামধাতু (Nominal Verb), যা বিশেষ্য বা বিশেষণ পদ থেকে গঠিত ক্রিয়া।" 32,"‘গড্ডালিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী?","ভেড়া","স্রোত","একত্র","ভাসা","'গড্ডালিকা প্রবাহ' বাগধারায় 'গড্ডল' শব্দের অর্থ হলো 'ভেড়া'। এই বাগধারাটি 'অন্ধ অনুকরণ' অর্থে ব্যবহৃত হয়।" 33,"‘তাতে সমাজজীবন চলে না।’-এ বাকাটির অস্তিবাচক রূপ কোনটি?","তাতে সমাজনজীবন অচল হয়ে পড়ে।","তাতে সমাজজীবন চলে ।","তাতে না সমাজজীবন চলে ।","তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।","'তাতে সমাজজীবন চলে না' (নেতিবাচক) বাক্যটির অস্তিবাচক রূপ হলো 'তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে' (ইতিবাচক)।" 34,"বাগবন্ত্রের অংশ কোনটি?","উপরের সবকটি","স্বরযন্ত্র","ফুসফুস","দাত","মানবদেহের বাগযন্ত্রের প্রধান অংশগুলো হলো স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত, জিহ্বা, ঠোঁট, নাসিকা ইত্যাদি। সুতরাং, উপরের সবকটিই বাগযন্ত্রের অংশ।" 35,"রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?","সম্প্রদান কারক","করণ কারক","অপাদান কারক","অধিকরণ কারক","রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ব্যাকরণ থেকে সম্প্রদান কারক বাদ দেওয়ার পক্ষে ছিলেন, কারণ তার মতে, নিঃস্বার্থ দানের ধারণাটি ব্যবহারিক অর্থে খুব কমই ব্যবহৃত হয়।"