46th BCS Preliminary Bangla Question – ৪৬ তম বিসিএস প্রিলি বাংলা প্রশ্ন 1,বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা, উচ্চ অবস্থানে থাকে?,উ,আ,এ,ও,উ স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে। 2,বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ-,দেশি,তৎসম,তদ্ভব,বিদেশি,অনার্য জাতির ব্যবহৃত শব্দগুলোকে দেশি শব্দ বলা হয়। 3,‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থের রচয়িতা-,মুহম্মদ আবদুল হাই,মুহম্মদ শহীদুল্লাহ্,মুনীর চৌধুরী,মুহম্মদ এনামুল হক,মুহম্মদ আবদুল হাই ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ, গবেষক এবং ভাষাবিজ্ঞানী। 4,বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি?,২টি,১টি,৩টি,৪টি,বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি দুইটি: ঐ (অ+ই) এবং ঔ (অ+উ)। 5,যোগরুঢ় শব্দ কোনটি?,শাখামৃগ,কলম,মলম,বাঁশি,যোগরুঢ় শব্দ হচ্ছে এমন শব্দ যা তার আভিধানিক অর্থ হারিয়ে একটি বিশেষ অর্থ প্রকাশ করে। 'শাখামৃগ' বলতে বানরকে বোঝায়। 6,নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?,৯০°,১৮০°,৩৬০°,০°,নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব ৯০°। 7,জাপানিজ শব্দ ‘সুনামি’ এর অর্থ কী?,পোতাশ্রয়ের ঢেউ,বিশালাকৃতির ঢেউ,সামুদ্রিক ঢেউ,জলোচ্ছাস,সুনামি (tsunami) একটি জাপানি শব্দ যার অর্থ 'পোতাশ্রয়ের ঢেউ' (tsu = harbor, nami = wave)। 8,বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?,ভূমিকম্প,মরুকরণ,বন্যা,সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি,ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ যা বৈশ্বিক উষ্ণায়নের সাথে সরাসরি সম্পর্কিত নয়। 9,বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?,নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা,নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা,নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা,বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা,বন্যা নিয়ন্ত্রণে নদী খনন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা পানি প্রবাহকে উন্নত করে। 10,নিচের কোনটি কৃষি-আবহাওয়াজনিত আপদ (Hazard)?,খরা,ভূমিকম্প,ভূমিধস,সুনামি,খরা হলো কৃষি-আবহাওয়াজনিত একটি আপদ যা বৃষ্টিপাতের অভাবে ফসলের ক্ষতি করে। 11,উপসর্গযুক্ত শব্দ-,বিদ্রোহী,বিদ্যা,বিষয়,বিপুল,'বিদ্রোহী' শব্দটি 'বি-' উপসর্গ যোগে গঠিত। 12,বিভক্তিযুক্ত শব্দ কোনটি?,সরোবরে,চশমা,সরোজ,চম্পক,'সরোবরে' শব্দটি 'এ' বিভক্তিযুক্ত। 13,কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?,ঐকিক,ভাইবোন,রাজপথ,বকলম,'ঐকিক' শব্দটি 'এক' শব্দের সাথে 'ইক' প্রত্যয় যোগে গঠিত। 14,‘শিরশ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ-,শিরঃ + ছেদ,শির + ছেদ,শিরশ্ + ছেদ,শির + উচ্ছেদ,'শিরশ্ছেদ' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো 'শিরঃ + ছেদ'। 15,‘নীলকর’ কোন সমাসের দৃষ্টান্ত?,উপপদ তৎপুরুষ,দ্বন্দ্ব,বহুব্রীহি,নিত্য,'নীলকর' শব্দটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ (নীলকে যে করে)। 16,চর্যাপদের কবিরা ছিলেন-,সহজঘানী বৌদ্ধ,মহাঘানী বৌদ্ধ,বজ্রঘানী বৌদ্ধ,বাউল,চর্যাপদের কবিরা ছিলেন সহজযান মতবাদের অনুসারী বৌদ্ধ সিদ্ধাচার্য। 17,‘শূন্যপূরাণের’ রচয়িতা-,রামাই পন্ডিত,হলায়ুধ মিশ্র,কাহ্নপা,কুকুরীপা,'শূন্যপুরাণ' গ্রন্থের রচয়িতা হলেন রামাই পন্ডিত। 18,বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?,শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান,শ্রীচৈতন্যদেবের জন্মস্থান,বড়ু চণ্ডীদাসের জন্মস্থান,চর্যাপদের প্রাপ্তিস্থান,কাঁকিল্যা গ্রাম থেকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি আবিষ্কৃত হয়েছিল। 19,‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।’ - কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?,নূরনামা,নসিহতনামা,মধুমালতী,ইউসুফ-জুলেখা,এই পঙ্ক্তিটি আবদুল হাকিমের 'নূরনামা' কাব্যের অন্তর্গত। 20,আলাওল কোন শতাব্দীর কবি?,সপ্তদশ,পঞ্চদশ,ষোড়শ,অষ্টাদশ,আলাওল সপ্তদশ শতাব্দীর কবি ছিলেন। 21,কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?,বাউল গান,রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত,ভাটিয়ালি গান,ইউনেস্কো বাউল গানকে 'Intangible Cultural Heritage of Humanity' হিসেবে স্বীকৃতি দিয়েছে। 22,চন্ডীচরণ মুন্সী কে?,ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত,শ্রীরামপুর মিশনের লিপিকর,কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা,সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক,চন্ডীচরণ মুন্সী ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত। 23,‘রত্নপরীক্ষা’ গ্রন্থের রচয়িতা-,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,রামমোহন রায়,অক্ষয়কুমার দত্ত,রাধানাথ শিকদার,'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 24,স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-,দেবেন্দ্রনাথ ঠাকুর,দ্বারকানাথ ঠাকুর,রথীন্দ্রনাথ ঠাকুর,প্রমথ চৌধুরী,স্বর্ণকুমারী দেবীর পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 25,ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?,কমলাকান্ত,লোকরহস্য,মুচিরাম গুড়ের জীবনচরিত,যুগলাঙ্গুরীয়,ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'লোকরহস্য' গ্রন্থের একটি চরিত্র। 26,দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদক,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,জশুয়া মার্শম্যান,ডেভিড হেয়ার,মাইকেল মধুসূদন দত্ত,দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, যদিও মূল অনুবাদক ছিলেন জেমস লং। তবে প্রকাশিত অনুবাদে মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা ছিল। 27,রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?,রক্তকরবী,বিসর্জন,মুক্তধারা,ডাকঘর,'রক্তকরবী' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত নাটক যার প্রধান পুরুষ চরিত্র হলো রঞ্জন। 28,‘তৈল’ প্রবন্ধটি লিখেছেন-,হরপ্রসাদ শাস্ত্রী,সুকুমার রায়,রমেশচন্দ্র মজুমদার,শিবনারায়ণ রায়,'তৈল' প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। 29,“নাম রেখেছি কোমল গান্ধার” কাব্যের রচয়িতা-,বিষ্ণু দে,রবীন্দ্রনাথ ঠাকুর,অমিয় চক্রবর্তী,প্রেমেন্দ্র মিত্র,"নাম রেখেছি কোমল গান্ধার" কাব্যের রচয়িতা বিষ্ণু দে। 30,‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটির রচয়িতা,কাজী নজরুল ইসলাম,গোলাম মোস্তফা,জসীমউদ্দীন,আব্বাস উদ্দীন আহমদ,এই বিখ্যাত গানটির রচয়িতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 31,‘pedagogy’ শব্দের পরিভাষা-,শিক্ষানীতি,সহশিক্ষা,নারীশিক্ষা,শিক্ষাতত্ত্ব,'Pedagogy' শব্দের পরিভাষা হলো শিক্ষাতত্ত্ব। 32,শামসুর রাহমানের রচিত উপন্যাস,অদ্ভুত আঁধার এক,পতঙ্গ পিঞ্জর,প্রেম একটি লাল গোলাপ’,রৌদ্র করোটিতে,শামসুর রাহমানের রচিত উপন্যাস 'অদ্ভুত আঁধার এক'। 33,সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-,দ্বৈতাদ্বৈতবাদ,অস্তিত্ববাদ,অভিব্যক্তিবাদ,পরাবাস্তববাদ,সেলিম আল দীনের নাটকে দ্বৈতাদ্বৈতবাদ শিল্পতত্ত্ব অনুসৃত হয়েছে। 34,‘পৃথক পালঙ্ক’ কাব্যগ্রন্থের কবি-,আবুল হাসান,আল মাহমুদ,রফিক আজাদ,আবুল হোসেন,'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি আবুল হাসান। 35,কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?,শহীদুল জহির,জ্যোতিপ্রকাশ দত্ত,রিজিয়া রহমান,দিলারা হাশেম,শহীদুল জহিরের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন দেখা যায়। 36,“একুশ মানে মাথা নত না রচয়িতা করা”- এই অমর পঙ্ক্তির,আবুল ফজল,আব্দুল গাফফার চৌধুরী,মুনীর চৌধুরী,সিরাজুল ইসলাম চৌধুরী,এই অমর পঙ্ক্তিটির রচয়িতা হলেন আব্দুল গাফফার চৌধুরী। 37,‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি?,ঋজু,বন্ধুর,অসম,সুষম,'বঙ্কিম' শব্দের বিপরীত শব্দ হলো 'ঋজু'। 38,বাংলা একাডেমির ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ কত সালে প্রণীত হয়?,১৯৯২,১৯৯০,১৯৯৪,১৯৯৬,বাংলা একাডেমির 'প্রমিত বাংলা বানানের নিয়ম' ১৯৯২ সালে প্রণীত হয়। 39,কোন বানানটি শদ্ধ?,মুলো,মুলা,ধুলি,ধূলো,'মুলা' বানানটি শুদ্ধ। 40,‘নদী’-র সমার্থ শব্দ কোনটি?,তটিনী,সিন্ধু,হিল্লোল,নির্ঝর,'নদী'-র সমার্থক শব্দ হলো 'তটিনী'।